বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা প্রশ্ন, বাংলা বিভাগ, অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২২

বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা প্রশ্ন

বাংলা বিভাগ

অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২২

অ-১-০০২/২০২২

বিষয় কোড: 211003

[বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা)

সময়—৪ ঘন্টা

[দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে ]

ক বিভাগ

(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

মান—- ১x১০=১০

 

১। (ক) কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে?

 

(খ) গৌড়ীয় প্রাকৃতের পরবর্তী স্তর কোনটি?

 

বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি (প্রাচীনকাল থেকে ২০০০ খ্রি পর্যন্ত) প্রশ্ন, বাংলা বিভাগ, অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২২

 

(গ) ‘তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান’ গ্রন্থের লেখক কে?

 

(ঘ) বাংলা শব্দের ব্যবহার প্রথম কে, কোন গ্রন্থে করেন?

 

(ঙ) ‘বঙ্গীয় শব্দকোষ’ কে প্রণয়ন করেন?

 

(চ) আদিতে অপভ্রংশ কোন সমাজে ব্যবহৃত হতো?

 

(ছ) ‘ষ্ণ’ যুক্তবর্ণটি কী কী বর্ণের সমন্বয়ে গঠিত? উদাহরণ দাও ।

 

(জ) আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত’—বাক্যটির শুদ্ধরূপ লেখ।

 

(ঝ) ‘সর্বস্বাস্ত’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কর।

 

(ঞ) ‘ইতিপূর্বে’ শব্দটির অপপ্রয়োগজনিত ভুলের শুদ্ধরূপ কী?

 

(ট) Cultured’ শব্দটির পারিভাষিক রূপ লেখ।

 

(ঠ) O. D. B. L এর পূর্ণরূপ কী?

 

খ বিভাগ

(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান—৪x৫=২०

 

২। বাংলা ভাষায় বৈদেশিক প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।

 

৩। নব্য ভারতীয় আর্য ভাষার সংক্ষিপ্ত পরিচয় দাও ।

 

৪। বরেন্দ্রী উপভাষা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।

 

৫। প্রাকৃত কী? প্রাকৃত ভাষাগুলোর সংক্ষিপ্ত পরিচয় দাও ।

 

৬। ষ-ত্ব বিধান কী? ষ-ত্ব বিধানের তিনটি সূত্র উদাহরণসহ লেখ।

 

৭। যে কোনো চারটি শব্দের শুদ্ধরূপ লেখ:

শ্রদ্ধাঞ্জলী, অধীনস্থ, মনযোগ, স্টেশন, উপরোক্ত, দৈন্যতা।

 

৮। ‘কি’ ও ‘কী’-এর পার্থক্য উদাহরণসহ লেখ।

 

৯। বিদেশি শব্দের বর্ণ থেকে বাংলা শব্দের বর্ণের প্রতিবর্ণীকরণের চারটি নিয়ম লেখ।

 

গ বিভাগ

(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান—-১০×৫=৫০

 

১০। বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে পন্ডিতদের অভিমত বর্ণনা কর।

 

১১। বাংলা ভাষায় আর্য ভাষার প্রভাব সম্পর্কে আলোচনা কর।

 

১২। মধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখ।

 

১৩। ‘বাঙ্গালা সংস্কৃতের দুহিতা’—উক্তিটির সত্যাসত্য যাচাই কর

 

১৪। বাংলা বানান সংস্কারের উদ্যোগসমূহ ধারাবাহিকভাবে বর্ণনা কর।

 

১৫। যুক্তাক্ষর গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ কর এবং ম-ফলা, ব-ফলা ও য-ফলার ব্যবহার এবং উচ্চারণ সম্পর্কে লেখ।

 

১৬। ‘খাদ্যদ্রব্যে ভেজালের কারণ ও প্রতিকার’ সম্পর্কিত একটি প্রতিবেদন সংবাদপত্রে প্রকাশের জন্যে রচনা কর।

 

১৭। দৃষ্টান্তসহ সার-সংক্ষেপ, সারাংশ এবং সারমর্মের রূপগত পরিচয় উপস্থাপন কর।