বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি (প্রাচীনকাল থেকে ২০০০ খ্রি পর্যন্ত) প্রশ্ন, বাংলা বিভাগ, অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২২

বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি (প্রাচীনকাল থেকে ২০০০ খ্রি পর্যন্ত) প্রশ্ন

বাংলা বিভাগ

অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২২

অ-১-০০১/২০২২

বাংলা

বিষয় কোড 211001

[বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি (প্রাচীনকাল থেকে ২০০০ খ্রি. পর্যন্ত))

সময়—৪ ঘণ্টা

পূর্ণমান ৮০

(দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।)

ক বিভাগ

(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

মান—১x১০=১০

 

১। (ক) ঐতিহাসিকদের মতে বাংলা শব্দের উৎপত্তি হয় কীভাবে?

 

(খ) রাঢ় বলতে কোন অঞ্চলকে বুঝায়?

 

বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা প্রশ্ন, বাংলা বিভাগ, অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২২

 

(গ) ইবনে বতুতা কোন শাসকের আমলে বাংলায় আগমন করেন?

 

(ঘ) ‘আইন-ই-আকবরী’ গ্রন্থের রচয়িতার নাম লেখ ।

 

(ঙ) সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন?

 

(চ) পানিপথের প্রথমযুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?

 

বাংলা কবিতা-১ (Bengali poetry-1) প্রশ্ন, বাংলা বিভাগ, অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২২

 

(ছ) সতীদাহ প্রথা বিলোপ করেন কে?

 

(জ) ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ১৪৪ ধারা জারি করেন কে?

 

(ঝ) ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে?

 

(ঞ) ‘শিখা’ গোষ্ঠীর শ্লোগান কী ছিল?

 

বাংলা উপন্যাস-১ (Bengali Novel-1) প্রশ্ন, বাংলা বিভাগ, অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২২

 

(ট) মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?

 

(ঠ) স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম কত তারিখে এবং কোথায় উত্তোলন করা হয়?

 

খ বিভাগ

(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান—- ৪x৫ = ২০

 

২। প্রাচীন বাংলার জনপদসমূহের সংক্ষিপ্ত পরিচয় দাও ।

 

৩। বাংলার বারো ভূঁইয়াদের পরিচয় তুলে ধর।

 

৪। পাল বংশের প্রতিষ্ঠাতা রাজা গোপালের সংক্ষিপ্ত পরিচয় দাও।

 

৫। কৃষিনির্ভর বাঙালি সমাজের বিভিন্ন অনুষ্ঠানের পরিচয় বিবৃত কর।

 

৬। বাঙালি সংস্কৃতিতে ধর্মের প্রভাব আলোচনা কর।

 

৭। ‘মাৎসন্যায়’ বলতে কী বুঝ? সংক্ষেপে বর্ণনা কর।

 

৮। তমুদ্দুন মজলিস’ কী? ভাষা আন্দোলনে ‘তমুদ্দুন মসলিসে’র ভূমিকা সংক্ষেপে আলোচনা কর।

 

৯। কৈবর্ত বিদ্রোহ কী? কৈবর্ত বিদ্রোহের কারণ ব্যাখ্যা কর।

 

গ বিভাগ

(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান—১০x৫=৫०

 

১০। ‘বাংলা’ নামের উদ্ভব ও বিবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।

 

১১। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের কারণ ও তার ফলাফল আলোচনা কর।

 

১২। শশাঙ্ক কে ছিলেন? তাঁর শাসনকালের সংক্ষিপ্ত পরিচয় দাও।

 

১৩। বাংলায় বাউল মতের উদ্ভব ও বিকাশের পটভূমি আলোচনা কর।

 

১৪। বাঙালি মুসলমানদের জাগরণে মুসলিম সাহিত্য সমাজের ভূমিকা লেখ ।

 

১৫। বাঙালির মুক্তিযুদ্ধে ১৯৬৯-এর গণ অভ্যুত্থানের প্রভাব বিশদভাবে ব্যাখ্যা কর।

 

১৬। বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশ সম্পর্কে একটি নিবন্ধ লেখ।

 

১৭। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা কর ।