বাংলা কবিতা-১ (Bengali poetry-1) প্রশ্ন, বাংলা বিভাগ, অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২২

বাংলা কবিতা-১ (Bengali poetry-1) প্রশ্ন

বাংলা বিভাগ

অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২২

অ-১-০০৩/২০২২

বাংলা

বিষয় কোড : 211005

(বাংলা কবিতা-১)

সময়—৪ ঘণ্টা

পূর্ণমান —৮০

(দ্রষ্টব্য: বিভাগ অনুযায়ী প্রতিটি প্রশ্নের উত্তর ক্রমানুসারে লেখা বাঞ্ছনীয়)

ক বিভাগ

(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

মান—১x১০=১০

 

১। (ক) ‘প্রলয়োল্লাস’ কবিতায় দিগম্বরের জটায় কে লুটিয়ে পড়ে?

 

(খ) ‘বিদ্রোহী’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

 

বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি (প্রাচীনকাল থেকে ২০০০ খ্রি পর্যন্ত) প্রশ্ন, বাংলা বিভাগ, অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২২

 

(গ) ‘মর্সিয়া’ শব্দের অর্থ কী?

 

(ঘ) ‘ঈশ্বর’ কবিতায় সিন্ধু-কূলে কে রত্ন বেচা-কেনা করে?

 

বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা প্রশ্ন, বাংলা বিভাগ, অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২২

 

(ঙ) ‘সাম্যবাদী’ কবিতায় কোথায় তাজা ফুল ফোটে?

 

(চ) “অন্যেরে যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব!”— পঙ্ক্তিটি কোন কবিতা থেকে নেয়া হয়েছে?

 

(ছ) ‘রূপসী বাংলা’ কাব্যটি কত সালে প্রকাশিত হয়?

 

(জ) ‘আবার আসিব ফিরে’ কবিতায় সন্ধ্যার বাতাসে কী ওড়ে?

 

(ঝ) ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় বিশালাক্ষী কাকে বর দিয়েছিল?

 

(ঞ) ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যে হলদে পাখির ছা কে?

 

(ট) বৃষ্টির জন্য চাষীরা যে গান করে তার নাম কী?

 

(ঠ) লক্ষীরে দেই বউ বানায়ে অমন জামাই পেলে’—উক্তিটি কার?

 

খ বিভাগ

(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান—৪x৫=২०

 

২। ‘অগ্নিবীণা’ কাব্য অবলম্বনে কবির ইতিহাস ও ঐতিহ্য সাধনার স্বরূপ নির্ণয় কর।

 

৩। “ঐ ঈশ্বর-শির উল্লঙ্খিতে আমি আগুনের সিঁড়ি,

আমি বসিব বলিয়া পেতেছে ভবানী ব্রহ্মার বুকে পিঁড়ি!”—ব্যাখ্যা কর।

 

৪। ‘কুলি-মজুর’ কবিতার আলোকে কাজী নজরুল ইসলামের শ্রেণিচেতনার পরিচয় দাও।

 

৫।‌”অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়।”—ব্যাখ্যা কর।

 

৬। ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি কোন কোন রূপে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন?

 

৭। শুকতারা নিভে গেলে কাঁদে কী আকাশ?’— পঙ্ক্তিটি বিশ্লেষণ কর।

 

৮। রূপাই ও সাজুর প্রথম সাক্ষাতের বর্ণনা দাও।

 

৯। “ মোর যত ব্যথা মোর যত কাঁদা এরি বুকে লিখে যাই”— উক্তিটি বিশ্লেষণ কর।

 

গ বিভাগ

(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান—১০x৫= ৫০

 

১০। ‘অগ্নিবীণা’ কাব্যে কবি কাজী নজরুল ইসলামের মৌলিক চেতনার পরিচয় দাও।

 

১১। ‘অগ্নিবীণা’ কাব্যের শিল্পমূল্য বিচার কর।

 

১২। ‘সাম্যবাদী’ কাব্য অবলম্বনে কাজী নজরুল ইসলামের মানবিক চেতনার স্বরূপ বিশ্লেষণ কর।

 

১৩। ‘সাম্যবাদী’ কাব্যের ‘মানুষ’ ও ‘সাম্য’ কবিতার মূল বক্তব্য আলোচনা কর।

 

১৪। ‘রূপসী বাংলা’ কাব্যে বাংলার প্রাকৃতিক রূপ-সৌন্দর্য বর্ণনায় কবির শিল্প কুশলতার পরিচয় দাও।

 

১৫। ‘রূপসী বাংলা’ কাব্য অবলম্বনে জীবনানন্দ দাশের কবি-মানসের পরিচয় দাও।

 

১৬। “নকশী কাঁথার মাঠ’ কাব্য অবলম্বনে জসীম উদ্দীনের জীবনদৃষ্টি ও কবিত্বশক্তির বৈশিষ্ট্য তুলে ধর।

 

১৭। ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যের সাজু চরিত্র আলোচনা কর।