বাংলা উপন্যাস-১ (Bengali Novel-1) প্রশ্ন, বাংলা বিভাগ, অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২২

বাংলা উপন্যাস-১ (Bengali Novel-1) প্রশ্ন

বাংলা বিভাগ

অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২২

অ-১-০০৪/২০২২

বাংলা

বিষয় কোড : 211007

(বাংলা উপন্যাস-১)

সময়—৪ ঘণ্টা

পূর্ণমান —৮০

 

[দ্রষ্টব্য: একই বিভাগের প্রশ্ন অন্য বিভাগে লেখা বাঞ্ছনীয় নয়।]

ক বিভাগ

(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

মান- ১x১০=১০

 

১। (ক) ‘কপালকুণ্ডলা’ শব্দটির অর্থ কী?

 

(খ) ‘কপালকুণ্ডলা’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়।

 

বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি (প্রাচীনকাল থেকে ২০০০ খ্রি পর্যন্ত) প্রশ্ন, বাংলা বিভাগ, অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২২

 

(গ) কাপালিকের গৃহটি কীসের দ্বারা নির্মিত?

 

(ঘ) মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কী?

 

(ঙ) ‘বিষাদ-সিন্ধু’ কোন শ্রেণির উপন্যাস?

 

বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা প্রশ্ন, বাংলা বিভাগ, অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২২

 

(চ) “প্রণয় ছিল পরিণয় হইল, আর কি আশা?”— কে বলেছিল?

 

*লেখাপড়া একটা ছুতা মাত্র’—এ উক্তির অর্থ কী?

 

(জ) বিনোদিনী শেষ পর্যন্ত কোথায় গেল?

 

(ঝ) “মন্দকে ভালবাসিয়া একটুখানি মন্দ হও।”—উক্তিটি কার?

 

বাংলা কবিতা-১ (Bengali poetry-1) প্রশ্ন, বাংলা বিভাগ, অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২২

 

(ঞ) কে শুধু মৃত্যুর কথা বলে?

 

(ট) তাতারী কোন দেশীয় গোলাম?

 

(ঠ) “সত্য তিক্ত পদার্থ।”—কার উক্তি?

 

খ বিভাগ

(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান—৪x৫ = ২০

 

২। “ আমি বনচর ছিলাম, আবার বনচর হইব” – কে, কেন বলেছে?

 

৩। কপালকুণ্ডলার পরিণতির জন্য দায়ী কে?

 

৪। সীমারের সংক্ষিপ্ত পরিচয় দাও।

 

৫। “হয় আমার প্রাণ তাহাকে দিব, নয় তাহার প্রাণ আমি লইব।”—কে, কেন একথা বলেছে?

 

৬। ‘আজ মহেন্দ্ৰ নিজেই নিজের বাধা’ – ব্যাখ্যা কর।

 

৭। “ঘরের শ্রী ফিরিয়া গেল”— কোন অর্থে ব্যাখ্যা কর।

 

৮। খলিফা হারুনর রশীদ তাতারীর উপর ঈর্ষাকাতর কেন?

 

৯। “হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি।”— কে, কাকে, কেন বলেছেন—তা আলোচনা কর।

 

গ বিভাগ

(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান—১০x৫=৫০

 

১০। “কপালকুন্ডলার” রোমান্টিক আবেদন রচনায় বঙ্কিমচন্দ্র অদ্ভূত প্রতিভার পরিচয় দিয়েছেন”— মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

 

১১। ‘কপালকুণ্ডলা’—উপন্যাস অবলম্বনে মতিবিবি চরিত্র বিশ্লেষণ কর।

 

১২। “ ‘বিষাদ-সিন্ধু’ – মীর মশাররফ হোসেনের সাহিত্য প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন”— এ প্রসঙ্গে তোমার অভিমত ব্যক্ত কর।

 

১৩। ‘বিষাদ-সিন্ধু’—উপন্যাস অবলম্বনে জাএদা চরিত্র বিশ্লেষণ কর।

 

১৪। রবীন্দ্রনাথের “চোখের বালি’ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা উপন্যাসের পালাবদল ঘটেছে—আলোচনা কর।

 

১৫। ‘চোখের বালি’ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার কর।

 

১৬। শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’—উপন্যাসের বিষয়ভাবনা আলোচনা কর।

 

১৭। ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসে শওকত ওসমান কোন রাজনৈতিক শোষণের প্রতীকী চিত্র অঙ্কন করেছেন—আলোচনা কর।