পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-৪

পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র

অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অধ্যায়-৪

বাংলাদেশের সংবিধান

প্রশ্ন- ১। বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি?

 

উত্তর : বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হলো ৪টি।

 

প্রশ্ন- ২। মৌলিক অধিকার কী?

 

উত্তর : রাষ্ট্র প্রদত্ত যেসব সুযোগ-সুবিধা নাগরিকদের ব্যক্তিত্ব ও মেধা বিকাশের জন্য অপরিহার্য সেগুলোই মৌলিক অধিকার।

 

প্রশ্ন- ৩। সংবিধান কী?

 

উত্তর : রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিই হলো সংবিধান।

 

পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-৫

 

প্রশ্ন- ৪। কত তারিখ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়?

 

উত্তর : ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়।

 

প্রশ্ন- ৫। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনী আইন দ্বারা সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়?

 

উত্তর : বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন দ্বারা সংসদীয় সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন করা হয়।

 

প্রশ্ন- ৬। সংবিধানের কোন সংশোধনী আইন দ্বারা ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

 

উত্তর : সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন দ্বারা ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা’ বাতিল করা হয়।

 

পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-৫

 

প্রশ্ন- ৭। বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয় কোন সালে?

 

উত্তর : বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয় ২০১১ সালের ৩০শে জুন।

 

প্রশ্ন- ৮। ১৯৭২ সালের সংবিধানে কতটি অনুচ্ছেদ ছিল?

 

উত্তর : ১৯৭২ সালের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ ছিল।

 

প্রশ্ন- ৯। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সংশোধন পদ্ধতির উল্লেখ রয়েছে?

 

উত্তর : বাংলাদেশ সংবিধানের দশম ভাগের ১৪২ নং অনুচ্ছেদে।

 

প্রশ্ন- ১০। ১৯৭২ সালের সংবিধানে কতটি ভাগ ছিল?

 

উত্তর : ১৯৭২ সালের সংবিধানে ১১টি ভাগ ছিল।

 

প্রশ্ন- ১১। খসড়া সংবিধান কমিটির প্রধান কে ছিলেন?

 

উত্তর: ড. কামাল হোসেন।

 

পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-৭

 

প্রশ্ন- ১২। সংবিধানের ৪র্থ সংশোধনী কখন পাশ হয়।

 

উত্তর : ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারী।

 

প্রশ্ন- ১৩। ‘খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কবে গঠিত হয়?

 

উত্তর : ১৯৭৫ সালের ১১ই এপ্রিল।

 

পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-১

 

প্রশ্ন- ১৪। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি’র একমাত্র নারী সদস্য কে ছিলেন?

 

উত্তর : বেগম রাজিয়া বানু।

 

প্রশ্ন- ১৫। কখন বাংলাদেশে গণপরিষদ আদেশ জারি হয়?

 

উত্তর : ১৯৭২ সালের ২৩শে মার্চ।

 

প্রশ্ন- ১৬। এ পর্যন্ত বাংলাদেশ সংবিধান কতবার সংশোধন হয়েছে?

 

উত্তর : সতেরো (১৭) বার।

 

প্রশ্ন- ১৭। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি’র একমাত্র বিরোধীদলীয় সদস্য কে ছিলেন?

 

উত্তর : সুরঞ্জিত সেনগুপ্ত।

 

প্রশ্ন- ১৮। বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনী আইন কখন পাশ হয়?

 

উত্তর : ২০১৪ সালের ১৭ই সেপ্টেম্বর।

 

প্রশ্ন- ১৯। ১৯৭২ সালে প্রণীত সংবিধানের প্রকৃতি কীরূপ ছিল?

উত্তর : লিখিত এবং দুষ্পরিবর্তনীয়।

 

প্রশ্ন- ২০। ১৯৭২ সালে প্রণীত সংবিধান কত পৃষ্ঠায় লিখিত ছিল?

 

উত্তর :  ৮২ পৃষ্ঠায়।

 

প্রশ্ন- ২১। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবলিত সর্বোচ্চ দলিল কী?

 

উত্তর : সংবিধান ।

 

প্রশ্ন- ২২। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত তারিখ?

 

উত্তর : ১০ই জানুয়ারি।

 

প্রশ্ন- ২৩। সংবিধানে উল্লিখিত চারটি মূলনীতি কী কী?

 

উত্তর : জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।

 

প্রশ্ন- ২৪। বাংলাদেশ প্রজাতন্ত্রে সকল ক্ষমতার মালিক কে?

 

উত্তর : জনগণ।