পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-১
পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র
অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
অধ্যায়-১
প্রশ্ন-১। কত সালে ‘বেঙ্গল প্যাক্ট’ চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯২৩ সালে ‘বেঙ্গল প্যাক্ট’ চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রশ্ন-২। মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য সংখ্যা কত জন?
উত্তর : ৩ জন।
প্রশ্ন-৩। সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কখন গঠিত হয়?
উত্তর : ১৮৮৫ সালে ।
পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-৩
প্রশ্ন-৪। দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহ।
প্রশ্ন-৫। দ্বৈতশাসন কী?
উত্তর : বস্তুত ১৯১৯ সালের ভারত শাসন আইনে প্রাদেশিক সরকারের বিষয়সমূহ দুইভাগে ভাগ করে দেওয়া হয় বলে একে দ্বৈতশাসন বলে। দ্বৈতশাসন বলতে দুই ধরনের শাসনব্যবস্থাকে বোঝায় ।
প্রশ্ন-৬। বঙ্গভঙ্গ কী?
উত্তর: ১৯০৫ সালে ভারতের সর্ববৃহৎ ‘বাংলা প্রদেশ’কে বিভক্ত করে দুটি নতুন প্রদেশ সৃষ্টি করাই ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত।
প্রশ্ন-৭। মর্লে-মিন্টো সংস্কার আইন কী?
[ উত্তর : ভারতবর্ষের গভর্নর জেনারেল Lord Minto এবং ভারত সচিব Lord Morley ১৯০৯ সালে ভারত শাসন আইন প্রবর্তন করেন যা ‘Morly Minto Reform Act-1909 নামেও পরিচিত।
প্রশ্ন-৮। কত সালে সর্বভারতীয় মুসলিম লীগ গঠন করা হয়েছিল?,
উত্তর : ১৯০৬ সালে ।
পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-৪
প্রশ্ন-৯। প্রাদেশিক স্বায়ত্তশাসন কাকে বলে?
উত্তর : প্রদেশের প্রাদেশিক সরকারের শাসনকে প্রাদেশিক স্বায়ত্তশাসন বলা হয়।
প্রশ্ন-১০।ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ভারতীয় সিভিল সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা স্যার অ্যালান অক্টোভিয়ান হিউম।
প্রশ্ন-১১। ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর : লর্ড মাউন্ট ব্যাটেন।
পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-৫
প্রশ্ন-১২। লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
উত্তর : শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
প্রশ্ন-১৩। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ভারতবর্ষে আগমন করে?
উত্তর : ১৬০০ সালে।
প্রশ্ন-১৪। বঙ্গভঙ্গের সমর্থনে মুসলমানদের সংগঠিত করেন কে?
উত্তর : নবাব স্যার সলিমুল্লাহ।
প্রশ্ন-১৫। পলাশির যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : ১৭৫৭ সালে ।
প্রশ্ন-১৬। কোন আইনের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে?
উত্তর : ১৮৫৮ সালের আইন।
প্রশ্ন-১৭। বঙ্গভঙ্গপূর্ব ভারতবর্ষের অবিভক্ত প্রদেশটির নাম কী ছিল?
উত্তর : ‘বাংলা প্রেসিডেন্সি’।
প্রশ্ন-১৮। সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?
উত্তর : ১৮৫৭ সালে।
প্রশ্ন-১৯। বঙ্গভঙ্গ কখন হয়?
উত্তর : বঙ্গভঙ্গ হয় ১৯০৫ সালে।
প্রশ্ন-২০। দ্বি-জাতিতত্ত্ব কী?
উত্তর : দ্বি-জাতিতত্ত্ব হলো মোহাম্মদ আলী জিন্নাহর প্রদত্ত হিন্দু ও মুসলিম আলাদা দুটি জাতি— সংক্রান্ত তত্ত্ব।
প্রশ্ন-২১। বঙ্গভঙ্গ রদ কত সালে হয়েছিল?
উত্তর : ১৯১১ সালে।
প্রশ্ন-২২। মন্ত্রিমিশন কত সালে ভারতবর্ষে আগমন করে?
উত্তর : ১৯৪৬ সালের মার্চ মাসে।
প্রশ্ন-২৩। মর্লে-মিন্টোর সংস্কার আইন কখন প্রণীত হয়?
উত্তর : ১৯০৯ সালে।
প্রশ্ন-২৪। ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে?
উত্তর : পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা।
প্রশ্ন-২৫। Vernacular Press Act কত সালে পাশ করা হয়েছিল?
উত্তর : ১৮৭৬ সালে ।
প্রশ্ন-২৬। চিরস্থায়ী বন্দোবস্ত কে জারি করেন?
উত্তর : ব্রিটিশ ভাইসরয় লর্ড কর্নওয়ালিস।
প্রশ্ন-২৭। Legislative Council-এর অর্থ কী?
উত্তর : আইন পরিষদ।
প্রশ্ন-২৮। বঙ্গভঙ্গ রদ করেন কে?
উত্তর : সম্রাট পঞ্চম জর্জ।
প্রশ্ন-২৯। All India Muslim Education Conference-এর অর্থ কী?
উত্তর : সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন।
প্রশ্ন-৩০। বেঙ্গল প্যাক্টের রূপকার কে?
উত্তর : চিত্তরঞ্জন দাশ।
প্রশ্ন-৩১। অবিভক্ত বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর : হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
প্রশ্ন-৩২। দ্বৈতশাসনের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : ‘Dyarchy’.
প্রশ্ন-৩৩। চিরস্থায়ী বন্দোবস্ত প্রধার প্রবর্তন করা হয় কত সালে?
উত্তর : ১৭৯৩ সালে।
প্রশ্ন-৩৪। ভাস্কো দা গামা কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : পর্তুগালের।