২০২২ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার হিসাববিজ্ঞান বিভাগের বাজারজাতকরণ নীতিমালা (Principles of Marketing) প্রশ্ন
২০২২ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার হিসাববিজ্ঞান বিভাগের বাজারজাতকরণ নীতিমালা (Principles of Marketing) প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়
হিসাববিজ্ঞান
বিষয় কোড 212505
(বাজারজাতকাংশ নীতিমালা)
সময়—-৪ ঘন্টা
পূর্ণমান – ৮০
[দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]
ক বিভাগ
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)
মান—-১×১০=১০
১। ক) বিনিময় কী?
উত্তর:
(খ) ব্ৰত বিবৃতি কী?
উত্তর:
গ) গ্রীন পিস কী?
উত্তর:
ঘ) আত্ম-ধারণা কী?
উত্তর:
ঙ) গণ বাজারজাতকরণ কী?
উত্তর:
(চ) সেবা-মুনাফা শিকল কী?
উত্তর:
ছ) পণ্য মিশ্রণ কী?
উত্তর:
জ) মনস্তাত্ত্বিক মূল্য কী?
উত্তর:
ঝ) অনলাইন বাজারজাতকরণ কী?
উত্তর:
ঞ) কিয়স্ক মার্কেটিং কী?
উত্তর:
(ট) GATT এর পূর্ণরূপ লেখ।
উত্তর:
ঠ) কল্যাণকর পণ্য কাকে বলে?
উত্তর:
খ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান—-৪×৫=২০
২। কৌশলগত পরিকল্পনার গুরুত্ব আলোচনা কর।
৩। ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের পার্থক্য দেখাও।
৪। ভোক্তার ক্রয় আচরণে প্রভাব বিস্তারকারী সাংস্কৃতিক উপাদানগুলো আলোচনা কর।
৫। বাজার বিভক্তিকাদের সুবিধাবলি আলোচনা কর।
৬। মোড়কিকরণের গুরুত্ব আলোচনা কর।
৭। ব্যবসায়িক বাজারে বৈশিষ্ট্যগুলো লেখ।
৮। বণ্টন প্রণালীর গুরুত্ব আলোচনা কর।
৯। সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগ কী?
গ বিভাগ
(ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।)
মান— ১০×৫= ৫০
১০। (ক) বাজারজাতকরণ পরিকল্পনা কী?
(খ) বাজারজাতকরণ পরিকল্পনর উপাদানসমূহ আলোচনা কর।
১১।(ক) ভোক্তার ক্রয় আচরণ বলতে কী বুঝায়?
(খ) ভোক্তার ক্রয় আচরণের একটি সহজ মডেল তৈরি কর।
১২। (ক) পণ্যের জীবনচক্র কী?
(খ) পণ্যের জীবনচক্রের ধারণার সমালোচনাটি বর্ণনা কর।
১৩।(ক) ভোগ্যপণ্য কাকে বলে?
(খ) ভোগ্যপণ্য ও শিল্পপণ্যের পার্থক্য দেখাও।
১৪।(ক) মূল্য নির্ধারণ কৌশল বলতে কী বুঝ?
(খ) নতুন পণ্য ব্যর্থ হওয়ার কারণগুলো ব্যাখ্যা কর।
১৫। (ক) পাইকারি ব্যবসায় বলতে যা বুঝায়?
(খ) পাইকারি ব্যবসায়ীর কার্যাবলি আলোচনা কর।
১৬।(ক) বিশ্বব্যাপী বাজারজাতকরণ বলতে কী বুঝায়? (খ) বিশ্বব্যাপী বাজারজাতকরণের গুরুত্ব আলোচনা কর।
১৭। (ক) বাজারজাতকরণের সামাজিক দায়িত্বশীলতা কী?
খ) বাজারজাতকরণের উপর নৈতিকতার প্রভাব আলোচনা কর।