২০২২ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রশ্ন/History of the Emergence of Independent Bangladesh Question, Hons 1st year Exam 2022

২০২২ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রশ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়

ইতিহাস

বিষয় কোড: ২১১৫০১

(স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস)

সময় —- ৪ ঘন্টা

পূর্ণমান —–৮০

 

[দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিক লিখতে হবে।]

ক বিভাগ

(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

মান—১×১০=১০

 

১। (ক) কোন প্রাচীন গ্রন্থে ‘বংগ’ নামের উল্লেখ পাওয়া যায়?[In which ancient book do we find the term ‘Bangal]

উত্তর: বৈদিক সাহিত্য ‘ঋগ্বেদের’ ঐতরেয় আরণ্যক গ্রন্থে।

 

(খ) বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে।[Which geographical line crosses the middle of Bangladesh?]

উত্তর: কর্কটক্রান্তি রেখা এবং ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা।

 

গ) অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? [Who wis the Last Chief Minister of the Undivided Bengal?

 

উত্তর: হােসেন শহীদ সােহরাওয়ার্দী।

 

(ঘ) আওয়ামী মুসলিম লীগের প্রথম সেক্রেটারী কে ছিলেন?[Who was the first Secretary of Awami Muslim League ? ]

 

ঙ) ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল? [What was the symbol of United Front of Provincial Assembly Election in 1954?]

উত্তর: নৌকা

 

চ) পাকিস্তানে প্রথম কত সালে সামরিক শাসন জারি করা হয়? ( [When military rule was declared for the first time in Pakistan?]

উত্তর: ১৯৫৮ সালের ৭ অক্টোবর।

 

(ছ) ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের দুইজন শহীদের নাম লেখ।[ Write the name of two Martyrs in 1969 Mass Uprising. ]

 

উত্তর: শহীদ আসাদ ও শহীদ মতিউর রহমান।

 

(জ) মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীন ছিল?[Under which sector was Dhaka during the War of Liberation?]

 

উত্তর: ২ নং

 

(ঝ) মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান কে পরিচালনা করেন?[Who conducted the swearing in ceremony of Mujibnagar Government?

উত্তর: অধ্যাপক এম ইউসুফ আলী।

 

(ঞ) মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কী?

[What is the most gallantry award of the War of Liberation?]

উত্তর: বীরশ্রেষ্ঠ।

 

(ট) বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়েছে?(On which date the constitution of Bangladesh come to effect?)

উত্তর: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।

 

(ঠ)বাংলাদেশ করে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? [When did Bangladesh get the membership of the UN]

উত্তর: ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর।

 

খ বিভাগ

(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান—৪×৫=২০

২। বাংলাদেশের ভৌগলিক অবস্থান বর্ণনা কর।

(Describe thereographical location of tangladesh)

৩। বাঙালি নর গোষ্ঠীকে কেন শংকর জনগোষ্ঠী বলা হয়?

(Why the Bengali population was called mixed racial p

 

৪। সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কী বোঝায়?

(What is meant by the cultural syncreti th?)

 

৫। অপারেশন সার্চলাইট কি?

(What is the Viperation Search Light?)

 

৬। মার্চে বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব লেখ।

(Write down the importance of the 7th March address of Bangabandhu)

 

৭। মুজিবনগর সরকার সম্পর্কে টীকা দেখ।

(Write a short note on the Mujibnagar Government.)

 

৮। মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা সংক্ষেপে লেখ ।[Briefly write the role of Independent Bangla Radio Center in Liberation War.]

 

৯। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান মূল্যায়ন কর।

[Evaluate the contribution of women in the Liberation War of Bangladesh]

 

গ বিভাগ

(যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান ১০x৫ =৫০

 

১০। বাংলাদেশের জনগণের নৃ-তাত্ত্বিক পরিচয় দাও ।

[Give the ethni: identity of the people of Bangladesh.]

 

১১। লাহোর প্রস্তাবের পটভূমি আলোচনা কর। ইহার মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল? [Discuss the background of the Lahore Resolution. What is the main theme of it?

 

১২। অখন্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা কর। এ পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন? [Explain the proposal of the Undivided Bengal. Why this proposal was failed?

 

১৩। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা কর।[Discuss the background and the importance of the Language Movement in 1952.]

 

১৪। ছয়দফা কর্মসূচিকে কেন বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়?[Why the Six-point demand is called the ‘Magnacarta’ of the Bangalees

 

১৫।  আগরতলা মামলার ধরণ ও ফলাফল বর্ণনা কর। [Describe the reasons and effects of ‘Agortolla Case.”]

 

১৬। ১৯৭২ সালের সংবিমানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। [Discuss the characteristics of the Constitution of 1972. J

 

১৭। বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরাশক্তির ভূমিকা মূল্যায়ন কর। [Evaluate the role of super power in the Liberation War of Bangladesh