SSC Result 2023 (এসএসসি পরীক্ষা-২০২৩ এর ফলাফল)
SSC (এসএসসি) Result 2023
এসএসসি পরীক্ষা ২০২৩ এর ফলাফল আগামী ২৮ জুলাই, ২০২৩ তারিখে প্রকাশ করা হবে। রেজাল্ট জানার দুটি উপায় আছে। একটি অনলাইনে এবং অন্যটি এসএমএস এর মাধ্যমে।
অনলাইনে ফলাফলের জন্য:
১. ফলাফলের জন্য (www.educationboardresults.gov.bd) ওয়েবসাইটে ক্লিক করুন।
২. পরীক্ষার (Examination) নাম Select করুন।
৩. পরীক্ষার বছর (Year) Select করুন।
৪. বোর্ড (Board) Select করুন।
৫. রোল (Roll) নম্বর লিখুন।
৬. রেজিস্ট্রেশন (Registration) নম্বর লিখুন।
৭. সংখ্যার যোগফল লিখুন।
৮. সাবমিট (Submit) বাটনে ক্লিক করুন।
SSC Result Link:
http://www.educationboardresults.gov.bd
ঢাকা শিক্ষা বোর্ড:
http://www.dhakaeducationboard.gov.bd
SMS (এসএমএস)-এ SSC ফল জানার উপায়:
মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
Result will be available through SMS on mobile. For this, go to the message option of the mobile and type SSC with a space and write the first three letters of the board name and write the roll number with a space and then write the year of passing with a space and send it to 16222.
Example: SSC DHA 123456 2023 লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।
দাখিল:
দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2023 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
কারিগরী:
কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2023 লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।