প্রকল্প ব্যবস্থাপনা (Project Management) সাজেশন, অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা ২০২১

প্রকল্প ব্যবস্থাপনা (Project Management) সাজেশন

 

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা ২০২১ 

ব্যবস্থাপনা বিভাগ

 

বিসমিল্লাহির রাহমানির রাহিম 

ক বিভাগ

১। প্রকল্প কী?

 

উত্তর: একটি স্বতন্ত্র পণ্য, সেবা বা ফলাফল তৈরি করার অস্থায়ী প্রচেষ্টাকে প্রকল্প বলে।

 

২। নিট বর্তমান মূল্য কী?

 

উত্তর:

 

৩। পরস্পর বর্জনশীল প্রকল্প কী?

 

উত্তর: যখন কোন বিনিয়োগকারীর হাতে একই ধরনের একাধিক বিনিয়োগ প্রকল্প থাকে তখন প্রকল্পগুলোকে পরস্পর বর্জনশীল প্রকল্প বলে ।

 

৪। প্রাথমিক উপাত্ত কী?

 

উত্তর : যে তথ্য সরাসরি তথ্যের উৎসস্থলে থেকে সংগ্রহ করা হয় এবং যা আগে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয় নি তাকে প্রাইমারি তথ্য বলে।

 

২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের প্রকল্প ব্যবস্থাপনা (Project Management) প্রশ্ন

 

৫।  প্রকল্পের জীবনচক্র কী?

 

উত্তর : প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল ধাপ বা স্তরসমূহ অতিক্রম করতে হয়, তার সমষ্টিই প্রকল্পের জীবনচক্র।

 

৬।‌ SWOT এর পূর্ণরূপ লিখ।

 

উত্তর : SWOT-Strength, Weakness, Opportunity, Threat

 

৭। নমুনায়ন একক কী?

 

উত্তর : যে তথ্যবিন্দু একক হতে নমুনায়ন করা হয় তার প্রতিটি একক হলো নমুনায়ন একক।

 

৮।  CPM এর পূর্ণরূপ কী?

 

উত্তর : CPM = Critical Path Method.

 

৯। ঝুঁকির সংজ্ঞা দাও।

 

উত্তর : কোন প্রকল্পের সম্ভাব্য আয়ের পরিবর্তনশীলতাকে ঝুঁকি বলে ।

 

১০। বার্ষিক উন্নয়ন কর্মসূচি কী?

 

উত্তর :

 

International Trade suggestion, Hons 4th year exam-2021/আন্তর্জাতিক বাণিজ্য সাজেশন, অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২১

 

১১। প্রকল্প অর্থায়ন বলতে কী বুঝায়?

 

উত্তর : কোন প্রকল্পের জন্য অর্থের যোগান এবং তার সুষ্ঠু ব্যবহার সংক্রান্ত সব ধরনের আর্থিক কার্যকলাপকে প্রকল্পে অর্থায়ন বলে।

 

১২।  ADB কত সালে প্রতিষ্ঠিত হয়।

 

উত্তর :  ১৯৬১ সালে।

 

১৩। কর্মসূচি কী?

 

উত্তর : কর্মসূচি হলো একগুচ্ছ সংগঠিত কর্মতৎপরতা, প্রকল্প, প্রক্রিয়া ও সেবা সামগ্রী যা নিঃশেষ উদ্দেশ্যাবলি অর্জনের জন্য পরিচালিত হয়।

 

১৪। UNIDO এর পূর্ণরূপ কী?

 

উত্তর : United Nations Industrial Development Organization.

 

১৫। অনুসূচি কী?

 

উত্তর : অনুসূচি হচ্ছে ভবিষ্যতে সম্পাদনীয় কাজের সময়সূচি।

 

১৬। ডেলফি পদ্ধতি কী?

 

উত্তর : বিশেষজ্ঞ দলের নিকট থেকে ডাকযোগে মতামত গ্রহণ করার পদ্ধতিতে ডেলফি পদ্ধতি বলে।

 

১৭। জনশক্তি সমতায়ন কী?

 

উত্তর : প্রকল্পের সকল পর্যায়ে একই পরিমাণ জনবল নিযুক্ত রাখা যায় এবং সেই অনুসারে প্রকল্পের অনুসূচি তৈরি করাই জনশক্তি সমতায়ন।

 

২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের আন্তর্জাতিক বাণিজ্য (International Trade) প্রশ্ন

 

১৮। উন্নয়ন প্রকল্পের অর্থ অবমুক্তি কী?

 

উত্তর : যেসব সরকারি প্রক্রিয়া, বিধিবিধান ও নিয়মনীতি অনুসরণ করে কোন একটি উন্নয়ন প্রকল্পে বা প্রকল্পসমূহে অর্থ অবমুক্তি বা ছাড় করা হয় এবং অর্থ ব্যবহারের বিধিবিধান প্রণয়ন করা হয় তাকে উন্নয়ন প্রকল্পসমূহের অর্থ অবমুক্তি বলে।

 

১৯।‌ সম্পদের সমাবেশ কী?

 

উত্তর : সর্বনিম্ন ব্যয়ে সর্বোত্তম উপায়ে সম্পদসমূহের উপযুক্ত ব্যবহার, দক্ষতা সামর্থ্য উন্নয়নের সামগ্রিক কর্মপন্থা হলো সম্পদের সমাবেশ বা গতিশীলতা।

 

২০। গান্ট চার্টের প্রবক্তা কে?

 

উত্তর: Henry L. Gantt/Henry Lowrance Gantt

 

২১। শিথিল সময় কী?

 

উত্তর : একটি কাজ শেষে হলে পরবর্তী কাজ যা করার পূর্বে যে বিরতি সময় থাকে তাকে শিথিল সময় বলে।

 

২২। NEC এর প্রধান কে?

 

উত্তর : মাননীয় প্রধানমন্ত্রী।

 

২৩। বেনিফিশিয়ারী গ্রুপ কারা?

 

উত্তর : যাদের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে তাদেরকে একত্রে Beneficiary group বলা হয়।

 

Bangladesh Economy suggestion, Hons 4th year exam-2021/বাংলাদেশের অর্থনীতি সাজেশন, অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২১

 

২৪। প্রকল্পের মূল্য নিরূপণ বলতে কি বুঝ?

 

উত্তর:

 

২৫। OECD-এর পূর্ণরূপ কী?

 

উত্তর : Organization for Economic Co-operation and Development

 

২৬। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

 

উত্তর : পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কি. মি. ।

 

২৭।  মধ্যপাড়া কঠিনশিলা প্রকল্প বাংলাদেশের কোথায় অবস্থিত?

 

উত্তর: দিনাজপুর জেলার পার্বতীপুরে।

 

২৮। প্রকল্প সারপত্র কী?

 

উত্তর : প্রকল্প সারপত্র হলো প্রকল্পের সারমর্ম যা প্রকল্পের স্বার্থ, অভিজ্ঞতা, লক্ষ্য ইত্যাদি সংক্ষেপে উপস্থাপন করে।

 

২৯। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA) কী?

 

উত্তর : IDA হলো বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান। এর নাম International Development Association.

 

৩০। মৌলিক প্রকল্প কী?

 

উত্তর : যেসব প্রকল্প জাতীয় গুরুত্ব বিবেচনা করে সম্পদ বরাদ্দের ক্ষেত্রে গুরুত্ব প্রদান করা হয় সেসব প্রকল্পকে মৌলিক প্রকল্প বলে।

 

৩১। প্রকল্প মূল্যায়ন কী?

 

উত্তর : গৃহীত প্রকল্পের উদ্দেশ্যের সাথে অর্জিত বাস্তব ফলাফলের তুলনামূলক পর্যালোচনাকে প্রকল্প মূল্যায়ন বলে।

 

৩২। SCBA-এর পূর্ণরূপ কী?

 

উত্তর : Social Cost Benefit Analysis,

 

৩৩। সংকটময় পথ কী?

 

উত্তর : কোন প্রকল্প কার্যক্রমের যে পথে প্রকল্পটি শুরু থেকে শেষ হতে বেশি লাগে ঐ পথকে সংকটপূর্ণ পথ বা Critical Path বলে।

 

৩৪। প্রকল্প বৃত্তান্ত কী?

 

উত্তর : প্রকল্প সম্পর্কিত বর্ণনাকে প্রকল্প বৃত্তান্ত বলে ।

 

মাস্টার্স (MBA) হিসাব বিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা/Masters (MBA) Accounting department book list-Nu

 

৩৫। প্রকল্প পরিকল্পনা বলতে কী বুঝ?

 

উত্তর :

 

৩৬। পাইলট জরিপ কাকে বলে?

 

উত্তর :

 

৩৭। অর্থায়ন বলতে কী বুঝ?

 

উত্তর : প্রকল্পে অর্থায়ন বলতে প্রকল্পের জন্য অর্থের যোগান এবং তার কার্যকলাপকে বুঝায় ।

 

৩৮। পরীক্ষামূলক প্রকল্প কী?

 

উত্তর : কোনো বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য, জানাকে জানার জন্য, কোনো কিছু আবিষ্কারের জন্য যে প্রকল্প গ্রহণ করা হয় তাকে পরীক্ষামূলক প্রকল্প বলে।

 

মাস্টার্স(MBA) ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা/Masters Management department book list-Nu

 

৩৯। প্রকল্পের বাজার বিশ্লেষণ বলতে কী বুঝায়?

 

উত্তর : প্রকল্পের বাজার বিশ্লেষণ একটি গবেষণা যার অভিপ্রায় হলো একটি বাজারের ভবিষ্যৎ সম্পর্কে পূর্বানুমান করা।

 

৪০। বাজার পূর্বানুমান কী?

 

উত্তর : প্রস্তাবিত প্রকল্পের পণ্যের বা সেবার বাজার সম্পর্কে পূর্বে অনুমান করাকে বাজার অনুমান বলে।

 

৪১। একক ঝুঁকি কী?

 

উত্তর :

 

৪২। বিলম্বিত সমাপ্তি বলতে কী বুঝায়?

 

উত্তর : কোন প্রকল্প যদি নির্ধারিত সময়ের পরে শেষ হয় তবে তাকে বিলম্বিত সমাপ্তি বলে।

 

মাস্টার্স (MBA) মার্কেটিং বিভাগের বইয়ের তালিকা/MBA Marketing department book list-Nu

 

৪৩। SDG-এর পূর্ণরূপ কী?

 

ত্তর : Sustainable Development Goal.

 

৪৪। “প্রকল্প” শব্দটি ল্যাটিন কোন শব্দ হতে এসেছে?

 

উত্তর : Project শব্দটি ল্যাটিন শব্দ PROJI CARE হতে উদ্ভূত।

 

৪৫। বাজার ঝুঁকি কী?

 

উত্তর:

 

৪৬। PBMES এর পূর্ণরূপ কী?

 

উত্তর : Project Benefit Monitoring and Evaluation System.

 

মাস্টার্স (MBA) ফিনান্স ও ব্যাংকিং বিভাগের বইয়ের তালিকা/MBA Finance and banking department book list-Nu

 

৪৭। সিদ্ধান্ত বৃক্ষ কী?

 

উত্তর :

 

৪৮। সংবেদনশীলতা বিশষণ কী?

 

উত্তর : ভবিষ্যতে প্রকল্পের বিক্রয় বিনিয়োগ কি হতে পারে তার পরিবর্তনের মাত্রার পরিমাপকে সংবেদনশীলতা বিশেষণ বলে।

 

৪৯। ‘প্লেসমেন্ট কস্ট’ বলতে কী বুঝায়?

 

উত্তর : বেতন মজুরি ব্যতীত অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে যে ব্যয় সংঘটিত হয় তাকে ‘প্লেসমেন্ট কস্ট’ বলে।

 

৫০।‌ ভ্যাট কাকে বলে?

 

উত্তর : কোন উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর আরোপ করা হয় তাকে মূল্য সংযোজন কর বা VAT বলে।

 

৫১। বাংলাদেশে প্রকল্প অনুমোদনকারী সর্বোচ্চ কর্তৃপক্ষ কে ?

 

উত্তর : একনেক (ECNEC)।

 

৫২। অনিশ্চয়তা কী?

 

উত্তর : কোন একটি ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে আবার নাও ঘটতে পারে এরূপ একটি অবস্থাকে অনিশ্চয়তা বলে।

 

৫৩। কৌশলগত বিনিয়োগ কী?

 

উত্তর : একজন বিনিয়োগকারী কৌশল অবলম্বন করে আর্থিক সম্পদে অর্থ নিয়োগ করে, ঝুঁকি হ্রাসসহ প্রতিযোগি প্রতিষ্ঠানের বিনিয়োগ বিবেচনা করে যে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে তাকে কৌশলগত বিনিয়োগ বলে।

 

৫৪। বাধ্যতামূলক বিনিয়োগ কী?

 

উত্তর : যে প্রক্রিয়ায় কোম্পানিকে আব্যশিকভাবে বিনিয়োগ করতে হয় তাকে বাধ্যতামূলক বিনিয়োগ বলে।

 

৫৫। অস্পর্শনীয় সম্পদের সংজ্ঞা দাও।

 

উত্তর : যে সম্পদ স্পর্শ করা যায় না কিন্তু আর্থিক মূল্য রয়েছে তাকে অস্পর্শনীয় সম্পদ বলে।

 

৫৬। প্রদর্শন প্রকল্প বলতে কী বুঝায়?

 

উত্তর : প্রকল্পের সফল সম্ভাব্য সুবিধা ভোগীদের অবহতি করার জন্য যে প্রকল্প গৃহীত হয় তাকে প্রদর্শন/প্রদর্শনী প্রকল্প বলে।

 

৫৭।‌ RADR এর পূর্ণরূপ কী?

 

উত্তর : Risk Adjusted Discount Rate

 

৫৮। ঝুঁকি ব্যবস্থাপনা কাকে বলে?

 

উত্তর : ঝুঁকি ব্যবস্থাপনা বলতে এমন একটি প্রক্রিয়াকে বুঝায় যার মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা হয় এবং তা বিশ্লেষণ করে পূর্ব সতকর্তামূলক পদক্ষেপ গ্রহণ করে ঝুঁকি মোকাবেলা করা হয়।

 

৫৯। IMED এর পূর্ণরূপ কী?

 

উত্তর : IMED-Implementation Monitoring and Evaluation Division.

 

 

খ বিভাগ

 

১। প্রকল্প ব্যয়ের প্রকারভেদ ব্যাখ্যা কর।৯০%

 

২। ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য দেখাও।৯৯%

 

৩। কী কী উপায়ে একটি প্রকল্পের সমাপ্তি ঘটতে পারে?৯৯%

 

৪। জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যাবলী আলোচনা কর।

 

৫।বিনিয়োগ প্রজেক্টের অনুমোদন প্রক্রিয়া ব্যাখ্যা কর/ বাংলাদেশে বিনিয়োগ প্রকল্পের অনুমোদন পদ্ধতি ব্যাখ্যা কর।

 

৬।‌ প্রকল্পের নির্দিষ্ট শুরু ও শেষ সীমারেখা রয়েছে ” ব্যাখ্যা কর

 

৭। প্রকল্প ব্যবস্থাপনার সপ্ত ‘এস’ বর্ণনা কর।৯৯%

 

৮। একজন দক্ষ প্রকল্প ব্যবস্থাপকের বৈশিষ্ট্য উলেখ কর।৯৯%

 

৯। স্বতন্ত্র ও পরস্পর বর্জনশীল প্রকল্পের মধ্যে পার্থক্য দেখাও।৯৯%

 

১০। প্রকল্পের অনুসূচি প্রণয়নের পদক্ষেপ ব্যাখ্যা কর।

 

১১। স্থানীয় মুদ্রায় প্রকল্প বরাদ্দের অর্থ অবমুক্তি সম্পর্কে লেখ।

 

১২। প্রকল্প পরিবীক্ষণ ও প্রকল্প মূল্যায়নের মধ্যে পার্থক্য দেখাও।

 

১৩। মূলধন বাজেটিং এর সীমাবদ্ধতাসমূহ বর্ণনা কর।৯৫%

 

১৪। BCG Matrix টি ব্যাখ্যা কর।

 

১৫। সামাজিক আয়ব্যয় বিশ্লেষণে UNIDO পদ্ধতি বর্ণনা কর।৯০%

 

১৬। নিট বর্তমান মূল্য ও অভ্যন্তরীণ উপার্জন হারের মধ্যে পার্থক্য লিখ।৯৫%

 

১৭। প্রকল্প হলো একটি অস্থায়ী প্রচেষ্টা ব্যাখ্যা কর।৯৫%

 

১৮। সরকারি বেসরকারি অংশীদারি প্রকল্প বলতে কী বুঝায়?

 

১৯। প্রকল্পের অর্থনৈতিক মূল্য নিরূপণ বলতে কী বুঝ?৯০%

 

২০।

 

২১। প্রকল্প ও কর্মসূচির মধ্যে পার্থক্য দেখাও।৯০%

 

২২। সম্পদের গতিশীলতার উদ্দেশ্য বর্ণনা কর।

 

২৩। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক প্রকল্প মূল্যায়ন বলতে কী বুঝায়?৯০%

 

২৪। চাহিদা পূর্বানুমানে ন্যূনতম বর্গপদ্ধতি ব্যবহারের সুবিধা ও অসুবিধা আলোচনা কর।৯০%

 

২৫। পরিবীক্ষণ ও নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক নির্ণয় কর।৯০%

 

২৬। উন্নয়ন প্রকল্পের প্রকারভেদ আলোচনা কর।

 

২৭। প্রকল্পের কারিগরি মূল্য নিরূপণ বলতে কী বোঝায়?৯৫%

 

২৮। প্রকল্পের সামাজিক মূল্য নিরূপণ সম্পর্কে আলোকপাত কর।৯৫%

 

২৯। ‘কোর’ এবং নন-কোর’ প্রকল্প কাকে বলে?

 

৩০। নমুনা ও শুমারি জরিপ বলতে কী বুঝায়? ৯০%

 

৩১।কারিগরি বিশ্লেষণ কী? কারিগরি বিশ্লেষণের ক্ষেত্রে যে সকল প্রশ্নের অবশ্যই উত্তর প্রয়োজন হয়, এ রকম তিনটি প্রশ্নের উল্লেখ কর।

 

৩২। চাহিদার পূর্বাভাসের অনিশ্চয়তাসমূহ আলোচনা কর।

 

৩৩। ‘সময়-ব্যয় ট্রেড অফ’ ধারণাটি ব্যাখ্যা কর।

 

৩৪। পরিকল্পনা কমিশনের কার্যাবলি বর্ণনা কর।

 

৩৫। বাজার বিশ্লেষণ কী? বাজার বিশ্লেষণের যেকোনো দুটি উপাদান আলোচনা কর।

 

৩৬। একটি প্রজেক্টের অর্থনৈতিক বিশ্লেষণ কিভাবে করবে?

 

 

গ বিভাগ

 

১। প্রকল্পের সংজ্ঞা দাও। প্রকল্পের সফলতার নির্ণায়কসমূহ বর্ণনা কর। প্রকল্পের উপাদান গুলো বর্ণনা কর। প্রকল্পের মৌলিক বৈশিষ্ট্যসমূহ কী?

 

২। প্রকল্প প্রণয়ন কী? প্রকল্প প্রণয়নের ধাপসমূহ আলোচনা কর। বাংলাদেশের প্রকল্প প্রণয়নের সাংগঠনিক কাঠামো বর্ণনা কর/বাংলাদেশের জাতীয় পরিকল্পনা প্রণয়নের সাংগঠনিক কাঠামো আলোচনা কর।৯৯%

 

৩। প্রকল্প পরিকল্পনা বলতে কী বুঝায়? প্রকল্প পরিকল্পনার প্রয়োজনীয়তা আলোচনা কর। প্রকল্প পরিকল্পনা কেন ব্যর্থ হয়? প্রকল্প পরিকল্পনা কিভাবে ফলপ্রসু করা যায়? প্রকল্প পরিকল্পনা ফলপ্রসূকরণের উপাদান গুলোর ভূমিকা আলোচনা কর। বাংলাদেশের প্রকল্প পরিকল্পনা প্রক্রিয়ায় বিদ্যমান সমস্যা গুলো আলোচনা কর।৯৯%

 

৪। ঝুঁকি পরিমাপের আদর্শ পদ্ধতি কোনটি এবং কেন/প্রকল্পের ঝুঁকি মূল্যায়ন পদ্ধতি কি কি? ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকির পার্থক্য দেখাও। প্রকল্পের ঝুঁকির প্রকারভেদ আলোচনা কর। ঝুঁকি ও আয় এর মধ্যে সম্পর্ক বিশ্লেষণ কর।

 

৫। প্রকল্প মূল্যায়ন বলতে কি বুঝায়? প্রকল্প মূল্যায়নের পদ্ধতিসমূহ/কৌশল বর্ণনা কর। প্রকল্প মূল্যায়নের ধাপসমূহ বর্ণনা কর/প্রকল্প মূল্যায়নের বিভিন্ন দিকসমূহ বর্ণনা কর। প্রকল্প মূল্যায়নের নীতিমালা সমূহ বর্ণনা কর।৯৫%

 

৬। প্রকল্প বাস্তবায়ন বলতে কী বুঝায়? কার্যকরী প্রকল্প বাস্তবায়নের নিয়মসমূহ/নির্দেশাবলি/স্তর/ধাপসমূহ ব্যাখ্যা কর। প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকতাসমূহ/সীমাবদ্ধতা/চ্যালেঞ্জ সমূহচিহ্নিত কর। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সম্পদ সংগ্রহ বিষয়টি ব্যাখ্যা কর।৯৯%

 

৭। বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনা প্রক্রিয়ার সীমাবদ্ধতা/সমস্যা গুলো কী? উন্নয়ন পরিকল্পনার সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার উপায় ব্যাখ্যা কর/বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের বিদ্যমান সমস্যা সমূহ দূরীকরণের উপায় বর্ণনা কর। বাংলাদেশে উন্নয়ন প্রকল্পসমূহের প্রণয়ন প্রক্রিয়া ও অনুমোদন পদ্ধতি আলোচনা কর।৯৯%

 

৮। প্রকল্প ব্যবস্থাপনা বলতে কী বুঝায় ? প্রকল্প ব্যবস্থাপনার কার্যাবলি বর্ণনা কর। প্রকল্প ব্যবস্থাপনার প্রক্রিয়া বর্ণনা কর। প্রকল্প ব্যবস্থাপনার সীমাবদ্ধতা আলোচনা কর। ৯৫%

 

৯। বার্ষিক উন্নয়ন কর্মসূচি কী? বার্ষিক উন্নয়ন কর্মসূচির গুরুত্ব/সুবিধা/উদ্দেশ্য বর্ণনা কর। বার্ষিক উন্নয়ন কর্মসূচির যৌক্তিকতা বিশ্লেষণ কর।৯৫%

 

১০। প্রকল্প ব্যবস্থাপক কে? প্রকল্প ব্যবস্থাপকের কাজ ও দায়িত্বসমূহ বর্ণনা কর। একজন উত্তম প্রকল্প ব্যবস্থাপকের গুণাবলী আলোচনা কর।৯৫%

 

১১। প্রকল্পের জীবনচক্র বলতে কি বুঝায়? প্রকল্পের জীবনচক্রের ধাপসমূহ বর্ণনা কর/বিশ্ব ব্যাংক প্রদত্ত প্রকল্পের জীবন চক্র বর্ণনা কর।৯৫%

 

১২। মূলধন বাজেটিং বলতে কী বোঝায়? মূলধন বাজেটিং এর প্রক্রিয়া বর্ণনা কর। মূলধন বাজেটিং এর উদ্দেশ্য/ গুরুত্ব কী? বাজেটিং এর পদক্ষেপ গুলো আলোচনা কর। মূলধন বাজেটিং ও মূলধন রেশনিং এর মধ্যে পার্থক্য লিখ।৯৫%

 

১৩। অনুসূচীকরণ কী  অনুসূচিকরনের পদক্ষেপসমূহ ব্যাখ্যা কর।৯০%

 

১৪। ব্যয়- সুবিধা বিশ্লেষণ বলতে কি বুঝায়? ব্যয় সুবিধা বিশ্লেষণের ধাপ সমূহ বর্ণনা কর।

 

১৫। বাজার ও চাহিদা বিশ্লেষণ কি? বাজার ও চাহিদা বিশ্লেষণের ধাপসমূহ/প্রক্রিয়া বর্ণনা কর। চাহিদা পূর্বানুমান অনিশ্চয়তার সাথে তুমি কিভাবে খাপ খাওয়াবে?৯৫%

 

১৬। একনেক কী? ECNEC এর কার্যাবলি লিখ/জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির গঠন ও কার্যাবলি বর্ণনা কর।৯৯%

 

১৭। সিডিউলিং কী ? সিডিউলিং এর পদ্ধতি গুলো বর্ণনা কর।

 

১৮। প্রকল্প পরিবীক্ষণ কী? কার্যকর প্রকল্প পরিবীক্ষনের  পূর্ব শর্তসমূহ লিখ। প্রকল্প পরিবীক্ষণের পদ্ধতিসমূহ বর্ণনা কর। বাংলাদেশের প্রকল্প পরিবীক্ষণ প্রক্রিয়া বর্ণনা কর। প্রকল্প পরিবীক্ষণের উদ্দেশ্য সমূহ কি কি? একজন প্রকল্প পরিবীক্ষকের কর্তব্য ও দায়িত্ব আলোচনা কর।৯৫%

 

 

Math:

বিগত বছরের অংকগুলো ভালো করে চর্চা করতে হবে।।।

 

 

[খ বিভাগের প্রশ্ন গ বিভাগে এবং গ বিভাগের প্রশ্ন গ বিভাগে আসতে পারে।]

 

বি:দ্র: নিজের সাজেশন নিজে করাই উত্তম। এই সাজেশন ১০০% কমনের নিশ্চয়তা নেই।।।