Business Research suggestion, MBA final year exam 2021/ব্যবসায় গবেষণা সাজেশন, মাস্টার্স পরীক্ষা ২০২১
Business Research suggestion
MBA final year exam 2021
ব্যবসায় গবেষণা সাজেশন
মাস্টার্স পরীক্ষা ২০২১
Management Department
ব্যবস্থাপনা বিভাগ
Update হচ্ছে
বিসমিল্লাহির রাহমানির রাহিম
ক বিভাগ
খ বিভাগ
১. ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণে গবেষণার ভূমিকা উল্লেখ কর।
২. বর্ণনামূলক ও বিশ্লেষণাত্মক গবেষণার মধ্যে পার্থক্য দেখাও।
৩. ব্যবসায় গবেষণায় নৈতিকতার বিষয়ে সমূহ উল্লেখ কর।
কপিরাইট এর আওতাধীন হতে পারে
৪. ব্যবসায় গবেষণার আওতা বর্ণনা কর।
৫. গবেষণা প্রস্তাবের উপাদান গুলো বর্ণনা কর।
RSBEDUCATION.COM
৬. প্রশ্নমালা প্রণয়নের সতর্কতা সমূহ কি কি/প্রশ্নমালা প্রণয়নের বিবেচ্য বিষয় সমূহ বর্ণনা কর।
৭. প্রাথমিক উপাত্তের উৎস সমূহ লিপিবদ্ধ কর।
৮. শুমারি ও নমুনা জরিপের মধ্যে পার্থক্য দেখাও।
৯. গবেষণার সমস্যা গঠনের পদক্ষেপসমূহ বর্ণনা কর।
RSBEDUCATION.COM
১০. উপাত্ত প্রক্রিয়াকরণের পদক্ষেপসমূহ উল্লেখ কর।
১১. অনুকল্পের বৈশিষ্ট্য সমূহ বর্ণনা কর।
কপিরাইট এর আওতাধীন হতে পারে
১২. সাহিত্য সমীক্ষার উদ্দেশ্যে বর্ণনা কর।
১৩. গবেষণার উদ্দেশ্যে বর্ণনা কর।
১৪. সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য দেখাও।
RSBEDUCATION.COM
১৫. একটি কার্যকরী গবেষণা প্রস্তাবের দিক নির্দেশনা সমূহ উল্লেখ কর।
১৬. ব্যবসায় ধারণা গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
১৭. পরিমিত বিন্যাসের বৈশিষ্ট্য সমূহ বিবৃত কর।
১৮. গবেষণা প্রতিবেদন তৈরির বিভিন্ন বিষয় সমূহ বর্ণনা কর।
১৯. উন্মুক্ত প্রশ্নের সুবিধা সমূহ উল্লেখ কর।
২০. গবেষণা নকশা কি কি বিষয় তুলে ধরে?
কপিরাইট এর আওতাধীন হতে পারে
২১. গবেষণা প্রণালী বলতে কি বুঝায়?
২২. পরিমিত বিন্যাসের ব্যবহার ব্যাখ্যা কর।
২৩. প্রাথমিক ও মাধ্যমিক তথ্য সম্পাদনা কিভাবে করা হয়?
RSBEDUCATION.COM
২৪. প্রস্তাবিত গবেষণার পটভূমি বর্ণনা কর।
২৫. তথ্য সংগ্রহের ক্ষেত্রে সাক্ষাৎকার গ্রহণ কর্মসূচি মনোনয়ন প্রক্রিয়া বর্ণনা কর।
২৬. অনুকল্প উন্নয়ন প্রক্রিয়া বর্ণনা কর।
কপিরাইট এর আওতাধীন হতে পারে
২৭. গবেষণার যৌক্তিকতা বলতে কী বোঝায়?
২৮.গুচ্ছ নমুনায়ন কখন ব্যবহার করা হয়?
কপিরাইট এর আওতাধীন হতে পারে
২৯. ডকুমেন্ট স্টাডি সুবিধা ও অসুবিধা বর্ণনা কর।
৩০. “বাংলাদেশের বেশিরভাগ গবেষণার ফলাফল জনগণ কর্তৃক গৃহীত হয় না”- ব্যাখ্যা কর।
৩১. বাংলাদেশে গবেষকগণ কি কি সমস্যার সম্মুখীন হন?
* বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান কর
গ বিভাগ
১. গবেষণা পরিকল্পনা কাকে বলে? গবেষণা পরিকল্পনা পদক্ষেপসমূহ বর্ণনা কর।৯৯%
২. গুণগত গবেষণা কাকে বলে ? গুণগত ও পরিমাণগত গবেষণার মধ্যে পার্থক্য দেখাও। ৯৫%
কপিরাইট এর আওতাধীন হতে পারে
৩. একটি উত্তম ব্যবসায় গবেষণা প্রতিবেদনের বৈশিষ্ট্য বর্ণনা কর। গবেষণা প্রতিবেদন কাঠামোর বিষয়বস্তু বর্ণনা কর। গবেষণা প্রতিবেদন প্রণয়নের বিবেচ্য বিষয় সমূহ আলোচনা কর। গবেষণা প্রতিবেদন লিখনে কি কি সর্তকতা অবলম্বন করতে হয়?৯৯%
৪. গবেষণাকে কেন একটি বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়? একটি উৎকৃষ্ট/উত্তম গবেষণার গুণাবলী ব্যাখ্যা কর। “গবেষণায় পরিস্থিতি শোধন করা প্রয়োজন”- ব্যাখ্যা কর।
RSBEDUCATION.COM
৫. সাহিত্য পর্যালোচনা কিভাবে গবেষণা উন্নয়নে সহায়তা করে?/গবেষণা কর্মে সাহিত্য সমীক্ষার গুরুত্ব আলোচনা কর। ব্যবসায়ী গবেষণা সমস্যা সনাক্তকরণের কৌশল সমূহ আলোচনা কর।৯৯%
৬. বাংলাদেশের ব্যবসায় গবেষণার সম্ভাবনা সম্পর্কে আলোকপাত কর। বাংলাদেশের প্রধান প্রধান গবেষণা প্রতিষ্ঠানের নাম লিখ।বাংলাদেশের যেকোনো একটি গবেষণা প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা কর। বাংলাদেশের ব্যবসায় গবেষণার ক্ষেত্রগুলো ব্যাখ্যা কর। বাংলাদেশের ব্যবসায় গবেষণার সমস্যা ও তার সমাধানের উপায় আলোচনা কর।৯৯%
কপিরাইট এর আওতাধীন হতে পারে
৭. ব্যবসায় গবেষণার প্রকৃতি বর্ণনা কর। গবেষণা প্রক্রিয়ার পদক্ষেপসমূহ আলোচনা কর। গবেষণার পদ্ধতি সমূহ আলোচনা কর।৯৯%
৮. ব্যক্তিগত সাক্ষাৎকারের অসুবিধা সমূহ বর্ণনা কর। সাক্ষাৎকার গ্রহণের পূর্বে যেসব প্রস্তুতির প্রয়োজন হয় তা আলোচনা কর।
কপিরাইট এর আওতাধীন হতে পারে
৯. গবেষণা সমস্যার সংজ্ঞায়নের প্রয়োজনীয়তা বিবৃতি কর। গবেষণার সমস্যা নির্বাচনে বিবেচ্য বিষয় সমূহ বর্ণনা কর।
১০. নমুনায়ন বলতে কি বুঝ? নমুনায়নের প্রকারভেদ আলোচনা কর। অনুকল্প যাচাইয়ের ধাপসমূহ বর্ণনা কর।
১১. ব্যবসায় গবেষণা পরিচালনার প্রশ্ন মালার গুরুত্ব লেখ। তথ্য/ উপাত্ত সংগ্রহকারী নিয়োগের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করতে হয়? উপাত্ত অনুসন্ধানকারী নিয়োগ ও প্রশিক্ষণ সম্পর্কে বর্ণনা কর।৯৫%
কপিরাইট এর আওতাধীন হতে পারে
১২. কখন ব্যবসায় গবেষণা প্রয়োজন? ব্যবস্থাপক হিসেবে একজন গবেষণা পরিচালক কি কাজ করেন?৯৫%
১৩. প্রাথমিক উপাত্ত সংগ্রহের জন্য ব্যবহৃত পদ্ধতিগুলোর সুবিধা অসুবিধা উল্লেখ কর। মাধ্যমিক উপাত্ত সংগ্রহ পদ্ধতি সমূহ আলোচনা কর। তথ্য সংগ্রহের প্রশ্নপত্র প্রণয়নের বিবেচ্য বিষয় গুলো ব্যাখ্যা কর।৯০%
RSBEDUCATION.COM
১৪. একটি উত্তম গবেষণা প্রস্তাবের বৈশিষ্ট্য গুলো বর্ণনা কর। একটি মানসম্মত গবেষণা তৈরীর ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গুলো বিশ্লেষণ কর। একটা ফলপ্রসু গবেষণা প্রস্তাব প্রণয়নে কি কি বিষয় বিবেচনা করতে হয়? গবেষণা প্রস্তাব নকশায়নে বাংলাদেশে বিদ্যমান সমস্যা সমূহ আলোচনা কর। ৯৯%
কপিরাইট এর আওতাধীন হতে পারে
১৫. স্টাডি পদ্ধতির সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা কর। ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবসায় গবেষণার গুরুত্ব বর্ণনা কর।
১৬. তোমার পছন্দ মত একটি গবেষণা সমস্যা নির্বাচন করো এবং একটি গবেষণা প্রস্তাব প্রস্তুত কর।৯৫%
১৭. Math: বিগত বছরের অংশগুলো অনুশীলন করতে হবে।
খ বিভাগের প্রশ্ন গ বিভাগে এবং গ বিভাগের প্রশ্ন খ বিভাগে আসতে পারে
বি:দ্র: ১০০% কমনের নিশ্চয়তা নেই। নিজের সাজেশন নিজে করাই উত্তম।