আন্তর্জাতিক ব্যবসায় সাজেশন, মাস্টার্স (MBA) শেষ বর্ষ পরীক্ষা ২০২১/International Business suggestion, Masters (MBA) final year exam 2021

National University

 

International Business  suggestion

Masters (MBA) final year exam 2021

 

আন্তর্জাতিক ব্যবসায় সাজেশন

মাস্টার্স (MBA) পরীক্ষা ২০২১

 

 

বিষয় কোড: ৩১২৬০৩

ব্যবস্থাপনা বিভাগ

 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

 

ক বিভাগ

 

১।‌ আন্তর্জাতিক যৌথ উদ্যোগ কী?

 

উত্তর : পারস্পরিক প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের জন্য দুই বা ততোধিক দেশের প্রতিষ্ঠান একত্রিত হয়ে সম্পদ ও সামর্থ্য একত্রে বিনিয়োগ করলে তাকে আন্তর্জাতিক যৌথ উদ্যোগ বলে।

 

২। ‘Z’ তত্ত্বের প্রবক্তা কে?

 

উত্তর : Dr. William Ouchi.

 

আন্তর্জাতিক ব্যবসায় প্রশ্ন, মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা ২০২০/International Business question, MBA Final Year Exam 2020

 

৩। ডাম্পিং কী?

 

উত্তর : উদ্বৃত্ত পণ্যসমূহ অন্যদেশে নিজ দেশ অপেক্ষা কম মূল্যে বিক্রয় করাকে ডাম্পিং বলে।

 

৪। PEST এর পূর্ণরূপ লেখ।

 

উত্তর : = Political (রাজনৈতিক), E = Economic (অর্থনৈতিক), S = Socio cultural ( সামাজিক), T = Technological (প্রযুক্তিগত)।

 

৫। প্রকৃত বিনিময় হার কী?

 

উত্তর : যে হারে নিজ দেশের মুদ্রার মূল্যমানের সাথে অন্য দেশের মুদ্রার মূল্যমানের বিনিময় হয়ে থাকে তাকেই প্রকৃত

বিনিময় হার বলে।

 

৬। IMF কত সালে প্রতিষ্ঠিত হয়?

 

উত্তর : IMF ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।

 

৭। বাংলাদেশের মুদ্রা বাজারের নিয়ন্ত্রক কে?

 

উত্তর: বাংলাদেশ ব্যাংক।

 

৮। ইউরো মুদ্রা কী?

 

উত্তর : ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রার নাম ইউরো মুদ্রা ।

 

৯। শুল্ক কী?

 

উত্তর : যে কর পণ্যদ্রব্য আমদানি কিংবা রপ্তানি করার ক্ষেত্রে প্রদান করা হয় তাকে শুল্ক বা Tarrif বলে।

 

১০। কৌশলগত জোট বলতে কী বুঝায়? ২০২০

 

উত্তর : পারস্পরিক কৌশলগত সুবিধা অর্জনের উদ্দেশ্যে দুই বা ততোধিক প্রতিষ্ঠান যৌথভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করলে তাকে কৌশলগত জোট বলে।

 

১১। বিশ্বগ্রাম শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

 

উত্তর : মার্শাল ম্যাকলুহান।

 

১১। কোটা কী?

 

উত্তর : কোন নির্দিষ্ট সময়ে কি পরিমাণ পণ্য বস্তুগত বা মূল্যগত অর্থে রপ্তানি বা আমদানি করা হবে তা নিরূপণের পদ্ধতিকে কোটা বলে।

 

১২। সাংস্কৃতিক পরিবেশ কী?

 

উত্তর : যে পরিবেশে একজন মানুষ বড় হয় সে সমাজের প্রচলিত মূল্যবোধ, বিশ্বাস, রীতিনীতি ফেলে তাকে সাংস্কৃতিক পরিবেশ বলে।

 

১৩। মুদ্রা সংকোচন কী?

 

উত্তর : অর্থনীতিতে দামস্তর হ্রাস পাবার প্রবণতাকে মুদ্রা সংকোচন বলা হয়।

 

১৪। অনুকূল বাণিজ্য ভারসাম্য কী?

 

উত্তর : একটি নির্দিষ্ট সময়ে একটি দেশে যে পরিমাণ বস্তুগত পণ্য দ্রব্যাদি রপ্তানি করে তার সমষ্টি মূল্য যে পরিমাণ বস্তুগত দ্রব্য আমদানি করে তার মোট মূল্য হতে অধিক হলে বাণিজ্যের যে ভারসাম্য সৃষ্টি হয় তাকে অনুকূল বাণিজ্য ভারসাম্য বলে।

 

১৫। প্রত্যক্ষ বিনিময় হার কী?

 

উত্তর : যে বিনিময় হার নির্ধারণের ক্ষেত্রে বিদেশি মুদ্রাকে স্থির এবং দেশীয় মুদ্রাকে পরিবর্তনশীল হিসেবে ধরা হয় তাকে প্রত্যক্ষ বিনিময় হার বলে।

 

১৬। IMF এর সদর দফতর কোথায়?

 

উত্তর : ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র ।

 

১৭।  IBRD এর পূর্ণরূপ লেখ।২০২০

 

উত্তর : International Bank for Reconstruction and Development.

 

১৮। বিশ্ব বাণিজ্য সংস্থা কখন প্রতিষ্ঠিত হয়?

 

উত্তর : জানুয়ারি ১, ১৯৯৫।

 

১৯। ভর্তুকি কী? ২০২০

 

উত্তর : পণ্যের বাজার মূল্য বেশি হলে সরকার বাজার মূল্য কমানোর জন্য যে পরিমাণ অর্থ নিয়োগ করে তাকে ভর্তুকি বলে।

 

২০। মুক্তবাজার অর্থনীতি কী?

 

উত্তর : যে অর্থনৈতিক ব্যবস্থায় দুই বা ততোধিক দেশের মধ্যে দ্রব্য ও সেবা বিনিময়ের ক্ষেত্রে কোনো বাধা থাকে না তাকে মুক্ত বাণিজ্য অর্থনীতি বলে।

 

২১। ‘জেড’ তত্ত্বের উদ্ভাবক কে?

 

উত্তর : Dr. William Ouchi.

 

২২। GATT এর পূর্ণরূপ লিখ।

 

উত্তর : General Agreement of Tariffs & Trade.

 

২৩।বিশ্বব্যাপী কৌশল কী?

 

উত্তর : যে কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসায় সফলভাবে পরিচালনা করা হয় তাকে আন্তর্জাতিক কৌশল বলে।

 

২৪। কৌশলগত ব্যবসায় সংঘ কী?

 

উত্তর :

 

২৫। বাস্তুবিদ্যা পরিবেশ/ইকোলজিক্যাল পরিবেশ কী?

 

উত্তর :

 

২৬। যৌথ উদ্যোগ ব্যবসায় কী?

 

উত্তর: দেশীয় ব্যবসায়ীগণ বিদেশী উদ্যোক্তাদের সাথে যৌথ পুঁজি বিনিয়োগের মাধ্যমে যে বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে যৌথ উদ্যোগ ব্যবসায় বলে।

 

২৭। বিশেষ উত্তোলন ক্ষমতা বলতে কী বুঝায়?

 

উত্তর :

 

২৮। UNCTAD এর পূর্ণরূপ লিখ। ২০২০

 

উত্তর: United Nations Conference on Trade and Development.

 

২৯। বাণিজ্য হার কী? ২০২০

 

উত্তর : যে হার বা অনুপাতে একটি দেশের দ্রব্যাদির সাথে অপর একটি দেশের দ্রব্যাদির বিনিময় হয় তাকে বাণিজ্য হার বলা হয়।

 

৩০। বাণিজ্যের ভারসাম্য কী?

 

উত্তর : কোন দেশের সাধারণত এক বছরে যে পরিমাণ পণ্যদ্রব্য রপ্তানি করে তার জন্য প্রাপ্ত মোট মূল্যের প্রভেদকে বাণিজ্যের ভারসাম্য বলা হয়।

 

৩১। ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব কী?

 

উত্তর : একটি দেশের অর্থের অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা এবং অন্য দেশের অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতার সমতা বিন্দুতে যে দুটি দেশের মধ্যে অর্থের বিনিময় হার নির্ধারিত হয় তাকে ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব বলে।

 

৩২। আঞ্চলিক ব্যাংক কী?

 

ত্তর : কোনো একটি নির্দিষ্ট অঞ্চল বিশেষ-এর কার্যক্রম পরিচালনার জন্য যখন কোনো ব্যাংক প্রতিষ্ঠা করা হয় তখন তাকে আঞ্চলিক বা রিজিওনাল ব্যাংক বলে। যেমন- ADB (Asian Development Bank, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

 

৩৩। পুনঃরপ্তানি বাণিজ্য বলতে কী বুঝ?

 

উত্তর :  আমদানিকৃত পণ্য ও সেবাসমূহ পুনরায় অন্য দেশে রপ্তানি কার্যক্রমকে পুনঃরপ্তানি বাণিজ্য বলে।

 

৩৪। লাইসেন্সিং কী?

 

উত্তর: চুক্তির মাধ্যমে কোন কোম্পানিকে সুনির্দিষ্ট অঞ্চলে পণ্য বাজারজাতকরণ করার অধিকার বা সুযোগ প্রদান করা হলে তাকে লাইসেন্সিং বলে।

 

৩৫। অর্থনৈতিক পরিবেশ কী?

 

উত্তর : যে পরিবেশ অর্থ ব্যবস্থার প্রধান প্রধান খাতসমূহ নিয়ে সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।

 

৩৬। মুদ্রার অবমূল্যায়ন কী? ২০২০

 

উত্তর :

 

৩৭। বহুজাতিক কর্পোরেশন কী? ২০২০

 

উত্তর : যেসব প্রতিষ্ঠান তার নিজ দেশের বাইরে অন্য কোন দেশে পণ্য ও সেবা একই ব্র্যান্ড বা নাম ব্যবহার করে উৎপাদন বা বাজারজাতকরণ করে সেসব প্রতিষ্ঠানকে বহুজাতিক কর্পোরেশন বলে।

 

৩৮। IFC-এর পূর্ণরূপ লিখ।

 

উত্তর : International Financial Corporation.

 

৩৯। গ্যাটের বর্তমান সদস্য সংখ্যা কত?

 

উত্তর : ১৬৪ টি।

 

৪০। ইউরোপীয় ইউনিয়ন কী?

 

উত্তর :

 

৪১। ই. আর জি (ERG) তত্ত্বের উদ্ভাবক কে?

 

উত্তর : ক্লেটন এলডারফার।

 

৪২। জার্মানির ব্যবস্থাপনা পদ্ধতির নাম কী?

 

উত্তর : সহনির্ধারণ।

 

৪৩। চলতি হিসাবের সংজ্ঞা দাও ।

 

উত্তর : যে ব্যাংক হিসাবের মাধ্যমে কোনো গ্রাহক তার ইচ্ছা মাফিক এ হিসাবে টাকা জমা দিতে পারে এবং দিনে যতবার ইচ্ছা অর্থ উত্তোলন করতে পারে সেই হিসাবকে চলতি হিসাব বলে।

 

৪৪। আন্তর্জাতিক ব্যবসায়ের সংজ্ঞা দাও।

 

উত্তর :

 

৪৫। লেনদেন ভারসাম্যহীনতার সংজ্ঞা দাও।

উত্তর:

 

৪৬। বৈদেশিক বিনিময় বাজার কী?

 

উত্তর:

 

৪৭। ADB এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

 

উত্তর :  ফিলিপাইনের ম্যানিলায়।

 

৪৮। কত সালে IFC প্রতিষ্ঠিত হয়?

 

উত্তর : ১৯৫৬ সালের ২৪ জুলাই।

 

৪৯। আন্তর্জাতিক ব্যবসায়ে অশুল্ক বাঁধাসমূহ কী কী?

 

উত্তর : আমদানি লাইসেন্সিং, কাস্টমস পণ্যগুলো মূল্য নির্ধারণের নিয়ম, প্রাক চালানের পরিদর্শন উদ্ভবের নিয়ম এবং বাণিজ্য বিনিয়োগের ব্যবস্থা।

 

৫০।‌ উন্নত দেশ বলতে কী বুঝায়?

 

উত্তর : যে সমস্ত দেশ আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তিবিদ্যার সফল প্রয়োগের মাধ্যমে দেশের যাবতীয় প্রাকৃতিক ও মানবিক সম্পদের যথোপযুক্ত ব্যবহার করতে সক্ষম হয়েছে সেগুলোকে উন্নত দেশ বলে ।

 

৫১। জেড তত্ত্ব কী?

 

উত্তর : Z তত্ত্ব হচ্ছে জাপানি ও আমেরিকান ব্যবস্থাপনা পদ্ধতির সমন্বয়ে সৃষ্ট একটি রূপান্তরিত ব্যবস্থাপনার ধারণা। যা আমেরিকান সমাজ ও সংস্কৃতির মূল্যবোধ রক্ষা করে প্রয়োগ করা সম্ভব বলে স্বীকৃতি অর্জন করেছে।

 

৫২। GSP এর পূর্ণরূপ লিখ।

 

উত্তর : Generalized System of Preference.

 

৫৩। বিশ্বায়নের সংজ্ঞা দাও ।

 

উত্তর : পরিবহন ও যোগাযোগ, সাংস্কৃতিক এবং অর্থনীতির নেটওয়ার্ক দ্বারা বিশ্বের মানুষকে একীভূত করণের প্রক্রিয়াকে বিশ্বায়ন বলে।

 

৫৪। ফ্রাঞ্চাইজিং কাকে বলে।

 

উত্তর : মুনাফা বণ্টনের চুক্তিতে কোন প্রতিষ্ঠিত কোম্পানির অনুমতি নিয়ে সুনাম ব্যবহার করে যে ব্যবসায় পরিচালনা করা হয় তাকে ফ্রাঞ্চাইজিং বলে।

 

৫৫। বিশ্ব বাণিজ্য পরিবেশ কী?

 

উত্তর : বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক আইন অন্য দেশের বাণিজ্যের উপর প্রভাববিস্তার করলে যে পরিবেশ সৃষ্টি হয় তাই বিশ্ব বাণিজ্য পরিবেশ।

 

৫৬। লেনদেনের ভারসাম্য কী?

 

উত্তর : একটি নির্দিষ্ট সময়ে একটি দেশ যে পরিমাণ পণ্যসামগ্রী ও সেবাসমূহ আমদানি করে থাকে তার জন্য পরিশোধিত মোট মূল্য এবং একটি নির্দিষ্ট সময়ে একটি দেশ যে পরিমাণ পণ্যসামগ্রী ও সেবাসমূহ রপ্তানি করে থাকে তার থেকে প্রাপ্ত মোট মূল্য এই উভয় প্রকার মূল্যের পার্থক্যই হলো চলতি হিসাবের খাতে লেনদেনের ভারসাম্য।

 

৫৭।  প্রতিকূল বাণিজ্য ভারসাম্য বলতে কি বুঝ?

 

উত্তর : একটি নির্দিষ্ট সময়ে একটি দেশ যে পরিমাণ বস্তুগত দ্রব্যাদি রপ্তানি করে তার মোট মূল্য, এবং যে পরিমাণ বস্তুগত দ্রব্য আমদানি করে তার মোট মূল্য হতে কম হলে যে বাণিজ্য ভারসাম্য সৃষ্টি হয় তাকে প্রতিকূল বাণিজ্য ভারসাম্য বলা হয়। .

 

৫৮। FDI-এর পূর্ণরূপ কী?

 

উত্তর : Foreign Direct Investment.

 

৫৯। WTO কী?

 

উত্তর:

 

খ বিভাগ

 

১. রাজনীতির উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর।

 

২. স্থির ও পরিবর্তনশীল বিনিময় হারের পার্থক্য লেখ।

 

৩. উন্নত দেশের ব্যবসায়িক সুযোগসমূহ আলোচনা কর।

 

rsbeducation.com

 

৪. লাইসেন্সিং ও  ফ্রাঞ্চাইজিং এর মধ্যে পার্থক্য দেখাও।

 

৫. বাণিজ্য ভারসাম্য ও লেনদেন ভারসাম্যের মধ্যকার পার্থক্য লেখ।

rsbeducation.com

 

৬. মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ/সবলতা ও দুর্বলতা আলোচনা কর।

 

৭. “লেনদেনের ভারসাম্য সর্বদা সমান থাকে” ব্যাখ্যা কর।

 

৮. কৌশলগত সংঘে যোগদানের কারণগুলো আলোচনা কর।

 

৯. আন্তর্জাতিক আর্থিক কর্পোরেশনের উদ্দেশ্যসমূহ লেখ।

rsbeducation.com

 

১০. স্বল্পোন্নত দেশের ব্যবসায়িক সুযোগ-সুবিধা আলোচনা কর।

 

১১. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কার্যাবলী আলোচনা কর।

 

rsbeducation.com

 

১২. বিনিময় হার উঠানামার কারণসমূহ আলোচনা কর।

 

১৩. যুক্তরাজ্যের ব্যবস্থাপনা পদ্ধতির বৈশিষ্ট্য লেখ।

কপিরাইট এর আওতাধীন হতে পারে

 

১৪. ব্রেটন উটস সিস্টেম আলোচনা কর।

 

 

১৫. এশিয়া উন্নয়ন ব্যাংকের উদ্দেশ্য সমূহ আলোচনা কর।

 

rsbeducation.com

 

১৬. “বাংলাদেশে পরিবর্তনশীল বিনিময় হার অনুসরণ করা উচিত,” মন্তব্য কর।

 

১৭. আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য গুলো আলোচনা কর।

 

rsbeducation.com

 

১৮. প্রযুক্তিগত পরিবেশের ক্ষেত্রে বিবেচ্য বিষয় এর বিবরণ দাও।

 

১৯. এডিবির (ADB) কার্যাবলী আলোচনা কর।2020c

 

২০. কৌশল গত ব্যবসায় সংঘের উদ্দেশ্য আলোচনা কর।

 

rsbeducation.com

 

২১. জেড (Z) তত্ত্বটি ব্যাখ্যা কর।

 

 

২২. বিনিময় হার স্থির রাখার পদ্ধতি গুলো আলোচনা কর।

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে

 

২৩. বাংলাদেশের বিশ্ব বাণিজ্য সংস্থার প্রভাব আলোচনা কর।

 

২৪. আন্তর্জাতিক যৌথ উদ্যোগের উপর প্রভাব বিস্তারকারী উপাদান গুলো আলোচনা কর।

 

rsbeducation.com

 

২৫. অনুকূল বাণিজ্য হার সর্বদা অর্থনীতির জন্য মঙ্গলজনক- ব্যাখ্যা কর।

 

২৬. বহুজাতিক কর্পোরেশনের জন্য চ্যালেঞ্জ গুলো কী কী?

 

২৭. আন্তর্জাতিক ব্যবসায়ের উপর পরিবেশের প্রভাব বর্ণনা কর।

 

গ বিভাগ

 

১. বৈদেশিক বিনিময় হারের সংজ্ঞা দাও। বৈদেশিক বিনিময় হার নির্ধারণের তত্ত্ব গুলো আলোচনা কর/বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণের ক্রয় ক্ষমতার সমতা তত্ত্বটি ব্যাখ্যা কর। বাংলাদেশের জন্য কোন ধরনের বৈদেশিক বিনিময় হার পদ্ধতি অধিকতর উপযোগী? বিশ্ব অর্থনীতিতে ইউরোর প্রভাব উল্লেখ কর। ৯৯%

 

২. আন্তর্জাতিক কৌশল কী? আন্তর্জাতিক কৌশল প্রণয়নের পদক্ষেপ গুলো আলোচনা কর। আন্তর্জাতিক কৌশল মডেল বলতে কি বুঝায়? আন্তর্জাতিক কৌশল মডেল প্রণয়নের পদক্ষেপ গুলো আলোচনা কর।বিশ্বব্যাপী ব্যবসায়িক কৌশলের ভিত্তি সমূহ আলোচনা কর।৯৯%

 

rsbeducation.com

 

৩. রাজনৈতিক ঝুঁকি কীভাবে পরিমাপ করা হয়? রাজনৈতিক ঝুঁকি দূরীকরণে জাতীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর। রাজনৈতিক ঝুঁকি মোকাবেলা করার উপায় সমূহ আলোচনা কর।৯৯%

 

 

৪. চতুর্থ শিল্পবিপ্লব বলতে কী বুঝায়? চতুর্থ শিল্পবিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি আলোচনা কর।৯৫%

 

rsbeducation.com

 

৫. জাপানের কাইরেসু কী? জাপানের ব্যবস্থাপনার উন্নয়নে প্রভাব বিস্তারকারী উপাদান গুলোর বিবরণ দাও/জাপানের ব্যবস্থাপনা উন্নয়নের কারণ কী? মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের ব্যবস্থাপনা পদ্ধতির তুলনামূলক চিত্র দেখাও।৯৯%

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে

 

৬. বাণিজ্য ভারসাম্য কদাচিৎ পূর্ণ সমতাপ্রাপ্ত হয়। ব্যাখ্যা কর। প্রতিকূল লেনদেন ভারসাম্য দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর। উন্নয়নশীল দেশে লেনদেনের ভারসাম্যের ঘাটতির কারণসমূহ কী কী? ৯৯%

 

rsbeducation.com

 

৭. বিশ্বব্যাংকের কার্যাবলী আলোচনা কর। বিশ্ব ব্যাংক তহবিলের উৎসসমূহ বর্ণনা কর। বিশ্ব ব্যাংকের উদ্দেশ্যাবলী আলোচনা কর।৯০%

 

rsbeducation.com

 

৮. বিশ্বায়ন বলতে কি বুঝ? বিশ্বায়নের দশ সত্য বর্ণনা কর। বিশ্বায়নের পক্ষে/সুবিধা ও বিপক্ষে/অসুবিধা আলোচনা । বিশ্বায়নের গুরুত্ব আলোচনা কর। ৯৫%

 

৯. বিশ্ববাজারে প্রবেশের কৌশল সমূহ আলোচনা কর। বাংলাদেশে বৈদেশিক বিনিময় বাজার সম্পর্কে বর্ণনা কর। বৈদেশিক বিনিময় বাজারের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।৯৫%

 

১০. আন্তর্জাতিক ব্যবসায় পরিবেশ বলতে কি বুঝায়? আন্তর্জাতিক ব্যবসায় পরিবেশের উপাদান গুলো বর্ণনা কর। বিশ্ব আইনগত পরিবেশ বলতে কি বুঝ? বিশ্ব আইনগত পরিবেশের উপাদান গুলো আলোচনা কর।বিশ্ব ভৌগোলিক পরিবেশের উপাদান গুলো আলোচনা কর।৯৯%

 

১২. বিশ্ব বাণিজ্য সংস্থার ব্যবস্থাপনা কাঠামো বর্ণনা কর। বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলী আলোচনা কর। গ্যাট (GATT) এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মধ্যকার পার্থক্য লেখ। GATT এর উদ্দেশ্য গুলো আলোচনা কর। ৯৫%

 

rsbeducation.com

 

১৩. প্রতিষ্ঠান পর্যায়ে স্ব-ব্যবস্থাপনা কাঠামোর সংজ্ঞা দাও ও ব্যাখ্যা কর। যুগোশ্লাভিয়ার স্ব-ব্যবস্থাপনা পদ্ধতি বর্ণনা কর। স্ব-ব্যবস্থাপনা কাঠামোর সুবিধা ও অসুবিধা আলোচনা কর।৯৫%

 

rsbeducation.com

 

১৪. পরিবর্তনশীল বৈদেশিক বিনিময় হারের সংজ্ঞা দাও। এরুপ বিনিময় আর এর সুবিধা ও অসুবিধা আলোচনা কর।

 

rsbeducation.com

 

১৫. ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ী কী? এ ব্যবসার সুবিধা ও অসুবিধা আলোচনা কর।

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে

 

১৬. আন্তর্জাতিক বাণিজ্য বলতে কী বোঝায়? বাংলাদেশের প্রেক্ষিতে আন্তর্জাতিক বাণিজ্যের গতিধারা আলোচনা কর। আন্তর্জাতিক বাণিজ্যের ধরনসমূহ বর্ণনা কর।

 

১৭। মুদ্রার অবমূল্যায়ন বলতে কী বুঝায়? মুদ্রার অবমূল্যায়নের উদ্দেশ্যসমূহ/কারণ উল্লেখ কর।মুদ্রার অবমূল্যায়নের ফলাফল ব্যাখ্যা কর।৯৫%

 

১৮. আন্তর্জাতিক তরলের কাঠামোটি বর্ণনা কর। আন্তর্জাতিক তারল্যের সমস্যাগুলো আলোচনা কর।আন্তর্জাতিক তারল্য সমস্যা সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক অর্থ তহবিল কী পদক্ষেপ গ্রহণ করে?৯৫%

 

১৯. NAFTA কী? এর গঠনের উদ্দেশ্যে আলোচনা কর। NAFTA এর কার্যাবলী আলোচনা কর।

 

 

 

খ বিভাগের প্রশ্ন গ বিভাগে এবং গ বিভাগের প্রশ্ন খ বিভাগে আসতে পারে

 

বি:দ্র: নিজের সাজেশন নিজে করাই উত্তম। আমাদের সাজেশন ১০০% কমনের নিশ্চয়তা নেই।