২০২১ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার অর্থনীতি বিভাগের “রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা (Political Organization & The Political System of UK & USA)” প্রশ্ন
২০২১ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার অর্থনীতি বিভাগের “রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা (Political Organization & The Political System of UK & USA)” প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়
(রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা)
বিষয় কোড : 221909
সময় — ৪ ঘন্টা
পূর্ণমান— ৮০
[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগ থেকে ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে।]
ক-বিভাগ
(যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও )
মান— ১ × ১০ = ১০
ক. “Constitution is the way of life the state has chosen for itself” উক্তিটি কার?
উত্তর: এরিস্টটলের।
খ. ‘Fcedus’ শব্দের অর্থ কী?
উত্তর : Foedus শব্দের অর্থ সন্ধি বা মিলন ।
গ. সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
উত্তর : সরকারের চতুর্থ অঙ্গ নির্বাচকমালী।
ঘ. The Spirit of Laws গ্রন্থের প্রণেতা কে?
উত্তর : The Spirit of Laws গ্রন্থের প্র মন্টেস্কুর।
5. Federal Government’ গ্রন্থের লেখক কে?
উত্তর: Federal Government’ গ্রন্থের লেখক K.C. Wheare.
চ. গৌরবময় বিপ্লব কোন সালে সংঘটিত হয়?
উত্তর : গৌরবময় বিপ্লব ১৬৮৮ সালে সংঘটিত হয়।
ছ. মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা কত?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের’ সদস্য সংখ্য ৫৩৮ জন।
জ. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তর : রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমত্ব।
ঝ. পৃথিবীর কোন দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে?
উত্তর: ব্রিটেনের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠি হয়েছে।
ঞ. গ্রেট ব্রিটেনের সাংবিধানিক নাম
উত্তর : গ্রেট ব্রিটেনের সাংবিধানিক নাম : United Kingdom of Great Britian and Northen Ireland.
ট. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন।
ঠ. মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতিত্ব কে করেন?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতিত্ব করেন মার্কিন উপ-রাষ্ট্রপতি।
খ-বিভাগ
(যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও )
মান- ৪ × ৫ = ২০
২. একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
৩. গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৪. ‘কেবিনেটের একনায়কত্ব কী?
৫. চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য কী?
৬. “সিনেটের সৌজন্য বিধি” বলতে কী বুঝ ?
৭. যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৮. “রাজা কোনো অন্যায় করতে পারে না” – ব্যাখ্যা কর।
৯. মার্কিন সংবিধানের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি আলোচনা কর ।
গ-বিভাগ
(যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান— ১০ × ৫ = ৫০
১০. গণতন্ত্রের সংজ্ঞা দাও। গণতন্ত্রের সফলতার শর্তগুলো লিখ ।
১১. বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বুঝ? বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়সমূহ আলোচনা কর।
১২. ‘ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম’—উক্তিটি ব্যাখ্যা কর।
১৩. প্রথা বলতে কী বুঝ? ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থায় প্রধা কেন মান্য করা হয়?
১৪. নির্বাচকমণ্ডলীর সংজ্ঞা দাও। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচকমণ্ডলীর ভূমিকা আলোচনা কর ।
১৫. মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
১৬. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
১৭. ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা কর।