২০২১ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার অর্থনীতি বিভাগের “কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (Computer and Information Technology)” প্রশ্ন

২০২১ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার অর্থনীতি বিভাগের “কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (Computer and Information Technology)” প্রশ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়

অর্থনীতি

(কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি)

বিষয় কোড: 222207

সময়— ৪ ঘণ্টা

পূর্ণমান – ৮০

ক-বিভাগ

[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

ক বিভাগ

(যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

মান—-১ × ১০ = ১০

 

১। ক. হাইব্রিড কম্পিউটার কী?

 

উত্তর: অ্যানালগ ও ডিজিটাল উভয় কম্পিউটারের প্রযুক্তির সমন্বয়ে মিশ্র প্রযুক্তিতে তৈরি কম্পিউটারকে হাইব্রিড কম্পিউটার বলা হয়।

 

খ. ডেটা বাস কাকে বলে?

 

উত্তর: যে বাসের মাধ্যমে অথবা I ভিত্তিক ডেটা মাইক্রোপ্রসেসর (Microprocessor) হতে র‍্যাম (RAM), রম (ROM), মেমরি (Memory) ইত্যাদি অংশ আদানপ্রদান করা যায় তাকে ডেটা বাস (Data bus) বলা হয়।

 

গ. MICR এর পূর্ণরূপ লেখ।

 

উত্তর: Megnetic Ink Character Reader.

 

২০২১ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার অর্থনীতি বিভাগের “রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা (Political Organization & The Political System of UK & USA)” প্রশ্ন

 

ঘ. স্মার্ট কার্ড কী?

 

উত্তর : স্মার্ট কার্ড হলো অগ্রিম পরিশোধিত ডেবিট কার্ড। এ কার্ড থেকে ইলেক্ট্রনিকভাবে মক্কেলের হিসাব থেকে নগদ টাকা স্থানান্তরিত করা হয়।

 

ঙ. ফার্মওয়ার কী?

 

উত্তর : কম্পিউটার তৈরী করার সময় উহার মেমরিতে যে সকল প্রোগ্রামসমূহ স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয় হয় তাকে ফার্মওয়্যার বলে।

 

চ. ডিজিটাল সিগনেচার কী?

 

উত্তর : ডিজিটাল সিগনেচার এক ধরনের শনাক্তকারী কোড বা কোন মেসেজ অথবা ডকুমেন্ট প্রেরণকারীর পরিচয়ের যথার্থতা যাচাই করে।

 

ছ. প্লেজিয়ারিজম কী?

 

উত্তর : অন্যের লেখা হুবহু কপি করে প্রকাশ করাকে প্লেজিয়ারিজম বলে।

 

জ. পোর্টাল কী?

 

উত্তর : বিভিন্ন লিংক, কনটেন্ট ও সার্ভিসসমূহের কালেকশন যা কোন ওয়েব পেইজে উপস্থাপন করা হলে তাকে পোর্টাল বলে।

 

ঝ. হটস্পট কী?

 

উত্তর : একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে ইন্টারনেট সংযোগ প্রদান করার পদ্ধতি হলো হটস্পট।

 

ঞ. সুইচিং খরচ কী?

 

উত্তর : প্রতিষ্ঠানের যাবতীয় কার্যাবলী স্থানান্তরে যে খরচ তাকে সুইচিং খরচ বলে।

 

ট. ভার্চুয়াল মেমরি কী?

 

উত্তর : হার্ডওয়্যারের কোন অংশ প্রধান মেমরি হিসাবে ব্যবহার করলে উক্ত অংশকে ভার্চুয়াল মেমরি বলে।

 

ঠ. ডিবাগিং কী?

 

উত্তর : প্রোগ্রামের ভুল সংশোধন করাকে ডিবাগিং বলে।

 

খ-বিভাগ

(যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান—-৪ × ৫ = ২০

 

2. RAM ও ROM এর মধ্যে পার্থক্য লেখ।

 

৩. দশমিক সংখ্যা (56) 1 কে বাইনারিতে রূপান্তর কর।

 

8. সংক্ষেপে কম্পিউটার বাসের শ্রেণিবিন্যাসের বর্ণনা দাও।

 

৫. ইমপ্যাক্ট ও নন- ইমপ্যাক্ট প্রিন্টারের মধ্যে পার্থক্য ।

 

৬. শিক্ষায় ইন্টারনেটের গুরুত্ব আলোচনা কর।

 

৭. মাইক্রোসফট উইন্ডোজের সুবিধাসমূহ কী কী?

 

৮. ভাইরাল মার্কেটিং বলতে কী বুঝায়?

 

৯. ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের গঠন বর্ণনা কর।

 

গ বিভাগ

(ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।)

 

১০. ক. বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার সম্পর্কে লেখ।

 

খ. মাইক্রো প্রসেসর-এর সংগঠন বর্ণনা কর।

 

১১. ক. নোটবুক ও নেটবুক-এর মধ্যে পার্থক্য লেখ।

 

খ. মাইক্রো প্রসেসরের কাজের বর্ণনা দাও।

 

১২. ক. LAN ও WAN এর পার্থক্য লেখ।

 

খ. অপারেটিং সিস্টেমের গুরুত্ব বর্ণনা কর।

 

১৩. ক. কী-বোর্ড কীভাবে কাজ করে?

 

খ. অনুবাদক প্রোগ্রাম কী? বিভিন্ন প্রকার অনুবাদক প্রোগ্রামের বর্ণনা দাও।

 

১৪. ক. মাস্টার ফাইল ও ট্রান্সজেকশন ফাইলের মধ্যে পার্থক্য লেখ।

 

খ. প্যারালাল প্রসেসিংয়ের সুবিধাসমূহ লেখ।

 

১৫. ক. অফিস অটোমেশন বলতে কী বুঝায়?

 

খ. অফিস অটোমেশনের সুবিধা ও অসুবিধা লেখ।

 

১৬. ক. ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বলতে কী বুঝায়?

 

খ. ব্যবসায়ে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের গুরুত্ব বর্ণনা কর।

 

১৭. ক. ভিডিও কনফারেন্সিংয়ের বহুবিধ ব্যবহার উল্লেখ কর।

 

খ. হ্যাকিং প্রতিরোধের উপায়সমূহ ব্যাখ্যা কর।