২০২১ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার অর্থনীতি বিভাগের “ব্যবসায় পরিচিতি (Introduction to Business)” প্রশ্ন
২০২১ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার অর্থনীতি বিভাগের “ব্যবসায় পরিচিতি (Introduction to Business)” প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়
অর্থনীতি
বিষয় কোড : ২২২205
(ব্যবসায় পরিচিতি)
সময় : ৪ ঘণ্টা
পূর্ণমান—৮০
ক বিভাগ
( যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও)
মান— ১ × ১০ = ১০
ক. সামাজিক ব্যবসায় কাকে বলে?
উত্তর : সামাজিক ব্যবসা বলতে এমন ব্যবস্থা বুঝায় যেখানে ব্যবসার মাধ্যমে সমাজের কল্যাণ সাধন করা হয়। এ ধরনের ব্যবসায়ের মূল লক্ষ্য মুনাফার পরিবর্তে মানবকল্যাণ – বিশেষ করে দারিদ্র্য ও আয়বৈষম্য দূর করা।
খ. SWOT-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: Strength. Weakness, Opportunities and Threats.
গ. কর অবকাশ বলতে কী বুঝায়?
উত্তর :
উত্তর : যেসব সরকারি প্রতিষ্ঠান দেশের জাতীয় সংসদে প্রণীত বিশেষ আইন দ্বারা বা রাষ্ট্রপাতির অধ্যাদেশ বলে গঠিত হয় এবং উক্ত অধ্যাদেশ বা আইনে ক্ষমতা, কর্তব্য, দায়িত্ব পরিচালনা সম্পর্কিত বিষয়াদির উল্লেখ থাকে তাকে বিধিবদ্ধ কর্পোরেশন বলে ।
ঙ. বোনাস শেয়ার কী?
উত্তর : কোনোও রকম বাড়তি মূল্যের পরিবর্তে যখন বর্তমান শেয়ারহোল্ডারদের মধ্যে অতিরিক্ত শেয়ার বণ্টন করা হয় তাকে বোনাস শেয়ার বলে। সাধারণত কোম্পানির ব্যবসার সম্প্রসারণের ক্ষেত্রে এটি করে থাকে।
চ. বোর্ড শাসিত প্রতিষ্ঠান কী?
উত্তর:
ছ. বিবরণপত্র কী?
উত্তর : পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধন লাভের পর মূলধন সংগ্রহের উদ্দেশ্যে যে তথ্যবহুল বিবরণ দ্বারা বিজ্ঞপ্তির মাধ্যমে জনসাধারণকে শেয়ার অথবা ঋণপত্র ক্রয়ের জন্য আমন্ত্রণ জানায় তাকে বিবরণপত্র বলে।
জ. বহুমুখী সমবায় সমিতি কাকে বলে?
উত্তর : বহুবিদ উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে যে সমিতি গঠন করা হয় তাকে বহুমুখী সমবায় সমিতি বলে।
ঝ. কমিশন এজেন্ট কী?
উত্তর : এমন কেউ যিনি একটি কোম্পানির পণ্য বিক্রি করেন এবং এটি করার জন্য পণ্যের জন্য প্রদত্ত অর্থের একটি অংশ পান: এই ধরনের ব্যবসা কমিশন এজেন্টদের মাধ্যমে পরিচালিত হয় যারা তাদের পরিবার এবং বন্ধুদের কাছে বিক্রি করে।
ঞ. ড্রপ শিপারস্ কাকে বলে?
উত্তর :
ট. কার্য পরিবেশ কী?
উত্তর:
ঠ. GATT থেকে কোন সংস্থা সৃষ্টি হয়েছিল?
উত্তর : GATT থেকে WTO সৃষ্টি হয়েছিল।
খ বিভাগ
(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান— 8 × ৫ = ২০
২। ব্যবসায়ের কাম্য আয়তনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
৩। যৌথ মূলধনী কোম্পানি ও অংশীদারি ব্যবসায়ের মধ্যে পার্থক্য দেখাও।
৪। রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্যাবলি উল্লেখ কর।
৫। শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
৬। উলম্ব জোট এবং সমান্তরাল জোটের মধ্যে পার্থক্য দেখাও।
৭। ভোক্তা সমবায় সমিতির উদ্দেশ্যসমূহ লেখ।
৮। বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত জাহাজি দলিলপত্রসমূহ বর্ণনা কর।
৯। বিশ্বায়নের ক্ষতি এড়াতে উন্নয়নশীল দেশের পদক্ষেপসমূহ উল্লেখ কর।
গ বিভাগ
(ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান— ১০ × ৫ = ৫০
১০. ক. ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার মধ্যে পার্থক্য দেখাও।
খ. ব্যবসায়ের সামাজিক দায়িত্বসমূহ বর্ণনা করা।
১১. ক. ব্যবসায় পরিবেশ বলতে কী বুঝায়?
খ. বাংলাদেশে ব্যবসায় পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা কর
১২. ক. ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপনা প্রতিনিধির মধ্যে পার্থক্য দেখাও।
খ. যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের উৎসমূহ বর্ণনা
১৩. ক. রাষ্ট্রীয় ব্যবসায় উপযুক্ত ক্ষেত্রসমূহ আলোচনা কর।
খ. বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়ে বিরাজমান সমস্যাবলি আলোচনা কর।
১৪. ক. ব্যবসায় জোটের প্রকারভেদ বর্ণনা কর।
খ. ট্রাস্ট ও হোল্ডিং কোম্পানির মধ্যে পার্থক্য দেখাও।
১৫. ক. বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসমূহ বর্ণনা কর।
খ. বাংলাদেশে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে শিল্প স্থাপনে গৃহীত পদক্ষেপসমূহ বর্ণনা কর।
১৬। ক. বাংলাদেশের আমদানি কীভাবে হ্রাস করা যায়?
খ. বাংলাদেশের আমদানি বাণিজ্যের বৈশিষ্ট্য ও গতি প্রকৃতি আলোচনা কর।
১৭. ক, আইএমএফ (IMF) এর তহবিল এবং হিসাব সম্পর্কে বর্ণনা কর ।
খ. উন্নয়নশীল দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে IMF এর ভূমিকা বর্ণনা কর।