২০২১ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার অর্থনীতি বিভাগের “ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি (Intermediate Microeconomics)” প্রশ্ন

২০২১ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার অর্থনীতি বিভাগের “ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি (Intermediate Microeconomics)” প্রশ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়

অর্থনীতি

বিষয় কোড 222201

(ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি)

সময়- ৪ ঘণ্টা

পূর্ণমান— ৮০

[দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

ক বিভাগ

(যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

মান- ১ × ১০ = ১০

 

ক. পর্যায়বাচক উপযোগ কী?

 

উত্তর : কোনো পণ্যের উপযোগকে যখন সংখ্যা দ্বারা পরিমাপ না করে ১ম, ২য়, ৩য় প্রভৃতি বিভিন্ন পর্যায়ে বিভক্ত করে পরিমাপ করা হয় তখন তাকে পর্যায়গত উপযোগ বলে।

 

খ. পরিবর্তক প্রভাব কী?

 

উত্তর : ভোক্তার প্রকৃত আয় স্থির থেকে দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ভোক্তার ভারসাম্যের যে পরিবর্তন হয় তাকে পরিবর্তক প্রভাব বলে।

 

গ. অগ্রাধিকার পছন্দ প্রকাশ তত্ত্বের প্রবক্তা কে?

 

উত্তর: পি এ স্যামুয়েলসন।

 

ঘ. অর্থনৈতিক মুনাফা কী?

 

উত্তর :

 

৫. সম্প্রসারণ পথ কী?

 

উত্তর :

 

চ. একচেটিয়া ক্ষমতা কাকে বলে?

 

উত্তর : একচেটিয়া কারবারির দ্রব্যের দাম ও পরিমাণ নিয়ন্ত্রণের ক্ষমতাকে একচেটিয়া ক্ষমতা বলে।

 

ছ. ডাম্পিং কী?

 

উত্তর : দেশের মধ্যে সাধারণত বেশি দাম এবং দেশের বাইরে কম দামে বিক্রয়ের পদ্ধতিকে ডাম্পিং পদ্ধতি বলে।

 

জ. অনুপার্জিত আয় কী?

 

উত্তর :

 

ঝ. উপাদান সহগ ম্যাট্রিক্স কী?

 

উত্তর :

 

ঞ. আংশিক ভারসাম্য কাকে বলে?

 

উত্তর :

 

ট. সামাজিক কল্যাণ অপেক্ষক কী?

 

উত্তর : যে অপেক্ষক সমাজের বিভিন্ন ব্যক্তির উপযোগের ভিত্তিতে সমাজের কল্যাণ নির্ধারণ করে তাকে সমাজ কল্যাণ অপেক্ষক বলা হয়।

 

ঠ. সমজাতীয় উৎপাদন অপেক্ষককে সংজ্ঞায়িত কর।

 

উত্তর : উৎপাদনের সকল উপকরণ একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন দেখা দেয় তাকে মাত্রাগত উৎপাদন বলে।

 

খ বিভাগ

(যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান—-৪×৫=২০

 

২. ব্যক্ত পছন্দ তত্ত্বের মূল বক্তব্যটি লেখ।

 

৩। কব-ডগলাস উৎপাদন অপেক্ষক Q = ALK: প্রমাণ কর যে  শ্রমের সাহায্য উৎপাদন স্থিতিস্থাপকতা এবং B মূলধনের সাহায্যে উৎপাদন স্থিতিস্থাপকতা নির্দেশ কর।

 

৫। পূর্ণ প্রতিযোগিতায় একটি ফার্মকে “দাম গ্রহীতা’ বলা হয় কেন?

 

৫।  LAC রেখাকে ইনভেলাপ রেখা বলা হয় কেন?

 

৬। শ্রমের যোগান রেখা কেন পশ্চাৎমুখী?

 

৭। হকিন্স সায়মন শতটি ব্যাখ্যা কর।

 

৮। অভ্যন্তরীণ ও বাহ্যিক মিতব্যয়িতার মধ্যে পার্থক্য দেখাও।

 

৯। দ্বিতীয় সর্বোত্তম তত্ত্বটি ব্যাখ্যা কর।

 

গ বিভাগ

(ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান— ১০×৫ = ৫০

 

১০। ক. নিকৃষ্ট দ্রব্য ও গিফেন দ্রব্যের পার্থক্য লেখ।

 

খ. সকল গিফেন দ্রবাই নিকৃষ্ট দ্রব্য কিন্তু সকল নিকৃষ্ট দ্রব্য গিফেন দ্রব্য নয়”- ব্যাখ্যা কর।

 

১১। ক. নিরপেক্ষ রেখা কাকে বলে?

 

খ. নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।

 

১২। ক. একচেটিয়া কারবারী চাহিদা রেখার কোন অংশে

উৎপাদন করে?

 

খ. পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া প্রতিযোগিতার পার্থক্য লেখ।

 

১৩। ক. শ্রম শোষণ কীভাবে পরিমাপ করা যায়?

 

খ. অপূর্ণ প্রতিযোগিতা শ্রম শোষণের জন্য দেয়” উক্তিটি ব্যাখ্যা কর।

 

১৪। ক. শ্রম বাজারে পূর্ণপ্রতিযোগিতা ও পণ্য বাজারে একচেটিয়া থাকলে শ্রমের ভারসাম্য দাম নির্ধারণ কর।

 

খ. স্থায়ী ও অস্থায়ী ভারসাম্য ব্যাখ্যা কর।

 

১৫. নিম্নের উপাদান উৎপাদন মডেলটি সমাধান কর এবং এক্ষেত্রে প্রাথমিক উপকরণের প্রয়োজনীয়তা নির্ণয় কর :

 

02

 

04

 

03

 

50

 

A = 03

 

02

 

01

 

এবং d =

 

60

 

 

 

১৬. দুটি উপাদান, দুটি দ্রব্য এবং দুজন ভোক্তা অনুমান করে উৎপাদনের, ভোগের এবং একই সাথে উৎপাদন ও ভোগের সামগ্রিক ভারসাম্যের শর্ত ব্যাখ্যা কর।

 

১৭। ক. কল্যাণ অর্থনীতি কাকে বলে?

 

স্ব. ক্যালডর- হিকস-সিটোভস্কির ক্ষতিপূরণমূলক নীতি আলোচনা কর।