ব্যাংক ব্যবস্থাপনা (Bank Management) সাজেশন, অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা ২০২২ ( অনুষ্ঠিতব্য-২০২৪)
ব্যাংক ব্যবস্থাপনা (Bank Management) সাজেশন, অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা ২০২২ (অনুষ্ঠিতব্য-২০২৪)
বিসমিল্লাহির রাহমানির রাহিম
ক বিভাগ
Full Update হবে পরীক্ষার পূর্বে
১. MICR এর পূর্ণরূপ লিখ ।
উত্তর: Magnetic Ink Character Recognition.
২.
৩. কোন আইনের দ্বারা বাংলাদেশের ব্যাংক ব্যবসায় পরিচালিত হয়?
উত্তর : বাংলাদেশের ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ দ্বারা।
৪. প্রত্যাশিত আয়তত্ত্ব কে প্রবর্তন করেন?
উত্তর : Herbert V. Prochnow
৫.
৬.
৭.
৮. ঋণ ঝুঁকি কী?
উত্তর : গ্রাহক সম্পূর্ণ কিংবা আংশিক ঋণের সুদ, মূল ঋণ পরিশোধে ব্যর্থ হলে মূলধনের ক্ষতির আশঙ্কা থাকে এরূপ আশঙ্কা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে ঋণ ঝুঁকি বলে ।
৯.
১০. SLR এর পূর্ণরূপ কী?
উত্তর : Statutory Liquidity Ratio.
১১. অর্থনৈতিক আবর্তন উদ্বৃত্ত তারল্য কী?
উত্তর:
১২.
১৩. চাহিদা ঋণ কী?
উত্তর : যে ঋণ ব্যাংক কর্তৃক চাহিবামাত্র পরিশোধ করা হয় তাকে চাহিদা ঋণ বলে ।
১৪. ব্যাংক পাস বই বলতে কী বুঝায়?
উত্তর : সঞ্চয়ী হিসাব খোলার পর ব্যাংক তার গ্রাহককে লেনদেন সংক্রান্ত তথ্য সরবরাহের জন্য যে ছোট হিসাবের বই সরবরাহ করে তাকে ব্যাংক পাস বই বলে ।
১৫.
১৬. লিয়েন/পূর্বস্বত্ব কী?
উত্তর : ঋণের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত ঋণদাতা ব্যাংক কর্তৃক ঋণ গ্রহীতার সম্পদ আটক রাখার অধিকারকে পূর্বস্বত্ব বলে ।
১৭. ধার কী?
উত্তর : ব্যাংক স্থাবর সম্পত্তি বা ঋণপত্র জামানত হিসেবে বন্ধক নির্দিষ্ট মেয়াদের জন্য ঋণ হিসাব খুলে যে অগ্রিম মঞ্জুর করে তাকে ধার বলে।
১৮.
১৯. গ্রামীণ ব্যাংক বলতে কী বুঝায়?
উত্তর :
২০. ব্যাংকিং কী?
উত্তর : ব্যাংক সম্পাদিত কার্যাবলির সমষ্টিকে ব্যাংকিং বলা হয়।
২১. ব্যাংক কী?
উত্তর : ব্যাংক হলো একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান যা আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে, ঋণ দেয়, বিনিয়োগ করে ও বিভিন্ন ব্যাংক সংক্রান্ত কাজ সম্পাদন করে।
২২. বিল বাট্টাকরণ কী?
উত্তর : সুদ বা চার্জ দিয়ে বিলের বিপরীতে ব্যাংক হতে নগদ অর্থসংগ্রহ করার কৌশলকেই ব্যাংকিং ভাষায় বিল বাট্টাকরণ বলে।
২৩. নগদ প্রবাহ বিবরণী কী?
উত্তর : কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ে নগদ অর্থের আগমন এবং বহির্গমন প্রদর্শনকারী বিবরণীকে নগদ প্রবাহ বিবরণী বলে।
২৪. ব্যাংকের গ্রাহক কে?
উত্তর : যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক থেকে সেবা গ্রহণ করে তাকে মক্কেল বা গ্রাহক বলে ।
২৫.
২৬. বিশেষায়িত ব্যাংক কী?
উত্তর : বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যেসব ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে বিশেষায়িত ব্যাংক বলে।
২৭. SWIFT-এর পূর্ণরূপ লিখ।
উত্তর : The Society for World Wide – Interbank Financial Tele communication.
২৮. নগদ ঋণ কী?
উত্তর : বাণিজ্যিক ব্যাংক বন্ধক রেখে নগদে যে ঋণ মঞ্জুর করে তাকে নগদ ঋণ বলে ।
২৯. বিধিবদ্ধ রিজার্ভ কী?
উত্তর : কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমানতের যে অংশ ব্যাংক সংরক্ষণ করতে বাধ্য থাকে তাকে বিধিবদ্ধ রিজার্ভ বলে ।
৩০. তালিকাভুক্ত ব্যাংক কী?
উত্তর: কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত থেকে এবং এর নিয়ম-নির্দেশনা মেনে যে ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করে তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে।
৩১. পে-অর্ডার কী?
উত্তর: যে পত্রের মাধ্যমে ব্যাংকের কোনো শাখা এর প্রাপককে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চিত প্রতিশ্রুতি দেয় তাকে পে-অর্ডার বলে ।
৩২. POS এর পূর্ণরূপ কী?
উত্তর: Point of Sales Service.
৩৩. আধুনিক ব্যাংকের পূর্বসুরি কারা?
উত্তর: আধুনিক ব্যাংকের পূর্বসূরী হলো ব্যবসায়ী গোষ্ঠী, মহাজন ও স্বর্ণকার সম্প্রদায়।
৩৪. তারল্য ঝুঁকি কী?
উত্তর:
৩৫. BSEC এর পূর্ণরূপ কী?
উত্তর: Bangladesh Securities and Exchange Commission.
৩৬. অন-লাইন ব্যাংকিং কী?
উত্তর : ব্যাংকের বিভিন্ন শাখার মধ্যে সংযোগ স্থাপনকারী কম্পিউটার নির্ভর একধরনের ব্যাংকিং ব্যবস্থাকে অন-লাইন ব্যাংকিং বলে।
৩৭. মুদ্রা নীতি কী?
উত্তর : দেশে মুদ্রাস্ফীতি ঘটলে আমানতের পরিমাণ বৃদ্ধি পায় এরূপ পরিস্থিতিতে ঋণ নিয়ন্ত্রণের জন্য ব্যাংক মাধ্যমিক সঞ্চিতির পরিমাণ কমিয়ে দেয় এবং বিভিন্ন সময় মুদ্রা সংযোজন ও সংকোচন নীতি অনুসরণ করে থাকে। এ নীতিকেই মুদ্রানীতি বলে।
৩৮. মুদ্রা স্ফীতি কী?
উত্তর : অর্থের যোগান বা সরবরাহ বৃদ্ধি পায় কিন্তু বাজারের মূল্যস্তর বৃদ্ধি কারণে অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায় এরকম পরিস্থিতিকেই মুদ্রাস্ফীতি বলা হয়।
৩৯. চেইন ব্যাংকিং কী?
উত্তর : যে ব্যাংক ব্যবস্থায় একই শ্রেণিভুক্ত কতগুলো ব্যাংক তাদের স্বাধীন সত্তা বজায় রেখে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে চেইন ব্যাংক বলে ।
৪০.
৪১. একক ব্যাংক কী?
উত্তর : যে ব্যাংকিং ব্যবস্থায় একটি মাত্র অফিসের মধ্যেই ব্যাংকের সকল কার্যক্রম সীমাবদ্ধ থাকে তাকে একক ব্যাংক বলে।
৪২. গ্রুপ ব্যাংক কী?
উত্তর: একটা হোল্ডিং ব্যাংকের অধীনে কতকগুলো সাবসিডিয়ারি ব্যাংক গড়ে ওঠে যে ব্যাংক ব্যবস্থার সৃষ্টি হয় তাকে গ্রুপ ব্যাংক বলে ।
৪৩. গারনিশী আদেশ কী?
উত্তর : গ্রাহকের কোনো হিসাব ক্রোক বা বন্ধ করার বা লেনদেন স্থগিত করার জন্য আদালত কর্তৃক ব্যাংকের ওপর কোনো আদেশ প্রদত্ত হলে তাকে গারনিশী আদেশ বলে ।
৪৪. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
উত্তর: বাংলাদেশ ব্যাংক।
৪৫. নমুনা স্বাক্ষর কার্ড কী?
উত্তর : চেকে আমানতকারীর স্বাক্ষর যথার্থ কি-না তা মিলিয়ে দেখার জন্য ব্যাংক আমানতকারীর নমুনা স্বাক্ষর যে কার্ডে সংরক্ষণ করে তাকে নমুনা স্বাক্ষর কার্ড বলে ।
৪৬. ওয়ান স্টপ সার্ভিস কী?
উত্তর : গ্রাহক একজন ব্যাংক কর্মকর্তার নিকট গিয়ে তার প্রয়োজনীয় ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারাই হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস।
৪৭. ব্যাংক হিসাব কী?
উত্তর : ব্যাংক গ্রাহকের নামে যে হিসাব খুলে অর্থ লেনদেনের সুযোগ প্রদান করে তাকে ব্যাংক হিসাব বলে ।
৪৮. বিহিত মুদ্রা কী?
উত্তর : সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত নোট ও মুদ্রাকে বিহিত মুদ্রা বলে ।
৪৯. মিশ্র ব্যাংক কাকে বলে?
উত্তর : যে ব্যাংকিং ব্যবস্থায় একই সাথে জনগণের নিকট থেকে আমানত সংগ্রহের পাশাপাশি দীর্ঘমেয়াদি ক্ষণ মঞ্জুর ও বিনিয়োগ করা হয় তাকে মিশ্র ব্যাংক বলে ।
৫০. চেক কী?
উত্তর : আমনাতকারী কর্তৃক ব্যাংক থেকে অর্থ উত্তোলনের জন্য লিখিত শর্তহীন নির্দেশনামাকেই চেক বলে।
৫১. এটিএম (ATM) কী ?
উত্তর : মনুষ্যবিহীন স্বয়ংক্রীয়ভাবে পরিচালিত অর্থ লেনদেন ব্যবস্থাকেই এটিএম বলে ।
৫২. SMS ব্যাংকিং কী?
উত্তর : মোবাইলে ক্ষুদে বার্তা (Short message) পাঠিয়ে ব্যাংক থেকে তথ্য জানা, তথ্য প্রদান ও ফান্ড ট্রান্সফার কার্যক্রমকে SMS ব্যাংকিং বলে ।
৫৩. সানসি ব্যাংক কি?
উত্তর : সানসি ব্যাংক হলো বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ব্যাংক।
৫৪. সুদ হার ঝুকি কী?
উত্তর : সুদের হার হ্রাস-বৃদ্ধিজনিত ব্যাংকের ঝুঁকিকে সুদহার ঝুঁকি বলে ।
৫৫. ব্রোকারেজ হাউজ কি?
উত্তর : যাদের মধ্যে শেয়ার ডিবেঞ্চার, মিউচ্যুয়াল ক্রয়বিক্রয় করা হয় তাকে ব্রোকারেজ হাউস বলে ।
৫৬. মোবাইল ব্যাংকিং কী?
উত্তর : মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকিং ও অন্যান্য আর্থিক সেবা প্রদান করা হলে তাকে মোবাইল ব্যাংকিং বলে।
৫৭. ব্যাংক তহবিল কী?
উত্তর : ব্যাংক যখন বিভিন্ন খাত থেকে অর্থসংগ্রহ করে তহবিল গঠন করে, তাকে ব্যাংক তহবিল বলে।
৫৮. লভ্যাংশ কী?
উত্তর : কোনো প্রতিষ্ঠান তার নিট আয় বা মুনাফার যতটুকু অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করে, সেইটুকু অংশকে লভ্যাংশ বলে ।
খ বিভাগ
১.
২.
৩.
৪.
৫.
৬. সনাতন ব্যাংকিং ও ইলেক্ট্রনিক ব্যাংকের মধ্যে পার্থক্য লিখ।
৭. “বাণিজ্যি ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে” ব্যাখ্যা কর।
৮. ইলেকট্রনিক ব্যাংকিং এর সীমাবদ্ধতা/অসুবিধা আলোচনা কর।
৯. কেন্দ্রীয় ব্যাংক কেন রাষ্ট্রীয় মালিকানায় থাকা বাঞ্ছনীয়?
১০. বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকের মধ্যে পার্থক্য দেখাও।
১১. নিকাশ ঘর কী? নিকাশ ঘরের বৈশিষ্ট্য/সুবিধা ও অসুবিধাগুলো লিখ ।
১২. বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নে কৃষি ব্যাংকের গুরুত্ব বর্ণনা কর
১০. বাণিজ্যিক ব্যাংকের তথ্যবিষয়ক সেবা সমূহ বর্ণনা ।
১৪. একজন ছাত্র/চাকুরীজীবির জন্য কোন হিসাব উত্তম এবং কেন?
সরবরাহ শিকল ব্যবস্থাপনা (Supply Chain Management) সাজেশন, অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা ২০২১, ব্যবস্থাপনা বিভাগ
১৫. গ্রামীণ ব্যাংকিং বলতে কি বুঝায়? ব্যাখ্যা কর।
১৬. বাণিজ্যিক ব্যাংকের তারল্য রক্ষার উপায় সমূহ বর্ণনা কর।
Bangladesh Economy suggestion, Hons 4th year exam-2021/বাংলাদেশের অর্থনীতি সাজেশন, অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২১
১৭. “বাণিজ্যিক ব্যাংক অর্থ বাজারের মধ্যমণি” ব্যাখ্যা কর।
১৮. “ কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক” ব্যাখ্যা কর ।
১৯. ঋণ ও বিনিয়োগের মধ্যে পার্থক্য লিখ।
International Trade suggestion, Hons 4th year exam-2021/আন্তর্জাতিক বাণিজ্য সাজেশন, অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২১
২০. ইলেট্রনিক ব্যাংকিং ব্যবস্থার গ্রাহকের তথ্যের গোপনীয়তা সম্পর্কে লিখ।
২১. ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের উল্লেখযোগ্য কার্যক্রম সম্পর্কে লিখ।
২২. ব্যাংক পরিচালনা ও গ্রাহক সেবায় প্রযুক্তির ব্যবহার বর্ণনা কর।
২৩. ব্যাংক কোম্পানির লাইসেন্স সংক্রান্ত আইনের বিধান কী?
২৪. “বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে” ব্যাখ্যা কর ।
২৫. “কেন্দ্রীয় ব্যাংক অন্যানা ব্যাংকের ব্যাংকার” ব্যাখ্যা কর।
২৬. ব্যাংক ব্যবস্থায় কর্পোরেট শাসন বলতে কী বুঝ?
২৭. খোলা বাজার নীতি কিভাবে অর্থ বাজারকে প্রভাবিত করে?
২৮.
২৯। তারল্য ঝুঁকি ও সুদ হার ঝুঁকির মধ্যে পার্থক ।
৩০. বাণিজ্যিক ব্যাংকের বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত সেবা সমূহ আলোচনা কর।
৩১. সাধারণ ব্যাংকিং ব্যবস্থা ও গ্রামীণ ব্যাংকিং ব্যবস্থার মধ্যে পার্থক্য লিখ ।
৩২. বাংলাদেশের কৃষি ব্যাংকের কার্যাবলী ভূমিকা আলোচনা কর।
৩৩. এসএমএস ব্যাংকিং কাকে বলে?
৩৪. বেআইনি ব্যাংক ব্যবসা সংক্রান্ত আইনের বিধানগুলো বর্ণনা কর।
গ বিভাগ
১.
২. বাণিজ্যিক ব্যাংক কাকে বলে। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি আলোচনা কর। বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি আলোচনা কর/ বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি আলোচনা কর। ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নের বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা আলোচনা কর।
৩. ব্যাংক ঋণ বলতে কী বুঝ? ব্যাংক ঋণের গুরত্ব আলোচনা কর। ব্যাংক ঋণের শ্রেণীবিভাগ আলোচনা কর।নগদ ঋণ ও জমাতিরিক্ত ঋণের মধ্যে পার্থক্য লিখ। ব্যাংক ঋণের মূল্য নির্ধারন ধারণাসমূহ আলোচনা কর।
৪. আর্থিক কাঠামো ও মূলধন কাঠামো বলতে কী বোঝায়? মূলধন কাঠামো ও আর্থিক কাঠামোর মধ্যে পার্থক্য লিখ। কার্য মূলধন কাঠামো কী? এর বৈশিষ্ট্য আলোচনা কর। বাংলাদেশের মূলধন কাঠামো গঠনে বিদ্যমান সমস্যা সমূহ কি কি? বর্ণনা কর।
৫. ঋণ মঞ্জুরের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর। ব্যাংক কি প্রকৃতই ঋণ সৃষ্টি করতে পারে?
৬. ব্যাংক হিসাব কী? সঠিক ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর। ব্যাংক হিসাব খোলার পদ্ধতি আলোচনা কর।
৭.
৮. ব্যাংক কাকে বলে? ব্যাংকের কার্যাবলি আলোচনা কর। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা আলোচনা কর। মক্কেলের/গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব/ বাধ্যবাধকতাসমূহ আলোচনা কর। ব্যাংকের শ্রেণীবিভাগ আলোচনা কর।
৯. ইলেকট্রনিক ব্যাংকিং কী? ইলেকট্রনিক ব্যাংকিং এর জালিয়াতি প্রতিরোধের উপায় সমূহ কী কী? বাংলাদেশে ই ব্যাংকিং এর বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা কর। গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা ও সেবা সমূহ আলোচনা কর।
১০.
১১. বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা দাও। এর কার্যাবলি আলোচনা কর।বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা কী? বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এর কাজ গণনা কর।
১২. ব্যাংক নির্বাহী প্রশিক্ষণের পদ্ধতিগুলো আলোচনা কর।
১৩. একক ব্যাংক কাকে বলে। এই সুবিধা ও অসুবিধা আলোচনা কর। একক ব্যাংক ও ও শাখা ব্যাংকের মধ্যে পার্থক্য লিখ।
১৪. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? এর কার্যাবলি আলোচনা কর। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য লিখ।
১৫. স্ব-তারল্য তত্ত্ব বর্ণনা কর। প্রাথমিক রিজার্ভের উপাদান সমূহ বিবৃত কর।
বি:দ্রঃ নিজের সাজেশন নিজে করে নাও। এ সাজেশন ১০০% কমনের নিশ্চয়তা নাই।