NSI (এন এস আই) -ফিল্ড স্টাফ পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র
NSI (এন এস আই) -ফিল্ড স্টাফ পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র (NSI -Field Staff Recruitment Exam Question Paper)
প্রতিষ্ঠানের নাম: জাতীয় গোয়েন্দা সংস্থা
পদের নাম: NSI (ফিল্ড স্টাফ)
তারিখ: ১৬/০৬/২০২৩
পূর্ণমান: ১০০
সময়: ১ ঘন্টা
প্রতিটি প্রশ্নের মান: ১.২৫
প্রতিটি ভুল উত্তরের জন্য কর্তন: ০.২৫
১। “শেষের কবিতা” রবীন্দ্রনাথ ঠাকুর রচিত-
A. গল্প B. নাটক C. উপন্যাস D. কবিতা
উত্তর: C
২। “কাঁদো নদী কাঁদো” উপন্যাসটি কে লিখেছেন?
A. হুমায়ূন আহমেদ B. সৈয়দ ওয়ালীউল্লাহ
C. রশীদ করিম D. আবুল ফজল
উত্তর: B
৩. “স্বাধীনতা তুমি” কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
A. বাংলাদেশ স্বপ্ন দেখে B. বন্দী শিবির থেকে
C. বিধ্বস্ত নীলিমা D. নিজ বাসভূমে
উত্তর: B
৪. “ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়” গানটির রচিয়তা কে?
A. আব্দুল লতিফ B. নজরুল ইসলাম বাবু
C. আলতাফ মাহমুদ D. গোবিন্দ হালদার
উত্তর: A
৫. কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
A. আমি ভাত খাচ্ছি B. আমি ভাত খেয়ে স্কুলে যাব
C. আমি দুপুরে ভাত খাই D. তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ
উত্তর: A, C
৬. “খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি” এটি কোন ধরনের বাক্য?
A. সরল B. জটিল C. যৌগিক D. খন্ড
উত্তর: B
৭. সিক্ত নীলাম্বরী- রেখাঙ্কিত পদের নাম কী?
A. বিশেষ্য B. বিশেষণ
C. সর্বনাম D. ক্রিয়া
উত্তর: A
৮। কৃৎ প্রত্যয়যোগে গঠিত শব্দ নয় কোনটি।
A. নাচন B. কেষ্টা C. স্থান D. শুনানি
উত্তর: B
৯। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
A. বাক্+দান = বাকদান B. উৎ+ছেদ = উচ্ছেদ
C. পর+পর = পরস্পর D. সম+সার= সংসার
উত্তর: B
১০। ‘লবণ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
A. লে+অন B. লব + অন
C. লো+অন D. ল+বন
উত্তর: C
১১. অধর পল্লব’ কোন সমাসের উদাহরণ?
A. তৎপুরুষ B. বহুব্রীহি
C. কর্মধারয় D. দ্বন্দ্ব
উত্তর: C
১২.”ব্যায়ামে শরীর ভালো থাকে” এ বাক্যে ‘ব্যায়ামে’ কোন কারকে কোন বিভক্তি?
A. করণে ৭মী B. কর্মে ৭মী
C. অপাদানে ৭মী D. অধিকরণে ৭মী
উত্তর: A
১৩. ‘যা অধ্যয়ন করা হয়েছে’ এক কথায় কি হবে?
A. পঠিত B. অধীত
C. অধ্যয়িত D. অধ্যায়িত
উত্তর: B
১৩. যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে –
A. অচিন্তনীয় B. ভূতপূর্ব
C. অবিমৃষ্যকারী D. অভাবনীয়
উত্তর: C
১৪. ‘Editor’ শব্দের সঠিক পরিভাষা কোনটি?
A. সম্পাদকীয় B. সম্পাদক
C. নির্বাচক D. সাংবাদিক
উত্তর: B
১৬. The principal took the round in the
college. Here ‘Round’ is a/an-
A. Noun B. Adjective
C. Verb D.Adverb
উত্তর: A
১৭. The Doctor who treats cancer is a/an-
A. Cardiologist B. Neurologist
C. Oncologist D. Nephrologist
উত্তর: C
১৮. I have never seen… airplane before.
A. any larger B. as large
C. such a large D. so large
উত্তর: C
১৯. My mother gave me… one-taka note.
A. a B. an C. the D. no article
উ. A
২০. Arif as well as Alim… present there.
A. are B. were C. was D. is
উত্তর: C
২১. Oval’ is the adjective of-
A. over B. eye C. egg D. lip
উত্তর: C
২২. What does the idiom “Tooth and nail”
means?
A.Terribly B. With utmost effort
C. Pleasantly D. Awfully
উত্তর: B
২৩. Choose the correct sentence:
A. All of it depend on you.
B. All of it are depending on you.
C. All of it depends on you.
D. All of it are depended on you.
উত্তর: C
২৪. The teacher will… the answer scripts.
A. looks into B. look over
C. look for D. look at
উত্তর: B
২৫. Identify the correct passive form of “Open the window”.
A. The window should be opened.
B. Let the window be opened.
C. Let the window be opened by you.
D. The window must be opened
উত্তর: B
২৬. Change the voice: ‘I know him’
A. He is known by me.
B. He was known to me.
C. He has known to me.
D. He is known to me.
উত্তর: D
২৭. Change the narration: Kamal said to me,
“What is your name?’
A. Kamal asked me what my name?
B. Kamal asked me what is my name?
C. Kamal asked me what my name was?
D. Kamal asked me what my name is?
উত্তর: C
২৮. Robert Frost’ is a famous-
A. British poet B. Irish novelist
C. American Author D. American novelist
উত্তর: C
২৯. The poem ‘The Solitary Reaper’ is
written by-
A. W. H. Auden B. W. Wordsworth
C. W. B Yeats D. Ezra Pound
উত্তর: B
৩০. Gitanjali of Rabindranath Tagore was
translated by-
A. W.B Yeats B. Robert Frost
C. John Keats D. Rudyard Kipling
উত্তর: A
১. প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩। দ্বিতীয় সংখ্যাটি কত?
A. ৫ B. ৬ C. ৭ D. ৮
উত্তর: C
৩২. একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায় কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?
A. ১৫ঃ১৬ B. ২০ঃ১২
C. ১৬ঃ১৫ D. ১২ঃ২০
উত্তর: C
৩৩.একটি যৌথ ব্যবসা রহিম, করিম ও সাকিব যথাক্রমে ২০০০০, ৩০০০০ ও ৪০০০০ টাকা নিয়ে শুরু করল। সুদের হার শতকরা ৩০ টাকা হলে ১ বছর পরে সাকিবের লাভ কত হবে?
A. ৩০০০ টাকা B. ৬০০০ টাকা
C. ৯০০০ টাকা D. ১২০০০ টাকা
উত্তর: D
৩৪. একটি স্কুলের ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র রয়েছে?
A. ৩৬০০ B. ২৪০০ C. ১২০০ D.৩০০০
উত্তর: A
৩৫. যদি ১২ ফুট দীর্ঘ এবং ৯ ফুট গ্রন্থ একটি কার্পেট দিয়ে। একটি রুমের মেঝের ৬০% জায়গা ঢেকে দেয়া যায় তবে ঐ মেঝের ক্ষেত্রফল কত বর্গফুট?
A. ১০৮ B. ১২০ C. ১৮০ D. কোনোটিই নয়
উত্তর: C
৩৬. একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার এবং ভূমি ২২ মিটার হলে, উচ্চতা কত?
A. ১২ মিটার B. ১৫ মিটার
C. ২৪ মিটার D. ২৮ মিটার
উত্তর: C
৩৭. X3-0.001 = 0 হলে x2 এর মান কত?
A. 100 B.
C. 10 D.
উত্তর: A
৩৮. নিচের কোনটি অন্যদের থেকে আলাদা?
A. টোকিও B. প্যারিস C. লন্ডন D. চিলি
উত্তর: D
৩৯. নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
উত্তর: D
৪০. সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?
উত্তর: C
৪১. ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি?
A. আমার জীবনী B. সংগ্রাম
C. অসমাপ্ত আত্মজীবনী D. আমার বাংলাদেশ
৪২. আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি।উক্তিটি কার?
A. ইয়াসির আরাফাত B. ফিদেল কাস্ত্রো
C. জেমস এলেন D. ডেনিসন প্রেনটিস
উত্তর: B
৪৩, শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?
A. ১৬ ডিসেম্বর B. ১৪ ডিসেম্বর
C. ১৪ এপ্রিল D. ২৬ মার্চ
উত্তর: B
৪৪. বাংলার রাজধানী হিসেবে ‘সোনারগাও’ এর গোড়াপত্তন কে করেছিলেন?
A. ঈশা খাঁ B. সম্রাট আকবর
C. সম্রাট জাহাঙ্গীর D. মানসিংহ
উত্তর: A
৪৫. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
A. এ. কে ফজলুল হক B. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
C. নিজাম উদ্দিন D. আইয়ুব খান
উত্তর: B
৪৬. ‘মুজিবনগর দিবস কবে পালন করা হয়?
A. ১০ এপ্রিল B. ২৭ মার্চ
C. ১৭ এপ্রিল D. ১৭ মার্চ
উত্তর: C
৪৭. ‘তারামন বিবি’ কে?
A. ব্যাংকের একজন পরিচালক
B. একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা
C. জারিগান গায়িকা
D. নাটকের একটি চরিত্র
উত্তর: B
৪৮. বাংলাদেশেরএকমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
A. সন্দ্বীপ B. মহেশখালী
C. সেন্টমার্টিন D. কুতুবদিয়া
উত্তর: C
৪৯. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কী?
A. লাউয়াছড়া B. সুন্দরবন
C. ভাওয়াল জাতীয় উদ্যান D. মধুপুর
উত্তর: B
বাংলাদেশ রেলওয়ে গার্ড নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সমাধান
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র