২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের বাজারজাতকরণ ব্যবস্থাপনা (Marketing Management) প্রশ্ন
২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের বাজারজাতকরণ ব্যবস্থাপনা (Marketing Management) প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
[নতুন সিলেবাস অনুযায়ী]
বিষয় কোড: 232615
বিষয়: বাজারজাতকরণ ব্যবস্থাপনা
সময়—-৪ ঘন্টা
পূর্ণমান—-৮০
(দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের বিভিন্ন অংশের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।)
ক বিভাগ
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)।
মান-১x১০=১০
১। (ক) বাজারজাতকরণ অর্পণ কী?
উত্তর:
(খ) ক্রেতা ভ্যালু কী?
উত্তর:
২০২১ সালের অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের কার্য ব্যবস্থাপনা (Operation Management ) প্রশ্ন
(গ) বাজারজাতকরণ পরিকল্পনা কী?
উত্তর:
(ঘ) ক্রেতা সন্তষ্টি কী?
উত্তর:
Business Statistics question, Hons 3rd Year Exam-2021
(ঙ) পণ্য বলতে কী বুঝায়?
উত্তর:
(চ) ব্রান্ড মন্ত্র কী?
উত্তর:
(ছ) পণ্য সারি কাকে বলে?
উত্তর:
২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের কোম্পানি আইন (Company Law) প্রশ্ন
(জ) চলমান হারে মূল্য নির্ধারণ কী?
উত্তর:
(ঝ) উপ-সংস্কৃতি বলতে কী বুঝায়া?
উত্তর:
(ঞ) মার্কেট লিডার কে?
উত্তর:
(ট) ফ্যাড কী?
উত্তর:
(ঠ) পণ্যের জীবন চক্র কী?
উত্তর:
খ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান—৪×৫=২০
২। প্রয়োজন, অভাব ও চাহিদার সংজ্ঞা দাও।
Management Accounting question, Hons 3rd Year Exam 2021, Management Department
৩। ভ্যালু সৃষ্টি ও সরবরাহের বিভিন্ন ধাপগুলো ব্যাখ্যা কর।
৪। ভোক্তা বাজার ও ব্যবসায় বাজারের মধ্যে পার্থক্য দেখাও।
৫। বাজার বিভক্তিকরণ কেন প্রয়োজন?
৬। পজিশনিং ও ব্র্যান্ডিং এর মধ্যে পার্থক্য দেখাও।
৭। ব্র্যান্ডিংয়ের সুবিধাগুলো উল্লেখ কর।
৮। সেবার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৯। মূল্য ও চাহিদার সম্পর্ক ব্যাখ্যা কর।
গ বিভাগ
(ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ।)
মান—১০×৫=৫০
১০।(ক)বাজারজাতকরণ ব্যবস্থাপনাকে চাহিদা ব্যবস্থাপনা বলা হয় কেন?
(খ) বাজারজাতকরণ ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ?
১১। (ক) কৌশলগত ব্যবসায় একক বলতে কী বুঝায়?
(খ) বাজারজাতকরণ ব্যবস্থাপনায় কীভাবে SWOT বিশ্লেষণ করা হয়। ব্যাখ্যা কর।
১২। (ক) ব্যবসায়িক গ্রাহকদের সাথে শক্তিশালী সম্পর্ক গঠনের সুবিধা কী কী?
(খ) বিজনেস টু বিজনেস ক্রয় প্রক্রিয়ায় কারা অংশগ্রহণকারী। বর্ণনা কর।
১৩। (ক) বাজার বিভক্তিকরণের বিভিন্ন স্তরগুলো বিশ্লেষণ কর।
(খ) বাজার বিভক্তিকরণে ব্যবহৃত পোর্টারের মডেলটি বর্ণনা কর।
১৪। (ক) একটি ক্ষুদ্র ব্যবসায় কীভাবে পজিশানিং ও ব্র্যান্ডিং করে থাকে?
(খ) বাজার নেতার বাজারজাতকরণ কৌশলগুলো বর্ণনা কর।
১৫। (ক) পণ্য ডিজাইনিং বলতে কী বুঝায়?
(খ) একটি ভালো পণ্য ডিজাইনিং এ প্রভাব বিস্তারকারি উপাদানগুলো ব্যাখ্যা কর
১৬। (ক) সেবার নতুন বাস্তবতাগুলো কী?
(খ) কোম্পানিগুলো কীভাবে বাজারজাতকরণে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে?
১৭. (ক) মূল্য সমন্বয় কৌশলগুলো কী?
খ) একটি প্রতিষ্ঠান কীভাবে প্রতিযোগীর মূল্য পরিবর্তনের প্রতি সাড়া প্রদান করে? ব্যাখ্যা কর।