২০২১ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের বাংলাদেশের করবিধি (Taxation in Bangladesh) প্রশ্ন
২০২১ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের বাংলাদেশের করবিধি (Taxation in Bangladesh) প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
[নতুন সিলেবাস অনুযায়ী]
বিষয় কোড 232607
(বাংলাদেশের করবিধি)
সময়—-৪ ঘন্টা
পূর্ণমান- ৮০
[দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]
ক বিভাগ
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)
১। ক) সরকারি অর্থব্যবস্থা কী?
উত্তর:
খ) প্রগতিশীল কর কী?
উত্তর:
গ) সারচার্জ কী?
উত্তর:
ঘ) NBR -এর পূর্ণরূপ লিখ।
উত্তর: National Board of Revenue.
ঙ) কর অবকাশ কী?
উত্তর:
চ) এন্টি ডাম্পিং শুল্ক কী?
উত্তর:
ছ) অনাবাসিক করদাতা কে?
উত্তর:
জ) করঘাত কী?
উত্তর:
ঝ) আয়কর রেয়াত কী?
উত্তর:
ঞ) প্রকৃত বার্ষিক মূল্য নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তর:
ট) ব্যবসায় বা পেশাখাতে আয় কী?
উত্তর:
ঠ) দানকর জরিমানা কী?
উত্তর:
খ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান—৪×৫=২০
২। কর ধার্যের নীতিমালা বর্ণনা কর।
৩। প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য দেখাও।
৪। আয়বর্ষ ও করবর্ষ বলতে কী বুঝ? কর নির্ধারণী বর্ষের ব্যতিক্রম বর্ণনা কর।
৫। জিরো কুপন বন্ডের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
৬। লাকসান পূরণ ও লোকসানের জের টানার মধ্যে পার্থক্য দেখাও।
৭। কাম্পানির কর নির্ধারণ প্রক্রিয়া আলোচনা কর।
৮। সিয়াম-এর ২০২০-২০২১ আয়বর্ষে সিকিউরিটি এর সুদ খাতে মোট আয় নির্ণয় কর।
i) করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ প্রাপ্তি ৩৫,০০০ টাকা
ii) করবাদ সরকারি সিকিউরিটির সুদ ২৮,৫০০ টাকা।
iii) ১০% বাণিজ্যিক সিকিউরিটির সুদ ৩৮,০০০ টাকা।
iv) সঞ্চয়পত্রের সুদ ৩৬,০০০ টাকা।
v) জিরো কুপন বন্ডের সুদ ৩০,০০০ টাকা।
জনাব সিয়াম ১০% বাণিজ্যিক সিকিউরিটি ক্রয়ের জন্য ৬% হারে ১,২০,০০০ টাকা ব্যাংক হতে ঋণ গ্রহণ করেন।
৯। নিম্নলিখিত তথ্যাবলি হতে জনাব সেলিম এর ২০২১-২০২২ আয়বর্ষে কৃষিখাতে মোট আয় নির্ণয় কর :
i) ধান বিক্রয় ১৫,০০,০০০ টাকা;
ii) পাট বিক্রয় ১০,০০,০০০ টাকা
iii) হাঁস-মুরগির খামার হতে আয় ৫০,০০০ টাকা
iv) চা বাগান হতে আয় ৫০,০০০ টাকা;
v) মৎস্য চাষ হতে আয় ২৫,০০,০০০ টাকা
গ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।)
মান—-১০×৫=৫০
১০। আয়কর কী? আয়করের উদ্দেশ্যসমূহ বর্ণনা কর।
১১। কর নির্ধারণী চক্র কী? এ চক্রের ধাপসমূহ বর্ণনা কর।
১২। কর কমিশনারের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
১৩। (ক) গৃহ সম্পত্তির আয় হতে উৎসস্থলে কর কর্তন বলতে কী বুঝ?
(খ) জনাব সুলতান ঢাকার মোহাম্মদপুরে একটি দোতালা বাড়ির মালিক। তিনি বাড়ির একতলায় পরিবার নিয়ে বসবাস করেন এবং অপরতলা মাসিক ২৫,০০০ টাকায় খাঁড়া দেন। বাড়িটির পৌরমুল্য ৫,০০,০০০ টাকা। সংশ্লিষ্ট আয় বছরে জনাব সুলতানের খরচসমূহ নিম্নরূপ:
(i) মেরামত খরচ ৮০,০০০ টাকা।
(ii) বিমা প্রিমিয়াম ২৫,০০০ টাকা।
(iii) গৃহ নির্মাণ ঋণের সুদ ২৮,০০০ টাকা।
(iv) ভূমির খাজনা ১০,০০০ টাকা।
(v) অনাদায়ী ভাড়া ১৫,০০০ টাকা।
(vi) ভাড়া আদায় খরচ ১০,০০০ টাকা।
(vii) বাড়িটি দুই মাস খালি ছিল।
২০২০-২০২১ আয়বর্ষে জনাব সুলতানের গৃহ সম্পত্তি খাতে মোট আয় নির্ণয় কর।
১৪। ২০২১ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত বছরের জন্য ডেল্টা কোম্পানি লিঃ এর লাভ-লোকসান হিসাব নিম্নে দেওয়া হল:
ডেল্টা কোম্পানি লিঃ
লাভ লোকসান হিসাব
৩০ জুন ২০২১ তারিখে সমাপ্ত বছরের জন্য
কেভিট
টাকা
বেতন
8,00,000 4,00,000 করমুক্ত সরকারি সিকিউরি
মোট পাত
অফিস ভাড়া
90,000
3,80,000 শেভার বিহার
60,000
नाम
20,000
3,00,650 80,000
30,000
– ি
B0,000
6,000
50,000
কর
30,000 8,000
10,000
30,60,000
30,80,000
অন্যান্য তথ্যাবলি:
(ক) আয়কর আইন অনুযায়ী অনুমোননযোগ্য অবচয় ২০,০০০ টাকা।
(খ) বিজ্ঞাপন পাঁচ বছরের জন্য প্রদত্ত হয়েছে।
(গ) অনুমোদিত ভবিষ্যত তহবিলে চাঁদা ৪০,০০০ টাকা বেতনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে।
(ঘ) সাধারণ খরচের মধ্যে ৬০,০০০ টাকা প্রাথমিক খরচাবলি অন্তর্ভুক্ত হয়েছে।
ডেল্টা কোম্পানি পিঃ কে পাবলিক লিমিটেড কোম্পানি মনে করে মোট আয় ও করদার নির্ণয় কর।
১৫। শফিক ও রফিক একটি অংশীদারি ব্যবসায়ের দুজন অংশীদার। তাদের মুনাফা বণ্টন অনুপাত ২:৩। উক্ত ব্যবসায়ের ২০২১ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত বৎসরের নিম্নবর্ণিত তথ্যাবলি দেওয়া হলো:
ফার্মের করযোগ্য আয় ২,৫০,০০০ টাকা
মূলধনের সুদ:
শফিক ২০,০০০ টাকা
রফিক ৩০,০০০ টাকা
শফিকের কমিশন। ১৫,০০০ টাকা
রফিকের কমিশন ১০,০০০ টাকা
ব্যক্তিগত আয়:
শফিকের বেতন খাতে মোট আয় ৩,০০,০০০ টাকা
লভ্যাংশ (মোটা) ৬০,০০০ টাকা
রফিকের বাণিজ্যিক সিকিউরিটির সুদ ২০,০০০ টাকা
কৃষি খাতে আয় (নিট) ১,২০,০০০ টাকা
উপরিউক্ত তথ্যাবলি অবলম্বনে ফার্ম হতে প্রাপ্ত প্রত্যেক অংশীদারের আয় নির্ণয় কর এবং প্রত্যেক অংশীদারের করযোগ্য মোট আর নির্ণয় কর।
১৬। (ক) বাংলাদেশের কর কাঠামোর দুর্বলতাসমূহ উল্লেখ কর।
(খ) নিম্নলিখিত তথ্যাবলি হতে জনাব রহিমের ২০২১-২০২২ আরবর্ষের অন্যান্য উৎস খাতে মোট আয় নির্ণয় কর।
(i) স্টক এক্সচের তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ হতে আর ১,০২,৫০০ টাকা।
(ii) ব্যাংক জমার সুদ ৬৬,০০০ টাকা,
(iii) ডাকঘর সঞ্চয়ী হিসাবের সুদ ২২,৫০০ টাকা;
(iv) প্রাইজবন্ডের পুরস্কার প্রাপ্তি ২৫,০০০ টাকা
(v) জন্মদিনের উপহার প্রাপ্তি ২০,০০০ টাকা।
১৭। জনাব মতিন একটি সরকারি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি ২৩,০০০ – ৫৫,৪৭০ টাকা স্কেলে ২০২১ সালের জুলাই মাসের মূল বেত বাবদ ২৬,৯০০ টাকা পান। তার ইনক্রিমেন্টের তারিখ প্রতি বছর ১লা জুলাই। বেতন খাতে তার অন্যান্য সুযোগ-সুবিধাসমূহ নিম্নরূপ:
(ক) চার্জ ভাতা মাসিক ৫০০ টাকা,
(খ) চিকিৎসা ভাতা মাসিক ১,৫০০ টাকা;
(গ) উৎসব ভাতা প্রতি বছর ২ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ।
(ঘ) যাতায়াতের জন্য তার নামে বরাদ্দকৃত একখানি সরকারি গাড়ি আছে যার পরিচালনা ও রক্ষনাবেক্ষণ খরচ সরকারই বহন করে।
(ঙ) ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তার নামে বরাদ্দকৃত একখানি ভাড়ামুক্ত সু-সজ্জিত সরকারি বাংলো আছে
(চ) শিক্ষা সহায়ক ভাতা বাবদ পান মাসিক ১,০০০ টাকা।
তার অন্যান্য আয়সমূহ নিম্নরূপ:
(ক) সেভিংস ব্যাংক হিসাবের সুদ ১৮,০০০ টাকা।
(খ) ডাকঘর সঞ্চয়ী হিসাবের সুদ ৩,০০০ টাকা;
(গ) প্রাইজবন্ড লটারি থেকে পুরস্কার প্রাপ্তি ৫০,০০০ টাকা,
(ঘ) লভ্যাংশ থেকে আয় ১,০৬,৫৮৩ টাকা।
আয়বর্ষে তার খরচসমূহ ছিল নিম্নরূপ :
(কি) পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় ১০,০০০ টাকা,
(খ) ডিপোজিট পেনশন স্কীমে দান প্রতি মাসে ১,০০০ টাকা।
(গ) সরকারি কল্যাণ তহবিলে দান প্রতি মাসে ১৫০ টাকা,
(ঘ) যৌথ বিমা পলিসিতে দান প্রতি মাসে ১০০ টাকা।
(ঙ) পারিবারিক ভরণ-পোষণ খরচ ৪০,০০০ টাকা;
(চ) যাকাত ফান্ডে দাম ৫,০০০ টাকা।
(এ) ছেলেমেয়েদের জন্য পাঠ্যবই ক্রয় ১,০০০ টাকা।
জনাব মতিনের সংশ্লিষ্ট করবর্ষের মোট আয় ও করদায় নির্ণয় কর।