২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের প্রকল্প ব্যবস্থাপনা (Project Management) প্রশ্ন
২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের প্রকল্প ব্যবস্থাপনা (Project Management) প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
বিষয় কোড 242609
সময় — ৪ ঘন্টা
পূর্ণমান—৮০
[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]
ক বিভাগ
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)
মান—১×১০=১০
১। ক. প্রকল্প ব্যবস্থাপনা কী?
উত্তর : প্রকল্পের উদ্দেশ্য অর্জনের নিমিত্তে প্রকল্পের কার্যসমূহে জ্ঞান, দক্ষতা, হাতিয়ার এবং কৌশল প্রয়োগ করাই হলো প্রকল্প ব্যবস্থাপনা।
খ. পাইলট প্রকল্প কী?
উত্তর : পরীক্ষামূলক প্রকল্প থেকে উদ্ভাবিত ফলাফলের গ্রহণযোগ্যতা ও উপযোগিতা যাচাই করে বাস্তব ব্যবহারযোগ্য নিরূপণ করাকে পাইলট প্রকল্প বা সারথী প্রকল্প বলে।
গ. ব্যয়-সুবিধা বিশ্লেষণ কী?
উত্তর :
২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের ব্যাংক ব্যবস্থাপনা (Bank Management) প্রশ্ন
ঘ. মূলধন রেশনিং কী?
উত্তর : যে প্রক্রিয়ায় প্রতিষ্ঠান তার সীমিত তহবিল সর্বোচ্চ লাভজনক প্রকল্পে বিনিয়োগ করে, তাকে মূলধন রেশনিং বলে।
ঙ. সামাজিক ব্যয় সুবিধা বিশ্লেষণ কী?
উত্তর:
২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের শিল্পোদ্যোগ (Entrepreneurship) প্রশ্ন
চ. ECNEC-এর পূর্ণ রূপ কী?
উত্তর: Executive Committee of National Economic Council.
ছ. প্রকল্প ঝুঁকি কী?
উত্তর: কোন প্রকল্পের বিনিয়োগ হতে প্রত্যাশিত আয় অপেক্ষা কম হওয়ার সম্ভাবনাকে প্রকল্প ঝুঁকি বলে।
২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের শিল্প সম্পর্ক (Industrial Relations) প্রশ্ন
জ. ছায়া মূল্য কী?
উত্তর : ছায়া মূল্য বলতে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে মূলত বাজার সরকেই বুঝায় ।
ঝ. IMF এর পূর্ণ রূপ কী?
উত্তর: International monetary Fund.
ঞ. উন্নয়ন প্রকল্প কী?
উত্তর: দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রতি অর্থবছরে সরকার কর্তৃক গৃহীত যেসব প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদ (ECNEC) কর্তৃক অনুমোদিত ও গৃহীত হয় তাকে উন্নয়ন প্রকল্প বলা হয়ে থাকে।
ট. প্রকল্পের অনুসূচিকরণ কী?
উত্তর : প্রকল্পের অনুসূচিকরণ হচ্ছে পরিকল্পনার উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিটি কাজ সম্পাদনের সময়সীমা নির্ধারণ, অর্থাৎ অনুসুচির কাজকে অনুসূচিকরণ বলে।
ঠ. প্রকল্প পরিবীক্ষণ কী?
উত্তর : প্রকল্পের লক্ষ্য অর্জনের জন্য প্রণীত পরিকল্পনা ও অনুসূচিকে বাস্তবে রূপ দেয়ার কার্যক্রমই হচ্ছে প্রকল্প বাস্তবায়ন।
খ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান—৪×৫=২০
২. প্রকল্প ব্যবস্থাপনা কার্যাবলি বর্ণনা কর।
৩. প্রকল্প ব্যয়ের প্রকারভেন ব্যাখ্যা কর।
৪. Determine the net present value of the following project. Assume a required rate of return 4%. NCO Tk. 27,000.
Year Tk.
1 11,000
2 10,000
3 9,000
4 8,000
৫. অনুসূচিকরণে গ্যান্ট চার্টের ভূমিকা আলোচনা কর।
৬. বার্ষিক উন্নয়ন কর্মসূচির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
৭. প্রকল্প পরিকল্পনা ব্যর্থ হওয়ার কারণগুলো লিখ ।
৮. কার্যকরী প্রকল্প বাস্তবায়নের নির্দেশনাবলি বর্ণনা কর।
৯. জাতীয় পর্যায়ের পরিকল্পনা বলতে কী বুঝায়?
গ বিভাগ
(ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান—১০×৫=৫০
১০। প্রকল্প বলতে কী বুঝায়? প্রকল্পের প্রকারভেদ আলোচনা কর।
১১। ক. প্রকল্প মূল্যায়ণের বিভিন্ন দিক আলোচনা কর।
খ. প্রকল্পের অর্থনৈতিক মূল্যায়ন বলতে কী বুঝায়?
১২।
১৩। ক. প্রকল্প সম্ভাব্যতা যাচাই বলতে কী বুঝ
খ. প্রকল্প সম্ভাব্যতা যাচাইয়ে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর।
১৪. ইংরেজি অংশ দেখ ।
১৫. ক. প্রকল্প ঝুঁকির প্রকারভেদ আলোচনা কর।
খ. ঝুঁকির দায়িত্ব গ্রহণকালে বিবেচ্য বিষয়সমূহের বর্ণনা দাও।
১৬. ক. প্রকল্প মূল্যায়নের কৌশলসমূহ বর্ণনা কর।
খ. প্রকল্প মূল্যায়নের নীতিমালাসমূহ বর্ণনা কর।
১৭। ক. পরিকল্পনা কমিশনের কার্যাবলি সংক্ষেপে বর্ণনা কর।
খ. বাংলাদেশের জাতীয় পরিকল্পনা প্রণয়নের সাংগঠনিক কাঠামো বর্ণনা কর।