২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের শিল্পোদ্যোগ (Entrepreneurship) প্রশ্ন

২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের শিল্পোদ্যোগ (Entrepreneurship) প্রশ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়

ব্যবস্থাপনা

বিষয় কোড : ২৪২৬১৭

(শিল্পোদ্যোগ)

সময়— ৪ ঘণ্টা

পূর্ণমান— ৮০

 

[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

 

ক-বিভাগ

(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

মান—১×১০=১০

 

ক. শিল্পোদ্যোগ কী?

 

উত্তর : শিল্পোদ্যোগ হচ্ছে কোনো ব্যক্তি বা ব্যক্তির সাথে সংযুক্ত গোষ্ঠীর উদ্দেশ্যমূলক কর্মকাণ্ড যা মূলত অর্থনৈতিক পণ্য বা সেবা উৎপাদন বা বণ্টন দ্বারা মুনাফা অর্জনের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করে।

 

খ. সৃজনশীলতা বলতে কী বোঝ?

 

উত্তর : সৃজনশীলতা হলো নতুন কিছু আবিষ্কার করার ক্ষমতা বা গুণ। সৃজনশীল ব্যক্তিগণ তাদের মেধা, চিন্তা- চেতনা, ক্ষমতা ইত্যাদি ব্যবহার করে নতুন কিছু সৃষ্টি করে।

 

গ. শিল্পোদ্যোগ পরিবেশ কী?

 

উত্তর :

 

ঘ. জিএসপি (GSP) সুবিধা কী?

 

উত্তর : জিএসপি (GSP) হলো General Preference System অগ্রাধিকার বা প্রবেশাধিকার সুবিধা। স্বল্পোন্নত দেশগুলো উন্নত দেশ থেকে এ সুবিধা পেয়ে থাকে।

 

২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের ব্যাংক ব্যবস্থাপনা (Bank Management) প্রশ্ন

 

C. GDP কী?

 

উত্তর : দেশের অভ্যন্তরে বসবাসরত নাগরিকগণ নির্দিষ্ট সময়ে (সাধারণত ১ বছরে) যেসব চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদন করে সেগুলোর বাজার মূল্যের সমষ্টিকে GDP (Gross Domestic Product) বলে।

 

চ. BEPZA এর পূর্ণরূপ লিখ।

 

উত্তর : Bangladesh Export Processing Zones Authority.

 

ছ. ব্যবসায় পরিকল্পনা লিখ ।

 

উত্তর : ব্যবসায় পরিকল্পনা হচ্ছে উদ্যোক্তা কর্তৃক নির্ধারিত ব্যবসায় কর্মকাণ্ড গঠন ও পরিচালনার একটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনা।

 

২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের প্রকল্প ব্যবস্থাপনা (Project Management) প্রশ্ন

 

জ. PERT এর পূর্ণরূপ লিখ।

 

উত্তর : Program Evaluation and Review Technique.

 

ঝ. মূল্য সংযোজন কর কাকে বলে?

 

উত্তর : উৎপাদিত পণ্য বা সেবার মূল্য সংযোজনের উপর যে করা ধার্য করা হয় তাকে মূল্য সংযোজন কর বা ভাটি বলে।

 

ঞ. জমাতিরিক্ত ঋণ

 

উত্তর : ব্যাংক গ্রাহকের চলতি হিসেবে জমাকৃত অর্থের অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করলে অতিরিক্ত অর্থকে জমাতিরিক্ত ঋণ বলে।

 

২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের আন্তর্জাতিক বাণিজ্য (International Trade) প্রশ্ন

 

ট. নতুন পণ্য কী?

 

উত্তর : নতুন পণ্য হচ্ছে একটি পণ্য যা যে কোনো উপায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিকট নতুন। অর্থাৎ পূর্বে ‘অস্তিত্ব ছিল না এমন পণ্য বাজারে এলে তাকে নতুন পণ্য বলে।

 

ঠ. ব্যক্তিক বিক্রয় কী?

 

উত্তর : কোনো বিক্রয় কর্মী কর্তৃক প্রত্যক্ষভাবে ক্রেতাদের কাছে পণ্য বা সেবা বিক্রয় করাকে ব্যক্তিক বিক্রয় বলে।

 

খ-বিভাগ

(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান— ৪×৫=২০

 

২। শিল্পোদ্যোগ উন্নয়নের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা কর ।

 

২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের শিল্প সম্পর্ক (Industrial Relations) প্রশ্ন

 

৩। হার্জবার্গের দ্বি-উপাদান তত্ত্বটি বর্ণনা কর।

 

৪। ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব বর্ণনা কর।

 

৫। VAT সনদ সংগ্রহের পদ্ধতি আলোচনা কর।

 

৬। নতুন পণ্য উন্নয়ন কেন প্রয়োজন?

 

২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের বাংলাদেশের অর্থনীতি (Bangladesh Economy) প্রশ্ন

 

৭। বিসিকের উদ্দেশ্য বর্ণনা কর।

 

৮। নারী উদ্যোক্তা বৃদ্ধির উপায় সম্পর্কে তোমার মতামত দাও।

 

৯। ট্রেড লাইসেন্স গ্রহণের পদক্ষেপগুলো কী কী?

 

গ-বিভাগ

(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান— ১০x৫= to

 

১০। ম্যাকলিল্যান্ডের কৃতিত্বার্জন তত্ত্বটি বর্ণনা কর ।

 

১১। ক. উৎপাদন পরিকল্পনা বলতে কী বুঝায়?

 

খ. একটি আদর্শ উৎপাদন পরিকল্পনা প্রণয়নে কী কী উপাদান বিবেচনা করতে হয়?

 

১২। ক. সামষ্টিক পরিবেশ কী?

 

খ. সামষ্টিক পরিবেশের উপাদানগুলো বর্ণনা কর।

 

১৩। ক. প্রকল্প ধারণা বলতে কী বুঝ?

 

খ. প্রকল্প ধারণার উৎস বর্ণনা কর।

 

১৪। ক. বৃহৎ ব্যবসায়ের সাথে ক্ষুদ্র ব্যবসায়ের তুলনা কর।

 

খ. ক্ষুদ্র ব্যবসায়ের সাফল্য নিশ্চিত করার উপায়গুলো লিখ ।

 

১৫। পণ্যের জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে বাজারজাতকরণ কৌশলসমূহ আলোচনা কর।

 

১৬। ক. পণ্য প্রসার কী?

 

খ. পণ্য প্রসারের পদ্ধতি আলোচনা কর।

 

১৭। ক. পরিবেশ ছাড়পত্র কী?

 

খ. পরিবেশ ছাড়পত্র গ্রহণের পদক্ষেপসমূহ বর্ণনা কর।