২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের বাংলাদেশের অর্থনীতি (Bangladesh Economy) প্রশ্ন
২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের বাংলাদেশের অর্থনীতি (Bangladesh Economy) প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
বিষয় কোড : ২৪২৬১৫
(বাংলাদেশের অর্থনীতি)
সময় —- ৪ ঘণ্টা
পূর্ণমান— ৮০
[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর অবশ্যই ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ
( যে কোনো দশটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও)
মান—-১ × ১০ = ১০
১। ক. মাথাপিছু আয় কী?
উত্তর : কোন নির্দিষ্ট সময়ে(সাধারণত ১ বছরে) একটি দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে।
খ. ECNEC-এর পূর্ণরূপ কী?
উত্তর : Executive Committee of National Economic Council.
গ. ওয়েজ আর্নার্স স্কিম কী?
উত্তর : যে কর্মসূচির আওতায় বিদেশে অবস্থানরত প্রবাসীদের অর্জিত বৈদেশিক মুদ্রায় সরাসরি কতিপয় নির্ধারিত পণ্য আমদানির সুযোগ দেয়া হয় তা ওয়েজ আর্নার্স স্কিম বলে ।
ঘ. শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে?
উত্তর : দেশের জনসংখ্যার জন্মহার ও মৃত্যুহার সমান হলে তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে ।
২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের ব্যাংক ব্যবস্থাপনা (Bank Management) প্রশ্ন
ঙ. অবাধ বাণিজ্য কী?
উত্তর : অবাধ বাণিজ্য হলো এমন একটি নীতি যার মধ্যে শুল্ক কোটা, বিনিময় নিয়ন্ত্রণ কর ও ভর্তুকির ন্যায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণসহ স্থান পায় না।
চ. ভিশন-২০২১ কী?
উত্তর:
ছ. অনপেক্ষ দারিদ্র্য কী?
উত্তর : উত্তর : অনপেক্ষ দারিদ্র্য বলতে মানুষের মৌলিক মানবিক চাহিদা যেমন- অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ইত্যাদি পূরণের অক্ষমতাকেই বুঝায় ।
জ. বর্গা প্রথা কী?
উত্তর : উৎপাদিত ফসল জমির মালিক এবং চাষির মধ্যে ভাগাভাগীর চুক্তিতে চাষাবাদ পরিচালিত হলে তাকে বর্গা চাষ ব্যবস্থা বলে।
২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের শিল্প সম্পর্ক (Industrial Relations) প্রশ্ন
ঝ. মেধা পাচার কী?
উত্তর : অনুন্নত ও উন্নয়নশীল দেশের মেধা উন্নত দেশে পাচার হওয়াকে মেধা পাচার বলে।
ঞ. বাংলাদেশে জাতীয় আয়ে কোন খাতের অবদান বেশি?
উত্তর : বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে অবদান। বেশি তৈরী পোশাক ও পাট।
ট. ছদ্মবেশী বেকারত্ব কী?
উত্তর : যে সমস্ত শ্রমিকদের প্রান্তিক উৎপাদন পরিমাণ শূন্য বা প্রায় শূন্য সে সমস্ত শ্রমিকদের উদ্বৃত্ত শ্রমিক বলে। এই উদ্বৃত্ত শ্রমিকদেরই ছদ্ম বা প্রচ্ছন্ন বেকারত্ব বলে।
ঠ. প্রকল্প সাহায্য কী?
উত্তর : বৈদেশিক সম্পদ সংগ্রহের একটি প্রধান উপায় হলো প্রকল্প সাহায্য গ্রহণ করা। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বিদেশি দাতা সংস্থাগুলো যন্ত্রপাতি, কাঁচামাল, প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে সহায়তা করলে এরূপ সহায়তাকে প্রকল্প সাহায্য বলে।
খ-বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান—৪ × ৫ = ২০
৩. বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণের প্রয়োজনীয়তা আলোচনা কর ।
২. বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণসমূহ বর্ণনা কর।
৪. বাংলাদেশের দ্রুত শিল্পায়নে বেসরকারি খাতের গুরুত্ব লিখ।
৫. বাংলাদেশে মানবসম্পদ উন্নয়নের উপায় বর্ণনা কর।
৬. দারিদ্র্যের দুষ্টচক্র কী?
২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের শিল্পোদ্যোগ (Entrepreneurship) প্রশ্ন
৭. খাদ্যশস্য ও অর্থকরী ফসলের মধ্যে পার্থক্য দেখাও।
৮. উন্নয়ন পরিকল্পনা বলতে কী বুঝ?
৯. রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যাবলি কী?
গ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান—১০ × ৫ = ৫০
১০. ক. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারে ভূমিকা আলোচনা কর।
খ. বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে বেসরকারি কর্মসূচি আলোচনা কর।
১১. ক. শিল্পীয় অর্থায়ন বলতে কী বুঝ ?
খ. বাংলাদেশে শিল্পীয় অর্থায়নের উৎসসমূহ কী কী?
১২. ক. মানব সম্পদ উন্নয়ন বলতে কী বুঝ?
খ. বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের উপায়সমূহ বর্ণনা কর।
১৩. ক. বাংলাদেশে বৈদেশিক বাণিজ্যের সমস্যাবলি আলোচনা কর।
খ. রপ্তানি বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থাসমূহের বর্ণনা দাও।
১৪. বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা কর।
১৫. বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদসমূহের বর্ণনা দাও।
১৬. বাংলাদেশের রাষ্ট্রীয় শিল্পকারখানা বিরাষ্ট্রীয়করণের পক্ষে- বিপক্ষে যুক্তি দাও।
১৭. ক. উষশী প্রযুক্তি বলতে কী বুঝ?
খ. বাংলাদেশে কৃষি উন্নয়নে উষশী প্রযুক্তির প্রভাব বর্ণনা কর।