২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের বিনিয়োগ ব্যবস্থাপনা (Investment Management) প্রশ্ন

২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের বিনিয়োগ ব্যবস্থাপনা (Investment Management) প্রশ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়

ব্যবস্থাপনা

বিষয় : বিনিয়োগ ব্যবস্থাপনা

বিষয় কোড : 242613

 

সময়—- ৪ ঘন্টা

পূর্ণমান—-৮০

 

[দ্রষ্টব্য : প্রত্যেক বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

ক বিভাগ

(নিচের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

মান—১×১০=১০

 

১। ক. BSEC এর পূর্ণরূপ লিখ।

 

উত্তর : Bangladesh Securities and Exchange Commission.

 

খ. পরিচালনা ইজারা কী?

 

উত্তর : স্বল্পমেয়াদি এবং যে কোন পথের ইচ্ছানুযায়ী যথাযথ নোটিশ প্রদান সাপেক্ষে বাতিলযোগ্য ইজারাকে পরিচালন ইজারা বলা হয়।

 

গ. EBIT নিরপেক্ষ বিন্দু কী?

 

উত্তর : যে বিন্দুতে দুটি বিকল্প অর্থায়ন পদ্ধতির সুদ ও কর পূর্ববর্তী আয় পরস্পর সমান হয় তাকে EBIT এর নিরপেক্ষ বিন্দু বলে ।

 

ব্যাংক ব্যবস্থাপনা (Bank Management) সাজেশন, অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা ২০২১

 

ঘ. কাম্য মূলধন কাঠামো কী?

 

উত্তর : ঋণ ও ইক্যুইটির যে মিশ্রণ কোম্পানির বাজার মূল্যকে সর্বাধিক করে তাকে কাম্য লিভারেজ বা কাম্য মূলধন কাঠামো বলে ।

 

ঙ. NOI এর প্রবক্তা কে?

 

উত্তর : ডেবিড ডুরান্ড ।

 

চ. বিটা সহগ বলতে কী বুঝ?

 

উত্তর : বিটা সহগ হলো একটি ঝুঁকির পরিমাপক যার দ্বারা বাজার ঝুঁকি পরিমাপ করা হয় ।

 

ছ. ব্রোকারেজ হাউজ কী?

 

উত্তর : ব্রোকারেজ হাউজ হলো এমন ধরনের আর্থিক প্রতিষ্ঠান যারা নির্দিষ্ট কমিশনের বিনিময়ে বিনিয়োগকারীদের নির্দেশে সিকিউরিটি ক্রয় বা বিক্রয় করে থাকে এবং বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ প্রদান করে থাকে ।

 

২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের শিল্পোদ্যোগ (Entrepreneurship) প্রশ্ন

 

জ. আর্বিট্রেজ কী?

 

উত্তর : আর্বিট্রেজ হচ্ছে দু’টি সম্পত্তি খুঁজে বের করা যারা মূলত একই, সন্তাটি ক্রয় করা এবং অধিক দামিটি বিক্রয় করা।

 

ঝ. স্টক পুনঃক্রয় বলতে কি বুঝ?

 

উত্তর : বাজারে বিদ্যমান স্টককে পুনরায় ক্রয় করা হলে তাকে স্টক পুনঃক্রয় বলে ।

 

ঞ. লভ্যাংশ কী?

 

উত্তর : কর-পরবর্তী আয় হতে শেয়ার হোল্ডারদের যে অংশ প্রদান করা হয় তাকে লভ্যাংশ বলে।

ট. বন্ড বা ঋণপত্র কাকে বলে?

 

উত্তর : সাধারণ ঋণদাতাদের নিকট হতে বৃহৎ পরিমাণ

 

অর্থ সংগ্রহের জন্য কারবার এবং সরকার কর্তৃক ব্যবহৃত

 

দীর্ঘমেয়াদি ঋণের দলিলকে বন্ড বা ঋণপত্র বলে। ঠ. এজেন্সি সমস্যা বলতে কী বুঝ? উত্তর : প্রতিষ্ঠানের মালিকগন এবং ব্যবস্থাপকগনের মধ্যকার স্বার্থের দ্বন্দ্বকে প্রতিনিধিত্বের সমস্যা বলে।

 

খ – বিভাগ

(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান— 8 × ৫ = ২০

২. লভ্যাংশ নীতি প্রণয়নে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর ।

 

৩. পরিচালন ইজারা ও আর্থিক ইজারার মধ্যে পার্থক্য দেখাও।

 

২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের প্রকল্প ব্যবস্থাপনা (Project Management) প্রশ্ন

 

8. Imran Ltd. just paid a dividend of Tk. 40 per share. The dividend is expected to grow at a constant rate of 8% a year. The stock has a required return of 14%. What is the expected price of the stock 4 years from now?

 

৫. Rima Ltd. borrows Tk. 4,00,000 @ 10% interest repaid over next four years. How much should be paid if the payments are made on –

(a) Yearly;

(b) Bi-monthly.

 

৬. The EBIT of Padma Co. is Tk. 15,00,000 The interest amount of Debt Capital is Tk. 60,000, Ke= 16%, Kd – 12.5%, You are required to calculate –

(i) Value of equity.

(ii) Value of the company.

(iii) Overall cost of capital.

 

৭. Calculate the rate of return using Gordon’s Model from the following data:

EPS Tk. 40

Retaiention ratio 60%

Cost of Equity 15%

 

৮. A 10%, 15 years bond of Tk. 5,000 has been issued @6% discount and redeemed @4% premium. If flotation cost is 1.5% of face value than calculate YTM.

৯. বাংলাদেশের শেয়ার বাজারের উন্নয়নে তোমার সুপারিশ ব্যক্ত কর।

 

গ-বিভাগ

(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান— ১০ × ৫ = ২০

 

১০. (ক) স্টক লভ্যাংশ ও নগদ লভ্যাংশের মধ্যে পার্থক্য দেখাও।

 

(খ) ব্রোকারেজ হাউজ এর কার্যাবলি বর্ণনা কর।

 

১১. Suppose Mr. Jhon is thinking of acquiring an equipment costing Tk. 2,00,000 and he has the choice of borrowing Tk. 2,00,000 at 15% to be repaid in 5 equal installment or of leasing the machine for Tk. 60,000 end of each year. It is assumed that the straight line method of depreciation is allowable under income tax act and tax rate is 40%. Which alternative is better for Mr. Jhon?

 

১২. (ক) বন্ড ইস্যুর কারণগুলো লিখ ।

 

(খ) মিউচ্যুয়াল ফান্ডের এর প্রকারভেদ বর্ণনা কর।

 

১৩. Sakib own five shares of Delta Corporation common stock. The market value of stock is Tk. 70. Sakib also have to Tk. 52 in cash. He has just received word of a right offering. One new share of common stock can be purchased at Tk. 52 for each five shares currently owned (based on five rights).

Requirements:

(a) What is the value of a right?

(b) What is the value of after rights per share?

(c) What is the value of Sakib’s portfolio before the right offering?

(d) What is the value of Sakib’s portfolio? (e) What is the value of Sakib’s portfolio if he does not exercise his rights?

 

১৪. A company with EBIT of Tk. 4,00,000 is attempting to evaluate a number of possible capital structure given below:

 

Capital

 

Structure

 

1

 

2

 

3

 

Debt Capital Kd (%)

 

10%

 

Ke (%)

 

12%

 

5,00,000

 

10%

 

12.5%

 

11% 13.5%

 

4 5

 

7,00,000

 

12%

 

15%

 

8,00,000 14% 16%

Required: Which of the capital structures will you recommend and why?

 

১৫. Sara Ltd. has a cost of equity of 12%, current market value of the firm (V) is Tk. 30,00,000@ Tk. 30 per share. Assume values for I (new investment), E (earnings) and D (dividends) at the end of the year as I = Tk. 10,00,000, E = Tk. 5,00,000 and D= Tk. 2.00 per share. Show that under MM assumptions the payment of dividend does not affect the value of the firm.

 

১৬.  From the following information of Dina Co. Earnings per share Tk. 10 Capitalization rate 10%

 

Retention ratio 40%

 

Internal rate of return 15%, 10% and 8%. Requirements:

 

What is the market price of share under – (i) Walter’s Model

 

(ii) Gordon’s Model.

 

১৭.Tarim Ltd.

Balance Sheet

31 December, 2020

 

Assets          Taka

 

Cash at Bank      1,20,000

 

Liabilities

 

Accounts Payable     Taka 80,000

 

Accounts Receivable Inventory

 

70,000

Bank overdraft

 

70,000

 

2,00,000

 

Long Term

 

Loan

 

60,000

 

Land and

 

2,00,000

 

10% Bond

 

1,30,000

 

Building

 

2,50,000

 

8% Preference

 

1,10,000

 

Plant and Machine

 

share

 

2,50,000

 

7.90,000 Equity share

 

capital Reserve

 

90,000

 

Instructions: (a) Current ratio (b) Quick Ratio (c) Absolute Quick Ratio (d) Proprietary Ratio (e) Assets-Proprietary Ratio (f) Debt-Equity Ratio (g) Capital Gearing Ratio (h) Inventory to Working Capital Ratio.