২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের ব্যাংক ব্যবস্থাপনা (Bank Management) প্রশ্ন
২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের ব্যাংক ব্যবস্থাপনা (Bank Management) প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
(ব্যাংক ব্যবস্থাপনা)
বিষয় কোড: ২৪২৬০১
সময়—-৪ ঘণ্টা
পূর্ণমান— ৮০
[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]
ক বিভাগ
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)
মান– ১×১০=১০
১। ক. শাখা ব্যাংকিং কী?
উত্তর : যে ব্যাংক কেন্দ্রীয় অফিসের অধীনে দেশ-বিদেশে শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে তাকে শাখা ব্যাংক বলে।
খ. তারল্য কী?
উত্তর : চাহিবামাত্র গ্রাহকের আমানতের দাবি নগদ অর্থে পূরণ করার ক্ষমতাকে তারল্য বলে।
গ. তফসিলী ব্যাংক কী?
উত্তর : কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক তালিকাভূক্ত ব্যাংক সমূহকে তফসিলী ব্যাংক বলে।
ঘ. ডেবিট কার্ড কী?
উত্তর : ডেবিট কার্ড হলো একটি চুম্বকীয় প্লাস্টিক কার্ড যা ব্যবহার করে গ্রাহক তার জমানো টাকা উত্তেলন করতে পারে।
ঙ. ইলেকট্রনিক ব্যাংকিং কী?
উত্তর : যে ব্যাংকিং ব্যবস্থায় ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুততার সাথে নির্ভুলভাবে ব্যাংকিং কার্যসম্পাদন করা হয় তাকে ইলেকট্রনিক ব্যাংক বলে।
২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের শিল্প সম্পর্ক (Industrial Relations) প্রশ্ন
চ. BIBM এর পূর্ণরূপ লিখ।
উত্তর : Bangladesh Institute of Bank Management.
ছ. FDR এর পূর্ণরূপ লিখ ।
উত্তর : Fixed Deposit Receipt.
জ. জমাতিরিক্ত ঋণ কী?
উত্তর : ব্যাংক আমানতকারীর চলতি হিসাবে জমাকৃত অর্থের অতিরিক্ত কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করলে তাকে জমাতিরিক্ত ঋণ – বলে।
ঝ. চলতি মূলধন কী?
উত্তর : চলতি সম্পত্তি ও চলতি দায়ের পার্থক্যকে চলতি মূলধন বলা হয়।
ঞ. EFT এর পূর্ণরূপ কী?
উত্তর : Electronic Fund Transfer.
ট. দুটি বিশেষায়িত ব্যাংকের নাম লিখ ।
উত্তর : বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক।
ঠ, আর্থিক বিবরণী কী?
উত্তর : একটি আর্থিক বছরের অর্থনৈতিক কর্মকাণ্ডের সামগ্রিক ফলাফল বছর শেষে যে বিবরণীর মাধ্যমে প্রকাশকরা হয় তাকে আর্থিক বিবরণী বলে।
খ বিভাগে
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও )
মান—৪×৫=২০
২. ব্যাংক ও ব্যাংকিং এর মধ্যে পার্থক্য লিখ ।
৩. একক ব্যাংক ও শাখা ব্যাংকের মধ্যে পার্থক্য লিখ । উত
৪. ইলেকট্রনিক ব্যাংকিং এর সুবিধা লিখ।
৫. “ কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক” -ব্যাখ্যা কর।
৬. বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎসসমূহ আলোচনা কর।
৭. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি ব্যাংকের ভূমিকা আলোচনা কর।
৮. ব্যাংক হার নীতি ও খোলা বাজার নীতির মধ্যে পার্থক্য লিখ ।
২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের শিল্পোদ্যোগ (Entrepreneurship) প্রশ্ন
৯. উত্তম জামানতের বৈশিষ্ট্য লিখ।
গ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান— ১০×৫=৫০
১০. ক. একক ব্যাংকিং এর সংজ্ঞা দাও ।
খ. একক ব্যাংকিং বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
১১. ক. শাখা ব্যাংক বলতে কী বুঝায়?
খ. শাখা ব্যাংকের সুবিধাসমূহ আলোচনা কর।
১২. ক. বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
খ. একক ব্যাংকের অসুবিসধাসমূহ বর্ণনা কর।
১৩. ক. নিকাশ ঘর কী?
খ. নিকাশ ঘরের সুবিধাসমূহ আলোচনা কর।
১৪. ক. কেন্দ্রীয় ব্যাংক ও তালিকাভুক্ত ব্যাংকের মধ্যে সম্পর্ক বর্ণনা কর।
খ. ব্যাংক হিসাবের প্রকারভেদ আলোচনা কর।
১৫. তারল্য কী? তারল্যের প্রকারভেদ আলোচনা কর। |
১৬. ব্যাংকের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি তহবিলের উৎসসমূহ আলোচনা কর।
১৭. ক. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সম্পর্কে আলোচনা কর।
খ. বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকের উদ্দেশ্যাবলি লিখ।