২০২১ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রধান বৈদেশিক সরকারসমূহ (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স) প্রশ্ন
২০২১ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রধান বৈদেশিক সরকারসমূহ (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স) প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়
রাষ্ট্রবিজ্ঞান
( Major Foreign Governments: UK, USA and France)
বিষয় কোড : 211905
সময় —- ৪ ঘণ্টা
পূর্ণমান —– ৮০
[দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]
ক-বিভাগ
(নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও)
মান–১ × ১০ = ১০
১।ক. রাজতন্ত্র কী?
উত্তর : ব্রিটিশ শাসন ব্যবস্থার একটি প্রাচীন রাজনৈতিক প্রতিষ্ঠান।
খ. “The British Constitution is Constitution of never ending evolution”-উক্তিটি কার?
উত্তর : অধ্যাপক মুনরো-এর ।
গ. “Parliamentary Government of Britain’-গ্রন্থটির লেখক কে?
উত্তর : গ্রন্থটির রচয়িতা H. J. Laski.
ঘ. প্রিভি কাউন্সিল কী?
উত্তর : গ্রেট ব্রিটেনের সাংবিধানিক রীতিনীতি অনুসারে রাজার পরামর্শদাতা ও উপদেষ্টা মণ্ডলীকে প্রিভি কাটন্সিল বলা হয়।
ঙ. কিচেন ক্যাবিনেট কী?
উত্তর : মন্ত্রিসভায় সরকারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে মন্ত্রীরা নিজেদের বক্তব্য তুলে ধরেন। তবে মন্ত্রিসভার বাহিরের সরকার প্রধান অন্য যে সকল ব্যক্তিদের পরামর্শ নিয়ে থাকেন বিশ্বব্যাপী তা কিচেন ক্যাবিনেট নামে পরিচিত।
চ. মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীন হয়?
উত্তর : ৪ জুলাই, ১৭৭৬।
ছ. “আমরা সংবিধানের অধীন কিন্তু বিচারপতিরা যা বলে তাই সংবিধান”-কে বলেছেন?
উত্তর : চার্লস ইভানস হিউজেস।
জ. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার সদস্য সংখ্যা কত?
উত্তর : ৪৩৫ জন।
ঝ. মার্কিন সিনেটের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?
উত্তর : ৬ বছরের জন্য ।
২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা প্রশ্ন
ঞ. পার্টি ককাস কি?
উত্তর পার্টি ককাস হলো কোনো রাজনৈতিক দলের মধ্যকার একটি সুনির্দিষ্ট গোষ্ঠী বা চক্র যেটি বিশেষ একটি বিষয়ে নীতিনির্ধারণী কার্য সম্পাদনে নিযুক্ত।
ট. ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়?
উত্তর : ১৭৮৯ সালে।
ঠ. ফ্রান্সের আইন সভার উচ্চকক্ষের নাম কি?
উত্তর : সিনেট।
খ-বিভাগ
(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান–8 × ৫ = ২০
২। “রাজা রাজত্ব করেন, কিন্তু শাসন করেন না”-ব্যাখ্যা কর।
৩। আইনের শাসন বলতে কি বুঝ?
৪। ‘ক্যাবিনেটের একনায়কত্ব’ বলতে কি বুঝ ?
৫। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা কর।
৬। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বর্ণনা কর।
৭। মার্কিন রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা আলোচনা কর।
৮। ফরাসি রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া আলোচনা কর ।
৯। ফরাসি সংবিধান কিভাবে সংশোধন করা হয়?
গ-বিভাগ
(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান– ১০ × ৫ = ৫০
১০। ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ আলোচনা কর ।
১১। “ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম”-আলোচনা কর ।
১২। ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
১৩। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।
১৪। বিচার বিভাগীয় পর্যালোচনা কি? মার্কিন সংবিধানের বিচার বিভাগীয় পর্যালোচনা কিভাবে ভূমিকা রাখে?
১৫। “মার্কিন সিনেট বিশ্বের সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ”-আলোচনা কর ।
১৬। ব্রিটিশ প্রধানমন্ত্রী ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলির তুলনামূলক আলোচনা কর।
১৭। পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান অনুসারে ফরাসি প্রধানমন্ত্রীর নিয়োগ, পদত্যাগ ও অপসারণ সম্পর্কে লেখ।