২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার মার্কেটিং বিভাগের বাংলাদেশের করবিধি (Taxation in Bangladesh) প্রশ্ন
২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার মার্কেটিং বিভাগের বাংলাদেশের করবিধি (Taxation in Bangladesh) প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়
মার্কেটিং
[নতুন সিলেবাস অনুযায়ী]
বিষয় কোড: ২৩২৩১৫
(Taxation in Bangladesh)
সময়— ৪ ঘন্টা
পূর্ণমান —৮০
[দ্রষ্টব্য। প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]
ক বিভাগ
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)
মান—-১×১০=১০
১। (ক) আয়কর কী?
(খ) আয় বর্ষ কী?
(গ) করদাতার আবাসিক মর্যাদা কী?
(ঘ) অ্যাপিলেট ট্রাইব্যুনাল ক
(ঙ) সারচার্জ কী?
(চ) আয়কর রিটার্ন কী?
(ছ) গ্রাচুইটি কী?
জ) জিরো কুপন বন্ড কী?
(ঝ) করপাত কী?
(ঞ) বেতন পূর্বক কী?
(ট) আবগারি শুল্ক ক
(ঠ) দ্বৈত কর কী?
খ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান-৪x৫= ২০
২। সরকারি আয়ের উৎসসমূহ আলোচনা কর।
৩। উত্তম কর ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।
৪। গৃহ সম্পত্তি খাতে অনুমোদনযোগ্য খরচসমূহ ব্যাখ্যা কর।
৫। কর ধার্যের নীতিমালা বর্ণনা কর।
৬। অকরধার্য আয় ও করমুক্ত আয়ের মধ্যে পার্থক্য বর্ণনা কর।
৭। মূল্য সংযোজন করের প্রকারভেন ব্যাখ্যা কর।
৮। নিম্নলিখিত তথ্যাবলি হতে জনাব সজিব-এর ২০২০-২০২১ আয় বৎসরের জন্য সিকিউরিটির সুদ খাতে আয় গণনা কর:
(i) করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ ১০,০০০ টাকা।
(ii) ১৫% করযোগ্য সরকারি সিকিউরিটির মূল্য ৩,০০,০০০ টাকা।
(iii) ১২% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ ১৮,০০০ টাকা।
(iv) ১০% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির মূল্য ১,২০,০০০ টাকা।
(v) জিরো কুপন বন্ডের আয় ২০,০০০ টাকা।
উপরোক্ত সুনসমূহ আনারের জন্য ব্যাংক ৪,০০০ টাকা চার্জ করেছে।
৯। নিম্নলিখিত তথ্যাবলি হতে মানার সাকিব এর ২০২০-২০২১ আর বর্ষে কৃষিখাতে আয় নির্ণয় কর।
(i) ধান বিক্রয় ১,৬০,০০০ টাকা।
(ii) গম বিক্রয় ১,১০,০০০ টাকা।
(iii) বৰ্গা প্ৰদত্ত কৃষি জমি হতে নগদ প্রাপ্তি ১,৪০,০০০ টাকা।
(iv) চা বাগান হতে আর ৬০,০০০ টাকা।
(v) ডেইরি ফার্মের আয় ৪০,০০০ টাকা।
কৃষিখাতের খরচগুলো হলো : (ক) স্থানীয় কর ৪,০০০ টাকা, (খ) বিমা সেলামি ৫,০০০ টাকা, (গ) ঋণের সুদ ২০,০০০ টাকা। হানাব সাকিব উৎপাদন ব্যয় বাবদ ১,০০,০০০ টাকা দাবি করলেও হিসাবের বহি দেখাতে ব্যর্থ হন।
গ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর পা
মান–১০×৫=৫০
১০। আয়কর ধার্থের উদ্দেশ্যে আয়ের শ্রেণিবিভাগ দেখাও। আয়কর নির্ধারণে এদের প্রভাব দেখাও।
১১। উপকর কমিশনারের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
১২। কর অবকাশ কী? কর অবকাশ লাভের জন্য পালনীয় শর্তাবলি বর্ণনা কর।
১৩। জনাব শিবলু একজন সরকারি চাকরিজীবী। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত বছরে তার বেতন খাতে আয় ছিল নিম্নরূপ:
(i) মূল মাসিক বেতন ৫২,০০০ টাকা।
(ii) দুটি উৎসব বোনাস প্রতিটি ১ মাসের মূল বেতনের সমান।
(iii) তাকে বিনা ভাড়ায় একটি বাসস্থান দেওয়া হয়েছে যার বার্ষিক মূল্য ১,০০,০০০ টাকা।
(iv) তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে যা তিনি অফিস ও ব্যক্তিগত কাজে ব্যবহার করেন।
(v) চিকিৎসা ভাতা মাসিক ১,০০০ টাকা।
(vi) ভ্রমণ ভাতা পান ১৫,০০০ টাকা বছরে।
(vii) সাধারণ প্রভিডেন্ট ফান্ডে তার অনুদান মূল্ বেতনের ১০%।
(viii) তিনি ১২.৫% হারে উক্ত ফান্ডের সুদ পান ৫,০০০ টাকা।
(ix) গৃহ পরিচারিকার ভাতা পান ২,৫০০ টাকা প্রতিমাসে।
(x) গ্রুপ বিমায় তার অবদান ১%।
(xi) তিনি ডিপোজিট পেনশন স্কিমে মাসিক ৭,০০০ টাকা দান করে।
সংশ্লিষ্ট বছরে বেতন খাতে তার মোট আয় ও বিনিয়োগে ভাতা নির্ণয় কর।
১৪। জনাব রাব্বি হোসেন একটি দ্বিতল বাড়ির মালিক। তিনি সপরিবারে উচ্চ ভবনের নিচতলায় বসবাস করেন এবং দ্বিতীয় তলায় একজন ব্যাংকারকে মাসিক ৫০,০০০ টাকায় ভাড়া দেন। ব্যাংকার পৌরকর বাবদ বার্ষিক ৫,০০০ টাকা পৌরসভাকে প্রদান করেন। বাড়ির পৌরমূল্য ১৩,০০,০০০ টাকা। সংশ্লিষ্ট বর্ষে জনাব রাব্বি হোসেনের খরচসমূহ নিম্নরূপ:
(i) মেরামত বায় ১,৮০,০০০ টাকা।
(ii) বিমা প্রিমিয়াম ২৫,০০০ টাকা।
(iii) গৃহ নির্মাণ ঋণের সুদ ২৮,০০০ টাকা।
(iv) আইন খরচ ১৬,০০০ টাকা।
(v) বিদ্যুৎ খরচ ২০,০০০ টাকা।
(vi) ভাড়া আদায় করচ ১০,০০০ টাকা।
(vii) বাড়িটি ২ মাস খালি ছিল।
সাতে রাজি হোসেনের ২০২০-২০২১ আয় বর্ষে মোট আয় নির্ণয় কর।
১৫। কর নির্ধারণী চক্র কী? কর নির্ধারণী চক্রের ধাপসমূহ বর্ণনা কর।
১৬। মূল্য সংযোজন কর কী? মূল্য সংযোজন কর কর্তৃপক্ষের বর্ণনা দাও।
১৭। জাহিদ এন্ড কোম্পানির ২০২১ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত বর্ষের পণ্য উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ।
কাঁচামাল ক্রয় ৮,২০,০০০ টাকা
প্রত্যক্ষ মজুরি ২,০০,০০০ টাকা
কারখানা উপরিখরচ ২,০০,০০০ টাকা
প্রশাসনিক উপরিখারচ ২,৪০,০০০ টাকা
বিক্রয় উপরি খরচ ১,৬০,০০০ টাকা
কোম্পানি মোট খরচের উপর ২৫% হারে লাভ যোগ করে পণ্য বিক্রয় করে। কাঁচামাল ও তৈরি পণ্যের প্রাম্ভিক মূল্য যথাক্রমে ২,৪০,০০০ টাকা ও ১,৬০,০০০ টাকা। সমাপনি তৈরি পণ্য ও কাঁচামালের পরিমাণ যথাক্রমে ৩,২০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা। মূল্য সংযোজন করের হার ১৫%। উক্ত কোম্পানির প্রদেয় মূল্য সংযোজন করের পরিমাণ নির্ণয় কর।