২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের আন্তর্জাতিক বাণিজ্য (International Trade) প্রশ্ন

২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের আন্তর্জাতিক বাণিজ্য (International Trade) প্রশ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়

ব্যবস্থাপনা

আন্তর্জাতিক বাণিজ্য

বিষয় কোড: ২৪২৬১১

সময় —-৪ ঘন্টা

পূর্ণ মান—- ৮০

[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

ক বিভাগ

 যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও

মান— ১×১০=১০

১। ক. পুনঃ রপ্তানি বাণিজ্য কী?

 

উত্তর : আমদানিকৃত পণ্য  পরিবর্তন এবং পরিবর্ধন করার মাধ্যমে অধিকতর আকর্ষণীয় ও উপযোগী করে পুনরায় ঐ পণ্য সামগ্রী রপ্তানি করাকে পুনঃরপ্তানি বলে।

 

খ. “Principles of Political Economy” বইটির লেখক কে?

 

উত্তর : জন স্টুয়ার্ট মিল।

 

গ. বণিকবাদ কী?

 

উত্তর : পঞ্চদশ শতাব্দী থেকে শুরু করে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত ইউরোপীয় রাজনৈতিক-অর্থনৈতিক মতবাদ তথা নীতি আদর্শের সমন্বিত রূপকে বণিকবাদ বা মার্কেন্টালিজম বলে।

 

ঘ. UNCTAD এর পূর্ণরূপ কী?

উত্তর : United Nations Conference on Trade and Development.

 

ঙ. আন্ডার ইনভয়েসিং কী?

 

উত্তর : পণ্য রফতানির ক্ষেত্রে কম মূল্য ও পরিমাণ দেখানোর মাধ্যমে কোন দেশ থেকে কী পরিমাণ অর্থ বাইরে পাচার হয়ে গেছে এবং অন্য দেশ থেকে একইভাবে কী পরিমাণ অর্থ এসেছে, তার প্রাকুলন করাকে আন্ডার ইনভয়েসিং বলে।

 

চ. লেনদেনের ভারসাম্য কী?

 

উত্তর : কোন নির্ধারিত সময়ে একটি দেশের আমদানি রপ্তানি ও অপরাপর অর্থনৈতিক লেনদেনের মোট পাওনা ও দেনার পর্যায়ক্রমিক হিসাবকেই লেনদেন ভারসাম্য বলে।

 

ছ. ব্রেটন উডস সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল?

 

উত্তর : ১৯৪৪ সালের ১লা জুলাই ।

 

জ. IMF এর সদর দপ্তর কোথায়?

 

উত্তর : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।

 

ঝ. উন্নয়নশীল দেশ কী?

 

উত্তর : সাধারণত স্বল্পোন্নত দেশ অথবা LDC হিসেবে আখ্যায়িত প্রধানত নিম্নআয়ের দেশ বোঝায়। যে সকল দেশের জীবন যাত্রার মান কম, অনুন্নত শিল্পাঞ্চল ভিত্তিক এবং মানব উন্নয়ন সূচক অপরাপর দেশের তুলনায় নিম্নমুখী যে সব দেশগুলোকে উন্নয়নশীল দেশ বলে।

 

ঞ. BEPZA এর পূর্ণরূপ লিখ।

 

উত্তর : BEPZA-Bangladesh Export Processing Zone Authority.

 

ট. বিশ্বায়ন বলতে কী বুঝ ?

 

উত্তর : বিশ্বায়ন বলতে অর্থনৈতিক উদারীকরণ যথা : নিয়ন্ত্রণযুক্তকরণ, বেসরকারিকরণ এবং অধিকতর যুক্ত সাথে একীভূতকরণকে বুঝায়।

 

বিশ্ববাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার

 

ঠ. IMF কত সালে প্রতিষ্ঠিত হয়।

 

উত্তর : ১৯৪৫ সালের ২৭ শে ডিসেম্বর।

 

খ বিভাগ

(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

মান— ৪×৫=২০

২. আন্তর্জাতিক বাণিজ্যের পাঁচটি সুবিধা লিখ ।

 

৩. লেনদেনের ভারসাম্য ও বাণিজ্যের ভারসাম্যের মধ্যে পার্থক্য লিখ।

 

৪. SAFTA চুক্তির উদ্দেশ্য কী?

 

৫. বৈদেশিক মুদ্রার ভারসাম্যপূর্ণ বিনিময় হার বলতে কী বুঝায়?

 

৬. উন্নয়নশীল দেশসমূহে লেনদেনের ভারসাম্য প্রতিকূল হওয়ার কারণসমূহ কী কী?

 

৭. আন্তর্জাতিক আর্থিক ব্যস্থা বলতে কী বুঝায়?

 

৮. বিশেষ উত্তোলন অধিকার (এসডিআর) -এর বৈশিষ্ট্য লিখ।

 

৯. মানিলন্ডারিং -এর আর্থিক এবং সামাজিক প্রভাব আলোচনা কর।

 

গ-বিভাগ

(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

মান— ১০×৫=৫০

 

১০. সমালোচনাসহ বিশ্ব ব্যাংকের ভূমিকা বর্ণনা কর ।

 

১১. ক. আন্তর্জাতিক বাণিজ্যের ক্ল্যাসিক্যাল ও আধুনিক তত্ত্বের মধ্যে পার্থক্য লিখ ।

 

খ. পণ্য আমদানি প্রক্রিয়া বর্ণনা কর।

 

১২। ক. আন্ডার ইনভয়েসিং বলতে কী বুঝ ?

 

খ. পণ্য আমদানি প্রক্রিয়া বর্ণনা কর।