২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার হিসাববিজ্ঞান বিভাগের শিল্পোদ্যোগ প্রশ্ন

২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার হিসাববিজ্ঞান বিভাগের শিল্পোদ্যোগ প্রশ্ন

হিসাববিজ্ঞান

[নতুন সিলেবাস অনুযায়ী।

বিষয় কোড: 232511

শিল্পোদ্যোগ (Entrepreneurship)]

সময়—-8 ঘণ্টা

পূর্ণমান—- ৮০

 

[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

ক বিভাগ

(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

মান—১×১০=১০

 

১। (ক) উদ্ভাবনী উদ্যোক্তা কে?

 

(খ) সুযোগ সন্ধানী উদ্যোক্তা কে?

 

উত্তর: যে সকল উদ্যোক্তা বাজারে বিদ্যমান সুযোগের সদ্ব্যবহারের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের প্রচেষ্টা চালান তাকে সুযোগ সন্ধানী উদ্যোক্তা বলে।

 

(গ) PEST বিশ্লেষণ কী?

 

উত্তর : যে প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং প্রযুক্তিগত বিষয় বিশ্লেষণ করা হয় তাকে PEST বিশ্লেষণ বলে।

 

(ঘ) ব্যবসায় পরিকল্পনা কী?

 

উত্তর: বসায় পরিকল্পনা হচ্ছে একটি রোড ম্যাপ যার মাধ্যমে কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সর্বোৎকৃষ্ট ফলাফল পাওয় যাবে সে বিষয়ে উদ্যোক্তাকে পথ নির্দেশ করে।

 

(ঙ) পাইলট প্রকল্প কী?

 

উত্তর : গবেষণাধর্মী প্রকল্পে যা উদ্ভাবন করা হয় অনেক সময় দেখা যায় তার সবটুকু ব্যবহার উপযোগী হয় না। গবেষণার মাধ্যমে উদ্ভাবিত বস্তুটি কতটুকু ব্যবহার উপযোগী তা সারণি প্রকল্পের মাধ্যমে পরীক্ষা করে দেখা হয়। এটাই পাইলট প্রকল্প।

 

(চ) ঋণপত্র কী?

 

উত্তর : যে পত্রের মাধ্যমে প্রতিষ্ঠান নির্দিষ্ট সুদের বিনিময় ঋণ গ্রহণ করে তখন তাকে ঋণপত্র বলে। এই ঋণ জামানতযুক্ত এবং জামানতবিহীন উত্তর প্রকারেরই হতে পারে।

 

২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ব্যবসায় ও বাণিজ্যক আইন প্রশ্ন, হিসাববিজ্ঞান বিভাগ

 

(ছ) পণ্য উন্নয়ন কী?

 

(জ) শিল্পোদ্যোগ উন্নয়ন চক্র কী?

 

উত্তর : দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পোদ্যোগের বিকাশ ও প্রবৃদ্ধির লক্ষ্যে শিল্প স্থাপনের প্রাথমিক পর্যায় থেকে ইজতি পর্যায় পর্যন্ত সম্ভাব্য উদ্যোক্তার অনুপ্রানিত করা এবং তাদেরই উদ্যোগে সফল করে তোলার জন্য সমর্থনমূলক ও সংরক্ষণমূলক সাহায্য ও সহায়তার সমন্বিত রূপ।

 

(ও) মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম কী?

 

উত্তর : দারিদ্র বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন ও উন্নয়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান যে ঋণ প্রদান করে তাকে মাইক্রো ক্রেডিট বলে ।

 

(ঞ) শিল্প নীতি কী?

 

উত্তর : কোন দেশের শিল্পখাতের সংস্কার উন্নয়ন তথা শিল্প ব্যবস্থাপনা সংক্রান্ত সরকারি নীতিমালাকে শিল্পনীতি বলে।

 

(ট) প্রত্যয়পত্র কী?

 

উত্তর : যে দলিলের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে তার পাওনা পরিশোধের বা পণ্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করে তাকে প্রত্যয়পত্র বলে।

 

(ঠ) ফাউন্ডেশন কী?

 

উত্তর : ফাউন্ডেশন হলো অলাভজনক কোন কর্পোরেশন বা দাতব্য সংস্থা যার উদ্দেশ্য বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম বা অন্যান্য জনকল্যাণমূলক কাজে অর্থ বরাদ্দ দিয়ে সহযোগিতা করা।

 

খ বিভাগ

(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান ৪x৫=২০

 

২। শিল্পোদ্যোক্তাগণ জন্মগতভাবেই শিল্পোদ্যোক্তা এবং সৃষ্টিমূলকও বটে— ব্যাখ্যা কর।

 

৩। ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব আলোচনা কর।

 

৪. ফ্র্যানচাইজ এর উদ্দেশ্য বর্ণনা কর।

 

৫। ব্যাংক ঋণ গ্রহণে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর।

 

৬। ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নে বিসিকের ভূমিকা লেখ ।

 

৭। স্বাস্থ্যসম্মত কার্যপরিবেশ সংরক্ষণের উপায় আলোচনা কর।

 

৮। ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।

 

৯। মাইক্রো ক্রেডিট কর্মসূচির সীমাবদ্ধতাগুলো কী?

 

গ বিভাগ

(ডান পাশের সংখ্যা এর পূর্ণমান জ্ঞাপক। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান–১০×৫=৫০

 

১০। (ক) প্রত্যাশা তত্ত্ব আলোচনা কর।

খ) হার্জবার্গের দ্বি-উপাদান তত্ত্বটি বর্ণনা কর।

 

১১। (ক) ইক্যুইটি মূলধনের বৈশিষ্ট্যগুলো কী কী?

 

(খ) ইকুইটি মূলধন ও ঋণ মূলধনের পার্থক্যগুলো বর্ণনা কর।

 

১২। (ক) প্রত্যয়পত্রের শ্রেণিবিভাগ আলোচনা কর।

 

খ) প্রত্যয়পত্র খোলার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন?

 

১৩। পণ্যের জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে বাজাতকরণের কৌশলসমূহ আলোচনা কর।

 

১৪। (ক) বিসিক এর প্রধান কর্মক্ষেত্রসমূহ আলোচনা কর।

(খ) উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণের গুরুত্ব বর্ণনা কর।

 

১৫। (ক) ব্যবসায় পরিকল্পনা প্রণয়নে বিবেচ্য বিষয়গুলো লেখ।

খ) একটি উত্তম ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের নীতিমালা লেখ।

 

১৬। (ক) পরিবেশ বিশ্লেষণ বলতে কী বুঝ ?

 

(খ) পরিবেশ বিশ্লেষণের কৌশল বর্ণনা কর।

 

১৭। (ক) মধ্যমেয়াদি অর্থায়নের উদ্দেশ্য লেখ।

 

(খ) ক্ষুদ্র ব্যবসায়ে অর্থায়ন পরিকল্পনার গুরুত্ব আলোচনা কর।