২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের কোম্পানি আইন (Company Law) প্রশ্ন

২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের কোম্পানি আইন প্রশ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়

ব্যবস্থাপনা

[নতুন সিলেবাস অনুযায়ী]

বিষয় কোড: 232611

(কোম্পানি আইন)

সময় —৪ ঘন্টা

পূর্ণমান—- ৮০

দ্রষ্টব্য : প্রত্যেক বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

 

ক বিভাগ

(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

মান—১×১০=১০

 

১। (ক) সনদপ্রাপ্ত কোম্পানি কী?

 

উত্তর:  কোম্পানি আইন প্রণয়নের পূর্বে ইংল্যান্ডের যে সকল ব্যবসায় প্রতিষ্ঠান রাজকীয় ঘোষণার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে সে সকল ব্যবসায় প্রতিষ্ঠানকে সনদপ্রাপ্ত কোম্পানি বলে ।

 

(খ) পাবলিক লিমিটেড কোম্পানির কতজন পরিচালক থাকে?

 

উত্তর : পাবলিক লিমিটেড কোম্পানিতে কমপক্ষে ৩ জন পরিচালক থাকে।

 

(ঘ) বিধিবদ্ধ সভা কাকে বলে?

 

উত্তর : কোম্পানি আইনের ৮৩ ধারা মোতাবেক প্রত্যেক কোম্পানির নিবন্ধন প্রাপ্তির ৩০ দিন হতে ১৮০ দিনের মধ্যে বাধ্যতামূলকভাবে যে সভা আহব্বান করা হয় তাকে বিধিবদ্ধ সভা বলে ।

 

Company Law suggestion, Hons 3rd year exam-2022/কোম্পানি আইন সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২২ (অনুষ্ঠিতব্য -২০২৪)

 

(ঙ) প্রক্সি কী?

 

উত্তর : কোনো শেয়ার মালিকের পক্ষে কোম্পানির সাধারণ সভায় ভোটদান প্রতিনিধিকে কোম্পানি আইনে প্রক্সি/ভোটদান প্রতিনিধি বলে ।

 

(চ) অধিকার শেয়ার কী?

 

উত্তর: কোম্পানির বর্তমান শেয়ারহোল্ডারদের মধ্যে নতুন যে শেয়ার আনুপাতিক হারে ভাগ করে দেয়া হয় তাকে রাইট শেয়ার ব অর্থাৎ যে শেয়ার বণ্টনে বর্তমান শেয়ারহোল্ডারদের অধিকারকে গুরুত্ব দেয়া হয় তাকে রাইট শেয়ার বলে ।

 

(ছ) বিকল্প পরিচালক কে?

 

উত্তর : কোম্পানি আইন অনুযায়ী বিশেষ সিদ্ধান্তের ভিত্তিতে পরিচালক পর্ষদ কর্তৃক পরিচালকের পাশাপাশি যদি কোন অতিরিক্ত পরিচালক নিয়োগ দেওয়া হয় তিনিই বিকল্প পরিচালক।

 

Insurance and Risk Management suggestion, Hons 3rd year exam-2022/বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২২ (অনুষ্ঠিতব্য-২০২৪)

 

(জ) কোরাম কী?

 

উত্তর : কোনো সভার কার্যাবলি পরিচালনার জন্য যে সর্বনিম্ন সংখ্যক সদস্যের উপস্থিতি কাম্য তাকে কোৱাম বা গণপূর্তি সংখ্যা বলে।

 

(ঝ) শেয়ার পরোয়ানা কী?

 

উত্তর : শেয়ার ওয়ারেন্ট হলো পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক প্রদত্ত একটি দলিল যার বলে এর ধারক বা বাহক ওয়ারেন্টে উল্লিখিত শেয়ার বা স্টকের স্বত্ব অর্জন করে।

 

(ঞ) এজেন্ডা বলতে কী বুঝায়?

 

উত্তর : ভবিষ্যতে কোনো সতা বা অধিবেশনে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়ে তার একটি সুপ্রভার তালিকা বা ক্রমবিবরণীকে এজেন্ডা বা আলোচ্য সূচি বলে।

 

(ট) ঋণপত্র কী?

 

উত্তর : পাবলিক লিমিটেড কোম্পানি অতিরিক্ত মূলধনের প্রয়োজনে যে দলিলপত্র ইস্যু করে জনসাধারণের কাছ থেকে সুদের বিনিময়ে ঋণ গ্রহণ করে তাকে ঋণপত্র বলে ।

 

(ঠ) কার্যারম্ভের অনুমতিপত্র কী?

 

উত্তর : কোম্পানি নিবন্ধকের নিকট যে অনুমতিপত্র পাওয়ার পর পাবলিক লিমিডেট কোম্পানি ব্যবসায়ের কার্য আরম্ভ করতে পারে তাকে কার্যারম্ভের অনুমতিপত্র বলে ।

 

২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা প্রশ্ন

 

খ বিভাগ

(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান—৪×৫=২০

২। প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কীভাবে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যায়

 

৩। যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।

 

Management Accounting question, Hons 3rd Year Exam 2021, Management Department

 

৪। একটি বৈধ কোম্পানি সভার শর্তাবলি উল্লেখ কর।

 

৪। কোন দলিলকে কোম্পানির জন্ম সনদ বলা হয় এবং কেন?

 

৬। কোম্পানি পরিচালকদের অধিকারসমূহ আলোচনা কর।

 

৭। স্মারক লিপি ও পরিমেল নিয়ামাবলির মধ্যে পার্থক্য লেখ।

 

৮। কী কী পরিস্থিতিতে কোম্পানির স্বেচ্ছাকৃত বিলোপ সাধন ঘটে?

 

৯।ঋণপত্র ইস্যু সংক্রান্ত নিয়মাবলি বর্ণনা কর।

 

গ বিভাগ

(ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ।)

মান—১০×৫=৫০

 

১০। (ক) প্রাইভেট লিমিটেড কোম্পানির সংজ্ঞা দাও ।

 

খ) পাবলিক লিমিটেড কোম্পানির তুলনায় প্রাইভেট লিমিটেড কোম্পানির বিশেষ সুবিধাসমূহ উল্লেখ কর।

 

১১। (ক) কোম্পানির প্রবর্তক বলতে কী বুঝায়?

 

(খ) কোম্পানি আইন অনুযায়ী প্রবর্তকনের কার্যাবলি আলোচনা কর।

 

১২। (ক) সংঘস্মারক কাকে বলে?

 

(খ) কখন এবং কীভাবে সংঘস্মারক পরিবর্তন করা যায়?

 

১৩। (ক) বিবরণপত্র কী?

 

(খ) বিবরণপত্রে কী কী বিষয় অন্তর্ভুক্ত করা উচিত?

 

১৪। (ক) শেয়ার কাকে বলে?

 

(খ) শেয়ারের প্রকারভেদ আলোচনা কর।

 

১৫। (ক) পরিচালক পর্ষদ বলতে কী বুঝায়?

 

(খ) কোম্পানি পরিচালক কীভাবে নিযুক্ত হয়?

 

১৬। (ক) বার্ষিক সাধারণ সভা কাকে বলে?

 

(খ) কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান সংক্রান্ত নিয়মাবলি আলোচনা কর ।

 

১৭। (ক) কোম্পানি অবসায়নের উপায়সমূহ কী?

 

(খ) কখন আদালত একটি কোম্পানির বাধ্যতামূলক অবসায়নের আদেশ দিতে পারে?