১০ম থেকে ৪৫তম বিসিএস (BCS) পর্যন্ত মুক্তিযুদ্ধ অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছে

১০ম থেকে ৪০তম বিসিএস পর্যন্ত মুক্তিযুদ্ধ অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছিল-

মুক্তিযুদ্ধ

 

প্রশ্ন ১। মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?

 

উত্তর: বৈদ্যনাথ তলার ভবের পাড়া।

 

প্রশ্ন ২। কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?

 

উত্তর: তাজউদ্দিন আহম্মেদ।

 

প্রশ্ন ৩। মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?

 

উত্তর: এম, মনসুর আলী।

 

প্রশ্ন ৪। মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে?

 

উত্তর: তাজউদ্দিন আহম্মেদ।

 

বঙ্গবন্ধু সম্পর্কে BCS সহ সকল চাকরির পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ তথ্য

 

প্রশ্ন ৫।  বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?

উত্তর: বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।

 

প্রশ্ন ৬।  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় কবে?

 

উত্তর: ২০০১ সালের ২৩ অক্টোবর।

 

প্রশ্ন ৭। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’ এর পরিচালক কে?

উত্তর: জহির রায়হান

 

প্রশ্ন ৮। মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?

 

উত্তর: যশোর।

 

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র

 

প্রশ্ন ৯।  মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?

উত্তর: ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

 

প্রশ্ন ১০।  মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?

উত্তর: ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।

 

প্রশ্ন ১১।  মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?

 

উত্তর: ১৮ এপ্রিল কলকাতায়।

 

প্রশ্ন ১২।  মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন?

উত্তর: ১১ টি।

প্রশ্ন ১৩। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শহীদুল ইসলামের বয়স কত ছিল?

উত্তর: ১২ বছর।

 

বাক্যসংকোচন – বিসিএস (BCS) ও অন্যান্য চাকরির পরীক্ষায় বারবার এসেছে

 

প্রশ্ন ১৪। মুক্তিযুদ্ধে অবদানের জন্য শহীদুল ইসলামকে কি খেতাব দেয়া হয়?

 

উত্তর: বীর প্রতীক।

 

প্রশ্ন ১৫। বাংলাদেশে সর্ব কনিষ্ঠ খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা কে?

 

উত্তর: শহীদুল ইসলাম চৌধুরী।

 

প্রশ্ন ১৬। শহীদুল ইসলাম কত নং সেক্টরে যুদ্ধ করেন?

 

উত্তর: ১১ নং সেক্টরে (ময়মনসিংহ ও টাঙ্গাইল)।

 

প্রশ্ন ১৭।  মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ এর রচয়িতা-

 

উত্তর: অ্যালেন গিনসবার্গ

 

কবি পরিচিতি: ফররুখ আহমদ -BCS সহ সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

 

প্রশ্ন ১৮।‌ মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান ‘শহীদ সাগর’ অবস্থিত কোথায়?

উত্তর: নাটোরে

 

প্রশ্ন ১৯।  বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?

উত্তর: মেহেরপুর জেলার মুজিবনগরে।

 

প্রশ্ন ২০। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? (৪৫ তম)

উত্তর:  ২ নম্বর।

 

প্রশ্ন ২১। গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? (৪৫ তম)

 

উত্তর: খুলনা