২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ব্যবসায় ও বাণিজ্যক আইন প্রশ্ন, হিসাববিজ্ঞান বিভাগ
জাতীয় বিশ্ববিদ্যালয়
(নতুন সিলেবাস অনুযায়ী)
হিসাববিজ্ঞান বিভাগ
বিষয় কোড: ২৩২৫০৯
(ব্যবসায় ও বাণিজ্যিক আইন)
সময়—-৪ ঘন্টা
মান—-৮০
[দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে]
ক বিভাগ
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)
মান—১×১০=১০
১। (ক) চুক্তি আইন কী?
উত্তর:
খ) টর্ট কী?
উত্তর:
(গ) সম্মতির সংজ্ঞা দাও।
উত্তর:
(ঘ) পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ কী?
উত্তর:
(ঙ) অবিরাম জামিন বলতে কী বুঝ?
উত্তর:
(চ) পৃষ্ঠাংকন বলতে কী বুঝ?
উত্তর:
(ছ) ট্রেড ইউনিয়ন কী?
উত্তর:
(জ) বাতিলযোগ্য চুক্তি কাকে বলে?
উত্তর:
(ঝ) স্বীকৃতির সংজ্ঞা দাও।
উত্তর:
(ঞ) প্রতারণা কাকে বলে?
উত্তর:
(ট) ক্ষমতা অর্পণ কী?
উত্তর:
(ঠ) লে-অফ কী?
উত্তর:
খ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান–৪×৫= ২০
২। চুক্তির অপরিহার্য উপাদানগুলো লেখ।
৩। শুধুমাত্র মানসিক স্বীকৃতি, স্বীকৃতি নয়” ব্যাখ্যা কর।
৪। সম্মতি ও চুক্তির মধ্যে পার্থক্য লেখ।”
৫। ক্রেতা সাবধান নীতির ব্যতিক্রমসমূহ আলোচনা কর।
৬। কিশোর শ্রমিক নিয়োগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ কী কী?
৭। বিনিময় বিলের পক্ষসমূহের বর্ণনা দাও।
৮। অংশীদারি প্রতিষ্ঠানের বিলোপসাধন পদ্ধতি বর্ণনা কর।
৯। ” পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী উৎপাদন, বিক্রয় ইত্যাদির উপর বাধা-নিষেধ বর্ণনা কর।
গ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের)
মান—১০×৫=৫০
১০ । (খ) চুক্তি আইন বলতে কী বুর্ষায়?
(খ) চুক্তি আইনের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
১১। (খ) ক্ষতিপূরণের চুক্তি ও জামিনের চুক্তির মধ্যে পার্থক্য লেখ।
(খ) জামিন চুক্তির অত্যাবশকীয় উপাদানগুলো লেখ।
১২। (ক) পণ্য বিক্রয় আইন অনুযায়ী মুখ্য শর্ত ও গৌণ শর্ত বর্ণনা কর।
(ধ) কখন মুখ্য শর্ত গৌণ শর্ত হিসেবে গণ্য হতে পারে?
১৩। (ক) বিভিন্ন প্রকার হস্তান্তরযোগ্য ঋণের দলিলের বর্ণনা দাও।
(খ) হস্তান্তরযোগ্য দলিলের হস্তান্তরকরণের পদ্ধতি আলোচনা কর ।
১৪। ট্রেডমার্ক লঙ্ঘনের অপরাধ ও দণ্ড আলোচনা কর।
১৫। অংশীদারি কারবারের নিবন্ধন কি বাধ্যতামূলক? নিবন্ধন না হওয়ার পরিণাম কী?
১৬। পরিবেশ অধিদপ্তর সম্পর্কিত আইনের বিধানগুলো আলোচনা কর ।
১৭। ২০১২ সালের প্রতিযোগিতা আইন অনুযায়ী অভিযোগ, তদন্ত ও আদেশের বিধানাবলি বর্ণনা কর।