Insurance and Risk Management suggestion, Hons 3rd year exam-2022/বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২২ (অনুষ্ঠিতব্য-২০২৪)

Insurance and Risk Management suggestion

Hons 3rd year exam-2022

 

বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা সাজেশন

অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২২ (অনুষ্ঠিতব্য-২০২৪)

 

Management Department

 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

 

ক বিভাগ

১. বিমা কী?

 

উত্তর: মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে যে বিপদ বা ঝুঁকি বিদ্যমান তার বিরুদ্ধে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাই হলো বিমা ।

 

২.পণ্য নিক্ষেপ কী?

 

উত্তর : পণ্য নিক্ষেপণ হলো পণ্যবাহী কোনো জাহাজকে হালকা করার জন্য জাহাজ থেকে পণ্য সমুদ্র ছুঁড়ে ফেলে দেয়া।

 

rsbeducation.com

 

৩.অগ্নি অপচয় কী?

 

উত্তর : অগ্নিকাণ্ডের ফলে সংঘটিত ক্ষতিকে অগ্নিজনিত ক্ষতি বা অগ্নি অপচয় বলে।

 

৪. নিকটতম কারণ নীতি কী?

 

উত্তর : বিমাকৃত পক্ষের প্রকৃত ক্ষতি বা ক্ষয়ক্ষতি কিভাবে হয়েছে এবং এটি একটি বিমাকৃত বিপদের ফলে হয়েছে কিনা তার সাথে আনুমানিক কারণ জড়িত হওয়ার সম্ভাবনাকে নিকটতম কারণ নীতি বলে।

 

৫. স্থলাভিষিক্তকরণ নীতি কী?

 

উত্তর : সম্পত্তি বিমার ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষতিপূরণের পর বিমাকৃত সম্পত্তির যদি কিছু অবশিষ্ট থাকে বা এ সংক্রান্ত কোনো অধিকার থেকে থাকে তার মালিক হয় বিমা কোম্পানি, এই নীতিকেই স্থলাভিষিক্তকরণের নীতি বলে ।

 

৬. দ্বৈত বিমা কী?

 

উত্তর : কোনো বিমাগ্রহীতা যদি একই বিষয়বস্তুর জন্য একই সময়ে একাধিক বিমাকারীর সাথে পৃথক পৃথক বিমাচুক্তি করে তখন তাকে যুগ্ম বিমা বা দ্বৈত বিমা বলে।

 

Organisational Behavior suggestion, Hons 3rd year exam-2021/সাংগঠনিক আচরণ সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

 

৭. বিমা চুক্তি কী?

 

উত্তর : বিমা চুক্তি হচ্ছে এমন একটি আর্থিক ব্যবস্থা যা অপ্রত্যাশিত ক্ষতির ব্যয় পুর্ণবন্টন করে।

 

৮. পোর্টফোলিও কী?

 

উত্তর: একটি সম্পদ বা সিকিউরিটিজে বিনিয়োগের পরিবর্তে একাধিক সম্পদ বা সিকিউরিটিজে বিনিয়োগ করাকে পোর্টফোলিও বলে।

 

৯. মেয়াদি বিমাপত্র কী?

 

উত্তর: যে জীবন বিমাপত্র একটা নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয় এবং এ সময়ের মধ্যে ব্যক্তি মারা গেলে বা মেয়াদ পূর্তিতে বিমাদাবি পরিশোধিত হয় তাকে মেয়াদি বিমাপত্র বলে।

 

Company Law suggestion, Hons 3rd year exam-2021/কোম্পানি আইন সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

 

১০. মৃত্যুহার পঞ্জি কী?

 

উত্তর: মৃত্যুহার পঞ্জি হলো নির্দিষ্ট বয়ঃক্রম অনুসারে অতীত মৃত্যুহারের হাজার ভিত্তিক একটি পরিসংখ্যানিক তালিকা।

 

rsbeducation.com

 

১১. যাত্রা পলিসি কী?

 

উত্তর : যে বিমাপত্রে কোনো নির্দিষ্ট যাত্রাপথ উল্লেখপূর্বক সেখানে সৃষ্ট বিপদের কারণে জাহাজ, জাহাজস্থ মালামাল ও সংশ্লিষ্ট ক্ষতির জন্য ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেয়া হয় তাকে যাত্রার বিমাপত্র বলে ।

 

১২. আজীবন বিমাপত্র কী?

 

উত্তর:  যে জীবন বীমাপত্রে বিমাকৃত ব্যক্তির মৃত্যুর পরই শুধুমাত্র বিমাদাবি পরিশোধ করা হয় তাকে আজীবন বিমাপত্র বলে ।

 

১৩. মূল্যায়িত বিমাপত্র কী?

 

উত্তর: বিমাচুক্তি সম্পাদনকালে বিমাকৃত সম্পদের মূল্য নির্ধারণ করে তা বিমাপত্রে উল্লেখ করলে ঐ বিমাপত্রকে মূল্যায়িত বিমাপত্র বলে ।

 

১৪. দুর্ঘটনা বিমা কী?

 

উত্তর : সম্পূর্ণ আকস্মিক ও অপ্রত্যাশিতভাবে যখন কিছু ঘটে, যার ওপর মানুষের কোনো হাত থাকে না এবং সঠিকভাবে বুঝে ওঠার আগেই অনাকাঙ্ক্ষিত ক্ষতি সংঘটিত হয়, এরূপ দুর্ঘটনায় ক্ষতির হাত থেকে রক্ষার জন্য সৃষ্ট বিমাকে দুর্ঘটনা বিমা বলে ।

 

Operation Management suggestion, Hons 3rd year exam-2021/কার্য ব্যবস্থাপনা সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

 

১৫. ঝুঁকি প্রিমিয়াম কী?

 

উত্তর: ঝুঁকি গ্রহণের জন্য ঝুঁকিহীন আয় অপেক্ষা বিনিয়োগকারীদের যে অতিরিক্ত প্রিমিয়াম প্রদান করা হয় তাকে ঝুঁকি প্রিমিয়াম বলে।

 

১৬. সামাজিক বিমা কী?

 

উত্তর: উত্তর : বয়োবৃদ্ধতা, বোকরত্ব, স্বাস্থ্যহানি ইত্যাদি কারণে ব্যক্তিকে আর্থিকভাবে রক্ষা করার জন্য প্রচলিত বিমার বাইরে যে বিশেষ বিমার প্রচলন ঘটেছে তাকে সামাজিক বিমা বলে।

 

১৭. ডাক জীবন বীমা কাকে বলে?

 

উত্তর : ডাক বিভাগের লোকদের জীবনের নিরাপত্তা বা আর্থিক নিরাপত্তাবোধের সৃষ্টির লক্ষ্যে সরকারি উদ্যোগে যে বিমা চালু করা হয় তাকে ডাক জীবন বিমা বলে।

 

rsbeducation.com

 

১৮. মিশ্র বিমাপত্র কী?

 

উত্তর: যে বীমাপত্রে সুনির্দিষ্ট যাত্রার কথা উল্লেখের পাশাপাশি সময়েরও উল্লেখ থাকে তাকে মিশ্রবিমা পত্র বলে।

 

১৯. আংশিক ক্ষতি কী?

 

উত্তর: যে ক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তুর অর্থাৎ জাহাজ, পণ্য ও পণ্য মাসুলের সামগ্রিক ক্ষতি না হয়ে আংশিকভাবে ক্ষতি বা বিনষ্ট হয় তাকে আংশিক বা গড়পড়তা ক্ষতি বলে।

 

অথবা,

 

বিমাকৃত সম্পত্তির আংশিক ক্ষতি হলে তাকে আংশিক ক্ষতি বলে।

 

২০. শস্য বিমা কী?

 

উত্তর : প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কোনো কারণে কৃষি উৎপাদন ও কৃষি পণ্য ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণের জন্য যে বিমা করা হয় তাকে শস্য বিমা বলে।

 

অথবা,

শস্য উৎপাদন যেমন ব্যহত হয় তেমনি উৎপাদিত শস্যের ও মারাত্মক ক্ষতি সাধিত হয়ে থাকে। এরূপ ঝুঁকির জন্য যে বিমা করা হয় তাকে শস্য বিমা বলে।

 

২১. সদ্বিশ্বাস কী?

 

উত্তর : বিমা গ্রহিতা ও বিমাকারির মধ্যে যে সম্পর্ক বা চুক্তি গড়ে ওঠে তাকে সবিশ্বাস বলে।

 

rsbeducation.com

 

২২. আধুনিক অগ্নি বিমার জনক কে?

 

উত্তর: ব্রিটেনে জন্মগ্রহণকারী নিকোলাস বারবনকে আধুনিক অগ্নিবিমার জনক বলা হয়।

 

২৩. নৌ-বিপদ কী?

উত্তর : সমুদ্রে চলাচলের সময়ে উদ্ভূত প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিপসসমূহ বা নৌ বিমাপত্র বর্ণিত বিপদসমূহকে নৌ-বিপদ বলে।

 

২৪. নৌ বিমা চুক্তির সংজ্ঞা দাও।

 

উত্তর : নৌ বা সমুদ্র পথে চালিত জাহান, জাহাজস্থ পণ্য, এর মাশুল ও এতদসংক্রান্ত দায় বিষয়ক ঝুঁকি আর্থিকভাবে মোকাবেলার জন্য যে বিমা করা হয় তাকে নৌ-বিমা বলে ।

 

২৫. উপ-আদর্শিক ঝুঁকি বলতে কী বোঝায়?

 

উত্তর : স্বাভাবিক মাত্রার চেয়ে অধিক ঝুঁকি সম্বলিত ঝুঁকিকে উপ-আদর্শিক ঝুঁকি বলে।

 

rsbeducation.com

 

২৬. জীবন বিমার সংজ্ঞা দাও।

 

উত্তর : মানুষের জীবনের ওপর সম্পাদিত বা জীবন সম্পর্কিত বিমা চুক্তিকেই জীবন বিমা বলে ।

 

২৭. সঞ্চিতি কী?

 

উত্তর : সঞ্চিতি হচ্ছে এমন একটি তহবিল যা ভবিষ্যৎ প্রিমিয়াম ও সুদ সমন্বয়ে গঠিত এবং যা ভবিষ্যৎ বিমা দাবি পূরণের জন্য পর্যাপ্ত বলে বিবেচিত হয়।

 

 

২৮. নিট একক প্রিমিয়াম কী?

 

উত্তর: বিমাদাবি পূরণ হয়ে যায়-এ পরিমান প্রিমিয়াম বীমা পলিসি খোলার সময় এক কিস্তিতে আদায় করা হলে তাকে নিট একক প্রিমিয়াম বলে।

 

২৯. অমূল্যায়িত বিমাপত্র কী?

 

উত্তর : বিমাচুক্তি সম্পাদনকালে বিমাকৃত বিষয়বস্তুর মূল্য নির্ধারণ না করে পরবর্তীতে মূল্য নিরূপণ করা হবে এ মর্মে বিমাপত্র ইস্যু করা হলে তাকে অমূল্যায়িত বিমাপত্র বলে ।

 

rsbeducation.com

 

৩০. দায় বিমা কী?

 

উত্তর : বিপদ বা দুর্ঘটনার ফলে সৃষ্ট দায়ের ঝুঁকি চুক্তির মাধ্যমে বিমা কোম্পানির ওপর ন্যাস্ত করা হলে তাকে দায় বিমা বলে।

 

৩১. অগ্নি বিমা কী?

 

উত্তর : অগ্নিজনিত ক্ষতির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাকেই অগ্নিবিমা বলে।

 

৩২. লয়েড কী?

 

উত্তর:

 

৩৩. পুনর্নিমা কী?

 

উত্তর : পুনর্বিমা এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে একজন মূল বিমাকারী যিনি কোনো একটি ঝুঁকির বিপরীতে বিমা করেছেন, তিনি উক্ত ঝুঁকির একটি অংশের জন্য ভিন্ন একজন বিমাকারীর নিকট বিমা গ্রহণ করে।

 

Marketing Management suggestion, Hons 3rd year exam-2021/বাজারজাতকরণ ব্যবস্থাপনা সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

 

৩৪. বোনাস কী?

 

উত্তর : কোনো জীবন বিমা কোম্পানি তার অর্জিত মুনাফা থেকে এর অংশবিশেষ বিমাগ্রহীতাদের মধ্যে বণ্টন করলে তাকে বোনাস বলে ।

 

৩৫. সামগ্রিক ক্ষতি কী?

 

উত্তর: বিমাকৃত বিষয়বস্তু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হলে তাকে সামগ্রিক ক্ষতি বলে।

 

৩৬. খাঁটি ঝুঁকি কী?

 

উত্তর : যে সকল সম্ভাব্য বিপদজনক বা ঝুঁকিগত অবস্থায় অথবা কোনো দুর্ঘটনায় ব্যক্তি বা প্রতিষ্ঠান নিশ্চিতভাবেই ক্ষতির সম্মুখীন হয় তাকে বিশুদ্ধ/খাঁটি ঝুঁকি বলে ।

 

৩৭. আর্থিক ঝুঁকি কী?

 

উত্তর : কোনো বিপদজনক বা ঝুঁকিপূর্ণ অবস্থা, কার্যক্রম বা দুর্ঘটনা থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠ যে আর্থিক ক্ষতির সম্ভাবনা লক্ষ করা যায় তাকে আর্থিক ঝুঁকি বলে ।

 

rsbeducation.com

 

৩৮. ফটকা ঝুঁকি কী?

 

উত্তর : যে ধরনের ঘটনা বা অনিশ্চয়তার ফলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রত্যাশিত ফলাফলের বাইরে লাভ বা ক্ষতি উভয়েরই সম্ভাবনা থাকে তাকে ফটকা বা দূরকল্পনামূলক ঝুঁকি বলে।

 

৩৯. আদর্শিক ঝুঁকি কী?

 

উত্তর: স্বাভাবিক বা গ্রহণযোগ্য মাত্রার ঝুঁকিকে আদর্শিক ঝুঁকি বলে।

 

৪০. ব্যবসায় ঝুঁকি কী?

 

উত্তর: ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম পরিচালনায় লাভের সম্ভাবনার পাশাপাশি যে অনিশ্চয়তা ও ঝুঁকি বিরাজমান থাকে তাকে ব্যবসায়িক ঝুঁকি বলে।

 

rsbeducation.com

 

৪১. তালিকা বিমাপত্র কী?

 

৪২.বিদাযোগ্য স্বার্থ কী?

 

উত্তর : বিমার বিষয়বস্তুতে বিমা গ্রহীতার আর্থিক স্বার্থকে বীমাযোগ্য স্বার্থ বলে।

 

 

৪৩. যৌথ বিমা কী?

 

উত্তর: একটা বিমা পত্রের আওতায় একাধিক ব্যক্তির জীবন বিমা করা হলে তাকে যৌথ বা যুগ্ন বিমা বলে

 

rsbeducation.com

 

৪৪. বিমা প্রতিনিধি কে?

 

৪৫. বাজি চুক্তি কী?

 

উত্তর : বাজি চুক্তি হচ্ছে একাধিকপক্ষের মধ্যে এমন এক সম্মতি সেখানে সম্মতির বিষয়বস্তুতে পক্ষসমূহের কোনো সঙ্গত স্বার্থ জড়িত থাকে এবং যে সম্মতি আইনে বলবৎযোগ্য নয় ।

 

৪৬. ক্ষতি পূরণের নীতি কী?

 

rsbeducation.com

 

৪৭. চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতি কী?

 

উত্তর : বিমা চুক্তি সংশ্লিষ্ট উভয় পক্ষ একে অপরের প্রতি বিশ্বস্ত থাকবে এবং আবশ্যকীয় সকল তথ্য একে অন্যকে দিবে এই নীতিকেই বিমার ক্ষেত্রে সঘিশ্বাসের নীতি বলে।

 

৪৮. পণ্য বিমা কী?

 

উত্তর: যে বিমা শুধুমাত্র জাহাজিস্থ পণ্যের জন্য করা হয় তাকে পণ্য বিমা বলে।

 

৪৯. জাহাজ বিমা কী?

 

উত্তর: নৌ-বিপদের কারণে জাহাজের সম্পূর্ণ বা আংশিক ক্ষতি আর্থিকভাবে মোকাবেলার জন্য যে বিমা করা হয় তাকে জাহাজ বিমা বলে ।

 

 

৫০.

 

৫১. চৌর্য বিমা কী?

 

উত্তর : মানুষের ব্যবসায়িক অস্থাবর সম্পত্তি বা বসতবাড়ির অবস্থাবর সম্পত্তির ক্ষেত্রে চুরি, সিঁধেল চুরি (Burglary), জোরপূর্বক পরস্বাপহরণ ইত্যাদি ঝুঁকি মোকাবিলা করার জন্য যে বিমা করা হয় তাকে চৌর্য বিমা বা চুরি বিমা বলে ।

 

৫২. প্রাকৃতিক বিপদ কী?

 

উত্তর : সমুদ্র পথে প্রাকৃতিক বা নৈসর্গিক কারণে সংঘটিত বিপর্যয় বা দুর্ঘটনাসমূহকে প্রাকৃতিক বিপদ বলা হয়।

 

৫৩. বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) কী?

 

উত্তর : বিমার সর্বোচ্চ কর্তৃপক্ষ হলো বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA)।

 

৫৪. নীট প্রিমিয়াম কী?

 

উত্তর : একজন বিমাগ্রহীতার নিকট থেকে যেই পরিমাণ প্রিমিয়াম আদায় করলে বা প্রিমিয়াম ধার্য করলে বিমানাবি পূরণের পর বিমা প্রতিষ্ঠানের নিজস্ব খরচ মিটানোর মতো কোনো অর্থ থাকে না তাকে নীট প্রিমিয়াম বলে।

 

৫৫. গবাদিপশু বিমা কি?

 

উত্তর : গৃহপালিত পশু যেমন- গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদির বিভিন্ন রকম ঝুঁকির বিরুদ্ধে যে বিমাপত্র গ্রহণ করা হয় তাকে গবাদিপশু বিমা বলে।

 

৫৬. ঝুঁকি ব্যবস্থাপনা কী?

 

উত্তর : ঝুঁকি ব্যবস্থাপনা হলো ঐসব নির্বাহী কর্মানুষ্ঠানের সমষ্টি যা বিমাযোগ্য ঝুঁকিসমূহ নির্ধারণ এবং তাদেরকে মোকাবিলা করার উত্তম পন্থাসমূহকে নিয়ে কাজ করে ।

 

৫৬. ভাড়া বা মাশুল বিমা কী?

 

উত্তর : জাহাজে পরিবাহিত পণ্য বিনষ্ট হলে পণ্য মালিকের নিকট হতে ভাড়া বা মাশুল আদায় করা যায় না। এতে পরিবহন কোম্পানি বা জাহাজ মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে জাহাজ কোম্পানিকে রক্ষার জন্য যে বিমা ব্যবস্থা প্রদান করা হয়েছে তাকে মাশুল বিমা বলে ।

 

৫৭. নৈতিক ঝুঁকি/বিপদ বলতে কী বুঝায়?

 

উত্তর : যেসব বিপদ-বিপত্তি মানুষের স্বভাব, আচরণ, কার্যকলাপ এবং মানসিক প্রবণতা দিয়ে নিয়ন্ত্রিত, তাকে নৈতিক ঝুঁকি বলে ।

 

৫৮. পরিহারযোগ্য ঝুঁকি কী?

 

উত্তর : এমন কিছু কারণে ঝুঁকির সৃষ্টি হতে পারে, যেসব কারণকে নিয়ন্ত্রণের মাধ্যমে সে ঝুঁকি পরিহার করা যায় তদ্রুপ ঝুঁকিকে পরিহারযোগ্য ঝুঁকি বলা হয় ।

 

Management Accounting Suggestions, Hons 3rd Year Exam 2021, Management Department

 

rsbeducation.com

 

পূর্ণ রূপ লিখ:

 

MOU – Memorandum of Understanding.

 

CRAB – Credit Rating Agency of Bangladesh.

 

ALICO – American Life Insurance Company Ltd.

 

ACII – Associate of Chartered Insurance Institute (London).

 

BIA – Bangladesh Insurance Academy

 

IDRA – iynsurance Development and Regulatory Authority

 

খ বিভাগ

 

১. বীমা চুক্তিতে ক্ষতিপূরণের নীতিটি ব্যাখ্যা কর।

 

Taxation in Bangladesh suggestion, Hons 3rd year exam-2021/বাংলাদেশের করবিধি সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

 

২. সমর্পণ মূল্য নিরূপণের ভিত্তি সমূহ আলোচনা কর।

 

৩. মূল্যায়িত ও অমূল্যায়িত বীমা পত্রের মধ্যে পার্থক্য দেখাও।

 

৪. “বিমাযোগ্য স্বার্থ বলতে কি বুঝ?” ব্যাখ্যা কর।

 

৫. অগ্নি বীমা পত্রের স্বত্ব নিয়োগ বলতে কি বুঝায়?

 

rsbeducation.com

 

৬. বিমা ও নিশ্চয়তার মধ্যে পার্থক্য দেখাও।

 

৭. নিট প্রিমিয়াম ও মোট প্রিমিয়াম এর মধ্যে পার্থক্য কী?

 

rsbeducation.com

 

৮. বীমা চুক্তি ও বাজি চুক্তির মধ্যে পার্থক্য কী কী?

 

৯. জীবন বীমা ও সাধারণ বীমার মধ্যে পার্থক্য দেখাও।

 

rsbeducation.com

 

১০. ঝুঁকি সৃষ্টিকারী উপাদান গুলো বর্ণনা কর।

 

১১. পুর্ণবিমার সুবিধা ও অসুবিধা উল্লেখ কর।

 

 

১২. একজন কারখানার মালিক হিসেবে কোন কোন ঝুঁকির জন্য তুমি বীমা গ্রহণ করবে?

 

rsbeducation.com

 

 

১৩. সামুদ্রিক ক্ষতির প্রকারভেদ বর্ণনা কর।

 

 

১৪. সম্পত্তি দুর্ঘটনা বীমার প্রকারভেদ আলোচনা।

 

 

১৫. বীমা চুক্তির অপরিহার্য উপাদান গুলো লিখ/বীমা চুক্তির আইনগত উপাদানসমূহ লিখ।

 

 

১৬. জীবন বীমা চুক্তির অত্যাবশ্যকীয় উপাদান কী কী?

 

rsbeducation.com

 

১৭. পুনঃবিমা ও দ্বৈত বিমার মধ্যে পার্থক্য লিখ।

 

১৮. মৃত্যুহারপঞ্জির গুরুত্ব আলোচনা কর।

 

১৯. বীমা কিভাবে ঝুঁকি মোকাবিলা করে?

 

rsbeducation.com

 

 

২০. অগ্নি অপচয়ের পরোক্ষ কারণসমূহ কি কি?

 

 

২১. নৌ বীমার ক্ষেত্রে সাধারণত কি কি ঝুঁকি অন্তর্ভুক্ত হয়?

 

 

rsbeducation.com

 

২২. মৃত্যুহারপঞ্জির উপাদান গুলো আলোচনা কর।

 

rsbeducation.com

 

 

২৩. রপ্তানি ঋণের ক্ষেত্রে বিদ্যমান ঝুকি সমূহ উল্লেখ কর।

 

 

২৪. ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকি মধ্যে পার্থক্য দেখাও।

 

rsbeducation.com

 

২৫.”জীবন বীমা একাধারে বিনিয়োগ ও নিরাপত্তার উপায়” ব্যাখ্যা কর।

 

২৬. নৌ বীমা চুক্তি ক্ষতিপূরণের চুক্তি ব্যাখ্যা কর।

 

২৭. নৌ-বিমার গুরুত্ব আলোচনা কর।

 

২৮. সামগ্রিক ক্ষতি ও আংশিক ক্ষতি মধ্যে পার্থক্য লেখ।

 

২৯. নৌ বিমার অব্যক্ত শর্তাবলী বর্ণনা কর।

 

৩০. ঝুঁকি নিরূপণ করার উপায় বর্ণনা কর।

 

৩১. “বিমা চুক্তি পরম বিশ্বাসের চুক্তি” ব্যাখ্যা কর।

 

৩২.

 

গ বিভাগ

 

 

১. বীমা চুক্তির সংজ্ঞা দাও। বীমার গুরুত্ব আলোচনা কর/আর্থ সামাজিক উন্নয়নে বিমার গুরুত্ব আলোচনা কর/বিমা একাধারে বিনিয়োগ ও নিরাপত্তার উপায় আলোচনা কর/বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিমার ভূমিকা আলোচনা কর। বীমা হল ঝুঁকি বন্টনের ব্যবস্থা ব্যাখ্যা কর। বীমার শ্রেণিবিভাগ আলোচনা কর। ৯৯%

 

rsbeducation.com

 

২. জীবন বীমা বলতে কি বুঝায়? জীবন বীমার দাবি আদায়ের পদ্ধতি আলোচনা কর। জীবন বীমায় বীমাযোগ্য স্বার্থের গুরুত্ব আলোচনা কর। বাংলাদেশের জীবন বীমা ব্যবসায়ের ব্যবস্থাপনার সমস্যাগুলো লেখ। জীবন বীমার প্রিমিয়ামের হার নির্ধারণে বিবেচ্য বিষয় সমূহ আলোচনা কর। ৯৯%

 

rsbeducation.com

 

৩. নৌ বীমার সংজ্ঞা দাও । নৌ বিমার শ্রেণিবিভাগ আলোচনা কর। নৌ বীমা চুক্তির আওতা ব্যাখ্যা কর। বউ বীমা চুক্তির অপরিহার্য উপাদান সমূহ কী? নৌ বিমা দাবি আদায়ের কাগজপত্র প্রয়োজন বর্ণনা কর। আন্তর্জাতিক বাণিজ্যে নৌ-বীমার গুরুত্ব লিখ।৯৯%

 

rsbeducation.com

 

৪. অগ্নিবীমার সংজ্ঞা দাও। কি কি কারণে অগ্নিজনিত ক্ষতির উদ্ভব হয়? বিস্তারিত লিখ। বিভিন্ন ধরনের অগ্নি বীমা পত্র সম্পর্কে আলোচনা কর।৯৯%

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে

 

৫. শস্য বীমা বলতে কি বুঝ? শস্য বিমার গুরুত্ব আলোচনা কর।৯৯%

 

৬. ব্যক্তিগত বীমা কাকে বলে?  গোষ্ঠি বীমার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। গোষ্ঠী বিমার গুরুত্ব আলোচনা কর।৯৫%

 

rsbeducation.com

 

৭. বাংলাদেশের বিমা ব্যবসায়ের প্রবৃদ্ধি ও উন্নয়নের ইতিহাস আলোচনা কর। বীমা ব্যবসায় বেসরকারিকরণের সুফল বর্ণনা করো। বাংলাদেশে বিমা ব্যবসায়ের সমস্যার কারণ বর্ণনা কর/বাংলাদেশের বীমা ব্যবসার সমস্যা ও তার সমাধান আলোচনা কর। বাংলাদেশের বিমা শিল্পের বর্তমান অবস্থা বর্ণনা কর। ৯৯%

 

 

৮. অগ্নিবীমার তাৎপর্য/গুরুত্ব উল্লেখ কর। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্নিবীমার ভূমিকা ও গুরুত্ব আলোচনা কর। ৯০%

 

 

rsbeducation.com

 

৯. রপ্তানি ঋণ বীমার ক্ষেত্রে দাবির পরিমাণ নির্ধারণের পদ্ধতি বর্ণনা কর।৯০%

 

১০. দুর্ঘটনা বীমার সংজ্ঞা দাও। দুর্ঘটনা বিমায় অনুসৃত নীতিমালা সমূহ আলোচনা কর।৯৫%

 

rsbeducation.com

 

১১. অগ্নিবীমার প্রাকৃতিক ও নৈতিক বিপদসমূহ আলোচনা কর। অগ্নিবীময় অগ্নিকাণ্ডের কোন কারণটি অধিক গুরুত্বপূর্ণ এবং কেন?অগ্নি বিমা নৈতিক ঝুঁকি কি? অগ্নি অপচয়ের কারণ বর্ণনা কর। ৯৯%

 

rsbeducation.com

 

১২. ঝুঁকি ব্যবস্থাপনা কাকে বলে? ঝুঁকি ব্যবস্থাপনার উদ্দেশ্য বর্ণনা কর। ঝুঁকি ব্যবস্থাপনার কার্যাবলী/কার্যক্রম আলোচনা কর। ঝুঁকি মোকাবেলা বা পরিচালনার উপায়/কৌশল আলোচনা কর।৯০%

 

১৩. বিভিন্ন অধ্যায়ের অংকগুলো অনুশীলন করতে হবে।

 

খ বিভাগের প্রশ্ন গ বিভাগে এবং গ বিভাগের প্রশ্ন খ বিভাগে আসতে পারে।

 

বি:দ্র: নিজের সাজেশন নিজে করাই উত্তম। আমার সাজেশন ১০০% কমনের নিশ্চয়তা নেই। ধন্যবাদ