২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা (Insurance and Risk Management) প্রশ্ন
২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়
নতুন সিলেবাস অনুযায়ী বিষয় কোড: 232609
(বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা) সময়- ৪ ঘণ্টা
[দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক বিভাগ
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)
মান—১x১০=১০
১। (ক) ঝুঁকি কী?
উত্তর: আর্থিকভাবে নিরূপণযোগ্য ক্ষতির সম্ভাবনাকেই ঝুঁকি বলে।
(খ) প্রিমিয়াম কী?
উত্তর: বিমার ক্ষেত্রে অন্যের ঝুঁকি নিজের কাঁধে নেয়ার বিনিময় মূল্য হল প্রিমিয়াম।
(গ) সমর্পণ মূল্য কী?
উত্তর: কোন মেয়াদি বা আজীবন বিমা পত্র গ্রহীতা উক্ত বিমা পত্র চালিয়ে যেতে অসমর্থ হলে বিমা কোম্পানির নিকট তার সমর্পণ করতে পারে। এক্ষেত্রে বিমা কোম্পানি যে মূল্য ফেরত দেয় তাকে সমর্পণ মূল্য বলে।
(ঘ) গোষ্ঠী বিমা কী?
উত্তর : একটা বিমাপত্রের অধীনে একই প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সবার জীবন বিমা করা হলে তাকে গোষ্ঠী বিমা বলে ।
(ঙ) অন্তর্বর্তী বোনাস কী?
উত্তর : জীবন বিমা কোম্পানি নিজস্ব অভিজ্ঞতা ও ব্যবসায়ের অবস্থার ওপর নির্ভর করে যদি দায় মূল্যায়নের পূর্বেই সম্ভাব্য উদ্বৃত্ত ও বোনাস ধরে নিয়ে কোনো বোনাস ঘোষণা করে তবে তাকে অন্তবর্তী বোনাস বলে।
(চ) সামুদ্রিক ক্ষতি কী?
উত্তর: সামুদ্রিক জাহাজ বা নৌ-যান সমুদ্রপথে মালামাল নিয়ে চলাচলের সময় প্রাকৃতিক বা অপ্রাকৃতিক বিপদের কারণে যে ক্ষতির সম্মুখীন হয় তাকেই সামুদ্রিক ক্ষতি বলে।
(ছ) ভাসমান বিমাপত্র কী?
উত্তর : একই মালিক বা প্রতিষ্ঠানের একাধিক জাহাজ নির্দিষ্ট সময়ের জন্য একই বিমাপত্রের আওতায় বিমা করা হলে তাকে ভাসমান বিমাপত্র বলে ।
(জ) গড়পড়তা বিমাপত্র কী?
উত্তর : যে বিমাপত্রের বেলায় ক্ষতির উদ্ভব হলে বিমাপত্রে উল্লিখিত পরিমাণ বিমাদাবি পরিশোধ না করে গড়পড়তা হারে তা নির্ণয় করা হয় তাকে গড়পড়তা বিমাপত্র বলে ।
(ঝ) ব্যক্তিগত দুর্ঘটনা বিমা কী?
উত্তর : কোনো দুর্ঘটনায় বা রোগব্যাধিতে বিমাগ্রহীতা বা বিমাকৃত ব্যক্তি মারা গেলে বা উপার্জনক্ষম সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতির ভিত্তিতে বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে যে বিমাচুক্তি সম্পাদিত হয় তাকে ব্যক্তিগত দুর্ঘটনা বিমা বলে ।
২০২১ সালের অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের কার্য ব্যবস্থাপনা (Operation Management ) প্রশ্ন
(ঞ) বার্ষিক বৃত্তি কী?
উত্তর: একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটি নির্দিষ্ট সময় অন্তর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান বা প্রাপ্তিকে বার্ষিক বৃত্তি বলে।
(ট) চার্টার পার্টি কী?
উত্তর: মালামাল বহনের জন্য পুরো জাহাজ বা জাহাজের অংশ বিশেষ ভাড়ার জন্য জাহাজ কোম্পানির সাথে যে লিখিত চুক্তি করা হয় তাকে চার্টার পার্টি বলে ।
Management Accounting question, Hons 3rd Year Exam 2021, Management Department
(ঠ) বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জীবন বিমা প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: জীবন বিমা কর্পোরেশন।
খ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান—৪x৫ = ২०
২। বিমা চুক্তির বৈশিষ্ট্যসমূহ কী?
৩। ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য দেখাও।
৪। জীবন বিমা চুক্তির ব্যবসায় সংক্রান্ত উপাদানসমূহ আলোচনা কর ।
৫। জাহাজ বিমা ও পণ্য বিমার মধ্যে পার্থক্য কী?
৬। অগ্নিবিমায় গড়পড়তা বিমাপত্র উত্তম কেন?
৭ । যৌথ বিমা ও গোষ্ঠী বিমার মধ্যে পার্থক্য নির্দেশ কর।
৮। বিষাযোগ্য ঝুঁকির অপরিহার্য বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
৯। বিমাকারী কোম্পানি নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ উল্লেখ কর।
গ বিভাগ
( যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ।)
মান—৪×৫=২০
১০। বিমা ব্যবসায় সংশ্লিষ্ট মূলনীতিসমূহ বর্ণনা কর।
১১। (ক) জীবন বিমার কোন কোন ক্ষেত্রে বিমাযোগ্যস্বার্থ প্রমাণের প্রয়োজন হয় না?
(চ) জীবন বিনা চুক্তি সম্পাদন প্রক্রিয়ার পদক্ষেপসমূহ আলোচনা কর।
১২। ক) নৌ-বিমা চুক্তির শর্তাবলি লেখ।
খ) বিমাযোগ্য নৌ-বিপদসমূহ বর্ণনা কর।
১৩। অগ্নি বিমায় ক্ষতিপূরণ দাবি ও মীমাংসা পদ্ধতি বর্ণনা কর।
১৪। দুর্ঘটনা বিমার প্রকারভেদ আলোচনা কর।
১৫। ক) কেন ঝুঁকি পরিমাপ করা হয়?
খ) ঝুঁকি ব্যবস্থাপনার পদক্ষেপসমূহ বর্ণনা কর।
১৬। (ক) বাংলাদেশের বিমা ব্যবসায়ের সম্ভাবনা উল্লেখ কর।
(ধ) ২,০০,০০০ টাকা বই মূল্যের একটি গুদামঘর গড়পড়তা বিমাপত্রের অধীনে বিমা কোমরপানিতে ১,৫০,০০০ টাকা মূল্যের বিমা করা হয়। গুদামটি আগুনে আংশিক বিনষ্ট হয়। এতে ক্ষতি হয় ১,০০,০০০ টাকা। ক্ষতির পর গুদাম ঘরের বাজার মূল্য নির্ধারিত হয় ১,৮০,০০০ টাকা। এ ক্ষেত্রে বিমাদাবি হিসেবে কত পাওয়া যাবে?
১৭. ইংরেজি অংশ দ্রষ্টব্য।
Business Statistics question, Hons 3rd Year Exam-2021