২০২১ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সমাজবিজ্ঞান পরিচিতি (Introduction Sociology) প্রশ্ন

২০২১ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সমাজবিজ্ঞান পরিচিতি (Introduction Sociology) প্রশ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়

বিএসএস (অনার্স) প্রথম বর্ষ পরীক্ষা- ২০২১

 

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

 

বিষয় কোড: ২১১৯০৯

 

বিষয়: সমাজবিজ্ঞান পরিচিতি

 

সময়: ৪ ঘন্টা                                      পূর্ণ মান: ৮০

 

[দ্রষ্টব্য: একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

 

ক বিভাগ

 

১। নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও: ১ × ১০ = ১০

ক) ‘The Positive Philosophy’ গ্রন্থটি কার লেখা?

 

উত্তর : ‘The Positive Philosophy’ গ্রন্থটি Auguste Comte লেখা।

 

খ) সামাজিক বিবর্তনবাদের প্রবক্তা কে?

 

উত্তর : হার্বার্ট স্পেন্সার।

 

গ) “আমরা মানুষ হিসাবে কি, সে হলো আমাদের সংস্কৃতি”—উক্তিটি কার?

উত্তর :  R. M. MacIver.

 

ঘ) একটি অবস্তুগত সংস্কৃতির উদাহরণ দাও।

 

উত্তর : সাহিত্য একটি অবস্তুগত সংস্কৃতির উদাহরণ ।

 

(ঙ) অণু পরিবার কী?

 

উত্তর : স্বামী-স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান-সন্ততি নিয়ে গঠিত পরিবারকে অণু পরিবার বলে ।

 

(চ) মেগাসিটি কাকে বলে?

 

উত্তর : কোনো মেট্রোপলিটন এলাকার জনসংখ্যা ১ কোটি বা তার বেশি হলে উক্ত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি হিসেবে অভিহিত করা যায়।

 

ছ) জেন্ডার বৈষম্য কী?

 

উত্তর : জেন্ডার বা লিঙ্গের কারণে নারী-পুরুষের মাঝে বিদ্যমান বৈষম্যকেই লিঙ্গভিত্তিক বৈষম্য বলা হয়।

 

জ) দুর্যোগ ব্যবস্থাপনার ধাপ কয়টি?

 

উত্তর : দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় তিনটি যথা- দুর্যোগপূর্ব প্রস্ততি, দুর্যোগকালীন প্রস্তুতি এবং দুর্যোগ পরবর্তী প্রস্তুতি ।

 

(ঝ) মার্কসের মতে, সমাজ বিকাশের সর্বশেষ স্তর কোনটি?

 

উত্তর : মার্কসের মতে, সমাজ বিকাশের সর্বশেষ স্তর হলো- সমাজতান্ত্রিক সমাজ।

 

ঞ) আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালন করা হয়।

 

উত্তর : ৮ই মার্চ

 

ট) সাইবার অপরাধ কী?

 

উত্তর : তথ্যপ্রযুক্তি ও কৌশলকে কাজে লাগিয়ে যে অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয় তাই সাইবার অপরাধ।

 

ঠ) AIDS-এর পূর্ণরূপ লেখ।

 

উত্তর : AIDS-এর পূর্ণনাম হলো- Acquired Immuno Deficiency Syndrome.

 

খ-বিভাগ

 

যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও:

মান — ৪ × ৫ = ২০

 

২। সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও।

 

৩। দৃষ্টবাদ কী?

 

৪ । সংক্ষেপে সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য লেখ।

 

৫। নগরায়ন কাকে বলে?

 

 

৬। নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝায়?

 

৭। জলবায়ু পরিবর্তন কী?

 

৮। AIDS রোগের লক্ষণগুলো কী কী?

 

৯। অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য লেখ।

 

গ-বিভাগ

 

(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান—১০ × ৫ = ৫০

 

১০। সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা কর ।

 

১১। অগবার্ন প্রদত্ত সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বটি পর্যালোচনা কর।

 

১২। বাংলাদেশের নগরায়ন প্রক্রিয়া ব্যাখ্যা কর।

 

২০২১ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের প্রশ্ন

 

১৩। বাংলাদেশের লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রসমূহ আলোচনা কর ।

 

১৪। সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধির কারণ বিশ্লেষণ কর ।

 

১৫। সামাজিক অসমতার উপাদানসমূহ আলোচনা কর।

 

১৬। অপরাধ সম্পর্কিত সাদারলান্ডের তত্ত্বটি মূল্যায়ন কর।

২০২১ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের লোক প্রশাসন পরিচিতি (Introduction to Public Administration) প্রশ্ন

১৭। স্বাস্থ্যের উপর পরিবেশ ও আচরণের বিরূপ প্রভাব আলোচনা কর।