শিল্পোদ্যোগ (Entrepreneurship) সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২১, হিসাববিজ্ঞান বিভাগ

Entrepreneurship Suggestion

Honors 3rd Year Examination 2021

 Accounting Department

ক বিভাগ

১।  পাইলট প্রকল্প কাকে বলে?

উত্তর : গবেষণাধর্মী প্রকল্পে যা উদ্ভাবন করা হয় অনেক সময় দেখা যায় তার সবটুকু ব্যবহার উপযোগী হয় না। গবেষণার মাধ্যমে উদ্ভাবিত বস্তুটি কতটুকু ব্যবহার উপযোগী তা সারণি প্রকল্পের মাধ্যমে পরীক্ষা করে দেখা হয়। এটাই পাইলট প্রকল্প।

২। ফ্রাঞ্চাইজ কী?

উত্তর : কোনো নির্দিষ্ট এলাকায় কোনো উৎপাদনকারী কর্তৃক অন্য কোনো বাসায়ীকে নির্দিষ্ট কমিশনের বিনিময়ে উক্ত উৎপাদনকারীর পণ্য উৎপাদন ও সরবরাহের অনুমতি প্রদানের ব্যবস্থাকে ফ্রাঞ্চাইজ বলে।

৩। স্বতঃস্ফূর্ত অর্থায়ন কী?

উত্তর : ঋণদাতা এবং ঋগ গ্রহীতা দুজন ব্যক্তিই স্বোচ্ছায় যে অর্থ আদান প্রদান করে তাকে স্বতঃস্ফুর্ত অর্থায়ন বলে।

৪। ফাউন্ডেশন কী?

উত্তর : ফাউন্ডেশন হলো অলাভজনক কোন কর্পোরেশন বা দাতব্য সংস্থা যার উদ্দেশ্য বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম বা অন্যান্য জনকল্যাণমূলক কাজে অর্থ বরাদ্দ দিয়ে সহযোগিতা করা।

Financial Management suggestions, Hons 3rd Year Exam 2021, Accounting Department

৫।  জি এস পি (GSP) সুবিধা কী?

উত্তর : উন্নয়নশীল দেশ কর্তৃক উন্নত দেশে পণ্যদ্রব্য রপ্তানি করার ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রাপ্তিকে জিএসপি বলা হয়।

৬। মেধাস্বত্ব বলতে কী বোঝায়?

উত্তর : মেধাস্বত্ব হলো কোনো একটি বিশেষ ধারণার প্রকাশ বা তথ্য ব্যবহারের নিয়ন্ত্রণকারী বিশেষ কিছু অধিকারে সমষ্টি। শাব্দিক অর্থে মেধাস্বত্ব বলতে কোনো মৌলিক সৃষ্টির অনুলিপি তৈরির অধিকারকে বোঝায়।

৭। সমতা তত্ত্বের মূলকথা কী?

উত্তর : সমতা তত্ত্বের মূল কথা হলো কর্মক্ষেত্রে কর্মীর অবদান এবং প্রাপ্ত পারিশ্রমিক বা পুরস্কারের মধ্যে সমতা বজায় রাখা।

৮। PEST Analysis বলতে কী বোঝায়?

উত্তর : যে প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং প্রযুক্তিগত বিষয় বিশ্লেষণ করা হয় তাকে PEST বিশ্লেষণ বলে।

৯। VAT (মূল্য সংযোজন কর) কী?

উত্তর : উৎপাদিত পণ্য বা সেবার মূল্য সংযোজনের উপর যে কর ধার্য করা হয় তাকে মূল্য সংযোজন কর বা ভ্যাট বলে।

১০।  BEPZA এর পূর্ণরূপ লিখ।

উত্তর : Bangladesh Export Processing Zones Authority.

Banking and Insurance: Theories, Laws and Accounts suggestion, Hons 3rd year exam-2021/ব্যাংকিং ও বিমা: তত্ত্ব, আইন এবং হিসাব সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

১১। টার্নওভার ট্যাক্স কী?

উত্তর : যে সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় ৪০ লাখ টাকার কম সে সব ব্যক্তি বা প্রতিষ্ঠান ১৫% হারে মূল্য সংযোজন করের পরিবর্তে ৪% হারে যে কর প্রদান করে তাকে টার্নওভার কর বলে।

১২। সম্পূরক কর কী?

উত্তর: বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে নির্ধারিত হারে ভ্যাট ছাড়া ও অতিরিক্ত যে কর প্রদান করা হয় তাকে সম্পুরক (Supplementary Duty) বলে ।

অথবা,

যে বিলাস সামগ্রী অত্যাবশ্যকীয় নয় এবং নেভিতে এমন সব ও নিয়ন্ত্রণ করার জন্য ঐ সকল পণ্যের উপর মূল্য সংযোজন করের অতিরিক্ত যে কর আরোপ করা হয় তাকে সম্পূরক কর বলে।

১৩। শিল্পোদ্যোক্তা কে?

উ: শিল্প উদ্যোক্তা হলেন এমন একজন ব্যক্তি যিনি কোন বাসায় গঠন, ঝুঁকি বা করেন

১৪। মূল্যবোধ তত্ত্ব কী?

উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে যে সকল চিন্তা চেতনা, ধ্যান-ধারণা বিশ্বাসের দ্বারা কোন মানুষ অন্যকোন মানুষ, সমাজ বা দল সম্পর্কে মূল্যায়ন করতে নিয়ে তাকে মূল্যবোধ তত্ত্ব বলা হয়। ।

১৫। ব্যবসায় পরিবেশ কাকে বলে?

উত্তর : ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ প্রাকৃতিক ও মানবীয় পরিবেশের যেসব উপাদানসমূহ দ্বারা প্রভাবিত হয়ে কার্যক্রম পরিচালনার মাধ্যমে নিজের জন্য মুনাফা অর্জন ভোক্তাদের সন্তুষ্টি অর্জন ও সমাজের প্রতি দায়িত্ব পালনের চেষ্টা চালায় তাকে ব্যবসায় পরিবেশ বলে।

অথবা,

যেসব ভৌগোলিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা যা ব্যবসায় বাণিজ্যের উন্নয়নে প্রভাব বিস্তার করে তাকে ব্যবসায় পরিবেশ বলে ।

১৬। ব্যবসায় পরিকল্পনা কী?

উত্তর: বসায় পরিকল্পনা হচ্ছে একটি রোড ম্যাপ যার মাধ্যমে কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সর্বোৎকৃষ্ট ফলাফল পাওয় যাবে সে বিষয়ে উদ্যোক্তাকে পথ নির্দেশ করে।

১৭। ঋণপত্র কী?

উত্তর : যে পত্রের মাধ্যমে প্রতিষ্ঠান নির্দিষ্ট সুদের বিনিময় ঋণ গ্রহণ করে তখন তাকে ঋণপত্র বলে। এই ঋণ জামানতযুক্ত এবং জামানতবিহীন উত্তর প্রকারেরই হতে পারে।

১৮। প্রকল্প কী?

উত্তর : পণ্য বা সেবা উৎপাদনের উদ্দেশ্যে মূলধন বিনিয়োগের প্রস্তাবকেই প্রকল্প বলে ।

১৯। শিল্পোদ্যোগ উন্নয়ন চক্র কী।

উত্তর : দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পোদ্যোগের বিকাশ ও প্রবৃদ্ধির লক্ষ্যে শিল্প স্থাপনের প্রাথমিক পর্যায় থেকে ইজতি পর্যায় পর্যন্ত সম্ভাব্য উদ্যোক্তার অনুপ্রানিত করা এবং তাদেরই উদ্যোনে সফল করে তোলার জন্য সমর্থনমূলক ও সংরক্ষণমূলক সাহায্য ও সহায়তার সমন্বিত রূপ।

২০। উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কী?

উত্তর : উদ্দেশ্যমূলক কর্মকাণ্ড যা মূলত অর্থনৈতিক পণ্য বা সেবা উৎপাদন বা কণ্টন দ্বারা মুনাফা অর্জনের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করে সুষ্ঠু ও সুন্দরভাবে কার্যক্রম সম্পাদন করায় কলাকৌশল সম্পর্কে নিয়োজিত ব্যক্তিকে অবহিত করাকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ বলে। .

২১। ট্রেড লাইসেন্স কী?

উত্তর : স্থানীয় সরকার যেমন- উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত ব্যবসায় করার অনুমতিকে ট্রেড লাইসেন্স বলে।

২২। মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম কী?

উত্তর : দারিদ্র বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন ও উন্নয়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান যে ঋণ প্রদান করে তাকে মাইক্রো ক্রেডিট বলে।

২৩। SME কী?

উত্তর : SME বা এস এমই বলতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বুঝায় যার পূর্ণরূপ হচ্ছে Small Medium Enterprise,

২৪।  X-টাইপ প্রকল্প কী?

উত্তর : লাভজনক এবং রাজস্ব অর্জনকারী প্রকল্পকে এক্স টাইপ প্রকল্প বলে।

২৫। সৃজনশীলতা কী?

উত্তর : গঠনমূলক মানসিক প্রক্রিয়ার মাধ্যমে বিক্ষিপ্ত ধারণার বিকাশ ঘটিয়ে একটি নতুন বা অভিনব ধারণা সৃষ্টি ও প্রকাশ করাকেই সৃজনশীলতা বলে।

২৬। কৃতিত্বার্জনের চাহিদা কী?

উত্তর : স্বীয় কর্মের দ্বারা মানুষের সুখ-শান্তি, সুনাম-সুখ্যাতি, স্বীকৃতি, আত্মসম্মান ও আত্মমর্যাদার অধিকারী হতে চাওয়ার চাহিদাকেই কৃতিত্বার্জনের চাহিদা বলে।

২৭। কেস স্টাডি কী?

উত্তর:  কেস হচ্ছে একটি ঘটনা, অবস্থা বা সমস্যার বর্ণনা বিশেষ। এটি এমন একটি বাস্তব অবস্থা যা কল্পিত নয় এবং তা কাউকে না কাউকে মোকাবিলা করা হয়েছে।

২৮। আর্থিক বিবরণী কী?

উত্তর : একটি নির্দিষ্ট সময়ে অথবা নির্দিষ্ট তারিখে কারবারের মোট সম্পদ, দায়-দেনা ও কারবারের সার্বিক অবস্থা প্রকাশে জন্য যে বিবরণীসমূহ প্রস্তুত করা হয় তাকে আর্থিক বিবরণী বলে।

২৯। ক্ষুদ্র ব্যবসায় অর্থায়ন কী?

উত্তর : ক্ষুদ্র ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহ ও সংরক্ষণ প্রাতিষ্ঠানিক আর্থিক প্রয়োজন মেটানোর মাধ্যমে ব্যবসায়ের সামগ্রিক উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়াকে ক্ষুদ্র ব্যবসায় অর্থায়ন বলে।

৩০। PERT, CPM, GSP এর পূর্ণরূপ কী?

উত্তর : PERT – Program Evaluation and Review Technique.

CPM = Critical Path Method.

GSP = General Preference System

PEST = Political, Economical, Socio-Cultural, Technological

TIN = Taxpayer’s Identification Number.

৩১।  নারী শিল্পোদ্যোক্তা কে?

উত্তর : একজন বা একদল নারী কর্তৃক ব্যবসায় প্রতিষ্ঠান গঠন ও পরিচালনাকে নারী উদ্যোক্তা বলে।

৩২। বাণিজ্যিক ঋণ কী?

উত্তর : ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠান বাকিতে পণ্য বা কাঁচামাল ক্রয়ের মাধ্যমে সাময়িক যে অর্থায়ন করে তাকে ব্যবসায় ঋণ বলে। এটি অর্থায়নের সবচেয়ে সহজ উৎস হিসেবে বিবেচিত।

৩৩। চলতি মূলধন কী?

উত্তর : দৈনন্দিন কার্য পরিচালনার জন্য যে অর্থ বিনিয়োগ করা হয় তাকে চলতি বা কার্যকরী মূলধন বলে।

৩৪। শিল্প নীতি কী?

উত্তর : কোন দেশের শিল্পখাতের সংস্কার উন্নয়ন তথা শিল্প ব্যবস্থাপনা সংক্রান্ত সরকারি নীতিমালাকে শিল্পনীতি বলে।

৩৫। সবিরাম উৎপাদন প্রক্রিয়া কী?

উত্তর : যে প্রক্রিয়ায় কাঁচামাল একই লাইনে প্রক্রিয়াজাতকরণ করা হয় না একই প্রক্রিয়ার মাঝে মাঝে বিরতি দিয়ে উৎপাদন কার্য পরিচালনা করা হয় তাকে সবিরাম উৎপাদন প্রক্রিয়া বলে।

৩৬। প্রত্যয় পত্র কী?

উত্তর : যে দলিলের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে তার পাওনা পরিশোধের বা পণ্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করে তাকে প্রত্যয়পত্র বলে।

৩৭। ব্রেক ইভেন মূল্য নির্ধারণ কী?

উত্তর : ব্রেক ইভেন মূলা নির্ধারণ বা লক্ষ্য নির্দিষ্ট মুনাফা ভিত্তিক মূল্য নির্ধারণ হলো বিনিয়োগকৃত মূল্যের উপর একটি নির্দিষ্ট পরিমাণ মূল্য নির্ধারণ।

৩৮। সুযোগ সন্ধানী উদ্যোক্তা কে?

উত্তর: যে সকল উদ্যোক্তা বাজারে বিদ্যমান সুযোগের সদ্ব্যবহারের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের প্রচেষ্টা চালান তাকে সুযোগ সন্ধানী উদ্যোক্তা বলে।

৩৯। রুটিং বা গতিপথ কী?

উত্তর : উৎপাদন কার্য প্রবাহসমূহের গতিপথ নির্ধারণ করে উৎপাদনের পর্যায়ক্রম স্থির করাকে রুটিং বা গতিপথ নির্ধারণ বলে ।

৪০। কপিরাইট কাকে বলে?

উত্তর: লেখক বা শিল্পী বা প্রকৌশলী তার সৃষ্ট কার্যের উপর যে স্থায়ী মালিকানাস্বত্ব লাভ করে তাই কপিরাইট।

৪১। TIN কী?

 উত্তর : জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক করদাতাদের যে ইউনিক পরিচিতি নম্বর প্রদান করা হয় তাকে টি আই এন নম্বর বলে।

৪২। ক্ষুদ্র ব্যবসায় কী?

উত্তর: ক্ষুদ্র ব্যবসায় সেই ব্যবসায়কে বুঝায় যার মালিকানা এবং ব্যবস্থাপনা স্বাধীনভাবে হয় এবং স্বল্প সংখ্যক কর্মী নিয়ে। একটি নির্দিষ্ট স্থানে কাজ করে।

৪৩। চালানী রশিদ কী?

উত্তর : পণ্য পাঠানোর সময় বিক্রেতা যে রশিদ ক্রেতাকে প্রদান করে তাকে চালানী রশিদ বলে ।

৪৪। বন্ধকী ঋণের সংজ্ঞা দাও ।

উত্তর : কোন স্থায়ী সম্পত্তি বা দলিল বন্ধক রেখে যে ঋণ ইস্যু করা হয় তাকে বন্ধকী ঋণ বলে।

৪৫। খুচরা ব্যবসায় কাকে বলে?

উত্তর : পাইকারী ব্যবসায়ির নিকট থেকে পণ্যসামগ্রী একরে জন্য করে সরাসরি ভোক্তা বা ক্রেতার নিকট বিজয় করাকে খুচরা ব্যবসায় বলে।

৪৬।GNP কী?

উত্তর : একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশে অর্থনীতিতে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন (GNP) বলে ।

৪৭। মাঝারি শিল্প বলতে কী বুঝ ?

উত্তর : যে শিল্পনীতি অনুযায়ী ক্ষুদ্রশিল্প হতে বৃহৎ আবার বৃহৎ শিল্প হতে ছোট এরূপ শিল্পকে মাঝারি শিল্প বলে ।

৪৮। GDP কী?

উত্তর: দেশের অভ্যন্তরে বসবাসরত নাগরিকগণ নির্দিষ্ট সময়ে যেসব চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদন করে সেগুলোর বাজার মূল্যের সমষ্টিকে GDP (Gross Domestic Product) বলে।

৪৯। খন্ডকালীন উদ্যোক্তা কাকে বলে?

উত্তর:  যে সকল লোক ব্যবসায়ের কোন নির্দিষ্ট সময় অথবা মৌসুমে স্বীয় স্বাভাবিক জীবিকার পাশাপাশি অতিরিক্ত আয়ের লক্ষ্যে বাড়তি কোন নতুন ব্যবসায় উদ্যোগ গ্রহণ করে তাদেরকে খন্ডকালীন উদ্যোক্তা বলে।

৫০।‌বাজার শেয়ার কী?

উত্তর : কোনো সুনির্দিষ্ট পণ্য বা সেবা বাজারের মোট চাহিদার কত অংশ স্বীয় প্রতিষ্ঠান দ্বারা যোগান দেওয়া সম্ভব হচ্ছে তাই হলো উক্ত প্রতিষ্ঠানের বাজার শেয়ার।

৫১। ‘মাইডাস’ কী?

উত্তর : দেশের বিভিন্ন ক্ষুদ্র, মাঝারি শিল্প স্থাপনে যে বেসরকারি সংগঠন ঋণ সহায়তা করে এবং ব্যবস্থাপকীয় ও বাজারজাতকরণের বিষয়ে পরামর্শ প্রদান করে তাকে মাইডাস বলে।

৫২। জমাতিরিক্ত ঋণ কি?

উত্তর : গ্রাহকের চলতি হিসেবে জমাকৃত অর্থের অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ ব্যাংক প্রদান করলে অতিরিক্ত অর্থকে জমাতিরিক্ত ঋণ বলে।

খ বিভাগ

১। শিল্পোদ্যোগীয় রাজনৈতিক পরিবেশ বর্ণনা কর।

২। SWOT Analysis এর গুরুত্ব আলোচনা কর ।

৩। ক্ষুদ্র ব্যবসায় উন্নয়নের স্তরসমূহ আলোচনা কর।

৪। শিল্পোদ্যোক্তাদের নৈতিকতা এবং সামাজিক দায়িত্ব কী? ব্যাখ্যা কর।

৫। ব্যাংকে হিসাব খোলার পদ্ধতি সমূহ আলোচনা।

৬। সমবায় সমিতির উদ্দেশ্য লিখ ।

৭। একজন ব্যবসায়ীর জন্য কোন প্রকার ব্যাংক হিসাব উপযোগী এবং কেন?

অনার্স ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা/Hons 4th year Accounting department book list-Nu

 ৮। ক্ষুদ্র ব্যবসায়ে অর্থায়ন পরিকল্পনার গুরুত্ব আলোচনা কর।

৯.ফ্র্যানচাইজ চুক্তিপত্রের অপরিহার্য উপাদানসমূহ আলোচনা কর।

১০।  শিল্পোদ্যোক্তার শ্রেণিবিভাগ আলোচনা কর।

Banking and Insurance: Theories, Laws and Accounts suggestion, Hons 3rd year exam-2021/ব্যাংকিং ও বিমা: তত্ত্ব, আইন এবং হিসাব সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

 ১১। শিল্পোদ্যোক্তা ও প্রাতিষ্ঠানিক শিল্পোদ্যোক্তার মধ্যে পার্থক্য দেখাও।

১২। ইক্যুইটি মূলধন ও ঋণ মূলধনের পার্থক্যগুলো বর্ণনা কর।

১৩। ক্ষুদ্র ও কুটির শিল্পের পার্থক্য আলোচনা কর।

 ১৪। প্রকল্প ধারণার উৎসসমূহ আলোচনা কর।

 ১৫। নতুন পণ্য কী? নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়া ব্যাখ্যা কর।

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের শিল্পোদ্যোগ প্রশ্ন

১৬। নগদ ঋণ ও জমাতিরিক্ত ঋণের মধ্যে পার্থক্য দেখাও।

১৭। শিল্পোদ্যোগ পরিবেশ কাকে বলে?

১৮। ক্ষুদ্র ব্যবসায়ের বৈশিষ্ট্য আলোচনা কর।

১৯। ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব আলোচনা কর।

২০। ক্ষুদ্র মূলধনের সুবিধাসমূহ লিখ ।

২১। TIN সনদ সংগ্রহের পদ্ধতি আলোচনা কর।

২২। উদ্যোক্তা কি ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।

২৩। SWOT বিশ্লেষণ কী/SWOT বিশ্লেষণের উপাদানগুলো আলোচনা কর।

২৪।ক্ষুদ্র ব্যবসায় ও বৃহদায়তন ব্যবসায়ের মধ্যে পার্থক্য দেখাও/বৃহৎ ব্যবসায়ের সাথে ক্ষুদ্র ব্যবসায়ের তুলনামূলক বিশ্লেষণ আলোচনা

২৫। চলতি মূলধন চক্র বলতে কী বুঝ?

২৬।  উৎপাদন নিয়ন্ত্রণের উদ্দেশ্যসমূহ বর্ণনা কর।

২৭।ক্ষুদ্রায়তন ব্যবসায়ে অর্থায়নের উৎসসমূহ বর্ণনা কর।

২৮। প্যাটেন্ট আইনের উদ্দেশ্য বর্ণনা কর ।

২৯। হার্জবার্গের দ্বি-উপাদান তত্ত্বটি বর্ণনা কর।

৩০। শিল্পোদ্যোগ পরিবেশের উপর প্রভাব বিস্তাকারী উপাদানসমূহ আলোচনা কর ।

Financial Management suggestions, Hons 3rd Year Exam 2021, Accounting Department

৩১। ক্ষুদ্র ব্যবসায়ের সমস্যা দূরীকরণের উপায়সমূহ বর্ণনা কর।

৩২।ক্ষুদ্র ব্যবসায় অর্থায়নের উদ্দেশ্য আলোচনা কর ।

৩৩।অবিরাম ও সবিরাম উৎপাদন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখ

৩৪।শিল্পোদ্যোগ উন্নয়ন চক্র বলতে কি বুঝ?

৩৫।ঘটনাপ্রবাহ বাস্তবায়নের পদক্ষেপসমূহ আলোচনা কর।

৩৬। মাসলোর চাহিদা সোপান তত্ত্বটি আলোচনা কর।

৩৭।বাজারজাতকরণ পরিকল্পনার উপাদানগুলো বর্ণনা কর।

৩৮। উৎপাদন নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহ আলোচনা কর

৩৯। বুদ্ধিবৃত্তিক সম্পত্তির উপাদানসমূহ আলোচনা কর।

গ -বিভাগ

১। সামাজিক চলমানতা বলতে কী বুঝ?বাংলাদেশের/একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পোদ্যোক্তা বা উদ্যোক্তার ভূমিকা আলোচনা কর।“ব্যবসায় উদ্যোক্তারা জন্মগতভাবে ব্যবসায় উদ্যোক্তা এবং সৃষ্টিমূলকও বটে”-ব্যাখ্যা কর। পেশা হিসেবে শিল্পোদ্যোগ মূল্যায়ন কর।৯৯%

২।পরিবেশ বিশ্লেষণ বলতে কী বুঝ? পরিবেশ বিশ্লেষণের কৌশল বর্ণনা কর/ব্যবসায় উদ্যোগ পরিবেশ বিশ্লেষণের উপায় আলোচনা কর।শিল্পোদ্যোগের ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের উপাদান গুলো আলোচনা কর।৯৯%

Management Accounting Suggestions, Hons 3rd Year Exam – 2021, Accounting Department

৩।  প্রকল্পের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। সম্ভাব্যতা যাচাই রিপোর্টের বিষয়বস্তু আলোচনা কর।৯০%

৪। মধ্যমেয়াদি অর্থায়নের সবিধাসমূহ আলোচনা কর। কার্যকরী মূলধন নির্ধারণের বিবেচ্যগুলো আলোচনা কর। ইকুইটি মূলধনের বৈশিষ্ট্য গুলো কী কী? ঋণ মূলধনের সুবিধা আলোচনা কর।৯০%

৫। বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়নে এনজিওসমূহের ভূমিকা মূল্যায়ন কর।৯৫%

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের ব্যাংকিং ও বিমা তত্ত্ব, আইন এবং হিসাব প্রশ্ন

৬। ট্রেড নেম ও ট্রেডমার্কস এর মধ্যে পার্থক্য লিখ। অগ্নি বিমার ঝুঁকি নির্ণয়ে নৈতিক ও প্রাকৃতিক বিপদসমূহের প্রভাব আলোচনা কর।৯০%

অনার্স ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা/Hons 4th year Accounting department book list-Nu

৭।  একটি উত্তম ব্যবসা পরিকল্পনা প্রণয়নের নীতিমালাগুলো লিখ । ব্যবসা পরিকল্পনা প্রণয়নে বিবেচ্য বিষয়গুলো লিখ। উত্তম ব্যবসায় পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ব্যবসায় পরিকল্পনা উন্নয়নের পদক্ষেপসমূহ আলোচনা কর । একজন উদ্যোক্তা কিভাবে ব্যবসায় পরিকল্পনার  অপ্রত্যাশিত বাধা দূর করতে পারে। ৯৯%

 ৮। পণ্যের জীবনচক্র কী? পণ্যের জীবনচক্রের ধাপসমূহ/স্তর সমূহ আলোচনা কর। পণ্যের জীবন-চক্রের বিভিন্ন পর্যায়ে বাজারজাতকরণ কৌশলসমূহ আলোচনা কর।৯৫%

৯। মূল্য সংযোজন কর (VAT) কী?  এর প্রকারভেদ আলোচনা কর। মূল্য সংযোজন করের সুবিধা আলোচনা কর।৯৫%

১০. অর্থায়নের সংজ্ঞা দাও। ব্যাংক ঋণ গ্রহণের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর। ব্যাংক ঋণের প্রকারভেদ দেখাও । ব্যাংকের সাথে দীর্ঘ সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ের উদ্যোক্তা বা ব্যবস্থাপককে কি কি বিষয় বিবেচনা করতে হয়?৯৫%

১১. প্রত্যয়পত্র কী? প্রত্যয়পত্রের শ্রেণিবিভাগ আলোচনা কর। প্রত্যয়পত্র খোলার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন?৯৯%

১২.  বিসিক এর প্রধান কর্মক্ষেত্রসমূহ আলোচনা কর।

বাংলাদেশে মাইক্রো ক্রেডিট/ক্ষুদ্র ঋণ কর্মসূচির প্রতিবন্ধকতাসমূহ/স বর্ণনা কর।৯৯%

১৩। প্যাটেন্ট কী? এর উদ্দেশ্য/গুরুত্ব আলোচনা কর। TIN সার্টিফিকেটের গুরুত্ব আলোচনা কর। কপিরাইট  রেজিস্ট্রেশন পদ্ধতি বর্ণনা কর ।৯০%

১৪। উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কী? শিল্পোদ্যোগ প্রশিক্ষণ কার্যকর করার উপায় সমূহ বর্ণনা কর। উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণের গুরুত্ব আলোচনা কর। বাংলাদেশে শিল্পোদ্যোগ উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে লিখ।৯৫%

১৫। ফ্রাঞ্চাইজিংকী? ফ্রাঞ্চাইজের ব্যয় সম্পর্কে লিখ। ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের সুবিধাসমূহ ও অসুবিধা আলোচনা কর।

১৬। কৃতিত্ত্বার্জন চাহিদা তত্ত্বের বৈশিষ্ট্য আলোচনা কর। শিল্পোদ্যোগের ক্ষেত্রে প্রেষণা তত্ত্বসমূহ বর্ণনা কর। শিল্পোদ্যোগের সামাজিক ও সাংস্কৃতিক তত্ত্ব আলোচনা কর। ৯৫%

১৭।  সংক্ষিপ্ত টাকা লিখ ।

ক. মূসক নিবন্ধন;

খ. প্যাটেন্ট ও কপিরাইট।

খ বিভাগের প্রশ্ন গ বিভাগে এবং গ বিভাগের প্রশ্ন খ বিভাগে আসতে পারে।

বি:দ্র: নিজের সাজেশন নিজে করাই উত্তম। আমার সাজেশন ১০০% কমনের নিশ্চয়তা নেই।