ব্যবসায় ও বাণিজ্যক আইন সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২১, হিসাববিজ্ঞান বিভাগ

 Business and Commercial Law Suggestion

ব্যবসায় ও বাণিজ্যক আইন সাজেশন 

Honors 3rd Year Examination 2021

Accounting Department

ক বিভাগ

 বিসমিল্লাহির রাহমানির রাহিম

১। প্রস্তাব কী?

উত্তর : যখন কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির সম্মতি লাভের উদ্দেশ্যে কোন কাজ করা বা করা হতে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে, তখন পূর্বোক্ত ব্যক্তি শেষোক্ত ব্যক্তির নিকট একটি প্রস্তাব করেছে বলা যায়।

২। স্বীকৃতি বলতে কী বুঝ?

উত্তর : যার উদ্দেশ্যে প্রস্তাব করা হয় সেই ব্যক্তি প্রস্তাবে সম্মতি প্রদান করলে তাকে স্বীকৃতি বলে ।

৩। প্রতারণার উপাদানগুলো কী কী?

উত্তর : প্রতারণার উপাদানগুলো হলো :

ক. অসত্য বর্ণনা,

খ. সক্রিয়ভাবে তথ্য গোপন,

গ. পালনের ইচ্ছা ছাড়াই প্রতিশ্রুতি প্রদান,

ঘ. প্রবঞ্চনামূলক ঘোষিত কার্যসম্পাদন,

ঙ. প্রতারণাটি চুক্তিসম্পাদনের উদ্দেশ্যেই সম্পন্ন হবে,

চ. প্রতারণা একটি পক্ষের ক্ষতি করবে ইত্যাদি ।

৪।  শর্তযুক্ত জামিন কী?

উত্তর : যখন জামিনদার এক বা একাধিক শর্তের উপর ভিত্তি করে মূল দেনাদারের প্রতিশ্রুতি রক্ষা বা দায় পরিশোধের প্রতিশ্রুতি প্রদান করে, তখন তাকে শর্তযুক্ত জামিন বলে।

৫। স্বত্ব কী?

উত্তর : “পণ্যের উপর সাধারণ স্বত্বকে স্বত্ব বুঝায়; কোন বিশেষ স্বত্ব বুঝায় না।” ধারা ২(১১)

৬। শর্তহীন বিনিয়োগ কী?

উত্তর : একটি বিক্রয় চুক্তির অধীনে যে পণ্য ক্রেতাকে দেওয়া হবে তা সনাক্ত করে আলাদা করে রাখাকে শর্তহীন বিনিয়োগ বলে।

৭। দেউলিয়াত্ব বলতে কী বুঝ?

উত্তর : কোনো ব্যক্তি সাধারণ ব্যবসায়কালে বা অংশীদারি ব্যবসায় ঋণ পরিশোধে ব্যর্থ হলে আদালত কর্তৃক তাকে দেউলিয়া ঘোষিত করলে ঐ অবস্থাকে দেউলিয়াত্ব বলে ।

৮। নোটারী পাবলিক কে?

উত্তর : নোটারী পাবলিক সেই ব্যক্তিকে বুঝায় যারা  সরকার কর্তৃক আইনের বিধান অনুযায়ী দায়িত্ব পালনার্থে নিয়োগপ্রাপ্ত হয়

 

৯।সাধারণ অংশীদারি ব্যবসায় কী?

উত্তর:  সকলের দ্বারা বা সকলের পক্ষে যেকোন একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বণ্টনের লক্ষ্যে একাধিক ব্যক্তি (সাধারণ ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ জন এবং ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ জন) অসীম দায় বহন করে চুক্তিভিত্তিক সম্পর্কের ভিত্তিতে যে ব্যবসায় গঠন করে তাকে সাধারণ অংশীদারি ব্যবসায় (General or ordinary Partnership Business) বলে ।

১০।ডিসচার্জ বলতে কী বুঝ?

উত্তর : শারীরিক ও মানসিক অক্ষমতার কারণে অথবা অব্যাহত ভগ্নাস্বাস্থ্যের কারণে মালিক কর্তৃক কোন শ্রমিকের চাকরির অবসান ।

শিল্পোদ্যোগ (Entrepreneurship) সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২১, হিসাববিজ্ঞান বিভাগ

১১। অধিগ্রহণ বলতে কী বুঝ?

উত্তর : অধিগ্রহণ (Acquisition) অর্থ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ার, ভোট প্রদানের অধিকার বা সম্পদ অধিগ্রহণ বা অধিগ্রহণের জন্য সম্মত হওয়া বা সম্পদ বা ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ গ্রহণ করা।

১২। পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ কী?

উত্তর : পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মান উন্নয়ন এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে পরিবেশ সংরক্ষণে যে আইন প্রণয়ন হয় তাই পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ।

Financial Management suggestions, Hons 3rd Year Exam 2021, Accounting Department

১৩। প্রতিশ্রুতি কী?

উত্তর : প্রস্তাব স্বীকৃত হলে তাকে প্রতিশ্রুতি বলে।

১৪।  কে স্বীকৃতি দিতে পারে?

উত্তর : স্বার্থ সংশ্লিষ্ট সুস্থ সাবালক ব্যক্তি স্বীকৃতি দিতে

পারে ।

১৫।  প্রতারণা কাকে বলে?

উত্তর : অভিযোগকারী পক্ষকে কোন কার্যসম্পাদনে উদ্ধকরণের জন্য কোন ঘটনা মিথ্যা জেনেও তা সত্য বলে বিবরণ দেয়াকে প্রতারণা বলে ।

১৬। ক্ষমতার্পণ কী?

উত্তর : ক্ষমতা অর্পণ সম্পর্কে ১৯৯৫ এর পরিবেশ সংরক্ষণ আইনের ১৯নং ধারায় বলা হয়েছে- সরকার এই আইন বা বিধির অধীন উহার যে কোনো ক্ষমতা মহাপরিচালকের বা অন্য যে কোনো কর্মকর্তাকে অর্পণ করতে পারে; মহাপরিচালক এই আইন বা বিধির অধীন উহার যে কোনো ক্ষমতা অধিদপ্তরের যে কোনো কর্মকর্তাকে অর্পণ করতে পারবেন।

১৭।  বৈদেশিক বিনিময় বিল কী?

উত্তর : যখন কোন বিলের আদেষ্টা ও আদিষ্ট ভিন্ন ভিন্ন দেশের নাগরিক হয় সেক্ষেত্রে ঐ বিলকে বৈদেশিক বিনিময় বিল বলে ।

১৮। সালিশি চুক্তি কী?

উত্তর : সালিস চুক্তি হলো সুস্পষ্টভাবে বিধৃত চুক্তিগত বা চুক্তিবহির্ভূতভাবে পারস্পরিক সম্মতিক্রমে আইনানুগ সম্পর্ক হতে সৃষ্ট কিংবা সৃষ্টি হতে পারে এরূপ সকল অথবা যে কোনো বিরোধ সালিসের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য উক্ত আইনানুগ সম্পর্কের পক্ষগণ কর্তৃক সালিসে প্রেরণ করা সম্পর্কিত চুক্তি।

১৯।  প্রতারণামূলক সাদৃশ্য মার্ক কী?

উত্তর : ট্রেডমার্ক আইনের ২(২০) ধারায় বলা হয়েছে যে,

‘প্রতারণামূলক সদৃশ মার্ক অর্থ এমন কোনো মার্ক- যাদ্বারা  প্রতারিত বা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং যা এ আইনের অধীন নিবন্ধিত অন্য কোনো মার্কের সাথে সাদৃশ্যমূলক।

২০।  দূষণ কী?

উত্তর : দূষণ বলতে বায়ু, পানি, মাটির তাপ, স্বাদ, গন্ধ ইত্যাদির পরিবর্তনসহ মাটি, পানি, বায়ু দূষিতকরণকে

বুঝায় ।

২১।  ঝুঁকিপূর্ণ বর্জ্য কী?

উত্তর : যে সকল বর্জ্য প্রতিষ্ঠানের ক্ষতির কারণ হতে

তাই ঝুঁকিপূর্ণ বর্জ্য।

২২। “ওলিগোপলি” কী?

উত্তর : “ওলিগোপলি (Oligopoly)” অর্থ কিছু সংখ্যক ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো পণ্য বা সেবার বাজার নিয়ন্ত্রণ করে এমন কোন অবস্থা।

Management Accounting Suggestions, Hons 3rd Year Exam – 2021, Accounting Department

২৩। বাজি ধরার চুক্তি কী?

উত্তর : ভবিষ্যতে কোন ঘটনা ঘটবে কি ঘটবে না এর উপর ভিত্তি করে এক পক্ষ অন্য পক্ষকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বা অন্য কিছু প্রদানের চুক্তি করলে তাকে বাজি ধরার চুক্তি বলে ।

২৪।‌ বৈধ চুক্তি কী?

উত্তর : যদি কোন সম্মতি আইনত প্রতিদান ও উদ্দেশ্য সম্বলিত হয়, চুক্তি সম্পাদনযোগ্য পক্ষগুলোর স্বেচ্ছাসায় নারা গঠিত হয় এবং ব্যক্তভাবে বাতিল বলে ঘোষণা না হয়, তবে এটি বৈধ চুক্তি বলে গণ্য হবে (ধারা-১০)।

২৫। গচ্ছিত প্রদান কী?

উত্তর : কোন চুক্তিরারা কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির নিকট কোন উদ্দেশ্যে কোন পণ্যদ্রব্য এই শর্তে অর্পণ করে যে, সেই উদ্দেশ্য সাধিত হলে উক্ত পণ্যদ্রব্য অর্পণকারীকে প্রত্যার্পণ করা হবে বা অর্পণকারীর নির্দেশ অনুযায়ী এর ব্যবস্থা করা হবে উহাকে গচ্ছিত প্রদান বলে।

২৬।  কিস্তি বন্দি ক্রয় কী?

উত্তর : ক্রেতা কিস্তিতে মূল্য পরিশোধ করবে এবং দখল স্বত্ব পাওয়ার সাথে সাথে মালিকানা স্বত্ব লাভ করবে, এই শর্তে যখন ক্রয় চুক্তি সম্পন্ন হয়, তখন তাকে কিস্তি বন্দি ক্রয় বলে ।

২৭।‌ জামিনদার কী?

উত্তর : যে ব্যক্তি মুখ্য দেনাদারের দায় বহন করে তাকে জামিনদার বলে ।

২৮।  ক্রেতার তিনটি অধিকারের নাম লিখ ।

উত্তর : i. পণ্য অর্পণ, গ্রহণ ও মূল্য প্রদান;

ii. আনুষাঙ্গিক শর্ত পালন;

iii. অবহেলা বা বিলম্বের জন্য ক্ষতিপূরণ করা।

২৯। চেকে দাগ কাটা হয় কেন?

উত্তর : চেকের নিরাপত্তার স্বার্থে উহাতে দাগকাটা হয় ।

৩০। অংশীদারি চুক্তিপত্র বলতে কি বুঝ?

উত্তর অংশীদারি ব্যবসায়ের বিধানসমূহ যে দলিলে লিপিবদ্ধ থাকে তাকে অংশীদারী ব্যবসায়ের চুক্তিপত্র বলে।

৩১। ট্রেড ইউনিয়ন কী?

উত্তর : কোন শিল্প কারখানার শ্রমিক বা কর্মীরা তাদের নিয়োগ বা পরস্পরের উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে মালিক পক্ষের সাথে আলাপ আলোচনার জন্য যে সংঘ বা সমিতি গঠন করে, তাকে শ্রমিক সংঘ বলে।

৩২। কার্টেল কি?

উত্তর : কার্টেল (Cartel) অর্থ কোন ব্যক্তি বা ব্যক্তিগোষ্ঠীর প্রকাশ্য বা প্রচ্ছন্ন চুক্তির মাধ্যমে কোনো পণ্য বা সেবার বাজারে একচেটিয়া ব্যবসা প্রতিষ্ঠার জন্য পণ্যের উৎপাদন, পরিবেশন, বিক্রয়, মূল্য বা লেনদেন অথবা কোনো প্রকার সেবা সীমিতকরণ, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বা নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ করা।

Banking and Insurance: Theories, Laws and Accounts suggestion, Hons 3rd year exam-2021/ব্যাংকিং ও বিমা: তত্ত্ব, আইন এবং হিসাব সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

 ৩৩। কমিশন কী?

উত্তর : কমিশন হলো কতৃত্বের সাথে কোনো নির্ধারিত কাজ করার জন্য সরকার বা অন্য প্রতিষ্ঠানিক স্বত্তা নারা অনুমোদিত ও গঠিত কতিপয় ব্যক্তির একটি দল ।

 ৩৪। সম্মতি কী?

উত্তর : কিছু করার বা করা হতে বিরত থাকার প্রতিশ্রুতি একটি অপরটির প্রতিদান হিসেবে দেয়া হলে তাকে সম্মতি বলে।

৩৫। চেক কাকে বলে?

উত্তর : চেক এক প্রকার বিনিময় বিল যা কোন নির্দিষ্ট। ব্যাংকের উপর বাট্টা করা হয় এবং যার অর্থ চাহিবামাত্র পরিশোধ্য।

৩৬।‌ যথাকালে ধারক কে?

উত্তর : কোন ধারক চেকের অর্থ পরিশোধকাল শেষ হওয়ার আগেই মূল্যবান প্রতিদানের বিনিময়ে এবং মালিকানার বিষয়ে সন্দেহাতীত চিত্তে চেকটি গ্রহণ করলে তাকে যথাকালে ধারক বলে।

৩৭। পরিবেশ দূষণ বলতে কি বুঝ?

উত্তর : পরিবেশের ক্ষতির সহায়ক হতে পারে এমন কোন কঠিন, তরল বা বায়বীয় পদার্থ, তাপ, শব্দ ও বিকিরণ প্রভৃতিারা পরিবেশ তথা গাছপালা, বায়ু, পানি, মাটি, পশুপাখি, জনস্বাস্থ্য প্রভৃতির ক্ষতি বা ধ্বংস হলে তাকে পরিবেশ দূষণ বলে ।

৩৮। লে-অফ কী?

উত্তর : কাঁচামালের স্বল্পতা, মাল জমে থাকা, শক্তির স্বল্পতা, যন্ত্রপাতি ও কলকব্জা বিকল হওয়া বা ভেঙ্গে যাওয়ার কারণে কোন শ্রমিককে কাজ দিতে মালিকের অক্ষমতাকে লে অফ বলে।

৩৯।‌ জামিনের চুক্তি কি?

উত্তর : যে চুক্তির মাধ্যমে কোন তৃতীয় ব্যক্তি মুখ্য দেনাদারের পক্ষ হয়ে তার দায় পরিশোধের জন্য পাওনাদারকে প্রতিশ্রুতি প্রদান করে তাকে জামিনের   চুক্তি বলে ।

৪০। বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী কারখানার সংজ্ঞা লিখ ।

উত্তর : কারখানা অর্থ এমন কোনো ঘর বাড়ি বা আঙিনা যেখানে বৎসরে কোনো দিন সাধারণত পাঁচজন বা ততোধিক শ্রমিক কর্মরত থাকেন এবং উহার যে কোনো অংশ কোনো উৎপাদন প্রক্রিয়া চালু থাকে কিন্তু কোনো খনি অন্তর্ভুক্ত হবে না।

৪১। সালিশি চুক্তি কী?

উত্তর : সালিস চুক্তি হলো সুস্পষ্টভাবে বিধৃত চুক্তিগত বা চুক্তিবহির্ভূতভাবে পারস্পরিক সম্মতিক্রমে আইনানুগ সম্পর্ক হতে সৃষ্ট কিংবা সৃষ্টি হতে পারে এরূপ সকল অথবা যে কোনো বিরোধ সালিসের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য উক্ত আইনানুগ সম্পর্কের পক্ষগণ কর্তৃক সালিসে প্রেরণ করা সম্পর্কিত চুক্তি।

৪২। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী বর্জ্যের সংজ্ঞা দাও ।

উত্তর : বর্জ্য অর্থ যে কোন তরল, বায়বীয়, কঠিন তেজস্ক্রিয় পদার্থ যা নির্গত, নিক্ষিপ্ত বা স্তূপীকৃত হয়ে পরিবেশের ক্ষতিকর পরিবর্তন সাধন করে। [ধারা-২(ঠ)]

৪৩। বাতিলযোগ্য চুক্তি কাকে বলে?

উত্তর : যে সকল সম্মতি এক বা একাধিক পক্ষের ইচ্ছা অনুযায়ী বলবৎযোগ্য হয় কিন্তু অপরপক্ষের ইচ্ছানুযায়ী বলবৎযোগ্য হয় না, তাকে বাতিলযোগ্য চুক্তি বলে।

৪৪। অঙ্গীকার পত্রের সংজ্ঞা দাও ।

উত্তর : অঙ্গীকারপত্র হলো এমন এক হস্তান্তরযোগ্য দলিল । যেখানে একপক্ষ আরেকপক্ষের মূল পরিশোধের অঙ্গীকার করে।

৪৫। অব্যক্ত চুক্তি কি?

উত্তর : কোন প্রস্তাব উত্থাপন ও স্বীকৃতি জ্ঞাপন ভাষার ব্যবহার ছাড়া অন্য কোন উপায়ে সম্পন্ন হলে তাকে অব্যক্ত চুক্তি বলে । (ধারা-৯)।

৪৬।‌ধৰ্মঘট বলতে কি বুঝ?

উত্তর : ধর্মঘট বলতে কোন প্রতিষ্ঠানে নিয়োজিত একদল শ্রমিক কর্তৃক একসাথে কর্মবন্ধকরণ বা কাজ করতে অস্বীকৃতি অথবা উহাকে নিয়োজিত কোন শ্রমিক সমষ্টি কর্তৃক ঐকমত্যের ভিত্তিতে কাজ গ্রহণ করতে কাজ চালিয়ে যেতে অস্বীকৃতিকে বুঝায় ।

৪৭। চেকের ক্ষেত্রে ধারক কে?

উত্তর : চেকের ক্ষেত্রে ধারক যিনি চেক ধারণ করেন বা যার কাছে থাকে, তাকে ধারক বলে।

৪৮।  পরিবেশগত সংকটাপন্ন এলাকা কি?

উত্তর:

৪৯। শালিসি রোয়েদাদ কি?

উত্তর : বিরোধের বিষয়বস্তুর উপর সালিসি ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত সিদ্ধান্তকে সালিসি রোয়েদাদ বলে।

৫০। স্বেচ্ছাসায় বলতে কি বুঝায়?

উত্তর : বলপ্রয়োগ, অনুচিত প্রভাব, মিথ্যা বর্ণনা, প্রতারণা বা ভুলের বশবর্তী না হয়ে সায় প্রদত্ত হলে তাকে স্বেচ্ছা সায় বলে।

৫১।  নিষেধাজ্ঞা কি?

উত্তর: আদালত কর্তৃক কোন কাজ করা থেকে বিরত থাকার নির্দেশকে নিষেধাজ্ঞা বলে।

৫২। অবিরাম জামিন বলতে কি বুঝ?

উত্তর : যে জামিন একাধিক ধারাবাহিক লেনদেনের জন্য প্রযুক্ত হয় তাকে অবিরাম জামিন বলে।

৫৩।  হারানো দ্রব্য উদ্ধারকারীর তিনটি অধিকার লিখ।

উত্তর : হারানো দ্রব্য উদ্ধারকারীর তিনটি অধিকার হলো

i. পূর্বস্বত্বের অধিকার,

ii. পুরস্কার দাবি,

iii. হারানো দ্রব্য বিক্রয় ।

৫৪। অপরিশোধিত বিক্রেতার সংজ্ঞা দাও ।

উত্তর : ক্রেতা কর্তৃক বিক্রেতার পণ্যের মূল্য পরিশোধিত না হলে ঐ বিক্রেতাকে অপরিশোধিত বিক্রেতা বলে ।

৫৫। ঢিমেতালের কাজ বলতে কি বুঝায়?

উত্তর : ঢিমেতালের কাজ অর্থ কোন একদল শ্রমিক কর্তৃক সংঘবদ্ধ, ইচ্ছাকৃত এবং উদ্দেশ্যমূলকভাবে স্বাভাবিক উৎপাদনের গতি শ্লথ করে দেয়া এবং যা কোন যান্ত্রিক ত্রুটি বা কলকব্জা বা যন্ত্রপাতি বিকল বা ভেঙে যাওয়া বা শক্তি সরবরাহের ত্রুটি বা ব্যর্থতা বা স্বাভাবিক জিনিসপত্র এবং কলকজার খুচরা যন্ত্রাংশ সরবরাহের ব্যর্থতার কারণে না ঘটে।

 ৫৬। পৃষ্ঠাংকন বলতে কি বুঝ?

উত্তর : আইনের ১৫ ধারায় বলা হয়েছে যে কোন হস্তান্ত রযোগ্য দলিলের আদেষ্টা বা ধারক বা সম্মুখভাগে এর সাথে সংযুক্ত শিল্পের উপরে স্বাক্ষর করে কিংবা একই উদ্দেশ্যে একটি স্ট্যাম্প পেপারকে হস্তান্তরযোগ্য দলিলে রূপান্তরের জন্য একইভাবে স্বাক্ষর করে এতে তাকে পৃষ্ঠাঙ্কন করেছে বলা হবে এবং তিনি পৃষ্ঠাঙ্কনকারী হিসেবে অভিহিত হবেন।

৫৭। চুক্তি আইন কী?

উত্তর:

৫৮। গচ্ছিত প্রদানের চুক্তি বলতে কী বুঝ?

উত্তর : একজন ব্যক্তি অন্য কোন ব্যক্তির নিকট পরবর্তীতে ফেরত নেয়া হবে এমন শর্তে পণ্য অর্পণ এবং চুক্তি করলে তাকে গচ্ছিত প্রদানের চুক্তি বলে ।

৫৯। প্রতিনিধি কে?

উত্তর : অপরের পক্ষ হয়ে যে ব্যক্তি কার্য সম্পাদন করে তাকে প্রতিনিধি বলে।

 ৬০। পণ্য অর্পণ কী?

উত্তর : পণ্য অর্পণ বলতে একপক্ষ কর্তৃক অপর পক্ষের নিকট পণ্যের দখলি স্বত্ব হস্তান্তরকে বুঝায়।

৬১।  বায়না অর্থ কী?

উত্তর : কোন নির্দিষ্ট চুক্তির বিপক্ষে নির্ধারিত মূল্যের একটি অংশ ক্রেতা কর্তৃক বিক্রেতাকে আগাম প্রদান করাকে বায়না বলে।

৬২। জোটবদ্ধতা কী?

উত্তর : ব্যবসায় বাণিজ্যের প্রতিযোগিতা এড়ানোর লক্ষ্যে কতিপয় ব্যবসায়ীর মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ককে জোটবদ্ধতা বলে।

৬৩।অনুচিত প্রভাব কী?

উত্তর : চুক্তিভুক্ত পক্ষসমূহের সুসম্পর্কের সুবাদে অন্যায় স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একপক্ষ অন্যপক্ষের উপর প্রভুত্ব বিস্তার করলে তাকে অনুচিত প্রভাব বলে ।

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের ব্যবসায় ও বাণিজ্যিক আইন প্রশ্ন

৬৪। ক্রেতার তিনটি অধিকারের নাম লেখ।

উত্তর : ক্রেতার অধিকারগুলো হলো :

১. ন্যায্য প্রাপ্তি,

২. সঠিক ওজন ও

৩. সঠিক সময়ে প্রাপ্তি ।

৬৫। মনোপলি কী?

উত্তর : মনোপলি মাত্র একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান কোন পণ্য বা সেবার বাজার নিয়ন্ত্রণ করে এমন কোন অবস্থা।

খ বিভাগ

১। চুক্তি ভঙ্গের প্রতিকারগুলো কী?

২। বাতিল ও বাতিলযোগ্য চুক্তির মধ্যে পার্থক্য দেখাও।

৩। ক্রেতা সাবধান নীতির ব্যতিক্রমসমূহ আলোচনা কর।

৪।  বল প্রয়োগ ও অনুচিত প্রভাবের মধ্যে পার্থক্য দেখাও।

৫। কিশোর শ্রমিক নিয়োগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ কি কি/শিশু ও কিশোর নিয়োগের বাধা নিষেধ গুলো আলোচনা কর।

৬। কে প্রতিনিধি নিযুক্ত করতে পারে?

৭। ট্রেড ইউনিয়নের সুবিধা ও অসুবিধা লিখ।

৮। প্রতিযোগিতা আইনের উদ্দেশ্য আলোচনা কর।

৯। সম্মতি ও চুক্তির মধ্যে পার্থক্য লিখ।

১০। শ্রম আইন অনুসারে শ্রমিক ছাঁটাই সংক্রান্ত বিধানগুলো বর্ণনা কর।

১১। “শুধু মানসিক স্বীকৃতিই স্বীকৃতি নয়”-ব্যাখ্যা কর।

১২। বিনা প্রতিদানে চুক্তি হয় না” -এ নিয়মের ব্যতিক্রমসমূহ আলোচনা কর।৯৯%

 ১৩। অসদাচরণ এবং দণ্ডপ্রাপ্তির ক্ষেত্রে শাস্তির বিধান লিখ ।

 ১৪। শিল্প বিরোধ নিষ্পত্তির পদ্ধতি লিখ।

১৫। ট্রাইব্যুনাল কী? ইহার সুবিধাগুলি লিখ।

১৬। হস্তান্তরযোগ্য দলিলের পাঁচটি বৈশিষ্ট্য লিখ ।

১৭। যথাকালে ধারকের শর্তাবলী লিখ।

১৮। ক্ষতিপূরণ গ্রহীতার অধিকারসমূহ লিখ।

১৯। পণ্য বিনষ্ট হওয়ার পরিণাম বর্ণনা কর।

 ২০। মিথ্যা বর্ণনার পরিণাম আলোচনা কর।

২১। শ্রমিকের নিরাপত্তা সম্পর্কিত বিধানগুলো কী?

২২। লে-অফকৃত শ্রমিকদের ক্ষতিপূরণের অধিকার সম্পর্কে আলোচনা কর।

২৩। সালিস চুক্তির ধরন বর্ণনা কর।

২৪। “বিনা প্রতিদানে চুক্তি হয় না”- ব্যাখ্যা কর।

 ২৫। চুক্তির পরিসমাপ্তির উপায় বর্ণনা কর।

২৬। গচ্ছিত গ্রহীতার পূর্বস্বত্বসমূহ বর্ণনা কর।

২৭। উদাহরণসহ “ক্রেতা সাবধান নীতি” ব্যাখ্যা কর।

২৮। দাগকাটা চেকের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

২৯।  “চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি”- – ব্যাখ্যা কর/চুক্তিই অংশীদারি ব্যবসায়ের ভিত্তি, মর্যাদা নয়’ আলোচনা

৩০। শ্রম আইন অনুসারে শ্রমিক ছাঁটাই সংক্রান্ত বিধানগুলো বর্ণনা কর।

৩১। প্রতিযোগিতা আইনের উদ্দেশ্য আলোচনা কর।

৩২। একটি বৈধ চুক্তির শর্তাবলি বর্ণনা কর ।

৩৩। “অতীত প্রতিদান বৈধ প্রতিদান”— ব্যাখ্যা কর।

৩৪।  প্রতারণা ও মিথ্যা বর্ণনার মধ্যে পার্থক্য দেখাও।

৩৫। “কোনো বিক্রেতা তার নিজ অপেক্ষা কোনো ক্রেতাকে পণ্যের উন্নততর স্বত্ব অর্পণ করতে পারে না”- ব্যাখ্যা কর।

৩৬। পরিবেশ ব্যবস্থার ক্ষতির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত বিধানসমূহ বর্ণনা কর।

৩৭। ২০০৬ সালের শ্রম আইনে শ্রমিক সংঘ/ইউনিয়ন বলতে কি বুঝ?

৩৮। বিক্রয় ও বিক্রয়ের সম্মতির মধ্যে পার্থক্য কী কী?

৩৯। বিনিময় বিল ও চেক এর মধ্যে পার্থক্য দেখাও।

গ বিভাগ

১। চুক্তি/একটি  বৈধ চুক্তির আবশ্যকীয় উপাদানগুলো উদাহরণসহ ব্যাখ্যা কর।৯৯%

২। নাবালকের চুক্তি সংক্রান্ত বিধানগুলো আলোচনা কর।৯৫%

৩।  ভাড়াক্রয় ও কিস্তিবন্দি ক্রয়ের মধ্যে পার্থক্য দেখাও। পণ্য অর্পণ সংক্রান্ত বিধানের সংক্ষিপ্ত বর্ণনা দাও ।পণ্যের মালিকানা হস্তান্তরের সময় নির্ধারণে আবশ্যকতা আলোচনা কর।৯৯%

৪। পণ্য বিক্রয় চুক্তিতে বিক্রেতার অধিকার ও কর্তব্যগুলো আলোচনা কর।৯৫%

৫। হস্তান্তরযোগ্য দলিলের হস্তান্তরকরণের পদ্ধতি আলোচনা কর । হস্তান্তরযোগ্য দলিলের বিভিন্ন পক্ষের দায়গুলো আলোচনা কর। হস্তান্তরযোগ্য দলিল আইন অনুযায়ী প্রত্যাখানের বিজ্ঞপ্তি কিভাবে দিতে হয়? হস্তান্তরযোগ্য ঋণের দলিল কী? বিভিন্ন প্রকার হস্তান্তরযোগ্য ঋণের দলিল বর্ণনা কর।৯৯%

৬। ট্রেড মার্ক নিবন্ধন কী? ট্রেডমার্ক নিবন্ধন এর আবেদন কিভাবে করতে হয়/ট্রেড মার্কস আইন, ২০০৯-এ নিবন্ধনের আবেদন কিভাবে করতে হয়? ট্রেডমার্ক লঙ্ঘনের অপরাধ ও দণ্ড আলোচনা কর। ট্রেডমার্ক নিবন্ধনের জন্য গৃহীত আবেদন প্রত্যাখ্যান বিষয়ক বিধান বর্ণনা কর। ৯৫%

৭। অংশীদারি প্রতিষ্ঠানের বিলোপসাধন পদ্ধতি বর্ণনা কর। অংশীদারি কারবারের বিলোপসাধনের পর অংশীদারদের দায় ও অধিকার আলোচনা কর। অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার পরিনাম লিখ। লিখিত অংশীদারি চুক্তিপত্রের গুরুত্ব আলোচনা কর।৯৯%

৮। পরিবেশ অধিদপ্তর সম্পর্কিত আইনের বিধানগুলো আলোচনা কর । পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী উৎপাদন, বিক্রয় ইত্যাদির উপর বাধা নিষেধ আলোচনা কর।৯৫%

৯। পণ্য বিক্রয় আইন অনুযায়ী অপরিশোধিত বিক্রেতার সংজ্ঞা দাও। অপরিশোধিত বিক্রেতার অধিকারসমূহ বর্ণনা কর।৯৯%

১০। পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গের দণ্ডগুলো কি কি?পরিবেশের জন্য ক্ষতিকর ধোঁয়া সৃষ্টিকারী যানবাহন সম্পর্কে বিধি-নিষেধগুলো উল্লেখ কর।৯৯%

১১। চেকের অমর্যাদা বলতে কি বুঝ? চেক অমর্যাদার কারণসমূহ কী? চেকের প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধে ব্যাংকের গৃহীত কার্যক্রম বর্ণনা কর।৯৯%

১২। ২০১২ সালের প্রতিযোগিতা আইন অনুযায়ী অভিযোগ, তদন্ত ও আদেশর বিধানাবলি বর্ণনা কর। ৯৫%

১৩। ক্ষতিপূরণের চুক্তি ও জামিনের চুক্তির মধ্যে পার্থক্য লিখ। জামিন চুক্তির আবশ্যকীয় উপাদান গুলি লেখ। কখন একজন জামিনদার তার দায় হতে মুক্ত হয়? ৯০%

অনার্স ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা/Hons 4th year Accounting department book list-Nu

১৪। মুখ্য ব্যক্তির প্রতি প্রতিনিধি দায়িত্ব ও কর্তব্য লিখ। প্রতিনিধি কর্তৃক ক্ষমতার সীমালংঘনের পরিণাম লেখ।কখন প্রতিনিধি তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ হয়। ৯০%

১৫। বিক্রেতার পূর্ব স্বত্ব কী? বিক্রয় চুক্তি ভঙ্গের ক্ষেত্রে ক্রেতার অধিকার গুলো আলোচনা কর। বাংলাদেশের বর্তমান ক্রেতা সংরক্ষণ আইন গুলো আলোচনা কর।৯০%

১৭। অংশীদারি কারবারের নিবন্ধন পদ্ধতি লিখ। তৃতীয় পক্ষের সাথে অংশীদারদের সম্পর্ক বর্ণনা কর। অংশীদারি ব্যবসায় বিলোপ সাধনের পর হিসাব-নিস্পতি পদ্ধতি আলোচনা কর। ৯৫%

মাস্টার্স (MBA) হিসাব বিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা/Masters (MBA) Accounting department book list-Nu

১৮। চুক্তি আইন কী? চুক্তি আইনের বৈশিষ্ট্য গুলো আলোচনা কর।৯০%

১৯। শ্রম আইন, ২০০৬ অনুসারে শ্রমিকদের কল্যাণমূলক ব্যবস্থার সম্পর্কে বিধানসমূহ বর্ণনা কর।৯৫%

২০। পণ্য বিক্রয় আইন অনুযায়ী মুখ্য শর্ত ও গণ শর্ত বর্ণনা কর। কখন মুখ্য শর্ত গৌণ শর্ত হিসেবে গণ্য হতে পারে?৯৫%

২১। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রমিকের সংজ্ঞা দাও। শ্রমিকদের চাকরির অবসান সংক্রান্ত বিধানসমূহ বর্ণনা কর।৯০%

২২। আর্বিট্রেশন কী? বিভিন্ন প্রকার পদ্ধতি আলোচনা কর, উদাহরণ দাও।  সালিশি ট্রাইবুনালের সাধারণ দায়িত্ব আলোচনা কর।

২৩। গচ্ছিত প্রদান বলতে কী বুঝ? গচ্ছিত প্রদানের অপরিহার্য উপাদানসমূহ বর্ণনা কর।

[খ বিভাগের প্রশ্ন গ বিভাগে এবং গ বিভাগের প্রশ্ন খ বিভাগে আসতে পারে]

বি:দ্র: নিজের সাজেশন নিজে করাই উত্তম। আমার সাজেশন ১০০% কমনের নিশ্চয়তা নেই।