২০২১ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের লোক প্রশাসন পরিচিতি (Introduction to Public Administration) প্রশ্ন
২০২১ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের লোক প্রশাসন পরিচিতি (Introduction to Public Administration) প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়
বিএসএস (অনার্স) প্রথম বর্ষ পরীক্ষা- ২০২১
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
বিষয় কোড: ২১১৯০৩
বিষয়: লোক প্রশাসন পরিচিতি
সময়: ৪ ঘন্টা পূর্ণ মান: ৮০
[দ্রষ্টব্য: একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]
ক বিভাগ
১। নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও: ১ × ১০ = ১০
ক) বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তর : এফ. ডব্লিউ. টেইলর (F. W. Taylor) ।
খ) “Introduction to the Study of Public Administration” এর লেখক কে?
উত্তর : এল.ডি হোয়াইট (L.D. White ) ।
গ) CPA এর পূর্ণরূপ কী?
উত্তর : Comparative Public Administration.
ঘ) বিশেষজ্ঞ কে?
উত্তর : কোনো বিশেষ বিষয়ে প্রযুক্তিগত ও কৌশলগত
অভিজ্ঞ ব্যক্তিই হলেন বিশেষজ্ঞ।
ঙ) ACR এর পূর্ণরূপ কে?
উত্তর : Annual Confidential Report.
চ) আদেশগত ঐক্য কী?
উত্তর : যেকোনো অধস্তন কর্মকর্তা কেবলমাত্র তার নিকটস্থ ঊর্ধ্বতন কর্মকর্তা হতে প্রশাসনিক আদেশ লাভ করাকে আদেশগত ঐক্য বলে।
(ছ) “Leadership is an act of influencing others”- উক্তিটি কার?
উত্তর : রবার্ট টেটেনবাম (Robert Tetenbaum)।
(জ) যোগাযোগ নেটওয়ার্ক কী?
উত্তর : একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি যখন একটি নির্দিষ্ট নকশা বা পদ্ধতি অনুযায়ী তথ্যের আদানপ্রদান করে তখন তাকে যোগাযোগ নেটওয়ার্ক বলে।
(ঝ) বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু কোনটি?
উত্তর : সচিবালয়।
ঞ) বাংলাদেশে নীতি প্রণয়নকারী ১টি সাংবিধানিক সংস্থার নাম লেখ।
উত্তর : বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন।
ট) ‘উন্নয়ন প্রশাসন’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর : ভারতীয় পণ্ডিত গোস্বামী ।
ঠ) মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচলিত ‘Spoil’ পদ্ধতি কী?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের ফলে নতুন প্রেসিডেন্ট আসার পর বা ক্ষমতা গ্রহণের পর শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের যে ব্যাপক রদবদল হয় তাই Spoil পদ্ধতি ।
খ-বিভাগ
যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও: 8 x ৫ = ২০
২।লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য কী?
৩। ‘POSDCORB’ ধারণাটি ব্যাখ্যা কর।
৪। সমন্বয় সাধনের উপায়সমূহ কী কী?
৫। কর্তৃত্ব অর্পণের নীতিসমূহ বর্ণনা করা ।
৬। নিয়ন্ত্রণ পরিধির উপাদানগুলো লেখ।
৭। সিদ্ধান্ত গ্রহণের ধাপসমূহ লেখ।
৮। বিকেন্দ্রীকরণ বলতে কী বুঝ?
৯। উন্নয়ন প্রশাসন বলতে কী বুঝ?
গ বিভাগ
যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও: ১০ × ৫ = ৫০
১০। লোক প্রশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর ।
১১। সংগঠনের মৌলিক নীতিমালাসমূহ আলোচনা কর ।
১২। পদসোপান নীতির সুবিধা ও অসুবিধাসমূহ বর্ণনা কর ।
১৩। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ কর ।
১৪। বাংলাদেশের সাধরণজ্ঞ ও বিশেষজ্ঞদের দ্বন্দ্ব আলোচনা কর। কীভাবে এ দ্বন্দ্ব নিরসন করা যেতে পারে?
১৫। প্রশাসনিক জবাবদিহিতা অর্জনের পদ্ধতিসমূহ আলোচনা কর।
১৬। একটি আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা কর।
১৭। জেলা প্রশাসনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলি বর্ণনা কর।