২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা প্রশ্ন
২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়
বিএসএস (অনার্স) প্রথম বর্ষ পরীক্ষা- ২০২১
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
বিষয় কোড: ২১১৯০৩
বিষয়: রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন
সময়— ৪ ঘন্টা
পূর্ণ মান— ৮০
[দ্রষ্টব্য: একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]
ক বিভাগ
(নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও) ।
মান—-১ × ১০ = ১০
১। ক) প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখ।
উত্তর : প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো- একাডেমি।
(খ) “The Politics” গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : “The Politics”-গ্রন্থের রচয়িতা হলেন- এরিস্টটল।
(গ) তিনজন সামাজিক চুক্তি মতবাদী দার্শনিকের নাম লিখ।
উত্তর : তিনজন সামাজিক চুক্তি মতবাদী দার্শনিকের নাম
হলো— ১. টমাস হবস, ২. জন লক ও ৩. জ্যা জ্যাক রুশো ।
ঘ) সংসদীয় গণতন্ত্রের জনক কে?
উত্তর : সংসদীয় গণতন্ত্রের জনক জন লক ।
ঙ) এরিস্টটল তার আলোচনায় কোন পদ্ধতি অনুসরণ করেছেন?
উত্তর : আরোহ বা বাস্তবভিত্তিক পদ্ধতি অনুসরণ করেছেন।
(চ) “The History of Rome” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : “The History of Rome” গ্রন্থটির রচয়িতা হলেন- পলিবিয়াস ।
ছ) বিধাতার রাষ্ট্র ধারণাটি কে দিয়েছেন?
উত্তর : বিধাতার রাষ্ট্র ধারণাটি সেন্ট অগাস্টিন দিয়েছেন।
জ) আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কে?
উত্তর : আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন- নিকোলো ম্যাকিয়াভেলি ।
ঝ) দুই তরবারি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : দুই তরবারি তত্ত্বের প্রবক্তা হলেন- সেন্ট অগাস্টিন।
ঞ) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
উত্তর : ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন- মন্টেস্কু।
ট) সেন্ট টমাস একুইনাসের মতে আইন কত প্রকার?
উত্তর : সেন্ট টমাস একুইনাসের মতে আইন চার প্রকার যথা- ১. শাশ্বত আইন, ২. প্রাকৃতিক আইন
৩. ঐশ্বরিক আইন ও ৪. মানবিক আইন।
ঠ) কখন “গৌরবময় বিপ্লব” হয়েছিল?
উত্তর : ১৬৮৮ সালে ‘গৌরবময় বিপ্লব’ হয়েছিল।
খ-বিভাগ
(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান—-8 × ৫ = ২০
২। প্লেটোর দার্শনিক রাজার গুণাবলি বর্ণনা কর ।
৩। প্লেটোর ন্যায়বিচার বলতে কি বুঝ?
৪। এরিস্টটলের দাস তত্ত্ব সংক্ষেপে বর্ণনা কর ।
৫। সেন্ট টমাস একুইনাসের আইনের শ্রেণিবিভাগ সংক্ষেপে আলোচনা কর।
৬। ধর্ম ও নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়াভেলীর ধারণা আলোচন কর ।
৭। জন লকের সম্পত্তি তত্ত্ব সংক্ষেপে কি জান?
৮। রুশোর সামাজিক চুক্তি তত্ত্ব সংক্ষেপে বর্ণনা কর।
৯। স্বাধীনতা সম্পর্কে মন্টেস্কুর ধারণা ব্যাখ্যা কর।
গ-বিভাগ
(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান—-১০ × ৫ = ৫০
১০। প্লেটোর আদর্শ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর ।
১১। এরিস্টটলের সরকারের শ্রেণিবিভাগ আলোচনা কর ।
১২। রাষ্ট্রচিন্তায় এরিস্টটলের অবদান আলোচনা কর।
১৩। আধুনিক রাষ্ট্রচিন্তায় ম্যাকিয়াভেলীর অবদান আলোচনা কর ।
১৪। জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন?
আলোচনা কর।
১৫। রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বটি সমালোচনাসহ বর্ণনা কর ।
১৬। টমাস হবসের সার্বভৌম তত্ত্বটি আলোচনা কর।
১৭। মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বিশ্লেষণ কর ।