২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা প্রশ্ন

২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা প্রশ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়

 

বিএসএস (অনার্স) প্রথম বর্ষ পরীক্ষা- ২০২১

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

বিষয় কোড: ২১১৯০৩

 

বিষয়: রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন

সময়— ৪ ঘন্টা

পূর্ণ মান— ৮০

 

[দ্রষ্টব্য: একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

 

ক বিভাগ

 (নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও) ।

মান—-১ × ১০ = ১০

 

১। ক) প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখ।

 

উত্তর : প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো- একাডেমি।

 

(খ) “The Politics” গ্রন্থের রচয়িতা কে?

 

উত্তর : “The Politics”-গ্রন্থের রচয়িতা হলেন- এরিস্টটল।

 

(গ) তিনজন সামাজিক চুক্তি মতবাদী দার্শনিকের নাম লিখ।

 

উত্তর : তিনজন সামাজিক চুক্তি মতবাদী দার্শনিকের নাম

হলো— ১. টমাস হবস, ২. জন লক ও ৩. জ্যা জ্যাক রুশো ।

 

২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন (Political Institutions and Organization) প্রশ্ন

 

ঘ) সংসদীয় গণতন্ত্রের জনক কে?

 

উত্তর : সংসদীয় গণতন্ত্রের জনক জন লক ।

 

ঙ) এরিস্টটল তার আলোচনায় কোন পদ্ধতি অনুসরণ করেছেন?

 

উত্তর : আরোহ বা বাস্তবভিত্তিক পদ্ধতি অনুসরণ করেছেন।

 

(চ) “The History of Rome” গ্রন্থটির রচয়িতা কে?

 

উত্তর : “The History of Rome” গ্রন্থটির রচয়িতা হলেন- পলিবিয়াস ।

 

ছ) বিধাতার রাষ্ট্র ধারণাটি কে দিয়েছেন?

 

উত্তর : বিধাতার রাষ্ট্র ধারণাটি সেন্ট অগাস্টিন দিয়েছেন।

 

২০২১ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রধান বৈদেশিক সরকারসমূহ (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স) প্রশ্ন

 

জ) আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কে?

 

উত্তর : আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন- নিকোলো ম্যাকিয়াভেলি ।

 

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায় ১০/History of the Emergence of Independent Bangladesh, Super Brief Questions and Answers, Chapter 10

 

ঝ) দুই তরবারি তত্ত্বের প্রবক্তা কে?

 

উত্তর : দুই তরবারি তত্ত্বের প্রবক্তা হলেন- সেন্ট অগাস্টিন।

 

ঞ) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?

 

উত্তর : ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন- মন্টেস্কু।

 

ট) সেন্ট টমাস একুইনাসের মতে আইন কত প্রকার?

 

উত্তর : সেন্ট টমাস একুইনাসের মতে আইন চার প্রকার যথা- ১. শাশ্বত আইন, ২. প্রাকৃতিক আইন

৩. ঐশ্বরিক আইন ও ৪. মানবিক আইন।

 

ঠ) কখন “গৌরবময় বিপ্লব” হয়েছিল?

 

উত্তর : ১৬৮৮ সালে ‘গৌরবময় বিপ্লব’ হয়েছিল।

 

খ-বিভাগ

 

(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান—-8 × ৫ = ২০

 

২। প্লেটোর দার্শনিক রাজার গুণাবলি বর্ণনা কর ।

 

 

৩।  প্লেটোর ন্যায়বিচার বলতে কি বুঝ?

 

৪। এরিস্টটলের দাস তত্ত্ব সংক্ষেপে বর্ণনা কর ।

 

৫। সেন্ট টমাস একুইনাসের আইনের শ্রেণিবিভাগ সংক্ষেপে আলোচনা কর।

 

৬। ধর্ম ও নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়াভেলীর ধারণা আলোচন কর ।

 

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন, অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২২ (অনুষ্ঠিত-২০২৩)/History of the Emergence of the Independent Bangladesh suggestions, Hons 1st Year Exam 2022

 

৭। জন লকের সম্পত্তি তত্ত্ব সংক্ষেপে কি জান?

 

৮। রুশোর সামাজিক চুক্তি তত্ত্ব সংক্ষেপে বর্ণনা কর।

 

৯। স্বাধীনতা সম্পর্কে মন্টেস্কুর ধারণা ব্যাখ্যা কর।

 

গ-বিভাগ

 

(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান—-১০ × ৫ = ৫০

 

১০। প্লেটোর আদর্শ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর ।

 

১১। এরিস্টটলের সরকারের শ্রেণিবিভাগ আলোচনা কর ।

 

১২। রাষ্ট্রচিন্তায় এরিস্টটলের অবদান আলোচনা কর।

 

১৩। আধুনিক রাষ্ট্রচিন্তায় ম্যাকিয়াভেলীর অবদান আলোচনা কর ।

 

১৪। জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন?

আলোচনা কর।

 

১৫। রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বটি সমালোচনাসহ বর্ণনা কর ।

 

১৬। টমাস হবসের সার্বভৌম তত্ত্বটি আলোচনা কর।

 

১৭। মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বিশ্লেষণ কর ।