ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা ২০২০ এর প্রশ্নপত্র
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা ২০২০ এর প্রশ্নপত্র
প্রতিষ্ঠান: ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর
পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পরীক্ষার তারিখ: ০৫মে, ২০২৩
পূর্ণ মান: ৯০ সময়: ১ ঘন্টা ৩০ মিনিট
১। বানান শুদ্ধ করে লিখুন: দুর্বিশহ, সমিচীন। ১
২। বিপরীত শব্দ লিখুন: ভূলোক, হাল।
৩। দুটি করে প্রতিশব্দ লিখুন: আগুন, কুল।
৪। শব্দ জোড়ার অর্থ লিখুন: অবিরাম, অভিরাম।
৫। সন্ধি বিচ্ছেদ করুন: পর্যালোচনা, প্রেষণা।
৬। কারক ও বিভক্তি নির্ণয় করুন:
ক) তিলে তৈল আছে
খ) টাকায় কি না হয়
৭। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন: জলদি, বিজয় পতাকা।
৮। এক কথায় প্রকাশ করুন:
ক) সেবা করিবার ইচ্ছা,
খ) হনন করিবার ইচ্ছা
৯। অর্থসহ বাক্য রচনা করুন:
ক) ভিটায় ঘুঘু চড়ানো,
খ) চিনে জোঁক
১০। বইগুলোর লেখকের নাম লিখুন:
ক) রক্তাক্ত প্রান্ত খ) নৌকাডুবি গ) আনন্দমঠ
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২।
২৩।
২৪।
২৫।
২৬।
২৭।
২৮।
২৯।
৩০। কম্পিউটারে গণনার একক কোনটি?
৩১। ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের কি বলে?
৩২। Bandwidth কী?
৩৩। সমস্ত বাইনারি সংখ্যার প্রতিনিধিত্বকারী সংখ্যাগুলি কী কী?
৩৪। দুটি ইনপুট ডিভাইসের নাম লিখুন।
৩৫। বাংলা ফন্টের উদ্ভাবক কে?
৩৬। Google Chrome কী?
৩৭। পূর্ণ রূপ লিখুন: HTML, WiFi
৩৮। সামাজিক যোগাযোগের মাধ্যম Facebook এর জনক কে?