২০২১ সালের অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের নিরীক্ষা ও নিশ্চয়তা ( Auditing and Assurance ) প্রশ্ন
২০২১ সালের অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের নিরীক্ষা ও নিশ্চয়তা ( Auditing and Assurance ) প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়
বিবিএ (অনার্স) তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২১
বিষয় কোড: ২৩২৫০১
হিসাববিজ্ঞান বিভাগ
বিষয়: নিরীক্ষা ও নিশ্চয়তা
ক বিভাগ
(নিচের যে কোন দশটি প্রশ্নের উত্তর দাও)
মান – ১×১০=১০
(ক) নিশ্চয়তা সেবা কী?
উত্তর :
খ) উৎপাদন ব্যয় নিরীক্ষকের শিক্ষাগত যোগ্যতা কী?
উত্তর:
গ) পেশাগত নৈতিকতা বলতে কি বুঝ?
উত্তর:
(ঘ) ICAB-এর প্রসাশনিক মন্ত্রণালয় কোনটি?
উত্তর:
ঙ) সম্ভাব্য দায়ের দুটি উদাহরণ দাও।
উত্তর:
(চ) “আলট্রামারিস ডকট্রিন” মামলায় বাদী – বিবাদীর নাম কী?
উত্তর :
(ছ) হিসাবের কারচুপি বলতে কী বুঝ?
উত্তর:
জ) গুপ্ত সঞ্চিতি কাকে বলে?
উত্তর :
ঝ) গবাক্ষ সজ্জা কী?
উত্তর:
ঞ) অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা বলতে কী বুঝ?
উত্তর:
ট) আর্থিক বিবরণী পরবর্তী ঘটনা বলতে কী বুঝ?
উত্তর :
ঠ) কোয়ালিফাইড নিরীক্ষা প্রতিবেদন কী?
উত্তর:
খ বিভাগ
(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান – ৪ × ৫ = ২০
২। নিরীক্ষার উদ্দেশ্য গুলো আলোচনা কর।
৩। উৎপাদন ব্যয় নিরীক্ষার বৈশিষ্ট্য লিখ।
৪। নিরীক্ষা প্রতিবেদনের গুরুত্ব আলোচনা কর।
৫। আত্মসাৎ ও হিসাবের কারচুপির মধ্যে পার্থক্য কী?
৬। লেনদেনের সত্যতা যাচাই করণের উদ্দেশ্য গুলো কী কী?
৭। নিয়মমাফিক পরীক্ষা বলতে কি বুঝায়?
৮। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের সীমাবদ্ধতাগুলো লিখ।
৯। নিরীক্ষা স্মারকলিপি বলতে কী বোঝায়?
গ বিভাগ
(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান – ১০ × ৫ = ৫০
১০। (ক) ধারাবাহিক নিরীক্ষার প্রয়োগ ক্ষেত্রগুলো কী কী?
খ) কখন অন্তর্বর্তীকালীন নিরীক্ষার প্রয়োজন হয়?
১১। (ক) “নিরীক্ষা একটি পেশা” আলোচনা কর।
খ) বাংলাদেশের নিরীক্ষা পেশা উন্নয়নে ICAB- এর ভূমিকা বর্ণনা কর।
১২। (ক) নিরীক্ষা প্রতিবেদনের বৈশিষ্ট্য গুলো কী কী?
খ) নিরীক্ষা প্রতিবেদনের উপাদানগুলো আলোচনা কর।
১৩। (ক) নিরক্ষকের দেওয়ানী দায় সমূহ আলোচনা কর।
খ) নিরীক্ষকের ফৌজদারি দায় সমূহ আলোচনা কর।
১৪। (ক) কোম্পানি নিরীক্ষকের নিয়োগ প্রক্রিয়া আলোচনা কর।
খ) কোম্পানি নিরক্ষকের পদমর্যাদা বর্ণনা কর।
১৫। (ক) অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার সুবিধা কী?
(খ) অভ্যন্তরী নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে নিরীক্ষকের কর্তব্য কী?
১৬। (ক) নিরীক্ষা কর্মসূচির উদ্দেশ্য কী?
(খ) নিরীক্ষা কর্মসূচির অসুবিধা গুলো কী কী?
১৭। ক) “নিরিক্ষক বিমাকারী নন” ব্যাখ্যা কর
খ)”নিরীক্ষক রক্ষী কুকুর কিন্তু গোয়েন্দা কুকুর নয়” ব্যাখ্যা কর।