২০২১ সালের অনার্স ৩য় বর্ষের মার্কেটিং বিভাগের বাজারজাতকরণ নীতিমালা-২ ( Principles of Marketing-2 ) প্রশ্ন

২০২১ সালের অনার্স ৩য় বর্ষের মার্কেটিং বিভাগের বাজারজাতকরণ নীতিমালা-২ ( Principles of Marketing-2 ) প্রশ্ন

 

জাতীয় বিশ্ববিদ্যালয়

 

বিবিএ (অনার্স) তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২১

 

বিষয় কোড: ২৩২৩০১

 

মার্কেটিং বিভাগ

 

বিষয়: বাজারজাতকরণ নীতিমালা -২

 

ক বিভাগ

 

(নিচের যে কোন দশটি প্রশ্নের উত্তর দাও)

মান –  ১×১০=১০

 

(ক) নতুন পণ্য কী?

 

উত্তর :

 

খ) মৌসুমী বাট্রা কী?

 

উত্তর:

 

গ) ভ্যালু সরবরাহ নেটওয়ার্ক কী?

 

উত্তর :

 

(ঘ) প্রণালী দ্বন্দ্ব কী?

 

উত্তর:

 

ঙ) বিপণিমালা কী?

 

উত্তর:

 

(চ) টেলি মার্কেটিং কী?

 

উত্তর :

 

(ছ) ভোক্তাবাদ কী?

 

উত্তর:

 

জ) প্রত্যক্ষ বাজারজাতকরণ কী?

 

উত্তর :

 

ঝ) উদ্ভাবনী বাজারজাতকরণ কী?

 

উত্তর :

 

ঞ) কোটা কী?

 

উত্তর:

 

ট) গ্রিণ মার্কেটিং কী?

 

উত্তর :

 

ঠ) বাজারজাতকরণ নৈতিকতা কী?

 

উত্তর:

 

 

খ বিভাগ

 

(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান – ৪ × ৫ = ২০

 

২। বাজার প্রবেশভিত্তিক মূল্য নির্ধারণ কৌশল আলোচনা কর।

 

৩। ভোগ্য পণ্যের বন্টন প্রণালী বর্ণনা কর।

 

৪। খুচরা ব্যবসায় ও পাইকারি ব্যবসায়ের মধ্যে পার্থক্য বর্ণনা কর।

 

৫। প্রমোশন মিশ্রণের বিভিন্ন কৌশল গুলো ব্যাখ্যা কর।

 

৬। ক্রেতার দৃষ্টিকোণ থেকে প্রত্যক্ষ বাজারজাতকরণের সুবিধা সমূহ বর্ণনা কর।

 

 

৭। বিশ্বব্যাপী বাজারজাতকরণের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা কর।

 

৮। ভোক্তাবাদের কারণ বর্ণনা কর।

 

৯। কোম্পানিগুলো কেন মার্কেটিং প্রণালী ব্যবহার করে?

 

গ বিভাগ

 

(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

মান – ১০ × ৫ = ৫০

 

১০।  মূল্য সমন্বয় কৌশল আলোচনা কর।

 

১১। বন্টন প্রণালী নির্বাচনের বিবেচ্য বিষয় সমূহ বর্ণনা কর।

 

১২। খুচরা ব্যবসায়ের কার্যাবলী বর্ণনা কর।

 

১৩। কার্যকর যোগাযোগ উন্নয়নের পদক্ষেপসমূহ আলোচনা কর।

 

১৪।  অনলাইন বাজারজাতকরণ কী? অনলাইন বাজারজাতকরণের চ্যালেঞ্জসমূহ বর্ণনা কর।

 

১৫। বাজারজাতকরণের সামাজিক সমালোচনা সমূহ বর্ণনা কর।

 

১৬। প্রমোশন বাজেট নির্ধারণের পদ্ধতিসমূহ আলোচনা কর।

 

১৭। পরিবেশবাদ কিভাবে বাজারজাতকরণ কৌশলকে প্রভাবিত করে?