২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন (Political Institutions and Organization) প্রশ্ন
২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন (Political Institutions and Organization) প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়
রাষ্ট্রবিজ্ঞান
বিষয় কোড: ২১১৯০১
রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন
সময়— ৪ ঘন্টা পূর্ণ মান—- ৮০
[দ্রষ্টব্য: একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]
ক বিভাগ
( নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও )
মান—১ × ১০ = ১০
ক) ‘রাষ্ট্র’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর : ইতালির দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি।
খ) ‘Polis’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘Polis’ শব্দের অর্থ নগর বা নগররাষ্ট্র ।
গ) “রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব”-
কার উক্তি?
উত্তর : অধ্যাপক ডব্লিউ. এফ. উইলোবির ।
২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা প্রশ্ন
ঘ) “Constitution is the way of life, the state has chosen for itself.” কে বলেছেন?
উত্তর : প্রখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটলের।
ঙ) ‘Demos’ ও ‘Kratos’ শব্দের অর্থ কী?
উত্তর : Demos অর্থ জনগণ ও Kratos শব্দের অর্থ ক্ষমতা বা শাসন ।
২০২১ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের প্রশ্ন
চ) আধুনিক সংসদীয় গণতন্ত্রের জনক কে?
উত্তর : আধুনিক সংসদীয় গণতন্ত্রের জনক জন লক ।
ছ) “Voice of the people is the voice of God” উক্তিটি কার?
উত্তর : জ্যা জ্যাক রুশো।
জ) ‘The Liviathan’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘The Liviathan’ গ্রন্থটির রচয়িতা টমাস হবস।
ঝ) নির্বাচকমণ্ডলী কারা?
উত্তর : যারা আইনসভা অথবা নির্বাচক সংস্থায় প্রতিনিধি নির্বাচনে আইনগত ভোটদানের অধিকারী তারাই নির্বাচকমণ্ডলী
ঝ) “Essays on sociology” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ম্যাক্স ওয়েবার।
ট) কোন ধরনের সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে?
উত্তর : মন্ত্রিপরিষদ বা সংসদীয় সরকার।
ঠ) “Public opinion is neither public nor opinion- উক্তিটি কার?
উত্তর : অধ্যাপক গেটেল ।
খ-বিভাগ
যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও: ৪ x ৫ = ২০
২। রাষ্ট্রবিজ্ঞান কী বিজ্ঞান? সংক্ষেপে আলোচনা কর ।
৩। জনগণ আইন মান্য করে কেন?
৪। স্বাধীনতার রক্ষাকবচগুলো কী কী?
৫। অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক নির্দেশ কর।
৬। সাংবিধানিক সরকার বলতে কী বুঝ?
৭। মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী?
৮। শাসন বিভাগের ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন?
৯। আমলাতন্ত্রের বৈশিষ্ট্য লেখ।
গ-বিভাগ
[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ।] ১০ x ৫ = ৫০
১০। আধুনিক রাষ্ট্রের কার্যাবলি আলোচনা কর।
১১। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিবর্তনমূলক মতবাদটি আলোচনা কর।
১২। একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৩। যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার শর্তাবলি আলোচনা কর।
১৪। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের কার্যাবলি আলোচনা কর।
১৫। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচকমণ্ডলীর ভূমিকা মূল্যায়ন কর।
১৬। “ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কামাও নয়”- ব্যাখ্যা কর।
১৭। জনমত গঠনের বাহনগুলো আলোচনা কর।