সরবরাহ শিকল ব্যবস্থাপনা (Supply Chain Management) সাজেশন, অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা ২০২১, ব্যবস্থাপনা বিভাগ

সরবরাহ শিকল ব্যবস্থাপনা (Supply Chain Management) সাজেশন

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা ২০২১ (অনুষ্ঠিত -২০২৩)

ব্যবস্থাপনা বিভাগ

ক বিভাগ

১।

২।

 

২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের সরবরাহ শিকল ব্যবস্থাপনা (Supply Chain Management) প্রশ্ন

 

খ বিভাগ

১. প্রতিযোগিতামূলক কৌশলে মজুতের ভূমিকা লিখ।

 

২. দক্ষ এবং প্রতিক্রিয়াশীল সরবরাহ শিকলের মধ্যে পার্থক্য লিখ।

 

৩. বণ্টন নেটওয়ার্কে ব্যয় হ্রাস বলতে কী বুঝ?

 

৪. সাপ্লাই চেইন এবং ভ্যালুচেইনের মধ্যে পার্থক্য দেখাও।

 

৫. ক্রেতাদের সেবা প্রদানের ক্ষেত্রে ই-বিজনেসের প্রভাব বর্ণনা কর।

 

৬. সামগ্রিক পরিকল্পনায় তথ্য প্রযুক্তির ভূমিকা বর্ণনা করা।

 

৭. न একটি গ্রাফিক ডিজাইন যা অনিশ্চয়তার অধীনে সিদ্ধান্ত মূল্যায়ন করে”- ব্যাখ্যা কর।

 

৮. Off-shore এবং Outpost এর সুবিধাসমূহ বর্ণনা কর।।

 

৯. সরবরাহ শিকলকে ভ্যালু চেইন বলা হয় কেন?

 

১০. চাহিদা বৃদ্ধিতে বিক্রয় প্রসারের অবদান উল্লেখ করা।

 

১১. একটি প্রতিষ্ঠান কেন উপ-ঠিকাদারিত্ব ব্যবহার করে।

 

১২. ক্লোজড লুপ পুর্বানুমানের কাজ কী?

 

১৩. প্রক্রিয়ার সময় ও সুবিধার মধ্যে সম্পর্ক বর্ণনা কর।

 

১৪. সরবরাহ শিকলে ‘ফ্যাসিলিটিজ’ এর ভূমিকা লিখ ।

 

১৫. প্রতিযোগিতামূলক কৌশল ও সরবরাহ শিকল কৌশলের মধ্যে পার্থক্য লিখ।

 

১৬. সাপ্লাই চেইন কার্যসম্পাদনকারী চালক/ড্রাইভার কারা?/ সরবরাহ শিকল কার্যসম্পাদনে চালকসমূহ / ড্রাইভারগুলো আলোচনা কর।

 

১৭. গ্লোবাল চেইন ব্যবস্থাপনার চ্যালেঞ্জসমূহ কী ১৮. সাইমুলেশন সম্পর্কে আলোকপাত করা

 

১৯. চাহিদার অনিশ্চয়তা ও সন্তাব্য চাহিদার অনিশ্চয়তার মধ্যে পার্থক্য লিখ।

 

২০. একটি রিটেইল সুপার স্টোর এর আধুনিক প্রযুক্তি ভিত্তিক ইনভেনটরি সিস্টেম বর্ণনা কর।।

 

২১. মজুতভিত্তিক মেট্রিক্স এর উপাদানগুলো

 

২২. ডেল কোম্পানি কর্তৃক ব্যবহৃত অনলাইন ও রিটেইল সরবরাহ শিকলের মধ্যে পার্থক্য দেখাও।

 

গ বিভাগ

 

১. সরবরাহ শিকলের রসমূহ বর্ণনা কর। সরকার শিকলের উদ্দেশ/গুরুত্ব আলোচনা কর। সাপ্লাই চেইনের দর্শন ব্যাখ্যা কর। সাপ্লাই চেইন সাড়াপ্রদানের অন্তর্ভুক্ত বিচেনা কর। সাপ্লাই চেইনের ঝুঁকি ব্যবস্থাপনা আলোচনা করা।

 

২. একটি করে সফলতা অর্জনে কৌশলটির ভূমিকা ব্যাখ্যা কর। কিভাবে কৌশলগত ফিট অর্জন করা যায়/ কৌশলগত সামর্থ্য/উপযুক্ততা অর্থনের প্রক্রিয়া / পদক্ষেপ আলোচনা কর। কৌশলগত ফিট অর্জনের বাধাসমূহ আলোচনা কর। কৌশলগত ফিট অঞ্চল চিত্রের মাধ্যমে নির্ণয় কর। পণ্যের জীবন্ত কৌশলগত ফিটাকে প্রভাবিত করে।

 

৩. বিশ্বায়নের ধারণা নাও। মাতাই চেইন নেটওয়ার্কের উপর বিশ্বায়নের প্রভাব বর্ণনা কর।

 

৪. বণ্টন প্রণালি বলতে কী বুঝ? কৃষি পণ্যের বর্ণনা বা শিকলে বাটনের অবদান/ভূমিকা ব্যাখ্যা কর।

 

৫. নেটওয়ার্ক ডিজাইন কী? সাপ্লাই চেইনে নেটওয়ার্ক ডিজাইনের ভূমিকা আলোচনা কর। নেটওয়ার্ক ডিজাইনে নক্সাকরণে প্রভাববিস্তারকারী উপাদান বর্ণনা ব্যবস্থাপক অনিশ্চয়তার মধ্যে কিভাবে নেটওয়ার্ক নকশাকরণ সিদ্ধান্ত গ্রহণ করে। বিশ্ব সরকার ডিজাইন মূল্যায়নের মৌলিক দিকগুলো ব্যাখ্যা কর।

 

৬. পূর্বানুমানের বৈশিষ্ট্যবলি আলোচনা করা। পূর্বানুমানে তথ্য প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা কর।

 

৭. নিরাপদ মজুদ কী? নিরাপদ মজুতের সুবিধা ও অসুবিধা আলোচনা কর। কীভাবে কামা মজুত নির্ধারণ করা চেইন ব্যবস্থাপনায় মজুত নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা কর। সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় ব্যবহৃত পরিবহন পদ্ধতিগুলো ব্যাখ্যা কর।

 

৮. সাপ্লায়ার ব্যবস্থাপনা কাকে বলে? লজিস্টিকস ব্যবস্থাপনার মিশন আলোচনা কর। পভিস্তিকদের কৌশলগুলো লিখ।

 

৯. সরবরাহ শিকল ব্যবস্থাপনা বলতে কী বুঝ? সরবরাহ শিকল ব্যবস্থাপনা প্রক্রিয়া বর্ণনা কর। কি ব্যবস্থাপনার উন্নয়নে তথ্যপ্রযুক্তির ভূমিকা আলোচনা কর। সাপ্লাই চেইন ব্যবস্থাপানর সুবিধা/উদ্দেশ্য/গুরুত্ব আলোচনা কর। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কার্যাবলি আলোচনা কর।

 

১০. সামষ্টিক /সমন্বিত পরিকল্পনা কী? এর কৌশলসমূহ আলোচনা কর। সামগ্রিক পরিকল্পনার নমস্যাগুলো আলোচনা কর । সাপ্লাই চেইনে সমন্বিত পরিকল্পনার ভূমিকা আলোচনা কর। সমন্বিত পরিকল্পনা তৈরি করতে প্রয়োজনীয় তথ্যের আলোচনা কর।

 

১১. মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ বলতে কী বুঝ? মিতব্যয়ী ফরমায়েশর পরিমাণ নির্ধারণের পদ্ধতিসমূহ উদাহরণসহ আলোচনা কর।

 

১২. চাহিদার পূর্বানুমান কী? চাহিদা পূর্বানুমানের বৈশিষ্ট্য লিখ। সাপ্লাই চেইনে চাহিদা পূর্বানুমানের ভূমিকা আলোচনা কর। সরবরাহ শিকলে চাহিদা পুর্বানুমানের মৌলিক এ্যাপ্রোচগুলো বর্ণনা কর। চাহিদা পূর্বানুমানের পরিবর্তনশীল গড় পদ্ধতিগুলো কী? একটি তৈরি পোশাক কোম্পানির চাহিদা পূর্বানুমানের বিভিন্ন উপাদান আলোচনা কর। চাহিদার পূর্বানুমানের স্থায়ী ও পরিবর্তনশীল পদ্ধতির মধ্যে পার্থক্য লিখ।

 

১৩. সোলিং এর ভূমিকা বর্ণনা কর। সোসিং সিদ্ধান্তের উপাদানগুলো লিখ।

 

১৪. বিশ্ব নেটওয়ার্ক ডিজাইনে বিবেচ্য ঝুঁকিসমূহ কী? এসকল ঝুঁকি কমিয়ে আনার কৌশল আলোচনা কর।

 

১৫. অনুমানযোগ্য পরিবর্তনশীলতা মোকাবিলার জন্য একটি প্রতিষ্ঠান উৎপাদন সামর্থ্যকে কাজে লাগাতে কী কী এ্যাপ্রোচ ব্যবহার করে? এট্রিড প্রসারে সময় নির্ধাণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা কর।

 

 

১৬. মূল্য নির্ধারণ পরিকল্পনা বলতে কী বুঝ? মূল্য নির্ধারণ সম্পর্কিত পরিমাপসমূহ বর্ণনা কর।

 

বি:দ্র: নিজের সাজেশন নিজে করে নাও। এ সাজেশন ১০০% কমনের নিশ্চয়তা নাই ।