রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন (Political Institution and Organization) সাজেশন, অনার্স ১ম বর্ষ পরীক্ষা ২০২২ (অনুষ্ঠিত-২০২৩)
রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন (Political Institution and Organization) সাজেশন
অনার্স ১ম বর্ষ পরীক্ষা ২০২২ (অনুষ্ঠিত-২০২৩)
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
ক বিভাগ
১) রাষ্ট্রের উপাদান কয়টি?
উত্তর : রাষ্ট্রের উপাদান ৪টি।
২) সার্বভৌমত্বের একত্ববাদী মতবাদের প্রবক্তা কে?
উত্তর : জন অস্টিন।
৩) আইনের দুটি উৎস উল্লেখ কর।
উত্তর : আইনের দুটি উৎস হলো-
১. বিচারালয়ের রায় ও
২. আইন পরিষদ ।
৪) জাতীয়তাবাদের জনক কে?
উত্তর : জাতীয়তাবাদের জনক নিকোলো ম্যাকিয়াভেলি ।
৫)) ‘Democracy is a government of the people, by the people and for the people’-কে বলেছেন?
উত্তর : আব্রাহাম লিংকন।
৬) দ্বিকক্ষবিশিষ্ঠ আইনসভা চালু আছে এমন দুটি দেশের নাম লিখ।
উত্তর : ১. ভারত ও ২. মার্কিন যুক্তরাষ্ট্র।
৭) সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
উত্তর : নির্বাচকমণ্ডলী ।
৮) “The Spirit of Laws” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘The Spirit of Laws’ গ্রন্থটির রচয়িতা ফরাসি দার্শনিক মন্টেস্কু।
৯) সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা?
উত্তর : সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা হলেন- টমাস হবস, জন লক, জ্যা জ্যাক রুশো।
১০) আমলাতন্ত্রের জনক কে?
উত্তর : ম্যাক্স ওয়েবার।
১১) জনমতের দুটো বাহনের নাম লিখ।
উত্তর : জনমতের দুটো বাহনের নাম হলো-
১. সংবাদপত্র
৩. রাজনৈতিক দল ।
১২) ‘The Ruling Class’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘The Ruling Class’ গ্রন্থটির রচয়িতা গায়েটানো মসকা ।
১৩)
১৪) রাষ্ট্র শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর : ইতালির দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি।
১৫) সংসদীয় গণতন্ত্রের জনক কে?
উত্তর : আধুনিক সংসদীয় গণতন্ত্রের জনক জন লক।
১৬) “The Theory and Practice of Modern Government” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : হারম্যান ফাইনার।
১৭) রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত গ্রহণযোগ্য মতবাদ কোনটি?
উত্তর : ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ।
১৮) সরকারের অঙ্গ কয়টি?
উত্তর : সরকারের অঙ্গ তিনটি।
১৯) সংসদীয় সরকার পদ্ধতিতে সরকার প্রধান কে?
উত্তর : সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধান হলেন- প্রধানমন্ত্রী।
২০) “A Grammar of Politics” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : “A Grammar of Politics” গ্রন্থটির রচয়িতা হলেন- অধ্যাপক লাস্কি (Prof. Laski)।
২১) ‘Poedus’ শব্দের অর্থ কী?
উত্তর: Foodus’ শব্দের অর্থ- সন্ধি বা মিলন।
২২) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
উত্তর : ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন- মন্টেস্কু।
২৩) “The Mind and Society” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : প্যারেটো।
২৪) ইংরেজি “Liberty” শব্দের বাংলা প্রতিশব্দ কী?
উত্তর : Liberty শব্দের বাংলা প্রতিশব্দ স্বাধীনতা।
২৫) ‘ভোটাধিকার’ নাগরিকদের কোন ধরনের অধিকার?
উত্তর : রাজনৈতিক অধিকার।
২৬) হস্তান্তরিত আইন কী?
উত্তর : সাধারণত আইন বিভাগ আইন প্রণয়ন করে। কিন্তু বিভিন্ন দেশে দেখা যায় আইন বিভাগ বৈধ ক্ষমতা বলেই আইন প্রণয়ন ক্ষমতা অন্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে প্রদান করতে পারে। এ প্রদত্ত ক্ষমতা বলে ঐ ব্যক্তি বা.. কর্তৃপক্ষ যে আইন প্রণয়ন করে তাই হলো হস্তান্তরিত আইন।
২৭) ‘টেকনোক্র্যাট মন্ত্রী’ কারা?
উত্তর : আইনসভার সদস্য না হয়েও যারা মন্ত্রী হন তাদেরকে টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয় ।
২৮) কে. সি হুইয়ারের একটি বইয়ের নাম লিখ।
উত্তর : Federal Government.
২৯) সামাজিক চুক্তি মতবাদের একজন প্রবক্তার নাম লিখ।
উত্তর : দার্শনিক টমাস হবস, জন লক, জ্যা জ্যাক রুশোর।
৩০) “Man is born free, but every where he is in chain”—গ্রন্থটি কার?
উত্তর : জ্যা জ্যাক রুশোর ।
৩১) রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর : জনগণের কল্যাণ সাধন করা।
৩২)
৩৩) হল্যান্ডের মতে, আইনের উৎস কয়টি?
উত্তর : ৬টি।
৩৪) “নিজের উপর, নিজের দেহ ও মনের উপর ব্যক্তিই সার্বভৌম।” কে বলেছেন?
উত্তর : জন স্টুয়ার্ট মিল ।
৩৫) অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ কোনটি?
উত্তর : অধিকারের প্রধান রক্ষাকবচ হলো-আইন।
৩৬) ‘Natio’ বা ‘Natus’ শব্দের অর্থ কী?
উত্তর : জন্ম বা বংশ ।
৩৭) ‘সংবিধান এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে।” কে বলেছেন?
উত্তর : গ্রিক দার্শনিক এরিস্টটল।
৩৮)
৩৯) Foedus শব্দের অর্থ কী?
উত্তর : সন্ধি বা মিলন।
৪০) সরকারের অঙ্গ বা বিভাগগুলোর নাম লিখ।
উত্তর : আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ ।
৪১) মন্টেস্কুর একটি বইয়ের নাম লিখ।
উত্তর : The Spirit of Laws.
৪২) রাজনৈতিক দলের শ্রেণিবিভাগ কর।
উত্তর : রাজনৈতিক দল তিন প্রকার। যথা-
১. একদলীয় ব্যবস্থা,
২. দ্বি-দলীয় ব্যবস্থা ও
৩. বহুদলীয় ব্যবস্থা ।
৪৩)
৪৪) রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ কোনটি?
উত্তর : ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ।
৪৫) “শান্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি”-মন্তব্যটি কার?
উত্তর : উক্তিটি টি.এইচ.গ্রিন -এর ।
৪৬) জাতীয়তার উপাদানগুলোর নাম লিখ।
উত্তর : ভৌগোলিক ঐক্য, বংশগত ঐক্য, ভাষা ও – সাহিত্যের ঐক্য।
৪৭) সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে, এমন তিনটি রাষ্ট্রের নাম লিখ।
উত্তর : বাংলাদেশ, ভারত ও পাকিস্তান।
৪৮) দ্বি-দলীয় ব্যবস্থা কোন কোন দেশে আছে?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেন।
৪৯) ”The mind and society” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : প্যারেটো ।
৫০) “ভোটাধিকার” কোন ধরনের অধিকার?
উত্তর : রাজনৈতিক অধিকার।
৫১) জন অস্টিন কোন গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন?
উত্তর : “Lectures on Jurisprudence” গ্রন্থে।
৫২) জনমতের তিনটি বাহনের নাম লিখ।
উত্তর : ১. সংবাদপত্র,
২. সভা-সমিতি ও
৩. রাজনৈতিক দল ।
৫৩) সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা?
উত্তর : টমাস হবস, লক ও রুশো।
৫৪)
৫৫) সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা কে?
উত্তর : হ্যারল্ড জে. লাস্কি।
৫৬) অধ্যাদেশ কি?
উত্তর : দেশে যখন পার্লামেন্ট থাকে না তখন রাষ্ট্রপতি নির্বাহী আদেশে যে আইন জারি করে তখন তাকে অধ্যাদেশ বলে ।
৫৭) সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
উত্তর : নির্বাচকমণ্ডলী ।
৫৮)
৫৯) বিচারপতিদের নিয়োগের তিনটি পদ্ধতি উল্লেখ কর।
উত্তর : ১. জনগণ কর্তৃক নির্বাচিত,
২. আইনসভা দ্বারা নির্বাচিত ও
৩. সরকার কর্তৃক নিয়োগ ।
৬০) কোন ধরনের সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে?
উত্তর : মন্ত্রিপরিষদ বা সংসদীয় সরকার।
৬১)
৬২) Law is the Passionless reason”-উক্তিটি কার?
উত্তর : Aristotle-j (এরিস্টটল)-এর।
৬৩) রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ কোনটি?
উত্তর : ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ।
৬৪)’Natus’ শব্দটির অর্থ কি?
উত্তর : জন্ম বা বংশ ।
৬৫) “Man is born free, but everywhere he is in chain”-উক্তিটি কার?
উত্তর: জাঁ-জ্যাক রুশো।
৬৬)
৬৭) ক্ষমতার স্বতন্ত্রীকরণ মতবাদটির প্রবক্তা কে?
উত্তর : মন্টেস্কু।
৬৮) সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয়টি?
উত্তর : চারটি
৬৯) ভোটাধিকার নাগরিকের কোন ধরনের অধিকার?
উত্তর : রাজনৈতিক অধিকার।
৭০) আইনের ‘স্কুল অব থট’ কয়টি?
উত্তর : ৪টি।
৭১) রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের দুটি পদ্ধতির নাম লিখ।
উত্তর : (i) তুলনামূলক পদ্ধতি ও
(ii) ঐতিহাসিক পদ্ধতি ।
৭২) Superanus শব্দের অর্থ কী?
উত্তর : চূড়ান্ত/প্রধান (Supreme )
৭৩) “Will, not force is the basis of the State”-উক্তিটি কার।
উত্তর : টি.এইচ. গ্রিন এর।
৭৪) ‘Demos’ শব্দটির অর্থ কি?
উত্তর : ‘Demos’ শব্দের অর্থ জনগণ।
৭৫) ব্রিটেনের সংবিধান কোন ধরনের?
উত্তর : অলিখিত সংবিধান ।
৭৬) সার্বভৌতত্ত্বের বহুত্ববাদের সমর্থক দুইজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লিখ।
উত্তর : অধ্যাপক লাস্কি ও বার্কার।