২০২০ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের বাংলাদেশের করবিধি (Taxation in Bangladesh) প্রশ্ন

২০২০ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের বাংলাদেশের করবিধি (Taxation in Bangladesh) প্রশ্ন

 

ব্যবস্থাপনা বিভাগ

 

বিষয় কোড: ২৩২৬

 

বিষয়: বাংলাদেশের করবিধি

 

ক বিভাগ

 

নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও: ১ × ১০ = ১০

ক) আয়বর্ষ কী?

উত্তর : যে বছরের আয়ের উপর আয়কর ধার্য করা হয় তাকে আয় বর্ষ বলে।

 

খ) আয়কর কাকে বলে?

 

উত্তর: কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের ওপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলে।

 

গ) করযোগ্য আয় কী?

 

উত্তর:

 

ঘ)) e-TIN কী?

 

উত্তর: অর্থ আইন ২০১৩ এর মাধ্যমে পূর্বে প্রচলিত গতানুগতিক পাতা শনাক্তকরণ পরি করদাতা শনাক্তকরণ নম্বর ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে যাকে Electronic Texpayers Identifications Numbe TIN.

 

ঙ) প্রকৃত করদাতা কাকে বলে?

 

উত্তর : যে ব্যক্তি করের বোঝা বহন করেন তিনি হলেন প্রকৃত করদাতা। যেমন- আয়করের ক্ষেত্রে করদাতাই

করদাতা।

 

চ) পরোক্ষ কর বলতে কী বুঝ?

 

উত্তর : যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়ে তাকে পরোক্ষ কর বলে।

 

ছ) মূলধনী লাভ কী?

 

উত্তর : মূলধনী লাভ বলতে মূলধনী সম্পত্তির হস্তান্তর জনিত লাভকে বুঝায়।

 

Taxation in Bangladesh suggestion, Hons 3rd year exam-2021/বাংলাদেশের করবিধি সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

 

জ) বেতন পুরক কী?

 

উত্তর : কর্মচারী নিয়োগকর্তার নিকট হতে চাকুরির শর্তানুসারে আয়বর্ষে যেতন ছাড়াও যে সকল সুযোগ সুবিধা পায় ব ভোগ করে থাকে তাকে বেতন পুরক বলে।

 

ঝ) গ্রাচুইটি কী?

 

উত্তর : নিয়োগকর্তা কর্মচারীদের জন্য চাকরি জীবন শেষে অবসরের সময় আর্থিক সহায়তা নিতে যে তহবিল সৃষ্টি তাকে গ্রাচ্যুইটি বা পারিতোষিক তহবিল বলে।

 

ঞ) SRO এর পূর্ণ ।

 

উত্তর: SRO এর পূর্ণরূপ হচ্ছে। Stntinory Rules and Orders.

 

ট) মূল্য সংযোজন কর কাকে বলে?

 

উত্তর : কোন উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় তাকে মূল্য সংযোজন কর (VAT) বলে।

 

বাংলাদেশে করবিধি (Taxation in Bangladesh) অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-১.১

 

ঠ) ফি কাকে বলে?

 

উত্তর : সরকার কোন বাক্তিকে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে তার নিকট হতে যে অর্থ আদায় করে তাকে কি বলে। যেমন। কোর্ট ফি, রেজিস্ট্রেশন ফি, মোটরগাড়ি লাইসেন্স।

 

 খ বিভাগ 

 

যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও: ৪ × ৫ = ২০

 

২। আয়কর কর্তৃপক্ষ কারা?

 

৩। অকরধার্য আয় এবং করমুক্ত আয়ের পার্থক্য লেখ।

 

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের কোম্পানি আইন (Company Law ) প্রশ্ন

 

৪। কৃষি আয়ের অনুমোদনযোগ্য খরচসমূহ কী?

 

৫। বিভিন্ন করদাতার আবাসিক মর্যাদা কীভাবে নির্ণয় করবে?

 

৬। কোন কোন বিষয়গুলো বেতন পূরকের অন্তর্ভুক্ত বর্ণনা কর।

 

৭। আয়কর আইনে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ কারা?

 

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের সাংগঠনিক আচরণ (Organizational Behavior ) প্রশ্ন

 

৮। জনাব হেলালী একটি স্টেশনারি দোকানের মালিক। ১০-০৭-২০১৯ ইং থেকে ৩০-০৬-২০২০ইং তারিখ পর্যন্ত তার ব্যয় ছিল নিম্নরূপ :

(i) মোট বিক্রয়ের পরিমাণ ১৫,০০,০০০ টাকা।

(ii) বিক্রীত মালামালের ব্যয় ৯,০০,০০০ টাকা

(iii) কর্মচারীদের বেতন ৯০,০০০ টাকা।

(iv) দোকান ভাড়া, পরিবহন ও অন্যান্য ১,৫০,০০০ টাকা।

(v) দোকানে ব্যবহারের জন্য আসবাবপত্র জন্ম ৪৫,০০০ টাকা।

(vi) গত বছরের লোকসানের পরিমাণ ছিল ১৫,০০০ টাকা।

জনাব হেলালীর ব্যবসায় খাতে মোট আয় নির্ণয় কর।

 

৯। জনাব আসাদ জুন ৩০, ২০২০ তারিখ সমাপ্ত বছরে মুলধনী লাভের সাথে জড়িত নিম্নোক্ত লেনদেনসমূহ সম্পন্ন করেন। নিজের প্রত্যেকটির পৃথক ঘটনার জন্য আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়কর নির্ধারণের জন্য মূলধনী লাভ নির্ণয় কর।

 

(i) তিনি একটি প্রাইভেট কার ৬,৯০,০০০ টাকা বিক্রি করেন। যা তিনি ২০১৭ সালে ৪,৭০,০০০ টাকায় ক্রয় করেছিলেন‌ এবং গাড়িটি শুধু তার ব্যক্তিগত কাজে ব্যবহৃত হতো।

(ii) ২০২০ সালের এপ্রিলে ৩ তলা একটি বিল্ডিং বিক্রয় করেন ৩৬,০০,০০০ টাকা। বাড়িটি তিনি ২০১৯ সালের মার্চ মাসে ২১,৬০,০০০ টাকায় ক্রয় করেন। ২০১৫ সালের জানুয়ারি মাসে বাড়িটি মোট ৫,০০,০০০ টাকা ব্যয় করে সম্প্রসারণ করা হয়। ২০২০ সালের এখিলে বাড়িটির ন্যায্য বাজার মূল্য ছিল ৩৮,৪০,০০০ টাকা।

(ii) তিনি কুমিল্লায় নিজ গ্রামে অবস্থিত একখণ্ড জমি ৩০,০০,০০০ টাকায় বিক্রয় করেন। জমিটি কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার আওতার বাইরে অবস্থিত। জমিটি ৫ বছর আগে কেনা হয়েছিল মোট ১৩,২০,০০০ টাকায়।

(iv) তার ব্যবসায়ে ব্যবহৃত হতো এমন একটি যন্ত্রপাতি ন্যায্য বাজার মূল্য ১,৮০,০০০ টাকায় বিক্রয় হয়। যন্ত্রপাতিটি ৯৬,০০০ টাকায় ক্রয় করা হয়েছিল। মেশিনটির নবায়ন খরচ ছিল ৩৬,০০০ টাকা । বিক্রয়ের সময় যন্ত্রপাতিটির পুঞ্জিভূত অবচয় ছিল ৭২,০০০ টাকা।

(v) ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রতিটি ৭০০ টাকা মূল্যে ২০০ টি প্রাইম ব্যাংকের শেয়ার বিক্রয় করা হয়। (বিক্রয়লব্ধ মূল্যের উপর ব্রোকারের কমিশন ১%) শেয়ারগুলোর অর্জনমূল্য প্রতিটি ২০০ টাকা। ব্রোকারের কমিশন ১%।

 

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা (Insurance and Risk Management) প্রশ্ন

 

গ-বিভাগ

 

যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও: ১০ × ৫ = ৫০

 

১০। জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।

 

১১। (ক) আয়কর আইনের উৎস বলতে কী বুঝ?

 

খ) আয়ের বিভিন্ন উৎস বা খাতসমূহ বর্ণনা কর।

 

১২। (ক) করমুক্ত সিকিউরিটি ও করবাদ সিকিউরিটির মধ্যে পার্থক্য দেখাও।

 

খ) নিম্নলিখিত তথ্যাবলি থেকে জনাব হানিফের ২০২০-২১ আয়বর্ষের অন্যান্য খাতে মোট আয় নির্ণয় কর।

 

(i) প্রাইভেট কোম্পানির লভ্যাংশ প্রাপ্তি ২০,০০০ টাকা।

(ii) পাবলিক লিঃ কোম্পানির লভ্যাংশ প্রাপ্তি ৩৫,০০০ টাকা।

(iii) ব্যাংক জমার সুদ প্রাপ্তি ১১,৫০০ টাকা।

(iv) ইসলামী ব্যাংকের মুনাফা প্রাপ্তি ৪২,০০০ টাকা।

(v) ডাকঘর সঞ্চয় হিসাবের সুদ প্রাপ্তি ৫,২০০ টাকা।

(vi) প্রাইজবন্ডের লটারি প্রাপ্তি ১,০০,০০০ টাকা।

 

১৩। জনার খালেদ মাহবুব একজন সরকারি কর্মকর্তা। চট্টগ্রাম শহরে তার একটি বাড়ি আছে। বাড়িটির দোতলায় তিনি বসবাস করেন। তিনি নিচতলা থেকে বার্ষিক ৩,৬০,০০০ টাকা ভাড়া পান। ভাড়াটিয়া মালিকের পৌরকর বাবদ পরিশোধ করেছেন ৩,০০০ টাকা। বাড়িটির মিউনিসিপ্যাল মূল্য ৫,০০,০০০ টাকা। বাড়ি সংক্রান্ত অন্যান্য খরচসমূহ নিম্নরূপ –

 

(i) মেরামত ৪০,০০০ টাকা।

(i) ভূমি উন্নয়ন কর ৬,০০০ টাকা।

(ii) ভূমির খাজনা ২,৫০০ টাকা।

(iv) ভূমির ভাড়া ৩,০০০ টাকা ।

(v) ঋণের সুদ ৬,০০০ টাকা।

(vi) আদায় খরচ ৭,০০০ টাকা

(vii) আইন খরচ ৪,০০০ টাকা।

(viii) লিফটম্যান, নিরাপত্তা প্রহরীর ও দারোয়ানের বেতন ৩০,০০০ টাকা ।

(ix) বিদ্যুৎ, পানি ও পয়ঃকর ৪,০০০ টাকা

(x) বাড়িটি একমাস খালি ছিল।

(xi) বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা।

(xii) পৌরকর ৩,০০০ টাকা।

 

২০১৯-২০২০ আয়বর্ষে জনাব খালেদ মাহবুব এর গৃহসম্পত্তি খাতে মোট আয় নির্ণয় কর।

 

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বাজারজাতকরণ ব্যবস্থাপনা (Marketing Management) প্রশ্ন

 

১৪। জনাব শাহিনের ২০২০ সালের ৩০ জুন তারিখে কৃষি খাতে আয় ছিল । ধান বিক্রয় ৫০০ মন । প্রতি মন ৮০০ টাকা। পাট বিক্র ২৫০ মন প্রতি মন ১,২০০ টাকা। রবি শস্য বিক্র ১,২০,০০০ টাকা, পোল্ট্রি ফার্ম হতে আয় ৭৫,০০০ টাকা। বর্গা কৃষি জমি হতে আর ৭৫,০০০ টাকা, মৎস্য খামার হতে আয় ১,০০,০০০, টাকা; মাশরুম চাষ হতে আয় ১,২০,০০০ টাকা চা বিক্রয়ার আর ১,৫০,০০০ টাকা, ডেইরি ফার্মের আয় ১০,০০০ টাকা। তিনি যথাযথ হিসাবের বই রাখেন না। কিন্তু তিনি উৎপাদন খরচ ৪,৫০,০০০ টাকা। ভূমির রাজস্ব ৬,০০০ টাকা। ঋণের সুদ ১,৮৭৫ টাকা। পৌরকা ৩,০০০ টাকা। ওঁর জন্য ৫২,০০০ টাকা দাবী করেন। এ ছাড়া চলতি বছরে জনাব শাহিন নিচের খরচ ও বিনিয়োগ ভাতাদি সম্পন্ন করেন।

(i) পারিবারিক খরচ ৬০,০০০ টাকা।

(i) বিমা প্রিমিয়াম ২০,০০০ টাকা (পলিসি মূল্য ১,৮০,০০০ টাকা)।

(iii) ডেইরী ফার্মের ১০,০০০ টাকা।

(iv) প্রধানমন্ত্রীর তহবিলে দান ১০,০০০ টাকা।

(v) সঞ্চয়পত্র ক্রয় ৭৫,০০০ টাকা।

(vi) যাকাত তহবিলে দান ২০,০০০ টাকা ।।

(vii) গহনা ক্রয় ২০,০০০ টাকা।

জনাব শাহিনের করযোগ্য আয় ও করদায় নির্ণয় কর।

 

১৫। আয়কর আইনের আওতায় করধার্যের জন্য বিভিন্ন প্রকার সিকিউরিটি সম্পর্কে আলোচনা কর। এই খাতে আয় নির্ণয়ে বাদযোগ্য খরচসমূহ কী?

 

১৬। (ক) বাংলাদেশের প্রেক্ষাপটে আয়করের গুরুত্ব আলোচনা কর।

 

(খ) বাংলাদেশে আয়কর ধার্যের সমস্যাবলি বর্ণনা কর।

 

১৭। (ক) স্বয়ং কর নির্ধারণ কাকে বলে?

 

(খ) স্বয়ং বা নির্ধারণ পদ্ধতিতে কর নির্ধারণের সুবিধা পেতে হলে করদাতাকে কী কী শর্ত পূরণ করতে হয়?