২০২০ সালের অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের কোম্পানি আইন (Company Law ) প্রশ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

 

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের কোম্পানি আইন (Company Law ) প্রশ্ন

 

ব্যবস্থাপনা বিভাগ

 

বিষয়: কোম্পানি আইন

 

বিষয় কোড: ২৩২৬১১

 

ক বিভাগ

 

১। নিচের যে কোন দশটি প্রশ্নের উত্তর দাও: ১×১০=১০

 

ক) কোম্পানির সংজ্ঞা দাও।

 

উত্তর : কোম্পানি বলতে দেশের প্রচলিত আইন অনুযায়ী গঠিত, কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, চিরন্তন অস্তিত্ব এবং সীমিত দায় সম্পন্ন কোন ব্যবসায় প্রতিষ্ঠানকে বুঝায় যা মুনাফার উদ্দেশ্যে গঠিত হয়।

 

খ) কোন ধরনের কোম্পানি বিবরণপত্র ইস্যু করতে পারে?

 

উত্তর: পাবলিক লি. কোম্পানি বিবরণপত্র ইস্যু করাতে পারে।

 

গ) IPO- এর পূর্ণরূপ লেখ।

 

উত্তর : IPO এর পূর্ণ Initial Public Offering

 

ঘ) শেয়ার মূলধন কাকে বলে?

 

উত্তর : মোট পুঁজির যে অংশটুকু শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংগ্রহ করা হয়ে থাকে তাকে শেয়ার মূলধন বলে।

 

Company Law suggestion, Hons 3rd year exam-2021/কোম্পানি আইন সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

 

ঙ) শেয়ার সমর্পণ কী?

 

উত্তর : শেয়ারের মালিক যখন স্বোচ্ছার শেয়ারের মালিকানা কোম্পানির কাছে অর্পণ করে তখন তাকে শেয়ার সমর্পণ বলে।

 

চ) শেয়ার হস্তান্তর বলতে কী বুঝায়া?

 

উত্তর : কোম্পানির আইন এবং পরিমেল নিয়মাবলি বা সংঘবিধি অনুসারে শেয়ার মালিকানা পরিবর্তন করাকে শেয়ার হস্তান্তর বলে।

 

ছ) কোম্পানি সচিব কে?

 

উত্তর : যৌথমূলধনী কোম্পানির অফিস সংক্রান্ত বিভিন্ন কার্যাবলি যিনি সম্পাদন করেন বা যার তত্ত্বাবধানে সম্পন্ন হয় তাকে কোম্পানি সচিব বলে।

 

জ) খোলা ঋণপত্র কী?

 

উত্তর : কোনো সম্পত্তি জামানত না রেখে ঋণ গ্রহণ করলে তাকে সাধারণ বা খোলা ঋণপত্র বলে।

 

ঝ) কার্যবিবরণী কাকে বলে?

 

উত্তর : কোনো সভায় বিভিন্ন প্রস্তাবের উপর আলাপ-আলোচনা ও বিচার বিশ্লেষণের যেসব সিদ্ধান্ত গৃহীত হয় সেগুলোকে সংক্ষিপ্ত আকারে স্থায়ীভাবে ধরে রাখার জন্য লিখিত দলিলকে কার্য বিবরণী বলে।

 

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের কার্য ব্যবস্থাপনা (Operation Management ) প্রশ্ন

 

ঞ) ব্যবস্থাপনা প্রতিনিধি কী?

 

উত্তর : পরিচালনা পরিষদের নিয়ন্ত্রণাধীনে শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে যারা কোম্পানির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে তাদেরকেই ব্যবস্থাপনা প্রতিনিধি বলে।

 

ট) অনুমোদিত মূলধন কাকে বলে?

 

উত্তর : কোম্পানির স্মারকলিপিতে উল্লিখিত সর্বোচ্চ পরিমাণ মূলধনকে অনুমোদিত বা নিবন্ধিত মূলধন বলে।

 

(ঠ) হোল্ডিং কোম্পানি কী?

 

উত্তর : কোনো কোম্পানি যখন গঠন বা ক্রয়সূত্রে অন্য কোম্পানিকে নিয়ন্ত্রণের অধিকাংশ ক্ষমতা পেলে তাকে হোল্ডিং কোম্পানি বা নিয়ন্ত্রণকারী কোম্পানি বলে।

 

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের সাংগঠনিক আচরণ (Organizational Behavior ) প্রশ্ন

 

খ-বিভাগ

 

যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও: ৪ × ৫ = ২০

 

২। কোম্পানি আইন অনুযায়ী প্রবর্তকদের কার্যাবলি আলোচনা কর।

 

৩। “কোম্পানি একটি কৃত্রিম ব্যক্তিসত্তা”- ব্যাখ্যা কর।

 

৪। স্মারকলিপির ধারাসমূহ শেখ।

 

৫। শেয়ার ও ঋণপত্রের পার্থক্য দেখাও।

 

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা (Insurance and Risk Management) প্রশ্ন

 

৬। শেয়ার কীভাবে স্টক-এ রূপান্তর করা যায়?

 

৭। মূলধন ও ইক্যুইটির মধ্যে পার্থক্য দেখাও।

 

৮। কখন বিবরণপত্রের প্রয়োজন হয় না?

 

৯। কোম্পানির পরিচালকদের যোগ্যতা আলোচন কর।

 

গ বিভাগ 

 

যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও:    ১০ × ৫ = ৫০

 

১০। (ক) যৌথমূলধনি কোম্পানি কাকে বলে?

 

খ) যৌথমূলধনি কোম্পানির অপরিহার্য উপাদানসমূহ বর্ণনা কর।

 

১১। ক) পাবলিক লিমিটেড কোম্পানির সংজ্ঞা দাও।

 

খ) প্রাইভেট লিঃ ও পাবলিক লিঃ কোম্পানির পার্থক্য দেখাও।

 

১২। ক) পরিমেল নিয়ামবলি কী?

 

(খ) পরিমেল নিয়মাবলির বিষয়বস্তু আলোচনা কর।

 

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বাজারজাতকরণ ব্যবস্থাপনা (Marketing Management) প্রশ্ন

 

১৩। (ক) শেয়ার বাজেয়াপ্তকরণ কী?

 

খ) শেয়ার বাজেয়াপ্তকরণ সম্পর্কে আইনের বিধানসমূহ বর্ণনা কর।

 

১৪। (ক) পরিচালকের পদ কীভাবে শূন্য হয়?

 

(গ) পরিচালকের ক্ষমতা ও কর্তব্যসমূহ আলোচনা কর।

 

১৫। (ক) বোনাস শেয়ার কী?

 

খ) কোন পরিস্থিতিতে বোনাস শেয়ার ইস্যু করা যায়?

 

১৬। ক) কোম্পানির নামের ধারা কীভাবে পরিবর্তন করা যায়?

খ) কখন বিবরণপত্রের বিকল্প বিবৃতি তৈরি করা হয়?

 

১৭। ক) আদালতের তত্ত্বাবধানে অবসায়ন বলতে কী বুঝায়?

খ) আদালতের তত্ত্বাবধানে অবসায়নের কারণ ও ফলাফল উল্লেখ কর।