২০২০ সালের অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা (Insurance and Risk Management) প্রশ্ন

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা প্রশ্ন

ব্যবস্থাপনা বিভাগ

 

বিষয়: বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

বিষয় কোড: ২৩২৬০৯

 

ক বিভাগ

 

১। নিচের যে কোন দশটি প্রশ্নের উত্তর দাও: ১×১০=১০

 

ক) বিমা চুক্তি কী?

 

উত্তর:বিমা চুক্তি হচ্ছে এমন একটি আর্থিক ব্যবস্থা যা অপ্রত্যাশিত ক্ষতির ব্যয় পুর্বণ্টন করে।

 

খ) বিষযোগ্য স্বার্থ কী?

 

উত্তর : বিষাযোগ্য স্বার্থ হচ্ছে বিমার বিষয়বস্তুতে এমন একটি আর্থিক স্বার্থ যার অস্তিত্বে বিমা গ্রহীতা আর্থিকভাবে লাভবান হন এবং যার অনুপস্থিতি বা বিনাশে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

 

গ) মৃত্যুহার পঞ্জি কী?

 

উত্তর: মৃত্যুহার পঞ্জি হলো নির্দিষ্ট বয়ঃক্রম অনুসারে অতীত মৃত্যুহারের হাজার ভিত্তিক একটি পরিসংখ্যান।

 

ঘ) পুনর্বিমা কী?

 

উত্তর : পুনর্বিমা এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে একজন মূল বিমাকারী যিনি কোনো একটি ঝুঁকির বিপরীতে বিমা করেছেন, তিনি উক্ত ঝুঁকির একটি অংশের জন্য ভিন্ন একজন বিমাকারীর নিকট বিমা গ্রহণ করে।

 

ঙ) নৌ-বিপদ কী?

 

উত্তর : সমুদ্রে চলাচলের সময়ে উদ্ভূত প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিপদসমূহকে নৌ-বিপদ বলে।

 

চ) IDRA -এর পূর্ণরূপ কী?

 

উত্তর : IDRA-এর পূর্ণরূপ হলো- Insurance Development and Regulatory Authority.

 

(ছ) দ্বৈত বিমা কী?

 

উত্তর : কোনো বিমাগ্রহীতা যদি একই বিষয়বস্তুর জন্য একই সময়ে একাধিক বিমাকারীর সাথে পৃথক পৃথক বিমাচুক্তি করে তখন তাকে যুগ্ম বিমা বা দ্বৈত বিমা বলে।

 

২০২০ সালের অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বাজারজাতকরণ ব্যবস্থাপনা (Marketing Management) প্রশ্ন

 

জ) সঞ্চিতি কী?

 

উত্তর : সঞ্চিতি হচ্ছে এমন একটি তহবিল যা ভবিষ্যৎ প্রিমিয়াম ও সুদ সমন্বয়ে গঠিত এবং যা ভবিষ্যৎ বিমা দাবি পূরণের জন্য পর্যাপ্ত বলে বিবেচিত হয়।

 

(ঝ) নিকটতম কারণ নীতি কী?

 

উত্তর : বিমাকৃত পক্ষের প্রকৃত ক্ষতি বা ক্ষয়ক্ষতি কিভাবে হয়েছে এবং এটি একটি বিমাকৃত বিপদের ফলে হয়েছে কিনা তার সাথে আনুমানিক কারণ জড়িত হওয়ার সম্ভাবনাকে নিকটতম কারণ নীতি বলে।

 

ঞ) BIA এর পূর্ণরূপ লেখ।

 

উত্তর : BIA-এর পূর্ণরূপ হলো Bangladesh Insurance Academy.

 

ট) অগ্নি অপচয় কী?

 

উত্তর : অগ্নিকাণ্ডের ফলে সংঘটিত ক্ষতিকে অগ্নিজনিত ক্ষতি বা অগ্নি অপচয় বলে।

 

ঠ) পণ্য নিক্ষেপ কী?

 

উত্তর : পণ্য নিক্ষেপণ হলো পণ্যবাহী কোনো জাহাজকে হালকা করার জন্য জাহাজ থেকে পণ্য সমুদ্র ছুঁড়ে ফেলে দেয়া।

 

Insurance and Risk Management suggestion, Hons 3rd year exam-2021/বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

 

খ-বিভাগ

 

যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও:       ৪ × ৫ = ২০

 

২। বিমা চুক্তির আইনগত উপাদানসমূহ লেখ।

 

৩। বিমা ও নিশ্চয়তার মধ্যে পার্থক্য লেখ।

 

৪। নৌ বিমার গুরুত্ব আলোচনা কর।

 

৫। অগ্নি বিমার গুরুত্ব আলোচনা কর।

 

৬। সামগ্রিক ক্ষতি ও আংশিক ক্ষতির মধ্যে পার্থক্য লেখ।

 

৭। নৌবিমার অব্যক্ত শর্তাবলি বর্ণনা কর।

 

১৮। ঝুঁকি নিরূপণ করার উপায় বর্ণনা কর।

 

৯। “বিমা চুক্তি পরম বিশ্বাসের চুক্তি।”- ব্যাখ্যা কর।

 

গ বিভাগ

 

যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও:     ১০ × ৫ = ৫০

 

১০। ক) বিমাচুক্তির অপরিহার্য উপাদানসমূহ বর্ণনা করা ।

 

খ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিমার ভূমিকা আলোচনা কর ।

 

১১। (ক) জীবন বিমা একাধারে বিনিয়োগ ও নিরাপত্তার উপায়।”-ব্যাখ্যা কর।

 

(খ) জীবন বিমার প্রিমিয়ামের হার নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর ।

 

১২। (ক) নৌ বিমা চুক্তির আওতা ব্যাখ্যা কর।

 

(খ) নৌ বিমা চুক্তির অপরিহার্য উপাদানসমূহ কী?

 

১৩। (ক) অগ্নিবিমার নৈতিক ঝুঁকি কী?

 

(খ) অগ্নি অপচয়ের কারণ বর্ণনা কর।

 

১৪। বাংলাদেশে বিমা ব্যবসায়ের সমস্যা ও তার সমাধান আলোচনা কর।

 

 

১৫। (ক) ঝুঁকি ব্যবস্থাপনা কাকে বলে?

 

(খ) ঝুঁকি ব্যবস্থাপনার উদ্দেশ্য বর্ণনা কর।

 

১৬। ইংরেজি অংশ দ্রষ্টব্য।

 

১৭। একটি পণ্যবাহী জাহাজে ১,০০০ ব্যাগ সিমেন্ট ৯০,০০০ টাকায় বিমা করা হয়। কিন্তু ৩০০ ব্যাগ সিমেন্ট ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাগ ৪০ টাকা দরে বিক্রয় করা হয়। বিমাগ্রহীতাকে নিম্নোক্ত খরচগুলো বহন করতে হয়। বিক্রয় কমিশন ৪%, সার্ভে ফি ৪০০ টাকা এবং বিক্রয় খরচ ৬৫০ টাকা। উপর্যুক্ত তথ্যাবলির সাহায্যে বিশেষ আংশিক ক্ষতি ও প্রকৃত বিমা দাবির পরিমাণ নির্ণয় কর এবং মনে কর যে, প্রতি ব্যাগের বাজার মূল্য ১৪০ টাকা ছিল।