কবি পরিচিতি: জসীম উদ্দীন -BCS সহ সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

জসীম উদ্দীন (Jasim Uddin) – (১৯০৩-১৯৭৬)

 

পল্লী কবি।

 

জন্ম: জানুয়ারী ১, ১৯০৩ ।

 

গ্রাম: তাম্বুলখানা, জেলা: ফরিদপুর।

 

মৃত্যু: মার্চ ১৪, ১৯৭৬ (৭৩ বছর) ।

 

পেশা: কবি, গীতিকার, লেখক, সুরকার, শিক্ষক।

 

কবিতা ও কাব্য গ্রন্থ

 

প্রথম প্রকাশিত কবিতা: মিলন গান।

 

কাব্য গ্রন্থ:

 

রাখালি (১৯২৭)- প্রথম

 

 নকশি কাঁথার মাঠ (১৯২৯)

 

 বালুচর (১৯৩০)

 

 ধানখেত (১৯৩৩)

 

 সুজন বাদিয়ার ঘাট (১৯৩৩)

 

 রূপবতী (১৯৪৬)

 

 মাটির কান্না (১৯৫১)

 

 সুচয়ানি (১৯৬১)

 

 মা যে জননি কান্দে (১৯৬৩)

 

 পদ্মা নদীর দেশে (১৯৬৯)

 

 বেদের মেয়ে 

 

 কাফনের মিছিল (১৯৭৮)

 

 মহরম”

 

মনে রাখার কৌশল:

রূপবতী রাখালী সুচয়নী ধানক্ষেত আর বালুচরে মাটির কান্না শুনে।

 

শিশুতোষ গ্রন্থ:

 

 

 

 

কবিতা:

 

 

 

 

পুরস্কার ও পদক:

 

✓ একুশে পদক (১৯৭৬)

 

✓ স্বাধীনতা পদক (১৯৭৮)