কবি পরিচিতি: ফররুখ আহমদ -BCS সহ সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

ফররুখ আহমদ (Farrukh Ahmad) – (১৯১৮-১৯৭৪)

মুসলিম/ইসলামী রেনেসাঁর কবি।

 

জন্ম: ১০ জুন, ১৯১৮ ।

গ্রাম: মাঝআইল, উপজেলা: শ্রীপুর, জেলা: মাগুরা।

 

মৃত্যু: ১৯ অক্টোবর, ১৯৭৪ ( ৫৬ বছর)

ঢাকা।

 

পেশা: কবি, ঢাকা বেতারের স্টাফ রাইটার ছিলেন।

 

কবিতা ও কাব্য গ্রন্থ 

 

প্রথম প্রকাশিত কবিতা: রাত্রি (১৯৩৭) বুলবুল পত্রিকায়।

 

শ্রেষ্ঠ কাব্য গ্রন্থ: সাত সাগরের মাঝি (১৯৪৪) – ইসলামের ইতিহাস ও ঐতিহ্য।

✓ ১৯ টি কবিতা।

✓ উর্দু কবি আল্লামাকে উৎসর্গ।

✓ পাঞ্জেরী কবিতা।

 

অন্যান্য কাব্য গ্রন্থ:

 

✓সিরাজাম মুনিরা (সেপ্টেম্বর, ১৯৫২)

 

✓নওফেল ও হাতেম (জুন, ১৯৬১) – কাব্যনাট্য

 

✓মুহুর্তের কবিতা (সেপ্টেম্বর, ১৯৬৩)- সনেট সংকলন।

 

✓ধোলাই কাব্য (১৯৬৩)

 

✓হাতেমতায়ী (মে, ১৯৬৬)- কাহিনী কাব্য – আদমজী পুরস্কার।

 

✓সিন্দাবাদ (১৯৮৩)

 

শিশুতোষ গ্রন্থ:

 

✓ পাখির বাসা (১৯৬৫) – ১৯৬৬ ইউনেস্কো পুরস্কার।

✓ হরফের ছড়া

✓ ছড়ার আসর

 

কবিতা: 

✓উপহার

✓স্মরণী

✓পাঞ্জেরী >

মাত্রাবৃত্ত ছন্দ

ফারসি শব্দ

অর্থ: জাহাজের অগ্রভাগে রক্ষিত পথনির্দেশক                আলোকবর্তিকা।

 

পুরস্কার ও পদক:

 

✓ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬০)

 

✓ ইউনেস্কো পুরস্কার (১৯৬৬)

 

✓ আদমজী পুরস্কার (১৯৬৬)

 

✓ একুশে পদক (১৯৭৭)

 

✓ স্বাধীনতা পুরস্কার (১৯৮০)